লাখ লাখ ডলার চুরি সংক্রান্ত ভিডিও পেয়েছে আফগান তালেবান
https://parstoday.ir/bn/news/world-i98296
আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি সত্যিই লাখ লাখ ডলার চুরি করেছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তালেবান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৬, ২০২১ ১৬:৫৮ Asia/Dhaka
  • আশরাফ গনি
    আশরাফ গনি

আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি সত্যিই লাখ লাখ ডলার চুরি করেছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তালেবান।

এই গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এমন একটি ভিডিও সরবরাহ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে আশরাফ গনি ডলার চুরি করার পর সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা ঝগড়া করছেন। এক পর্যায়ে তারা হাতাহাতিতেও লিপ্ত হন। তারা ঝগড়া করছিলেন অবশিষ্ট অর্থ-কড়ি নিয়ে।

জবিউল্লাহ মুজাহিদ

 

এর আগে গণমাধ্যমে লাখ লাখ ডলার চুরির খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও আশরাফ গনি সে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, নিরাপত্তা কর্মকর্তাদের তাড়া থাকায় সম্পত্তি ও গোপনীয় নথি রেখেই দ্রুত দেশ ছাড়তে হয়েছে।

তালেবানের কাবুল দখলের মুখে আকস্মিক দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি। দেশত্যাগের পরপরই খবর বের হয় আশরাফ গনি পালানোর সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন।#  

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।