কথাবার্তা
আস্থা ভোটের আগেই ‘আউট’ ইমরান খান! 'ফের ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩১ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- মতামত-কতটা পথ ছুটলে তবে এতটুকু অন্ন পাওয়া যায়-প্রথম আলো-প্রথম আলো
- একদিকে চীনা ঋণ, অন্যদিকে এক পরিবারের শাসন ‘বেসামাল শ্রীলঙ্কা’-মানবজমিন
- ৪০তম বিসিএস: ২৫৬ পদে মেলেনি যোগ্য প্রার্থী-ইত্তেফাক
- বিএনপি দেশবিরোধী শত্রুদের নিয়ে জাতীয় সরকার করতে চায়: কৃষিমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
- ফের ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছি রাশিয়া-বলেছে ইউক্রেন-যুগান্তর
- আস্থা ভোটের আগেই ‘আউট’ ইমরান খান-যুগান্তর
- 'আমরা যেন শুধু শিক্ষিত বেকার তৈরি না করি'-শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- ‘যাঁরা মদ খান তাঁরা ভারতীয় নন, মহাপাপী’, মদ্যপায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠলেন নীতীশ কুমার-সংবাদ প্রতিদিন
- মোদি সরকারে আস্থা! অসম, মণিপুর, নাগাল্যান্ডের বহু জায়গায় উঠে যাচ্ছে আফস্পা - আজকাল
- বগটুই কাণ্ডে লালন শেখের বাড়ি ‘সিল’ করল সিবিআই- আনন্দবাজার পত্রিকা
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
আস্থা ভোটের আগেই ‘আউট’ ইমরান খান-যুগান্তর/মানবজমিনসহ প্রায় দৈনিকের প্রধান খবর কি হতে যাচ্ছে ইমরান খানের। পত্রিকাগুলোর বিশ্লেষণ ক্রিকেট জীবনের তুখোর ফাস্ট বোলার । যার বলের ক্ষিপ্রতায় উড়ে গেছে বাঘা বাঘা ব্যাটসম্যানের উইকেট। যাকে দেখলেই গলা শুকিয়ে যেত ২২ গজের সিংহের। দেশের রাজনৈতিক ইনিংসের ৮ লাখ ৮১ হাজার ৯১৩ বর্গকিমির মাঠে কেমন যেন তালগোল পাকিয়ে ফেললেন পাকিস্তানের প্লেবয় ক্রিকেটার কাম প্রধানমন্ত্রী ইমরান খান।
ক্ষমতার মাঝ ক্রিজেই (৩ বছর ৮ মাস) ‘রানআউট’র কলঙ্ক নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে পাকিস্তানের একসময়কার বিশ্বচ্যাম্পিয়নের শিরোমণি ইমরান খানকে। দলে ভাঙন আগেই ধরেছিল, মঙ্গলবার প্রতিপক্ষ পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর স্পিনে ধসে পড়া জোট ‘উইকেট’ হারিয়ে রীতিমতো প্যাভিলিয়নে ফেরার পথে ইমরান খান।
ভাগ্যের সুতো ছেঁড়া এখন শুধু সময়ের অপেক্ষা। আজ, কাল, না হয় ৩ এপ্রিল। পূর্বনির্ধারিত আস্থা ভোটের দিন। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে ভোটাভুটির ইমরানকে ছেড়ে গেলেন তার দলের প্রধান জোটসঙ্গীও! ডাক দিয়েছিল

বিশেষজ্ঞরা বলছেন, ঘরের শত্রু মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের (এমকিউএম) নীতিনির্ধারকদের যদি দ্রুত আবার জোটে ফেরাতে না পারেন তো পতন নিশ্চিত। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি অবশ্য তাৎক্ষণিক এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘বিরোধী জোট ইতোমধ্যেই ঐক্যবদ্ধ এবং এমকিউএম নিজেদের মধ্যে চুক্তি করেছে।’
আগামী ৩ এপ্রিল পাকিস্তানের সংসদে আস্থা ভোট। সংসদের মোট সদস্য সংখ্যা ৩৪২। ম্যাজিক ফিগার ১৭২। অর্থাৎ ক্ষমতায় টিকে থাকতে ইমরান খানের প্রয়োজন ১৭২টি ভোট। ইমরান খানের দল ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ’র (পিটিআই) জোট শরিক এমকিউএমের ভোট ছিল ৭টি। এমকিউএম বিরোধী দলের সঙ্গে হাত মেলানোর পর ঐক্যবদ্ধ বিরোধী দলের পক্ষে সংসদ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭। ইমরানের সমর্থনে আছেন ১৬৪ জন সদস্য। সংখ্যার এই সমীকরণ জারি থাকলে ইমরানের সরকার গদিচ্যুত শতভাগ নিশ্চিত।
