জানুয়ারি ০৩, ২০২২ ১৬:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • কক্সবাজারে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের বিচারিক অনুসন্ধান চেয়ে রিট: প্রথম আলো
  • জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে : ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ
  • রাশিয়া আক্রমণ করলে যুক্তরাষ্ট্র জবাব দেবে: ইউক্রেন প্রেসিডেন্টকে বাইডেন-দৈনিক ইত্তেফাাক

  • ওমিক্রন সংশ্লিষ্ট কারণে ৪০০০ ফ্লাইট বাতিল-- দৈনিক মানবজমিন
  • রাতের ভোটে ক্ষমতায় আসা সরকারের দায়বদ্ধতা নেই: নজরুল: যুগান্তর

ভারতের শিরোনাম:

  • শুভেন্দুর ‘সুপ্রিম’ স্বস্তি, শীর্ষ আদালতে ফের খারিজ হল রাজ্যের করা গ্রেফতারির আবেদন- দৈনিক আনন্দবাজার পত্রিকা

  • মুসলিম মহিলাদের হেনস্থা এবং অপমান করার জন্যই সুল্লিডিল-এর পর এবার বুল্লিবাই অ্যাপ-’ দৈনিক পুবের কলম
  •  দুয়ারে সরকারে’র ব্যাপক সাফল্য, জাতীয় স্তরে পুরস্কৃত মমতার স্বপ্নের প্রকল্প!-দৈনিক সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি

কক্সবাজারে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের বিচারিক অনুসন্ধান চেয়ে রিট: প্রথম আলো

কক্সবাজারে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের বিচারিক অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সংশ্লিষ্ট শাখায় রিটটি করার পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার তা দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া আবেদনকারী হয়ে রিটটি করেন। আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তবে বিভিন্ন সংস্থা ঘটনা নিয়ে যে বক্তব্য দিয়েছে, তাতে গরমিল আছে। তাই প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিচারিক অনুসন্ধান চেয়ে রিটটি করা হয়। চলতি সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।

রিটের প্রার্থনায় দেখা যায়, ওই ঘটনা কক্সবাজারের দায়রা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে বিচারিক অনুসন্ধান করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে : ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ

বিএনপিকে কথামালার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে।’ আজ সোমবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ কী চায়, কী চায় না তার মানদণ্ড হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক।’

কাদের বলেন, ‘নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধানসম্মত নয়। এসব অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে।’ তিনি আরো বলেন, ‘বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতাবিরোধী অপশক্তি নিয়েই তাদের রাজনীতি। সাম্প্রদায়িক উগ্রবাদকে সঙ্গে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে।’ বিএনপির কথা ও কাজে মিল নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ডাবল স্ট্যান্ডার্ড নীতিই তাদের রাজনীতির অন্যতম প্রধান বাধা।’

রাশিয়া আক্রমণ করলে যুক্তরাষ্ট্র জবাব দেবে: ইউক্রেন প্রেসিডেন্টকে বাইডেন-দৈনিক ইত্তেফাাক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন। এসময় জেলেনস্কিকে আশ্বাস দিয়ে বাইডেন বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সুনির্দিষ্টভাবে জবাব দেবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়, রবিবার (২ জানুয়ারি) হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ফোনালাপে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছেন বাইডেন। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, নেতারা কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। সামনের সপ্তাহে দ্বিপাক্ষিক কৌশলগত স্থিতিশীলতা নিয়ে সংলাপ হবে।  আগামী ৯-১০ জানুয়ারি জেনেভায় তিনটি উচ্চ পর্যায়ের মার্কিন ও রুশ আলোচনার প্রথমটি অনুষ্ঠিত হবে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন ইস্যুতে সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন। এবার ইউক্রেনের প্রেসিডেন্টকে সরাসরিই সমর্থনের কথা জানিয়ে দিলেন।

রাতের ভোটে ক্ষমতায় আসা সরকারের দায়বদ্ধতা নেই: নজরুল: যুগান্তর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতায় আসা সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা নেই। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৫ মিনিটের সমাবেশে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া চিকিৎসা করাতে বিদেশ যেতে চেয়েছিলেন। সেখানেও সরকারের বাধা। কোটি মানুষের মায়ের চিকিৎসা করাতে যারা বাধা দেয়, তাদের প্রতি আমাদের ঘৃণা হয়। তার চিকিৎসার দাবিতে সমাবেশ করতে চাইলে তাতেও বাধা এলো। তিনি বলেন, চিকিৎসার জন্য অবিলম্বে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর সুযোগ করে দেওয়া হোক। এটি তার মৌলিক অধিকার, মানবিক অধিকার। বেগম খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, দুবার বিরোধীদলীয় নেত্রী ছিলেন। তাকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হলো।

