মার্চ ০৫, ২০২২ ১৫:০৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৫ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • তিন দিক থেকে রুশ আক্রমণ, দক্ষিণে সবচেয়ে চাপে ইউক্রেন-প্রথম আলো
  • ইউক্রেন ইস্যুতে বিভক্ত দক্ষিণ এশিয়া,ভূ-রাজনীতিতে নাটকীয় পরিবর্তন!-মানবজমিন
  • অসচ্ছল নারীরা বেশি সহিংসতার শিকার-ইত্তেফাক
  • সড়কে নিয়ম ভাঙার প্রতিযোগিতা, অসহনীয় যানজটের লাগাম টানবে কে?-যুগান্তর
  • জেলেনস্কিকে তিনবার হত্যার চেষ্টা-কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, এবার কি শান্তির পথে হাঁটবে দুই দেশ?-সংবাদ প্রতিদিন
  • ‘আজ থেকে সব মৃত্যুর দায় ন্যাটোর’, ‘বন্ধু’ জোটের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন জেলেনস্কি -সংবাদ প্রতিদিন
  • অল্পের জন্য বেঁচে গেলেন মমতা বন্দোপাধ্যায়- আজকাল
  • পুতিনের উপর চাপ বাড়াতে বহুমুখী কৌশল,জি৭ এর নিষেধাজ্ঞার পর সক্রিয় ন্যাটোও- আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ইউক্রেন যুদ্ধের খবরই বাংলাদেশ ভারতসহ বিশ্বের সব মিডিয়ার প্রধান খবর। বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতা জুড়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে সর্বশেষ যেসব খবর পরিবেশিত হয়েছে তা তুলে ধরছি। ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া । যুদ্ধের ময়দানে আটকে পড়া সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের উদ্দেশে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে মস্কো বলে রুশ সংবাদমাধ্যম সূত্রে খবরে বলা হয়েছে। এবার কি শান্তির পথে হাঁটবে দুই দেশ? এমন প্রশ্ন উঠছে। প্রায় সব দৈনিকে এখবরটি পরিবেশিত হয়েছে।

কালের কণ্ঠের প্রধান খবরে লেখা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে তিনবার হত্যার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি বেঁচে গেছেন। রাশিয়ার বিশেষ অভিযান নামের আক্রমণ শুরুর পর থেকেই গত এক সপ্তাহে তাকে তিনবার হত্যার চেষ্টা করা হয়।প্রথম আলোর খবরে লেখা হয়েছে,তিন দিকে থেকে রুশ আক্রমণ হচ্ছে। তবে সবচেয়ে চাপে আছে দক্ষিণে। রুশ সেনাদের ব্যাপক  গোলাবর্ষণে ইউক্রিনের শহরগুলো চাপের মুখে। ইউক্রেন বলছে, বেসামরিক অবস্থান লক্ষ্য করেও নির্বিচার আক্রমণ চলছে।

মানবজমিনের খবর, এই যুদ্ধে ইউক্রেন জয় পেতে পারে বলে বিশ্বাস করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু প্রশ্ন উঠতেই পারে কিভাবে! এদিকে ইউক্রেনে 'নো ফ্লাই জোন' করবে না ন্যাটো,সেজন্য ইউক্রেন প্রেসেডিন্ট ভোলোদিমির জেলেনস্কি তীব্র নিন্দা জানিয়েছেন। যুদ্ধে ইউক্রেনের-রাশিয়ার তিন সেনা অধিনায়ক নিহত হয়েছে বলে তাদের দাবি। অন্যদিকে রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। পুতিনকে ঘিরে ঐক্যবদ্ধ হতে মানুষের প্রতি আহবান জানিয়েছে ক্রেমলিন।

ইউক্রেন ইস্যুতে বিভক্ত দক্ষিণ এশিয়া, ভূ-রাজনীতিতে নাটকীয় পরিবর্তন!

