ফেব্রুয়ারি ২১, ২০২২ ১৯:০৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২১ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • দুদকের অভিযোগের জবাবে শরীফ যা বললেন-প্রথম আলো
  • বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ-মানবজমিন
  • সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি-ইত্তেফাক
  • সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ এখনো নয় কেন?-যুগান্তর
  • মির্জা ফখরুল বললেন‘ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থান সৃষ্টি করবো-কালের কণ্ঠ
  • সরকার ‘জয় বাংলা’ উচ্চারণের নৈতিক অধিকার হারিয়েছে : রব -বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ফের জেলে লালুপ্রসাদ? পশুখাদ্য মামলায় ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ CBI আদালতের-সংবাদ প্রতিদিন
  • কোনও কিছু করতে গেলে না জেনেই বাধা দিচ্ছেন! রাজ্যপালকে ফের নিশানা মুখ্যমন্ত্রীর-আনন্দবাজার পত্রিকা
  • আনিস কাণ্ডে তোলপাড়, সিট গঠনের নির্দেশ দিলেন মমতা-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

আজ অমর একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। ওপার বাংলায়ও শ্রদ্ধার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ইত্তেফাকে লেখা হয়েছে, সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে বললেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।তবে যুগান্তরের শিরোনাম করা হয়েছে এভাবে,সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ এখনো নয় কেন? এখবরে লেখা হয়েছে, বাংলাদেশ বিশ্বের প্রধানতম ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র। অথচ বাংলা ভাষার দৈন্যদশা আছে। বাংলাভাষার এ দীনদশার মূল কারণ আমাদের কোনো ভাষানীতি নেই, নেই কোনো ভাষা পরিকল্পনা। বিকৃতিকারীদের জন্য নেই কঠোর কোনো শাস্তির ব্যবস্থা। অথচ একুশের চেতনার কথা হরহামেশা আমরা বলি, ভাষা নিয়ে কত-শত গর্ব করি; কিন্তু অন্তরে ও বাইরে গভীর অনুরাগ লালন করি না।

মির্জা ফখরুল বললেন‘ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থান সৃষ্টি করবো-কালের কণ্ঠ

ভাষা আন্দোলনের চেতনা বাস্তবায়নে দেশে গণঅভ্যুত্থান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই প্রত্যয় ব্যক্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভয়াবহ একটা ফ্যাসিজম এই দেশের উপরে চলছে- এটাকে সরানো জন্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্যে, তারেক রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটি গণঅভ্যুত্থান সৃষ্টি করবো। এদিকে, স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘সরকার ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণের নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। বৈষম্য, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান বাঙালির সংগ্রামী সত্তার বহিঃপ্রকাশ। 

রেমিট্যান্সে ভাটা-মানবজমিন

গত বছর করোনা সংকটের মধ্যেও প্রবাসী আয়ে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সংকটাপন্ন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল রেমিট্যান্স। তবে এ বছর আকস্মিকভাবে ভাটা পড়েছে প্রবাসী আয়ে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি ফেব্রুয়ারি মাসে ১৭ দিনে ব্যাংকিং চ্যানেলে ৬৮ কোটি ৫৪ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক। বিশেষজ্ঞরা মনে করেন, দেশের অর্থনীতিতে রেমিট্যান্সনির্ভরতা রয়েছে।তাই হঠাৎ করে এর প্রবাহ কমে গেলে সংগত কারণেই বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়। প্রবাহ কমে গেলেও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

দুদকের অভিযোগের জবাবে শরীফ যা বললেন-প্রথম আলো

দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল রোববার সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ তুলেছে, চাকরি হারানো কর্মকর্তা শরীফ উদ্দিন গণমাধ্যমে সেটার লিখিত জবাব দেন। প্রথম আলোকেও তিনি এসব অভিযোগের ব্যাখ্যা দেন। দুদকের সচিবের আনা অভিযোগে বলা হয়, শরীফ আদালতের অনুমতি ছাড়া লিখিত ও মৌখিকভাবে ৩৩টি ব্যাংক হিসাব জব্দ করেন, যা কমিশনকে বিব্রত করেছে। এ প্রসঙ্গে শরীফ বলেন, ‘আমি ব্যাংকে টাকা জব্দ করার আদেশ দিইনি। তদন্তের স্বার্থে ব্যাংকে অনুরোধপত্র দিয়েছিলাম। অনুরোধপত্রে এটাও লেখা ছিল যে বিজ্ঞ আদালতের মাধ্যমে এ ব্যাপারে শিগগির অবহিত করা হবে। তাৎক্ষণিকভাবে এটা করা হয়েছিল শুধু অপরাধলব্ধ টাকাগুলো উত্তোলন সাময়িকভাবে বন্ধ করার জন্য।’

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

আনিস হত্যাকাণ্ড নিয়ে সিট গঠনের নির্দেশ মমতার

আনিস কাণ্ডে তোলপাড়, সিট গঠনের নির্দেশ দিলেন মমতা-আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আনিস হত্যাকাণ্ডে তোলপাড় হচ্ছে রাজ্য। ছাত্রনেতা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের স্বার্থে হস্তক্ষেপ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও ডিজির নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দিলেন তিনি। মমতার কথায়, ‘দোষী হলে আমিও শাস্তি পাব। দোষীদের রেয়াত করা হবে না।’ সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সিট গঠনের নির্দেশ দেন।

ফের জেলে লালুপ্রসাদ? পশুখাদ্য মামলায় ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ CBI আদালতের-সংবাদ প্রতিদিন

পশুখাদ্য মামলায় ফের জেল হেফাজত লালুপ্রসাদ যাদবের। সোমবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৫ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। পাশাপাশি ৬০ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে তাঁকে। গত সপ্তাহেই এই মামলায় লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করেছিল সিবিআই আদালত। এদিন তাঁর সাজা ঘোষণা করা হল। যদিও সিবিআই আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যাচ্ছেন আরজেডি প্রধানের আইনজীবীরা। তাঁদের কথায়, ইতিমধ্যে অর্ধেক সাজা সম্পূর্ণ করেছেন লালু। ফলে ফের বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেলে ফিরতে হয় কি না তা এখন দেখার।

কোনও কিছু করতে গেলে না জেনেই বাধা দিচ্ছেন! রাজ্যপালকে ফের নিশানা মুখ্যমন্ত্রীর-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, 

এর আগেও একাধিক বার রাজ্যপালের বিরুদ্ধে ফাইল আটকে রাখার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ প্রসঙ্গে গত ২ ফেব্রুয়ারি ধনখড় বলেছিলেন, ‘‘আমার কাছে কোনও ফাইল পড়ে নেই। যদি কোনও ফাইল আটকে থাকে, তার দায় রাজ্যের। কারণ, সেই ফাইলের বিষয়ে প্রশ্ন করেও রাজ্য সরকারের জবাব মেলেনি।’রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ফের অসহযোগিতার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গভর্নর ফেরত পাঠিয়েছেন ফাইল। আমি নিজে চিফ মিনিস্টার সই করে ফাইল পাঠিয়েছি। ’মমতার দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ‘ভয়েস অফ দ্য ক্যাবিনেট’। কিন্তু তবুও তিনি ভদ্রতা মেনে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে বিষয়টি পাঠিয়েছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১