সবমিলিয়ে শেষ মুহূর্তে নাটকীয় কোনো পটপরিবর্তন না ঘটলে, জীবনের সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ নিদে হবে ইমরান খানকে। সারা দেশে পাওয়ার শো, ইসলামাবাদের প্যারেড ময়দানে গণসমাবেশ- কিছুতেই শেষরক্ষা হলো না। এমনও শোনা যাচ্ছে, সম্ভবত সংসদের বাইরেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন ইমরান খান। তবে এর উল্টোপিঠও কম একেবারে ফেলে দেওয়ার মতো নয়।
পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডনের খবর মোতাবেক, ৩ এপ্রিল জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির দিন পিটিআই এমপিদের কেউই যেন উপস্থিত না থাকেন। থাকলেই ভোট দেওয়া থেকে যেন বিরত থাকেন। মঙ্গলবার শেষবেলাতেই শেষ রক্ষাকবচ হিসাবে দলীয় এমপিদের উদ্দেশে এ নির্দেশ দেন ইমরান খান। গদি রক্ষার এই শেষচেষ্টা কতটুকু সফল হবে তা নিয়েও চিন্তার ভাঁজ খোদ দলের অন্দরমহলেই। সরকারি এমপিরা চুপ থাকলেও বিরোধীরা কি বসে থাকবেন? তাদের ভোট তো পড়বেই।
২৮ মার্চ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশে নেতৃত্ব দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ । তখন থেকেই শুরু হয় জল্পনা। আগামী সাত দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন ইমরান। নয়া প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা তথা নওয়াজের ভাই শাহবাজই।
প্রথম আলোর খবরে লেখা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবে জড়িত থাকার কথা জোর দিয়ে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জিও নিউজ এ কথা জানিয়েছে।
ইউক্রেন-রাশিয়া সংঘাতের খবর:
ফের ব্যপাক হামলার প্রস্তুতি নিচ্ছি রাশিয়া-বলেছে ইউক্রেন-যুগান্তর। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করলেই মারিওপোল হামলা বন্ধ হবে।এদিকে পুতিনের উপদেস্টাদের বিরুদ্ধে বিষ্পোরক অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট। মস্কো থেকে সাইবেরিয়ার তেলের রাজধানী খ্যাত নভোসিবির্স্ক এবং সেন্ট পিটার্সবার্গের বুদ্ধিজীবী কেন্দ্র থেকে মুরমানস্কের পারমাণবিক সাবমেরিন ঘাঁটি পর্যন্ত–বিচ্ছিন্নতা, সেন্সরশিপ এবং যুদ্ধের কারণে অবরোধ আরোপের ফলে একটি নির্মম ভবিষ্যত থেকে বাঁচার পথ খুঁজছে রাশিয়া।
এদিকে, ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে চেরনিহিভ এবং রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলোতে রুশ সেনারা হামলা কমিয়ে দেবে বলে মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার প্রতিনিধিরা জানিয়েছেন। গণমাধ্যম সিএনএনকে এ ব্যাপারে চেরনিহিভের গভর্নর বলেন, তারা বলছে তারা হামলা কমিয়ে দিচ্ছে। কিন্তু তারা হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
তবে প্রথম আলোর খবরে লেখা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলে অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া।
নকল ব্যান্ডরোল ব্যবসায় চট্টগ্রামের প্যানেল মেয়র-যুগান্তর
নকল সিগারেটের ব্যান্ডরোলের ব্যবসায় জড়িয়ে পড়েছেন খোদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন। এ কাজে সরাসরি যুক্ত তার ভাই আব্দুল মান্নান খোকন।
এমনকি নিজ প্রতিষ্ঠানের কর্মচারীর নামে অস্তিত্বহীন প্রতিষ্ঠান খুলে তারা নকল ব্যান্ডরোল আমদানি করেন।
পরবর্তী সময়ে সেগুলো নিজেদের সিগারেট কারখানায় ব্যবহার করা হয়। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
একদিকে চীনা ঋণ, অন্যদিকে এক পরিবারের শাসন ‘বেসামাল শ্রীলঙ্কা’
বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ঘাটতি এবং বিপুল ঋণের বোঝায় বেসামাল সার্কভুক্ত প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার অর্থনীতি। বাংলাদেশের কাছে আরও মার্কিন ২৫ কোটি ডলার আর্থিক সুবিধা চেয়েছে দেশটি। মুদ্রাস্ফীতি, উচ্চ বেকারত্ব এবং খাদ্য থেকে ওষুধ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের ঘাটতি, সবমিলিয়ে অনেক শ্রীলঙ্কান বিদেশে উন্নত জীবনের আশায় নিজ দেশ ছেড়ে পালাচ্ছেন।
প্রীতির বাসায় তথ্যমন্ত্রী অপরাধীদের শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর-মানবজমিন
কলেজছাত্রী প্রীতির খুনিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ?মুদ। গতকাল প্রীতির শান্তিবাগের বাসায় গিয়ে তার মা-বাবাকে প্রধানমন্ত্রীর পক্ষে সমবেদনা জানানোর পর তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। সামিয়ার বাবা জামাল উদ্দিন, মা হোসনে আরা ও এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই সোহায়েব সামির সঙ্গে একান্তে কথা বলেন তারা। অশ্রুসিক্ত সামিকে বুকে জড়িয়ে ধরে রাখেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্যমন্ত্রী প্রীতির পরিবারকে বলেন, ‘কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতির মৃত্যু এত দুঃখজনক ও বেদনাদায়ক যে, তা মেনে নেয়া যায় না। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং আমরা তাদের পাশে আছি সেটা জানানোর জন্যই আমাদেরকে পাঠিয়েছেন। পরে ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি, যেকোনো প্রয়োজনে আমাদের দল, আমাদের সরকার তাদের পাশে থাকবে। মন্ত্রী বলেন, ইতিমধ্যেই মূল আসামি গ্রেপ্তার হয়েছে। একই ঘটনায় আমাদের দলের একজন নেতা মৃত্যুবরণ করেছেন। নিহত ছাত্রী সামিয়ার পরিবার মামলা না করলেও জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী মামলা করেছেন। সেই মামলার এজাহারে প্রীতির হত্যাকাণ্ডের কথা উল্লেখ আছে। আইনানুযায়ী একই ঘটনায় দু’টি মামলার প্রয়োজন নেই। মূল আসামি গ্রেপ্তার হয়েছে, যারা তার সঙ্গে ছিল তারাও পুলিশের জালের মধ্যে আছে। আমরা আশা করি- তারাও খুব সহসা গ্রেপ্তার হবে। যথোপযুক্ত বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।
সরকারের কাছে সামিয়ার পরিবার কোনো সাহায্যের আবেদন করেছে কিনা- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা সরকারের কাছে এখনো আবেদন করেনি, আমরা এ বিষয়টি দেখার জন্য আমাদের কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছি এবং সরকারের পক্ষ থেকে যথাসম্ভব সাহায্য করা হবে।
গুণী উপাচার্য নিয়োগে বাধা রাজনীতির প্রভাব-যুগান্তর
দেশের তিন বরেণ্য শিক্ষাবিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য বা শিক্ষক নিয়োগের ঘটনা নতুন নয়। সমস্যাটা দীর্ঘস্থায়ী। বাংলাদেশের অভ্যুদয়ের পরই এর সূচনা। ১৯৯১ সালে সংসদীয় সরকারের যাত্রার পর তা প্রকট হতে শুরু করে। আর বর্তমানে তা উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে। তবে এই অবস্থার আশু উন্নতি দরকার। আর তা একমাত্র রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে ও দীর্ঘ প্রচেষ্টায় অর্জন সম্ভব।
তারা আরও বলেন, বরেণ্য শিক্ষাবিদরা উপাচার্য হতে চান না-এটা ঢালাও বক্তব্য। সম্মান আর শিক্ষার কারণেই উপাচার্য হওয়ার ব্যাপারে অনেকেরই আগ্রহ থাকে। কিন্তু এজন্য বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রক্রিয়া থাকা দরকার। সেটা নেই। চলে গেছে বিশ্ববিদ্যালয়ের বাইরে। আইন পরিবর্তন করে সুনির্দিষ্ট গুণাবলির আলোকে শিক্ষকদের মাধ্যমে গঠিত বাছাই কমিটি উপযুক্ত উপাচার্য খুঁজে বের করতে পারবেন। সেক্ষেত্রে বাধা রাজনীতির প্রভাব। সরকার চাইলেই এর সমাধান সম্ভব
অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, উপাচার্য হতে না চাওয়ার আরেকটি কারণ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে রাজনীতির প্রভাব। স্থানীয় ও আঞ্চলিক রাজনীতিক আর ছাত্র-যুব ও শ্রমিক সংগঠন যদি উপাচার্যের কক্ষে প্রবেশ করে নিয়োগের জন্য চাপ দেন। সেখানে গুণী অধ্যাপকের উপাচার্য হতে না চাওয়াই সঠিক সিদ্ধান্ত।
তিনি বলেন, আশানুরূপ ফল পেতে হলে সবার আগে উপাচার্য নিয়োগের স্বচ্ছ প্রক্রিয়া করতে হবে। আর এজন্য জাতীয় ঐকমত্য বা রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
৪০তম বিসিএস: ২৫৬ পদে মেলেনি যোগ্য প্রার্থী-ইত্তেফাক
৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯৬৩ জনকে নিয়োগের সুপারিশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার (৩০ মার্চ) দুপুরে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। তবে যোগ্য প্রার্থী না পাওয়ায় ২৫৬টি পদে সুপারিশ করতে পারেনি পিএসসি।
মতামত-কতটা পথ ছুটলে তবে এতটুকু অন্ন পাওয়া যায়-প্রথম আলো
বাসেদ মিয়ার মেজাজ ও মুখের ভাষার জাতপাত নেই। কী করেন জানতে চাইলে একটা তিক্ত অভিব্যক্তি দিয়ে বললেন, দেখেন না হাওয়া খাই? বড্ডো ক্ষোভের কথা তার মুখে।সব মিলে প্রায় সাত কিলোমিটার পদযোগে যাত্রা করে বিফল হয়েছেন টিসিবির ট্রাকের নাগাল পেতে। পরিবারের বয়োজ্যেষ্ঠ কর্মহীন ব্যক্তি বলে তাঁকে পাঠানো হয়েছিল ন্যায্যমূল্যের পণ্য কিনতে। পরীক্ষায় ফেল করে বাড়ি ফিরতে ভয় পাওয়া ছাত্রের মতো অবস্থা মানুষটার। টিসিবির ট্রাকগুলো হঠাৎ হঠাৎ জায়গা বদলালে এসব মানুষের যে ভোগান্তি হয়, এর সমাধান কী? রয়েছে আরও নানা অভিযোগ।সুষম বণ্টনের কথা বলে আকস্মিক জায়গা বদলালে বাসেদ মিয়ার মতো মানুষদের চৈত্রের এই দুপুরে সামান্য টাকা সাশ্রয়ের জন্য একই এলাকায় সাত থেকে আট কিলোমিটার ঘুরপাক খেতে হয়। সময়মতো ট্রাকটি না পৌঁছালে অপেক্ষারত মানুষের জীবনে সকাল থেকে বিকেল হয়ে যায়।মানুষের এ অপেক্ষার মূল্য নির্ধারণের, তাঁর মানসিক অভিঘাত মাপার কোনো যন্ত্র নেই। এ দৃশ্য এখন রাজধানী এবং পুরো দেশের। যদি এক মাসে টিসিবির পণ্যের জন্য অপেক্ষারত সব মানুষের সময়ের যোগ দেওয়া যায়, তবে কত লাখ ঘণ্টার অপেক্ষার হিসাব হবে, তা ধারণার বাইরে। ৮ হাজার ৭৬০ ঘণ্টায় এক বছর হলে এসব মানুষের অপেক্ষার মোট সময় হয়তো হবে কয়েক বছর।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
‘যাঁরা মদ খান তাঁরা ভারতীয় নন, মহাপাপী’, মদ্যপায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠলেন নীতীশ কুমার-সংবাদ প্রতিদিন
২০১৬ সাল থেকে বিহারে (Bihar) নিষিদ্ধ মদ (Liquor)। তারপরেও একাধিকবার সে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মৃত্যুর খবর মিলেছে। যা বারবার অস্বস্তিতে ফেলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar)। সেই হতাশা থেকেই এবার মদ্যপায়ীদের ‘মহাপাপী’ বলে আক্রমণ করতে দেখা গেল তাঁকে। সেই সঙ্গে বর্ষীয়ান নেতা জানিয়ে দিলেন, বিষমদ খেয়ে যাঁদের মৃত্যু হবে, এবার থেকে তাঁদের পরিবারকে কোনও রকম আর্থিক সাহায্যও করবে না তাঁর সরকার। বুধবার বিহার বিধানসভায় ক্রুদ্ধ নীতীশ বলেন, মহাত্মা গান্ধীও মদ্যপানের বিরোধিতা করেছিলেন। তাঁর মতে, যাঁরা মদ্যপায়ী তাঁরা ”মহাপাপী ও মহা অযোগ্য।” সেই সঙ্গে তিনি এও বলেন, ”আমি ওইসব লোককে ভারতীয় বলেই মনে করি না।”
‘আবার আসবেন’, রাজ্যসভার ৭২ সাংসদের বিদায় সংবর্ধনায় আবেগপ্রবণ মোদি-সংবাদ প্রতিদিন
