27
দেখব ঘুরে ইরান এবার: আর্দেবিল শহরের কিছু নিদর্শন
গত পর্বে আমরা ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আর্দেবিলে ঘুরে বেড়িয়েছিলাম। বেড়াতে বেড়াতে আমরা দেখেছিলাম এখানকার ঐতিহাসিক অনেক নিদর্শন। ঐতিহাসিক ঘরদোর, মসজিদ, সমাধিস্থল, ঐতিহাসিক গোসলখানা, সরাইখানা, ব্রিজ ইত্যাদি সবই আর্দেবিল শহরের ঐতিহাসিক নিদর্শন হিসেবে স্বীকৃত। আমরা এগুলোর কোনো কোনোটির সাথে পরিচিত হবার চেষ্টাও করেছি। তবে আজকের আসরে প্রাচীন আর্দেবিল শহরের পর্যটক আকর্ষণীয় কিছু স্থাপনার সাথে পরিচিত হবার চেষ্টা করবো।