কাবুলের সামরিক হাসপাতালে হামলার দায়িত্ব স্বীকার করল দায়েশ
(last modified Wed, 03 Nov 2021 10:20:20 GMT )
নভেম্বর ০৩, ২০২১ ১৬:২০ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক হাসপাতালে গতকাল (মঙ্গলবার) যে সন্ত্রাসী হামলা হয়েছে তার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। ৪০০ শয্যার সরদার মোঃ দাউদ খান হাসপাতালটি কাবুলের সবচেয়ে বড় হাসপাতাল।

গতকাল সেখানে অন্তত দুই দফা বোমা বিস্ফোরণ এবং তারপর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন নিহত এবং ৫০ জনের কাছাকাছি আহত হয়েছে।

দায়েশ এক বিবৃতিতে বলেছে, তাদের পাঁচ যোদ্ধা সমন্বিতভাবে ধারাবাহিকে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে গুলি চালানোর আগে এসব যোদ্ধা কোমরে বাঁধা বোমার সাহায্যে বিস্ফোরণ ঘটায়। তারপর তারা হাসপাতালে লোকজনের ওপর গুলি চালিয়েছে।

গতকাল এই হামলার ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভয়াবহ দুটি বিস্ফোরণের পর সন্ত্রাসীরা হাসপাতালের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে লোকজন হত্যা করে। এ সময় সামরিক হাসপাতালে ব্যাপক গোলযোগ ও বিশৃঙ্খলা দেখা দেয়।

এ ঘটনার পর তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, দায়েশ সন্ত্রাসীরা হাসপাতালে বেসামরিক লোকজন, ডাক্তার এবং রোগীদের লক্ষ্য করে গুলি চালায় তবে তালেবান ১৫ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।#

পার্সটুডে/এসআইবি/৩

ট্যাগ