39
দেখব ঘুরে ইরান এবার: বন্দর নগরী অস্তরা
কাস্পিয়ান সাগরের পশ্চিম উপকূলীয় বন্দর নগরী অস্তরা’। অন্যভাবে বলা যায় গিলান প্রদেশের একেবারে উত্তর দিকে এবং ইরানের সাথে আজারবাইজান প্রজাতন্ত্রের সীমান্ত সংলগ্ন শহর এটি। এলাকার নাম অনুসারেই শহরটির নামকরণ করা হয়েছে, ফলে অস্তরা’ অঞ্চলের কেন্দ্রিয় শহর হিসেবে পরিচিত। অস্তরা’ শহরটির পূবদিকে রয়েছে কাস্পিয়ান ষাগর, উত্তর দিকে আজারবাইজান প্রজাতন্ত্র, পশ্চিমে আর্দেবিল প্রদেশ আর দক্ষিণে রয়েছে গিলান প্রদেশের আরেকটি শহর তলেশ।