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ডাকা জরুরি অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে দেশটিতে হামলা বন্ধে প্রস্তাব পাস হয়েছে। বিশ্বের সিংহভাগ (১৪১) দেশই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। দক্ষিণ এশিয়ার চারটি দেশ: আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ এবং নেপাল এই কাফেলায় যোগ দিয়েছে।

অপর চারটি দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা ভোটদানে বিরত ছিল।

ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল মোট ৩৫টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার চারটি দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার দুই নিকটতম প্রতিবেশী ভারত ও পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী এবং পরস্পরকে শত্রুজ্ঞান করলেও ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে দুই দেশ একই সুরে কথা বলেছে।জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি মুনির আকরাম বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলী কূটনীতির ব্যর্থতাকেই প্রতিফলিত করে। আরও উত্তেজনা এড়াতে তিনি টেকসই সংলাপের আহ্বান জানিয়েছেন।‘অধিক মস্কো-প্রীতিতে দু’কূলই গেল নয়াদিল্লির! এমনটাই মনে করছেন ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞরা।

অসচ্ছল নারীরা বেশি সহিংসতার শিকার-ইত্তেফাক

বাংলাদেশের নারীরা বিভিন্ন সূচকে এগিয়ে থাকলেও ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণ ও আর্থিক সচ্ছলতার জায়গায় এখনো অনেকটা পিছিয়ে। ফলে নারীর প্রতি সহিংসতা কমছেই না। নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন-নির্যাতন একটা বড় সমস্যা। আর্থিকভাবে অসচ্ছল নারীরা সহিংসতার শিকার হন বেশি।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) একটি গবেষণা এবং অ্যাকশনএইড বাংলাদেশ ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) এক যৌথ গবেষণায়, নারীর প্রতি সহিংসতা বিষয়ে যেসব তথ্য পাওয়া গেছে, তা খুবই উদ্বেগজনক। উভয় গবেষণার ফলাফলেই বলা হয়েছে, নিজ ঘরেই নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার।

বিশেষজ্ঞরা বলছেন, গবেষণার প্রাপ্ত তথ্য আমাদের ভাবিয়ে তুলেছে। মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয় নিজের ঘর বা বাড়ি, অথচ সেখানেও নারীরা নিরাপদ নয়। নারীর প্রতি সহিংসতা বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপে দেখা গেছে, দেশে বিবাহিত নারীদের ৮০ শতাংশই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন এবং তারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন স্বামীর দ্বারা।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলছেন, নারীর প্রতি নির্যাতন, নিপীড়ন, সহিংসতা এটি পুরো মানবজাতির জন্য একটা প্রকট সমস্যা।

এসএসসিতে ধর্ম বিষয় বাদ দেয়ার প্রস্তাবের নিন্দা হেফাজতের-মানবজমিন

২০২২ সালের জন্য সুপারিশকৃত নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষার বিষয় বাদ দেয়ার প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।বিবৃতিতে তারা বলেন, দেশ থেকে ক্রমান্বয়ে ইসলামি চেতনাবোধ মুছে ফেলা ও নাস্তিক্যবাদী ধ্যান-ধারণার প্রসার ঘটানোর ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ থেকে এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেয়ার সুপারিশ হয়ে থাকতে পারে। ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে এ জাতীয় সিদ্ধান্ত জাতি কখনো মেনে নেবে না। আমরা অবিলম্বে এই সুপারিশ বাতিলের জোর দাবি জানাচ্ছি।নেতৃবৃন্দ বলেন, এসএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় ধর্মীয় শিক্ষা না থাকলে শিক্ষার্থী ও শিক্ষকের কাছে ওই বিষয়ের আর গুরুত্ব থাকে না। তখন সঙ্গতভাবেই ধর্মীয় শিক্ষা গুরুত্ব হারাবে। এতে করে ভবিষ্যত প্রজন্ম ইসলাম থেকে দূরে সরে যেয়ে নাস্তিক্য ধ্যান-ধারণার প্রসার ঘটাবে।ধর্মীয় অনুশীলন ও নীতি-নৈতিকতা থেকে দূরে সরে পড়ে আত্মকেন্দ্রিকতা ও ভোগবাদের প্রতি ভবিষ্যত প্রজন্ম আরও বেশি ঝুঁকে পড়বে। পুঁজিবাদের বাজার সম্প্রসারিত হয়ে শোষণ ও লুটপাট আরও গভীর হবে। এ বিষয়ে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তেলের বাজার নিয়ে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, জ্বালানী তেলের দাম উঠেছে ১২০ ডলারে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে উঠেছে। চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের জেরে ২০১২ সালের পর বিশ্ববাজারে এতটা বেড়েছে তেলের দাম। ইউক্রেনে হামলা শুরুর পর অন্তত ২০ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

এদিকে বাংলাদেশে  খোলা সয়াবিনের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এক লিটারের বোতল কিনতে হচ্ছে ২০০ টাকায়। তেল কিনতে গিয়ে না কিনে ফিরে যাচ্ছে মানুষ। একইসাথে বেড়েছে নিত্যপণ্য-চাল-ডাল, শাক শবজি,মাছ-গোশতের দাম। দাম বৃদ্ধির ফলে মানুষের নাভিশ্বাস উঠে গেছে।
 

