মার্কিন বাহিনীর প্রশিক্ষণ দেয়া অনেক আফগান নাগরিক দায়েশে যোগ দিচ্ছে
(last modified Mon, 01 Nov 2021 10:55:50 GMT )
নভেম্বর ০১, ২০২১ ১৬:৫৫ Asia/Dhaka
  • দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর ফাইল ফটো
    দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর ফাইল ফটো

মার্কিন বাহিনীর কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আফগানিস্তানের অনেক নাগরিক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে যোগ দিচ্ছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।

পত্রিকাটি বলছে, আফগান গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীতে কাজ করা ব্যক্তিরাই প্রধানত এখন দায়েশে যোগ দিচ্ছে।

তালেবান এবং আফগান নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করার পর মার্কিন বাহিনীর কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এসব গোয়েন্দা ও সেনা সদস্য অনেকটা পরিত্যক্ত অবস্থার মধ্যে পড়ে যায় এবং তারা এখন সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে যুক্ত হচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, দায়েশে যোগ দেয়া লোকজনের সংখ্যা কম তবে দিন দিন তা বাড়ছে। আফগানিস্তানে তালেবানের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য দায়েশ কাজ করছে এবং তাদের যুদ্ধ ও গোয়েন্দা সক্ষমতাকে কাজে লাগিয়ে তালেবানের জন্য এরইমধ্যে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। অবশ্য এরইমধ্যে তালেবানের সঙ্গে লড়াইয়ে দায়েশের সঙ্গে যুক্ত হওয়া অনেককে মারাও গেছে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