ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
রোহিঙ্গা সঙ্কট নিরসনে মিয়ানমারকে কড়া বার্তা পাঠাবে ইন্দোনেশিয়া
সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১৭ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- তাদের পতাকাসহ পাকিস্তানে ফেরত পাঠানো উচিত: তথ্য প্রতিমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
- ভ্যাকসিন ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা আছে: সংসদে প্রধানমন্ত্রী- প্রথম আলো
- অতিরিক্ত ভাড়া আদায়, ঢাকা-আরিচা মহাসড়কে ভোক্তা অধিদপ্তরের অভিযান–যুগান্তর
- অসুস্থ খালেদা জিয়ার বিকৃত ছবি ছড়িয়ে বিভ্রান্তি করা হচ্ছে’-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- ই-কমার্সে প্রতারণার শিকার গ্রাহকরা প্রতিকার পাচ্ছে না: জি এম কাদের-দৈনিক সমকাল
- রোহিঙ্গা সঙ্কট নিরসনে মিয়ানমারকে কড়া বার্তা পাঠাবে ইন্দোনেশিয়া-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- মানসিক ভাবে তিনি নেই বিজেপি-তে, শুভেন্দুর থাকা নিয়েও সংশয় রয়েছে প্রবীরের মনে- আনন্দবাজার পত্রিকা
- কলকাতার মেয়র পদপ্রার্থী বাবুল? জানুন aajkaal.in কে ফোনে কী বললেন দেবাংশু ভট্টাচার্য-আজকাল
- পাঁচতারা হোটেলে বসে কৃষকদের গালমন্দ নয়’, দিল্লি দূষণ প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
ভ্যাকসিন ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা আছে: সংসদে প্রধানমন্ত্রী- প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে টিকা উৎপাদনের জন্য ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের আছে। আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।চলতি সংসদে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাংসদ মো. একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদের রীতি অনুযায়ী শোকপ্রস্তাব গ্রহণের পর সংসদে আজকের বৈঠক মুলতবি করা হয়। তবে প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মহামারি করোনার প্রাদুর্ভাবের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ টিকা আবিষ্কার ও উৎপাদনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টিকা নিয়ে অধিকতর গবেষণা ও উৎপাদনের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হচ্ছে। মহামারি করোনাভাইরাসসহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধে টিকা উৎপাদনের লক্ষ্যে দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং টিকা নীতিমালা প্রণয়নের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।
তাদের পতাকাসহ পাকিস্তানে ফেরত পাঠানো উচিত : তথ্য প্রতিমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
তাদের পতাকাসহ পাকিস্তানে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘অনুশীলনের সময় পাকিস্তানের ক্রিকেটাররা তাদের জাতীয় পতাকা উত্তোলন (চাঁদ, তারা) করেছে। এটা কোনো অবস্থায়ই মেনে নেওয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করি না।’

ডা. মুরাদ বলেন, ‘আমি মনে করি, তাদের পতাকাসহ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। পাকিস্তানিদের পতাকায় আমাদের চেতনা ও হৃদয়ে রক্তক্ষরণ হয়। পতাকা লাগিয়ে কিসের অনুশীলন। নাটক, সিনেমা- ভণ্ডামি করতে দেওয়া উচিত নয়।’
এদিকে, বাংলাদেশ সফরে আসা পাকিস্তান জাতীয় ক্রিকেট দল আজও নেটের চারদিকে পাকিস্তানের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করেছে। এর আগে সোমবার প্রথম দিনের অনুশীলনেও জাতীয় পতাকা টানাতে দেখা যায়।
অতিরিক্ত ভাড়া আদায়, ঢাকা-আরিচা মহাসড়কে ভোক্তা অধিদপ্তরের অভিযান–যুগান্তর
ঢাকা-আরিচা মহাসড়কসহ মানিকগঞ্জের বিভিন্ন সড়কে চলাচলরত বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ডিজেলের দাম বৃদ্ধির কারণে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার দ্বিগুণ নিচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায় বিভিন্ন বাসে। মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক আব্দুল লতিফের নির্দেশে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান ও জাগীর এলাকায় চলাচলরত বাসে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়, বাসে ভাড়ার মূল্যতালিকা না টাঙানোসহ নানা অনিয়মের দায়ে সেলফি,পদ্মা দ্রুতগতি এক্সপ্রেস ও যোগাযোগ পরিবহণসহ পাঁচটি গণপরিবহণকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রত্যেক বাসকে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সুপারভাইজারকে ১ হাজার করে মোট ৫ হাজার টাকা জরিমানার টাকা পরিশোধ করেন।
অসুস্থ খালেদা জিয়ার বিকৃত ছবি ছড়িয়ে বিভ্রান্তি করা হচ্ছে’-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার গণমাধ্যমের কাছে এ অভিযোগ তুলে ধরেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। অভিযোগ করে শায়রুল কবির বলেন, গণতন্ত্রের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী এ মুহূর্তে গুরুতর অসুস্থ।

তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা, পরিবার ও দলের পক্ষ থেকেও বলা হচ্ছে। তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। একটি কুচক্রী মহল সামাজিক মাধ্যমে ম্যাডামের একটি বিকৃত ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ অবস্থায় দেশনেত্রীর বিকৃত ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা অন্যায়। এ ধরনের ছবিতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এ মুহূর্তে এমন বিকৃত ছবি প্রচারের রহস্য কী, তা নিয়ে প্রশ্ন তোলেন শায়রুল।
ই-কমার্সে প্রতারণার শিকার গ্রাহকরা প্রতিকার পাচ্ছে না: জি এম কাদের-দৈনিক সমকাল
দেশের বেশকয়েকটি ই-কর্মাস প্রতিষ্ঠানের প্রতারণার শিকার লাখো গ্রাহককে অর্থ ফেরত দিতে সরকারের কোনো উদ্যোগ ‘দৃশ্যমান হচ্ছে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, ‘ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক প্রতারণার শিকার লাখ লাখ গ্রাহক প্রতিকার পাচ্ছে না। স্বল্প আয়ের মানুষেররা প্রতারিত হয়ে ফিরে পাচ্ছে না তাদের মূলধন। আবার বন্ধ হচ্ছে না ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদ। প্রতারিতদের অর্থ ফেরত পেতে সরকারের কোন উদ্যোগ আছে বলে দৃশ্যমান হচ্ছে না।’ তিনি বলেন, ‘কয়েক বছর ধরে ই-কর্মাস প্রতিষ্ঠানগুলো চটকদার বিজ্ঞাপন আর লোভনীয় অফার দিয়ে আকৃষ্ট করছে লাখ লাখ গ্রাহক। তারপর বিভিন্ন পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে আগাম টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে। অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষই ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হচ্ছে বেশি।
রোহিঙ্গা সঙ্কট নিরসনে মিয়ানমারকে কড়া বার্তা পাঠাবে ইন্দোনেশিয়া-দৈনিক নয়াদিগন্ত
দীর্ঘদিন ধরে অমীমাংসিত রোহিঙ্গা সঙ্কট নিরসনে পদক্ষেপ নিতে মিয়ানমারকে কড়া বার্তা দিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। বুধবার ঢাকায় সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানিয়েছেন।

এসময় মারসুদি বলেন, ‘রোহিঙ্গা সঙ্কট সমাধানে আমরা মিয়ানমারকে একটি কড়া বার্তা দেবো।’ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় শেখ হাসিনা বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দেয়ার পর, তিন বছর পার হয়ে গেছে। বাংলাদেশ ক্ষতিপূরণের জন্য অপেক্ষা করে যাচ্ছে কারণ বর্তমানে এটি বাংলাদেশের জন্য একটি বড় বোঝায় পরিণত হয়েছে।’
মানসিক ভাবে তিনি নেই বিজেপি-তে, শুভেন্দুর থাকা নিয়েও সংশয় রয়েছে প্রবীরের মনে- আনন্দবাজার পত্রিকা
তৃণমূল-মুখপত্রের উত্তর সম্পাদকীয়তে বুধবার প্রকাশিত হয়েছে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের নিবন্ধ। সঙ্গে জোরাল হয়েছে তাঁর দলছাড়ার জল্পনা। সেই জল্পনায় অবসান ঘটাতে কোন্নগরের অফিসে সাংবাদিক বৈঠক করলেন প্রবীর। সেখানে মানসিক ভাবে তিনি বিজেপি-তে নেই বলে জানিয়েছেন। যদিও বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেননি তিনি। ভোটের সময় থেকে তৃণমূলের বিভিন্ন নেতার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে দাবি প্রবীরের। কিন্তু এখনই তিনি যোগ দিচ্ছেন না তৃণমূলে। এমনকি বিজেপি-তে শুভেন্দু অধিকারী কতদিন টিকতে পারবেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন পরাজিত এই বিজেপি প্রার্থী।

