ইরানের ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ পদক্ষেপের ব্যাপারে ব্লিঙ্কেনের উদ্বেগ
https://parstoday.ir/bn/news/world-i99770
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যে ইরানের কথিত ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ পদক্ষেপের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০৯, ২০২১ ০৯:১৪ Asia/Dhaka
  • সোমবার ওয়াশিংটনে ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করেন শুকরি
    সোমবার ওয়াশিংটনে ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করেন শুকরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যে ইরানের কথিত ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ পদক্ষেপের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি সোমবার ওয়াশিংটন সফররত মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে সাক্ষাতে এ উদ্বেগ প্রকাশ করেন।

ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্যে আমেরিকার একের পর এক আগ্রাসী তৎপরতা ও যুদ্ধের বিষয়টি চেপে গিয়ে দাবি করেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশর এ অঞ্চলে ইরানের অস্থিতিশীলতা  সৃষ্টিকারী ভূমিকা ও প্রভাব বিস্তারের প্রচেষ্টার ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।”

সাক্ষাতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী তার দেশের একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল নিয়ে বর্তমানে ওয়াশিংটন সফর করছেন।তার এ সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশরের ‘কৌশলগত সহযোগিতার’ বিষয়ে আলোচনা হবে বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।