34
দেখবো ঘুরে ইরান এবার: রাশত
গিলান হচ্ছে বৃষ্টি বাদলের প্রদেশ, গাছগাছালি আর বন জঙ্গলময় প্রদেশ, ধান আর রেশমের প্রদেশ, বহতা নদী আর বাসন্তী রঙের বুনোফুল, নীল শাপলা ফুল, হাঁস এবং হাস জাতীয় পাখিদের প্রদেশ। বর্ণনা থেকেই বোঝা যায় যে বেশ বিচিত্র এই প্রদেশটি। প্রকৃতির এই অনিন্দ্যসুন্দর লীলাবৈচিত্রের বাইরেও এখানে রয়েছে শহরকেন্দ্রিক সৌন্দর্যের অনেক নিদর্শন।