কথাবার্তা
ইউক্রেন পরিস্থিতি: ইউক্রেনে ৬০০ মিসাইল হামলা করেছে রাশিয়া
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৭ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- ৭ মার্চের ভাষণ মানুষ অক্ষরে অক্ষরে পালন করেছে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- যে কৌশলে রুশ সেনাদের প্রতিহত করতে চায় ইউক্রেন-প্রথম আলো
- ইউক্রেনে ৬০০ মিসাইল হামলা করেছে রাশিয়া- মানবজমিন
- তৃতীয় দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া-ইউক্রেন- যুগান্তর
- সরকারের অবস্থানে পশ্চিমারা নাখোশ, সিইসির বক্তব্যে রুশ দূতাবাসের অসন্তুষ্টি-- কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- নজিরবিহীন ঘটনা, বিজেপি নাটক করল, অভিযোগ করে রাজভবনে গেলেন মমতা-আনন্দবাজার পত্রিকা
- বারাণসীতে পদ্মঝড় নাকি সাইকেলের জয়? উত্তরপ্রদেশের শেষ দফা ভোটে নজর মোদির কেন্দ্রে-দৈনিক সংবাদ প্রতিদিন
- মুর্শিদাবাদে গুলি করে সহকর্মীকে খুন করে আত্মহত্যা বিএসএফ জওয়ানের–আজকাল
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
ঐতিহাসিক ৭ই মার্চ আজ। এ সম্পর্কিত খবর আজকের সব জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। ইত্তেফাকের শিরোনাম-৭ মার্চের ভাষণ মানুষ অক্ষরে অক্ষরে পালন করেছে: বলেছেন প্রধানমন্ত্রী।তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চে দেওয়া ভাষণে যে নির্দেশনা দিয়েছিলেন, তা বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে পালন করেছেন। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২’ উদযাপনে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঐতিহাসিক ৭ মার্চের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
রাশিয়া- ইউক্রেন-সংঘাত ও যুদ্ধ নিয়ে বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি। প্রথম আলোর খবর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইন্টারপোল থেকে রাশিয়াকে বাদ দিতে আহ্বান জানিয়েছে। ইউক্রেন যুদ্ধে সিরিয়ার ভাড়াটে যোদ্ধাদের ‘নিয়োগ’ দিচ্ছে রাশিয়া। কিয়েভসহ চার শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।
ইউক্রেনে ৬০০ মিসাইল হামলা করেছে রাশিয়া। মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, ইউক্রেনে এখন পর্যন্ত ৬০০ মিসাইল হামলা করেছে রাশিয়া। মার্কিন গণমাধ্যম সিএনএনকে এমন তথ্য দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তিনি দাবি করেছেন, যুদ্ধ পরিচালনায় রাশিয়ার যে সক্ষমতা রয়েছে, তার প্রায় ৯৫ শতাংশই ইউক্রেনে জড়ো করেছে দেশটি।এদিকে কিয়েভের দিকে যাচ্ছে রাশিয়ার প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ সামরিক বহর। যদিও গত কয়েক দিন ধরেই এটি থেমে আছে। বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানী ফুরিয়ে যাওয়ায় বহরটি থেমে আছে।
তবে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা এক আপডেটে জানিয়েছেন, কিয়েভ দখলে নিতে শক্তি সঞ্চয় করছে রাশিয়া। আর যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, প্রায় দুই সপ্তাহের তীব্র লড়াইয়ের মধ্যে তৃতীয় দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ইউক্রেন।
ইউক্রেন পরিস্থিতি-সরকারের অবস্থানে পশ্চিমারা নাখোশ, সিইসির বক্তব্যে রুশ দূতাবাসের অসন্তুষ্টি-কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাব বাংলাদেশ সমর্থন না করায় কয়েকটি পশ্চিমা দেশ নাখোশ হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ও তার কয়েকটি মিত্র দেশ আলাদাভাবে বাংলাদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনায় তাদের অসন্তুষ্টি জানিয়েছে।
এদিকে ঢাকায় রুশ দূতাবাস অসন্তোষ জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যে। সিইসি কাজী হাবিবুল আউয়াল গত ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে মাঠ না ছাড়ার পরামর্শ দিতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির উদাহরণ দিয়েছেন।
জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার হটাতে হবে: ফখরুল-মানবজমিন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তাদের আর কোন অধিকার নেই রাষ্ট্র পরিচালনা করার। এই মূহূর্তে হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে। একই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।মির্জা ফখরুল বলেন, আমাদের দাবি খুব পরিষ্কার। আমাদের প্রথম দাবি হচ্ছে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। যিনি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দীর্ঘ নয় বছর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তাকে মুক্তি দিতে হবে।
বাংলাদেশ প্রতিদিন লিখেছে, তথ্যমন্ত্রী মানুষের দারিদ্র্য নিয়ে আর সিইসি জনগণের ভোট নিয়ে উপহাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
নজিরবিহীন ঘটনা, বিজেপি নাটক করল, অভিযোগ করে রাজভবনে গেলেন মমতা -আনন্দবাজার পত্রিকা
সোমবার অধিেবশনে বিক্ষোভরত বিজেপি বিধায়কদের থামতে অনুরোধ করেন রাজ্যপাল। তাঁরা কথা না শোনায় রাজ্যপাল বিধানসভা ছেড়ে বেড়িয়ে যেতে উদ্যত হন। কিন্তু মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অন্য মন্ত্রীরা তাঁর পথরোধ করেন। হাত জোড় করে ফিরহাদ হাকিম অনুরোধ করেন রাজ্যপালকে। চন্দ্রিমা ভট্টাচার্যও রাজ্যপালকে থেকে যাওয়ার অনুরোধ করেন। তৃণমূলের মন্ত্রী এবং বিধায়কেরা রাজ্যপালকে ঘিরে ফেলে আটকে দেন। বিজেপির বিক্ষোভের মধ্যেই হাতজোড় করে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন রাজ্যপালকে। তাঁর কথা শুনে ফের বসে পড়েন রাজ্যপাল। মমতা বললেন, সাংবিধানিক সঙ্কট হতে পারত।
বারাণসীতে পদ্মঝড় নাকি সাইকেলের জয়? উত্তরপ্রদেশের শেষ দফা ভোটে নজর মোদির কেন্দ্রে-সংবাদ প্রতিদিন
স্লগ ওভারে পৌঁছে গেল উত্তরপ্রদেশের (UP Election 2022) ‘খেলা’। সোমবার যোগীর রাজ্যের ৫৪ আসনে ভোটগ্রহণ। ভাগ্য পরীক্ষা রাজ্যের ৩ মন্ত্রীর। তবে সব ছাপিয়ে সকলের নজর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে। এবার এই কেন্দ্রে পদ্ম ফুটবে নাকি গড়গড়িয়ে চলবে সাইকেল,সেটাই এখন দেখার।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