আফগানিস্তানের শিয়া মসজিদে আবার বোমা হামলা; নিহত অন্তত ৬০
(last modified Fri, 15 Oct 2021 10:11:39 GMT )
অক্টোবর ১৫, ২০২১ ১৬:১১ Asia/Dhaka

আফগানিস্তানের কান্দাহার শহরে একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা হামলায় ৬০ জনের বেশি নিহত এবং বহু মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় এ বর্বরোচিত হামলা চালানো হয়।

কান্দাহারের ফাতেমিয়া মসজিদের ভেতর থেকে পাওয়া চিত্রে দেখা গেছে, মেঝেতে জানালার ভাঙা অংশ এবং মৃতদেহ পড়ে রয়েছে এবং জীবিত মুসল্লিরা আহতদের উদ্ধার করার চেষ্টা করছেন।

হামলা থেকে বেঁচে যাওয়া মুসল্লিরা বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে। কেউ কেউ বলেছেন, তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। মসজিদটি যখন জুমার নামাজে আগত মুসল্লিতে কানায় কানায় পূর্ণ ছিল তখনই এতে বিস্ফোরণ ঘটানো হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের সংবাদদাতা অন্তত ১৫টি অ্যাম্বুলেন্সে করে হতাহতদের নিয়ে যেতে দেখেছেন। এছাড়া তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যরা মসজিদটি ঘিরে রেখেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দায়েশ বা আইএস সন্ত্রাসীগোষ্ঠী গতকালের হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। আইএসের মুখপত্র আমাক এ বিবৃতি প্রকাশ করেছে। এর আগে গত শুক্রবারের জুমার নামাজের সময় দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত ও ১৪৩ জন আহত হন। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) ওই হামলার দায়িত্ব স্বীকার করে।

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার কুন্দুজের হামলায় জড়িতদের বিচার করার আশ্বাস দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