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, এবার কি শান্তির পথে হাঁটবে দুই দেশ?-সংবাদ প্রতিদিন
ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া (Russia)। যুদ্ধের ময়দানে আটকে পড়া সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের উদ্দেশে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপ করেছে মস্কো বলে রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর। তাৎপর্যপূর্ণ ভাবে, ইউক্রেনে যুদ্ধের ময়দানে এখনও আটকে রয়েছেন প্রায় ৩ হাজার ভারতীয়। তাদের নিরাপদে দেশে ফেরাতে মরিয়া মোদি সরকার। গতকাল অর্থাৎ শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে শেষ ভারতীয় নাগরিককে না ফেরানো পর্যন্ত চলবে ‘অপারেশন গঙ্গা’। এই মর্মে  দুই পক্ষের কাছেই সাময়িক সংঘর্ষবিরতির আবেদন জানিয়েছে ভারত সরকার। এবার কি তবে নয়াদিল্লির আবেদনেই সাড়া দিল মস্কো?

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বেলারুশে যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার সুফল মিলছে এবার। পাশাপাশি, দুই ভারতীয় নাগরিকের মৃত্যুর পরই মস্কোর সঙ্গে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চলছে নয়াদিল্লির। জানা গিয়েছে, তৃতীয় দফায় আবারও বৈঠকে বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন। এদিকে, সাময়িক যুদ্ধবিরতি হওয়ায় কিয়েভ, খারকভ থেকে ভারতীয়দের উদ্ধার করা কিছুটা হলে সহজ হয়েছে। শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া জানিয়েছে খারকভ থেকে ভারত ও অন্য দেশের নাগরিকদের বের করে আনতে বাস তৈরি রাখা হয়েছে।       
আজ থেকে সব মৃত্যুর দায় ন্যাটোর’, ‘বন্ধু’ জোটের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন জেলেনস্কি

ডেভিড বনাম গোলিয়াথের লড়াইয়ে নজর গোটা বিশ্বের। রুশ বোমাবর্ষণে কার্যত ধ্বংসস্তূপ ইউক্রেনের রাজধানী কিয়েভ-সহ বেশ কয়েকটি শহর। বিদেশি অস্ত্রে প্রবল প্রতিরোধ গড়ে তুললেও ক্রমে কোণঠাসা হয়ে পড়ছে ইউক্রেনীয় বাহিনী। কিন্তু কিয়েভের শত আর্তি সত্বেও সরাসরি যুদ্ধে জড়াতে বা সেনা পাঠাতে নারাজ আমেরিকা ও ন্যাটো। এহেন পরিস্থিতিতে ন্যাটো গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ন্যাটো জোটের কাছে ইউক্রেনের আকাশকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করার আবেদন জানিয়েছিলেন জেলেনস্কি। শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় ন্যাটো। এহেন সিদ্ধান্তের সপক্ষে ন্যাটো জোটের যুক্তি, ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করলে রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে। তারপরই ক্ষোভ উগরে দেন জেলনস্কি। তাঁর বক্তব্য, “ইউক্রেনের আকাশপথকে সুরক্ষা দিতে নারাজ ন্যাটো।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন মমতা ব্যানার্জী-আনন্দবাজার পত্রিকা

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার বারানসি থেকে কলকাতায় ফেরার পথে মাঝ আকাশে হঠাৎ বিপাকে পড়ে তাকে বহনকারী উড়োজাহাজ।ল্যান্ডিংয়ে বিভ্রাট ঘটে উড়োজাহাজের।  ল্যান্ডিংয়ের সময় হঠাৎ সাত হাজার ফুট থেকে দুই হাজার ফুটে নেমে নীচে নেমে আসে বিমানটি। সেই সময়ে প্রবল ঝাঁকুনিও দেয় মুখ্যমন্ত্রীর ভাড়া করা ছোট বিমানটি।পাইলট কোনোমতে সামলে নেন; নাহলে রানওয়েতে আছড়ে পড়ত উড়োজাহাজটি।প্রাণে বাঁচলেও এ ঘটনায় কোমরে ও পিঠে বেশ আঘাত পান মমতা ব্যানার্জী। আগে থেকেই তার কোমরের ব্যথা আরো চাঙা হয়ে উঠেছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫

ট্যাগ