নভেম্বর ৩০, ২০২১ ১৭:২১ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: বন্ধুরা, বরাবরের মতোই একটি হাদিস শুনিয়ে আসর শুরু করতে চাই। হযরত ইমাম বাকের (আ.) বলেছেন: ‘আত্মীয়-স্বজনের খোঁজখবর নেয়ার ফলে আমলসমূহ পবিত্র হয়, সম্পদ বৃদ্ধি পায়, বালা-মুছিবত দূর হয়, হিসাব সহজ হয় এবং মৃত্যু পিছিয়ে যায়।

আকতার জাহান: খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলাম। আমরা সবাই নিজ নিজ আত্মীয়-স্বজনের খোঁজখবর নেব- এ আহ্বান রেখে নজর দিচ্ছি ইমেইলের ইনবক্সে। আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের দিনাজপুর জেলার মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চল থেকে। আর পাঠিয়েছেন মৌলভীর ডাঙ্গা বিশ্ব বেতার শ্রোতা সংঘের পরিচালক খন্দকার এইচ আর হাবিব।

গাজী আব্দুর রশীদ: কিছুদিন আগেই তো এ শ্রোতা প্রিয়জন অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছিলেন- তাই না?

আকতার জাহান: হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। ওই সাক্ষাৎকার প্রচারের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেই তিনি এই মেইলটি পাঠিয়েছেন। আমাদের পাশাপাশি যারা তাঁর সাক্ষাৎকারটি শুনে ফেসবুকে তাৎক্ষণিক মন্তব্য ও প্রতিক্রিয়া জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন হাবিব ভাই।

আশরাফুর রহমান: হাবিব ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট এই চিঠিটির জন্য। আশা করি আমাদের অনুষ্ঠানমালা সম্পর্কেও লিখবেন।

ফেসবুকে প্রিয়জনের মেসেঞ্জার গ্রুপে প্রতিদিনই শ্রোতাবন্ধুরা আমাদের অনুষ্ঠানের বিভিন্ন দিক ও বিষয় নিয়ে তাৎক্ষণিক মতামত দিয়ে থাকেন। গত ৮ নভেম্বর প্রচারিত প্রিয়জন সম্পর্কেও অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। সেগুলোর মধ্য থেকে ভারতের  আসামের বড়পেটা জেলার কান্দুলিয়ার শ্রোতাবন্ধু আব্দুস সালাম সিদ্দিকের মতামতটি উল্লেখ করার মতো। তিনি লিখেছেন-

গাজী আব্দুর রশীদ: "আজকের প্রিয়জন অনুষ্ঠানটি ছিল এক কথায় চমৎকার। হাদিসের বাণী, চিঠিপত্র, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, ক্লাব কার্যক্রম, রিসিপশন রিপোর্ট- কোনটা ছাড়ি কোনটা ধড়ি- সবগুলোই আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী। দারুণভাবে উপভোগ করলাম আজকের প্রিয়জন অনুষ্ঠান। ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটির উপস্থাপক-উপস্থাপিকা, প্রযোজক ও সকল শ্রোতা বন্ধুকে।"

আকতার জাহান: আব্দুস সালাম সিদ্দিক ভাইকে ধন্যবাদ- প্রিয়জন চ্যাট গ্রুপ, রেডিও তেহরানের ফেসবুক পেইজ ও গ্রুপের পাশাপাশি নিয়মিত আমাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে মেইল পাঠানোর জন্য।

চট্টগ্রাম থেকে প্রকাশিত শিক্ষা-সাহিত্যমূলক পত্রিকা 'অভিযাত্রী'র সম্পাদক এম.এইচ সোহেল পাঠিয়েছেন এবারের মেইলটি।

'ইরানের সাথে যুদ্ধ হলে ইসরাইল কেন হারবে' এই শিরোনামে তিনি একটি মতামত পাঠিয়েছেন। তার লেখার কিছু অংশ এখানে তুলে ধরছি। সোহেল ভাই লিখেছেন-

আশরাফুর রহমান: "মিসাইল সক্ষমতা ও ড্রোন প্রযুক্তিতে ইরান এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। ইসরাইলের কাছে পরমাণু বোমা থাকলেও ভৌগোলিক কারণে তেলআবিব সুবিধাজনক অবস্থানে নেই। ইরানের সাথে যেহেতু ইসরাইলের কোনো সীমান্ত নেই, তাই ইরানের ভূখণ্ডে বিমান হামলা করাও তাদের জন্য কঠিন হয়ে যাবে। অপরদিকে ইরান- সিরিয়া ও লেবাননের আকাশ পথ ব্যবহার করে ইসরাইলে বিমান হামলা করতে পারবে। এছাড়া, ইরানের লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ, ইরাকের পপুলার মভিলাইজেশন ফোর্স এবং সিরিয়ার সামরিক বাহিনী ইরানের পক্ষে লড়াই করবে। ফলে চতুর্মুখী হামলার সম্মুখীন হবে ইসরাইল। সে কারণে ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়া মানে ইসরাইলের নিশ্চিত পরাজয়।"