ওমিক্রন সংশ্লিষ্ট কারণে ৪০০০ ফ্লাইট বাতিল-- দৈনিক মানবজমিন

ওমিক্রন সংশ্লিষ্ট কারণে বছরের শুরুতেই কমপক্ষে ৪০০০ ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইটঅ্যাওয়ার ডট কমের তথ্যমতে, রোববার গ্রিনিচ মান সময় রাত ৮টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রগামী ২৪০০ ফ্লাইট ছিল। যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পেয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর ফলে আজ সোমবার থেকেই বিপুল পরিমাণ কোম্পানি তাদের কর্মীদের অফিসে যাওয়া অনুৎসাহিত করেছে। তাদেরকে বাসায় বসে কাজ করতে বলেছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে যুক্তরাষ্ট্রে শনিবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে তিন লাখ ৪৬ হাজার ৮৬৯ জন। এদিন মারা গেছেন ২৭৭ জন। সব মিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২৮ হাজার ৫৬২। এ অবস্থায় ভাল আর্থিক প্রণোদনা প্রস্তাব করা হলেও ছুটির সময়টাতে ওভারটাইম কাজ করতে অস্বীকৃতি জানায় এয়ারলাইনগুলোর কেবিন ক্রু, পাইলট ও সাপোর্টিং স্টাফরা।

শুভেন্দুর ‘সুপ্রিম’ স্বস্তি, শীর্ষ আদালতে ফের খারিজ হল রাজ্যের করা গ্রেফতারির আবেদন- দৈনিক আনন্দবাজার পত্রিকা

রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে আগের রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টে। তাঁর গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার। গত বছর ১৩ ডিসেম্বর শুভেন্দুকে নিয়ে দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের শীর্ষ আদালতে আবেদন করে রাজ্য। সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ রাজ্যের সেই আবেদন খারিজ করে দিয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

মুসলিম মহিলাদের হেনস্থা এবং অপমান করার জন্যই সুল্লিডিল-এর পর এবার বুল্লিবাই অ্যাপ-’ দৈনিক পুবের কলম

সুল্লি ডিলসের পর এবার বুল্লি বাই।  ফের মুসলিম মহিলাদের অনলাইন নিলামে তুলছে এই  অ্যাপ। এর আগে সুল্লি ডিলস নামে এই একই ধরনের অ্যাপ ব্লক করা হয়েছিল।

দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে অভিযোগকারী এক মহিলা সাংবাদিক জানিয়েছেন মুসলিম মহিলাদের হেনস্থা এবং অপমান করার জন্যই এই অ্যাপকে ব্যবহার করা হচ্ছে।

টুইটারে এই  অ্যাপ নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে।  তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার গভীর রাতে একটি টুইট বার্তায় জানিয়েছেন যে, ‘বুল্লি বাই’ অ্যাপটিকে ইতিমধ্যেই ব্লক করা হয়েছে। ইতিমধ্যেই মুম্বই পুলিশ ওই অ্যাপে থাকা আপত্তিকর বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। সাংবাদিক ইসমত আরার দায়ের অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

 দুয়ারে সরকারে’র ব্যাপক সাফল্য, জাতীয় স্তরে পুরস্কৃত মমতার স্বপ্নের প্রকল্প!-দৈনিক সংবাদ প্রতিদিন

আবারও জাতীয় স্তরে স্বীকৃতি পেল বাংলার আরেক প্রকল্প। কেন্দ্রের পুরস্কার ঘরে আনল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচি। ভারত সরকারের ‘অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স’ প্রাপ্তির খবর জানিয়ে টুইট করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)। জনগণের জন্য যথাযথ পরিষেবা প্রদানই পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে ওই টুইটে। জাতীয় পুরস্কারটি রাজ্যবাসীকে উৎসর্গ করেছে শাসকদল।

কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়ার (CSI) ১৯ তম প্রজেক্টে ই-গভর্ন্যান্সের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প জিতে নিয়েছে পুরস্কার। এর আগেও রাজ্য সরকারের একাধিক প্রকল্প কেন্দ্রের পুরস্কার পেয়েছে। বিভিন্ন বিভাগে একাধিকবার রাজ্যের ঝুলিতে এসেছে ‘স্কচ অ্যাওয়ার্ড’। আর এবার সাম্প্রতিকতম সরকারি প্রকল্প খুব কম সময়ে অভূতপূর্ব সাফল্যের জন্য কেন্দ্রের নজর কাড়ল। ‘অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স’ দেওয়া হল পশ্চিমবঙ্গ সরকারকে।#

 

পার্সটুডে/বাবুল আখতার/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