কিছুদিন পরেই রাজ্যসভাকে (Rajya Sabha) বিদায় জানাবেন মোট ৭২ জন সাংসদ। আজ সেই সাংসদদের বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন বিদায়ী সাংসদদের উদ্দেশে আবেগপ্রবণ মোদি বলেন, ”আপনাদের বিপুল অভিজ্ঞতা দেশের চার প্রান্তে ছড়িয়ে দিন।” তিনি আরও বলেন, ”প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে অভিজ্ঞতার শক্তি বেশি।” উল্লেখ্য, আগামী জুলাই মাস পর্যন্ত রাজ্যসভার বিদায়ী সাংসদদের মেয়াদ রয়েছে।
মোদি সরকারে আস্থা! অসম, মণিপুর, নাগাল্যান্ডের বহু জায়গায় উঠে যাচ্ছে আফস্পা -আজকাল
নাগাল্যান্ড, মণিপুর এবং অসমের বেশ কিছু এলাকা থেকে আফস্পা আইন তুলে নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
একথা টুইট করে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগাল্যান্ডের ৭টি জেলার ১৫টি থানা এলাকা থেকে উঠে যাবে আফস্পা আইন। একই পদক্ষেপ কার্যকরী হবে অসমের ২৩টি জেলা থেকে পুরোপুরি এবং মণিপুরের ৬টি জেলার ১৫টি থানা থেকে। অর্থাৎ এই এলাকাগুলি এবার থেকে উপদ্রুত তালিকায় থাকছে না। প্রসঙ্গত, আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট বা সংক্ষেপে আফস্পার দ্বারা উত্তরপূর্বের রাজ্যগুলোতে প্রভূত ক্ষমতার অধিকারী ছিল কেন্দ্রীয় বাহিনী।
দীর্ঘদিন ধরেই আফস্পা তুলে নেওয়ার দাবি জানাচ্ছে সংশ্লিষ্ট রাজ্যগুলো। কয়েকটি জায়গায় তুলে নেওয়া হলেও তা ছিল সামান্য।
মৃত্যুই প্রমাণ করবে আমি নির্দোষ! বার্তা দিয়ে আত্মহত্যা অভিযুক্ত চিকিৎসকের-আনন্দবাজার পত্রিকা

মৃত্যুই প্রমাণ করবে আমি নির্দোষ। দয়া করে ডাক্তারদের হয়রানি করবেন না। আত্মহত্যার আগে এই বার্তাই দিয়ে গেলেন খুনের অভিযোগে অভিযুক্ত চিকিৎসক অর্চনা শর্মা। মঙ্গলবার তিনি আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটে তিনি এই কথাগুলি লিখে যান। রাজস্থানের দৌসা জেলার ঘটনা। সুইসাইড নোটে অর্চনা লেখেন, ‘আমার স্বামী এবং সন্তানদের আমি খুব ভালোবাসি। আমার মৃত্যুর পর দয়া করে তাঁদের হয়রানি করবেন না। আমি কোনও ভুল করিনি। কাউকে হত্যা করিনি। জটিলতা থেকে মহিলার মৃত্যু হয়। দয়া করে নির্দোষ ডাক্তারদের এত হয়রানি করা বন্ধ করুন। আমার মৃত্যুই প্রমাণ করবে আমি নির্দোষ।’
দৌসার একটি বেসরকারি হাসপাতালের চিকিত্সক ছিলেন অর্চনা। এই হাসপাতালে এক অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর ঘটনায় মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। অর্চনার বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়। মনে করা হচ্ছে, এর পরই অপমান সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
রাজনৈতিক চাপের মুখে পুলিশ অর্চনার বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করে বলেও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বুধবার দৌসার লালসোট থানার ভারপ্রাপ্ত অফিসার অঙ্কিত চৌধুরিকে সাসপেন্ডও করা হয়।
বগটুই কাণ্ডে লালন শেখের বাড়ি ‘সিল’ করল সিবিআই-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বগটুইয়ের ঘটনায় তদন্ত শুরু করেই একের পর এক প্রশাসনিক কর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই রামপুরহাটের প্রাক্তন এসডিপিও-কে টানা চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। রামপুরহাট কাণ্ডে অভিযুক্ত লালন শেখের বাড়ি ‘সিল’ করল সিবিআই। লালনের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকেই তল্লাশি চালাচ্ছিল সিবিআইয়ের তদন্তকারীরা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