14
তাব্রিযের কবি সাহিত্যিকদের কবরস্থান: ‘মাকবারাতুশ শোয়ারা’
‘মাকবারাতুশ শোয়ারায়ে তাব্রিয’ নামে একটি নামকরা গোরস্তানের কথা সাহিত্য সচেতন ব্যক্তিমাত্রই জেনে থাকবেন। গোরস্তানটি একর্থে যেন ইরানী সাহিত্যের সমৃদ্ধ ইতিহাসের বাস্তব সংকলন যা দেশের সাংস্কৃতিক এবং ভৌগোলিক সীমা পরিসীমা পেরিয়ে চলে গেছে বিশ্বের বিভিন্ন দিগন্তে। বিভিন্ন প্রামাণ্য গ্রন্থে বিধৃত তথ্য অনুযায়ী ইরানসহ এ অঞ্চলের অন্যান্য দেশের অন্তত ৪০০ জন বিখ্যাত কবি, সাহিত্যিক, আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং স্বনামখ্যাত বহু মনীষীকে প্রায় আট শ’ বছর আগে এখানে সমাহিত করা হয়েছে।