অক্টোবর ২৫, ২০২১ ১৬:৩৪ Asia/Dhaka
  • বারাক ওবামা (ফাইল ফটো)
    বারাক ওবামা (ফাইল ফটো)

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বিরোধী রিপাবলিকান দলকে ভোট কারচুপির ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, দলটি নির্বাচনে ভোট কারচুপি করতে চায় এবং জনগণ যাতে ভোট দিতে না আসে তার ব্যবস্থা করতে চায়।

ভার্জিনিয়ার রিসমন্ড এলাকায় এক নির্বাচনী প্রচারণা সভায় বারাক ওবামা এসব কথা বলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল যে ষড়যন্ত্র তত্ত্ব দিয়েছিল তারও নিন্দা করেন বারাক ওবামা। এবারের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় বিষয়টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।

বারাক ওবামা রিপাবলিকানদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে যদি ভাল কোনো ধারনা থাকে তাহলে তা জনগণকে দিন, সেগুলো জনগণের সামনে তুলে ধরুন এবং ব্যাখ্যা করুন। জনগণ যদি গ্রহণ করে তাহলে তারা আপনাদেরকে ভোট দেবে। জনগণ কেন আপনাদের ভোট দিচ্ছেন না- সে বিষয়টিও আপনারা বিশ্লেষণ করুন।

আপনারা জনগণকে ভালো কোনো ধারণা দিতে পারলে নিশ্চয়ই জনগণ আপনাদেরকে কাছে টেনে নেবেন। কিন্তু আপনারা জনগণকে ভালো কিছু দিতে পারছেন না বরং নির্বাচনে কারচুপির চেষ্টা করছেন।

বারাক ওবামা জানান, ডেমোক্রেটিক দল নির্বাচনকে জনগণের কাছে সহজ করার চেষ্টা করছে। অন্যদিকে অন্যদিকে, রিপাবলিকান দল নির্বাচনী ব্যবস্থাকে কঠিন করার চেষ্টা করছে।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