গাজী আব্দুর রশীদ: এম. এইচ. সোহেল ভাইকে ধন্যবাদ চমৎকার মতামতটির জন্য। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

আকতার জাহান: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিম উদ্দিন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, "রেডিও তেহরানের মাধ্যমে জানতে পেরেছি যে, ইরানের সংখ্যালঘুরা রাষ্ট্রের মাধ্যমে সব রকমের সুবিধা পেয়ে থাকে। কিন্তু পাশ্চাত্যের গণমাধ্যমে সেসবের ইতিবাচক খবর বা তথ্য আমরা বেশিরভাগ সময়ই পাই না। সেখানে তাদের দুর্দশার কথা প্রচার করে থাকে। আমার জানতে ইচ্ছে করছে, ইরানের সংখ্যালঘুরা কি কি সুবিধা ও অধিকার ভোগ করে থাকে? আর সকল সুবিধা দেবার অঙ্গীকার কি ইসলামী ব্যবস্থাপনায় নেই?"

আশরাফুর রহমান: ইরানে অন্তত ৬ লাখ খ্রিষ্টান, ইহুদি ও জরথ্রুস্ট ধর্মাবলম্বী বাস করেন। ইরান তার সংবিধান অনুযায়ী ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করেছে এবং সব নাগরিক সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করছে। সংসদেও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব রয়েছে যা ইউরোপের কোনো দেশে নেই।

সংবিধানের ১৩ অনুচ্ছেদে বলা হয়েছে, "জরাথ্রুস্ট, ইহুদি ও খ্রিস্টানগণ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে স্বীকৃতি পাবে এবং তারা আইনি সীমারেখার মধ্যে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে স্বাধীনতা লাভ করবে। ধর্মীয় শিক্ষা এবং ব্যক্তিগত বিষয়াদি নিজস্ব ধর্ম অনুযায়ী সম্পন্ন করতে পারবে।"

এছাড়া, সংবিধানের ১৪ অনুচ্ছেদে বলা হয়েছে, "ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও মুসলিম নাগরিকদের কর্তব্য হবে অমুসলিম নাগরিকদের সাথে ইসলামী নীতি ও সততার সাথে উত্তম আচরণ করা এবং তাদের মানবিক অধিকার রক্ষা করা।" মোটকথা, ইসলাম সংখ্যালঘুদের যেসব অধিকার দিয়েছে ইরানের সংখ্যালঘুও সেসব অধিকার ভোগ করে থাকেন।

গাজী আব্দুর রশীদ: নাজিমউদ্দিন ভাই, আপনার প্রশ্নের জবাব দেওয়া হলো। চমৎকার প্রশ্নটির জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য শ্রোতাবন্ধুরাও বিভিন্ন বিষয়ে জানার জন্য প্রশ্ন পাঠাবেন।

তো বন্ধুরা, আসরের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশের একজন সিনিয়র শ্রোতার সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।

 

আশরাফুর রহমান: আসরের এ পর্যায়ে ক্লাব কার্যক্রমের খবর। এটি পাঠিয়েছেন 'আইআরআইবি ফ্যান ক্লাব-কিশোরগঞ্জ শাখার অর্থ সম্পাদক শরিফা আক্তার পান্না। তিনি লিখেছেন, 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ রেডিও তেহরানের প্রচার, প্রসার ও শ্রোতা বৃদ্ধিতে নিরলসভাবেভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ইরানের আন্তর্জাতিক ভূমিকাকে বাংলাভাষীদের কাছে পরিচিত করার উদ্দেশ্যে “মজলুম জনগোষ্ঠীর পাশে ইসলামি প্রজাতন্ত্র ইরান” শীর্ষক এক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করে। অত্যন্ত কঠিন একটি বিষয় হওয়া সত্ত্বেও বাংলাদেশ ও ভারতের ২৬ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। এছাড়াও কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ আগামী ৩ ডিসেম্বরে একটি শ্রোতা উৎসবের আয়োজন করতে যাচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জও উক্ত অনুষ্ঠান উপলক্ষে তিন পর্বের কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।"

গাজী আব্দুর রশীদ: রেডিও তেহরানের প্রচারে আপনাদের সবগুলো উদ্যোগ সাধুবাদযোগ্য। আমরা আপনাদের সাফল্য কামনা করছি।