বুধবারের সাংবাদিক বৈঠকের প্রথমেই তাঁর দিকে প্রশ্ন ধেয়ে এসেছিল, কবে বিজেপি ছাড়ছেন? সরাসরি জবাব না দিয়ে তিনি বলেছেন, ‘‘বিজেপি-তে কোথায়, কী ভাবে আছি নিজেই জানি না। ভোটের আগে রাজ্য কমিটির সদস্য করেছিল আমাকে। ভোটের পর দু’একটি বৈঠকে ডেকেছিল। তা ছাড়া কোনও শীর্ষস্থানীয় নেতা ভোটের পর থেকে যোগাযোগ করেননি, করেনও না।’’ বিজেপি-তে তিনি থাকবেন? এর জবাবে তিনি বলেছেন, ‘‘নির্বাচনের পর থেকেই মানসিক ভাবে বিজেপি-তে নেই।’’ বিজেপি তাঁকে যে ‘যন্ত্রণা’ দিয়েছে তার উল্লেখও করেছেন।
কলকাতার মেয়র পদপ্রার্থী বাবুল? জানুন aajkaal.in কে ফোনে কী বললেন দেবাংশু ভট্টাচার্য-আজকাল
কলকাতা পুরসভার পরবর্তী মেয়র কে হবেন? তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। এটা ঘটনা, দলের এক ব্যক্তি, এক পদ নীতি অনুযায়ী ফিরহাদ হাকিমের মেয়র হওয়ার সম্ভাবনা কম। আচমকাই হাওয়ায় ঘুরছে মেয়র পদপ্রার্থী হিসেবে নাকি বাবুল সুপ্রিয় রয়েছেন পছন্দের তালিকায়। কিন্তু এই প্রসঙ্গ উড়িয়েই দিয়েছেন, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি ফেসবুক পোস্টে বলেছেন, ‘কলকাতার মেয়র হিসেবে অভিষেক ব্যানার্জির পছন্দ বাবুল সুপ্রিয়–শীর্ষক যে সংবাদ তথা প্রতিবেদনটি গতকাল থেকে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও সর্ব্বৈ মিথ্যা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্মিত এইরূপ ‘সংবাদ’ কারোর ‘আপন মনের মাধুরী’র ফসল।

বাস্তবের সঙ্গে যার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই।’ aajkaal.in এর তরফে দেবাংশু ভট্টাচার্যর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি যে পোস্টটা করেছি এটা অফিসিয়াল স্টেটমেন্ট। একেবারে বিভ্রান্তিকর খবর পেশ করা হয়েছে।’ ত্রিপুরায় আসন্ন পুরভোট নিয়ে দেবাংশু বলছেন, ‘মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে অনেক হিসেবই উল্টে যাবে।’ এমনকি ত্রিপুরায় আগামী বিধানসভা ভোট নিয়েও দেবাংশুর একই মত। মানুষ ভোট দিতে পারলে ক্ষমতায় আসবে তৃণমূল। দেবাংশুর কথায়, ‘বিজেপির উপর ক্ষোভ এতটাই যে ঠিকঠাক ভোট হলে, মানুষ ভোট দিতে পারলে আগামী বিধানসভা ভোটে তৃণমূলের জয় ১০০ শতাংশ নিশ্চিত।’
পাঁচতারা হোটেলে বসে কৃষকদের গালমন্দ নয়’, দিল্লি দূষণ প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের
যারা পাঁচতারা হোটেলে ঘুমোয়, তাঁরা দিল্লির দূষণের (Pollution) জন্য কৃষকদের দায়ী করে চলেছেন। দূষণ মামলায় এমনই কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। সেই সঙ্গে শীর্ষ আদালত পরিষ্কার করে দিয়েছে দিল্লি (Delhi) ও পার্শ্ববর্তী রাজ্যে দূষণের বিষয়ে কৃষকদের শাস্তি দিতে চায় না তারা। বরং তাঁদের বিকল্পের ব্যবস্থা করে দিয়ে সমস্যার সমাধানেই আগ্রহী শীর্ষ আদালত। প্রধান বিচারপতি এনভি রামানার কথায়, ”আমরা কৃষকদের শাস্তি দিতে চাই না। আমরা ইতিমধ্যেই কেন্দ্রকে বলেছি কৃষকদের অনুরোধ করতে, যাতে অন্তত এক সপ্তাহের জন্য শস্যের নষ্ট অংশ পোড়ানো বন্ধ রাখা হয়।”

উল্লেখ্য, দিল্লি ও আশপাশের রাজ্যগুলিতে দূষণের মাত্রা লাগামছাড়া অবস্থায় পৌঁছেছে। ইতিমধ্যেই রাজধানীতে সমস্ত স্কুলকলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে দূষণকে নিয়ন্ত্রণে আনতে। অনেকেরই মতে, শস্যের নষ্ট অংশগুলি পোড়ানোর (Stubble burning) জেরেই দূষণের মাত্রা এই পরিস্থিতিতে পৌঁছেছে। এই প্রসঙ্গে প্রধান বিচারপতির মতে, ”টিভিতে যাঁরা বিতর্কে অংশ নিচ্ছেন তাঁরাই অন্য সব সূত্রের থেকে বেশি দূষণ ছড়াচ্ছেন। সকলেরই নিজস্ব অ্যাজেন্ডা রয়েছে। অথচ আমরা সমাধানটা বের করতে চাইছি।#
পার্সটুডে/বাবুল আখতার/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
”