তালেবানের সঙ্গে ডিউটি করছে আফগান পুলিশ
https://parstoday.ir/bn/news/world-i97290-তালেবানের_সঙ্গে_ডিউটি_করছে_আফগান_পুলিশ
আফগানিস্তানের পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরেছেন এবং তারা কাবুল বিমানবন্দরে তালেবান এর পাশাপাশি ডিউটি করছেন। তালেবান গোষ্ঠী রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর কিছুদিনের বিশৃংখলা শেষে কাবুল বিমানবন্দরের কাজ শুরু হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২১ ১৮:০৯ Asia/Dhaka
  • কাবুল বিমানবন্দরে ডিউটিরত আফগান পুলিশ
    কাবুল বিমানবন্দরে ডিউটিরত আফগান পুলিশ

আফগানিস্তানের পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরেছেন এবং তারা কাবুল বিমানবন্দরে তালেবান এর পাশাপাশি ডিউটি করছেন। তালেবান গোষ্ঠী রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর কিছুদিনের বিশৃংখলা শেষে কাবুল বিমানবন্দরের কাজ শুরু হয়েছে।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ায় দেশটির পুলিশ সদস্যরা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। কিন্তু তালেবান সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণার পর এসব পুলিশ আবার কাজে ফিরলেন।

আফগান পুলিশের দু জন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল (শনিবার) তালেবান কমান্ডারদের কাছ থেকে টেলিফোন পাওয়ার পর তারা কাজে যোগ দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ অফিসার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দুই সপ্তাহ পর তিনি আবার কাজে ফিরলেন। তিনি বলেন, দেশের সেবায় আবার ফিরতে পেরে তিনি খুবই খুশি।#

পার্সটুডে/এসআইবি/১২