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, "৩০ অক্টোবর রেডিও তেহরানের বিশ্বসংবাদ থেকে জানতে পারলাম যে, আইআরআইবি নিউজ এজেন্সির ক্যামেরাম্যান আলী রেজা শারিফি আফগানিস্তানে গুলিবিদ্ধ হয়েছেন। কাবুলের একটি সড়ক ধরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার ওপর গুলিবর্ষণ করে। অল্পের জন্যে প্রাণে বেঁচে যান শারিফি। এ সময় তার গাড়িতে স্ত্রী ও সন্তান ছিলেন। ঘটনাটি খুবই দুঃখজনক।"

আকতার জাহান: ঘটনাটি সত্যিই দুঃখজনক। আফগান সরকার এ বর্বর হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা নেবে আমাদের প্রত্যাশা এটাই।

বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ বালাপাড়া থেকে হরিদাস রায় পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরানের একজন নিয়মিত ও পুরাতন শ্রোতা। বাংলাদেশ, ভারত ও সারা বিশ্বের খবরের পাশাপাশি পাশ্চাত্যের জীবন ব্যবস্থা, চিঠিপত্রের আসর প্রিয়জন, ইরান ভ্রমণ, স্বাস্থ্য কথা, রংধনু আসর ইত্যাদি অনুষ্ঠান নিয়মিত শুনি। এসব অনুষ্ঠানে দেওয়া পরামর্শ অনুযায়ী নিজে সচেতন হেই এবং পরিবারের সকল সদস্য মিলে সুন্দরভাবে সংসার সাজানোর চেষ্টা করি। রেডিও তেহরানের মাধ্যমে আমরা অনেক অজানা বিষয়ের বিস্তারিত তথ্য জেনে উপকৃত হচ্ছি। আমরা মনে করি রেডিও তেহরান একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।"

আশরাফুর রহমান: রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য হরিদাস রায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, "৯ নভেম্বর পার্সটুডেতে প্রকাশিত সংবাদ থেকে এটা জেনে খুবই খুশি হলাম যে, ইরানি নৌবাহিনীর দেশীয় প্রযুক্তিতে তৈরি নাসর, কাদের এবং কাদির জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে কল্পিত শত্রুর সামুদ্রিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এর একদিন আগে ইরানি সাবমেরিন তারেক ও গাদির কল্পিত শত্রুর বিরুদ্ধে পানির উপর এবং পানির নিচে লড়াইয়ে লিপ্ত হয় এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডো ব্যবহার করে শত্রুর বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করে। ইরানের এই অসামান্য সাফল্যের আমরা গর্বিত এবং ইরানের নৌবাহিনীসহ সামরিক বাহিনীকে জানাই অভিনন্দন।"

গাজী আব্দুর রশীদ: শ্রোতাবন্ধু বিধান চন্দ্র সান্যাল, আপনাকেও ধন্যবাদ গুরুত্বপূর্ণ খবরটি তুলে ধরার জন্য। 

আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের গোপালগঞ্জের ঘোড়াদাইড় গ্রামের  মধুমতি বেতার শ্রোতা সংঘ থেকে। আর পাঠিয়েছেন ফয়সাল আহমেদ সিপন। তিনি লিখেছেন, "জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সবার সঙ্গে আলোচনা করে বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু বরাবরের মতো পরিবহন মালিকদের সুবিধা দিতে মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী ভাড়া বৃদ্ধি করা হলো যা দুঃখজনক।"

আকতার জাহান: ভাই ফয়সাল আহমেদ সিপন, আপনার মতামতটি তুলে ধরা হলো। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আরও কয়েকজন শ্রোতার নাম-ঠিকানা তুলে ধরছি যারা আমাদের কাছে ইমেইল পাঠিয়েছেন কিন্তু সময়ের অভাবে আজকের আসরে তা পড়া সম্ভব হচ্ছে না।

  • ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কাজীপাড়া থেকে মুন্সি দরুদ
  • একই রাজ্যের মালদা জেলার নাগেশ্বরপুর সাহাপুর থেকে আব্দুর রহিম সেক
  • ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন
  • বাংলাদেশের গোপালগঞ্জের ঘোড়াদাইড় গ্রামের মধুমতি বেতার শ্রোতা সংঘ থেকে আফিয়া খানম জুলী ।
  • এবং ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানা হৃদয়

আশরাফুর রহমান: ইমেইলে অনুষ্ঠান সম্পর্কে মতামত ও শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের জন্য রয়েছে একটি নাতে রাসুল (সা.)। এটি গেয়েছেন শিল্পী মোস্তফা জামান আব্বাসী।

গাজী আব্দুর রশীদ: আপনারা নাতটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। কথা হবে আবারো পরবর্তী আসরে। #

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।