আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের বের হতে দিতেই হবে: ব্লিঙ্কেন
(last modified Thu, 09 Sep 2021 06:51:25 GMT )
সেপ্টেম্বর ০৯, ২০২১ ১২:৫১ Asia/Dhaka
  • অ্যান্টনি ব্লিংকেন
    অ্যান্টনি ব্লিংকেন

আফগানিস্তানে আটকে পড়া মার্কিন নাগরিকদের দেশটি থেকে বের হওয়ার সুযোগ দিতে তালেবানের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন, যেসব আফগান নাগরিক দেশ ছাড়তে চায় তাদেরকেও নিরাপদে চলে যাওয়ার সুযোগ দিতে হবে।

গতকাল (বুধবার) জার্মানি থেকে মিত্রদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন অ্যান্টনি। তিনি বলেন, আফগানিস্তানে আটকে পড়া মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারী আফগান নাগরিকদের ব্যাপারে দায়-দায়িত্ব তালেবানের কেয়ারটেকার সরকারকেই নিতে হবে।

আটকেপড়া মার্কিন ও আফগান নাগরিকদের নিয়ে দেশ ত্যাগের জন্য অপেক্ষমান ৬টি বিমান 

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরীফ আন্তর্জাতিক বিমান বন্দরে ৬০০ থেকে ১,২০০ ব্যক্তি আটকা পড়েছে যারা আমেরিকায় চলে যেতে চায়। এর মধ্যে বহু মার্কিন নাগরিক রয়েছে‌। তাদেরকে নিয়ে দেশ ছাড়ার জন্য ৬টি চার্টার্ড বিমান প্রস্তুত রয়েছে। কিন্তু তালেবান যোদ্ধারা তাদেরকে যাওয়ার অনুমতি দিচ্ছে না। তালেবান সরকারের স্বীকৃতি এবং আমেরিকায় আটক করা আফগান অর্থ ছাড়ের বিনিময়ে আটক নাগরিকদের দেশ ত্যাগের অনুমতি দেয়া হবে বলে তালেবান জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৯