1006
সূরা আল-হাশর: ১-৭ (পর্ব-১)
শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা সূরা মুজাদালার আলোচনা শেষ করেছি। কাজেই আজ থেকে আমরা এর পরবর্তী সূরা অর্থাৎ সূরা হাশরের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। মদীনায় অবতীর্ণ এই সূরাটিতে ২৪টি আয়াত রয়েছে। সূরার বেশিরভাগ অংশ জুড়ে ইসলামের ক্ষতি করার জন্য মদীনার ইহুদিদের সঙ্গে মুনাফিকদের গোপন ষড়যন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এসব আয়াত থেকে প্রমাণিত হয়, শত্রুদের সে ষড়যন্ত্র কোনো ফল বয়ে আনেনি বরং তাদেরকে শুধু ব্যর্থই হতে হয়েছে।