আজারবাইজান ও তুরস্কের যৌথ সামরিক মহড়া চলছে
https://parstoday.ir/bn/news/world-i98302-আজারবাইজান_ও_তুরস্কের_যৌথ_সামরিক_মহড়া_চলছে
আজারবাইজান ও তুরস্কের যৌথ সামরিক মহড়া অব্যাহত রয়েছে। নাখচিভান এলাকায় এই মহড়া চলছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০৬, ২০২১ ১৮:৩৮ Asia/Dhaka
  • আজারবাইজান ও তুরস্কের মহড়া
    আজারবাইজান ও তুরস্কের মহড়া

আজারবাইজান ও তুরস্কের যৌথ সামরিক মহড়া অব্যাহত রয়েছে। নাখচিভান এলাকায় এই মহড়া চলছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার এ পর্যায়ে  সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় সাধনের অনুশীলন সম্পন্ন করা হয়েছে।

তবে এই মহড়ায় কত জন সেনা অংশ নিচ্ছে এবং কী ধরণের সরঞ্জাম ব্যবহার হচ্ছে তা আজারি মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এর আগে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান যৌথ সামরিক মহড়ার আয়োজন করে। ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলে।

আজারবাইজান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধেও আজারবাইজানকে ব্যাপক সমর্থন ও সহযোগিতা দিয়েছে তুরস্ক। #

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।