এপ্রিল ০৩, ২০২২ ১৮:১৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩ এপ্রিল রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • পাকিস্তানে পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট, ৯০ দিনের মধ্যে নির্বাচন-মানবজমিন
  • জনগণ যেন কখনও সেবাবঞ্চিত না হয়: প্রধানমন্ত্রী-যুগান্তর
  • মৌখিকভাবে কিয়েভের প্রস্তাবে সম্মত রাশিয়া: ইউক্রেন-ইত্তেফাক
  • টিপু-প্রীতিকে হত্যা : শ্যুটার সালেহসহ ৫ জন রিমান্ডে-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • যত কাণ্ড পাকিস্তানে! ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হতেই সুপ্রিম কোর্টে বিরোধীরা–সংবাদ প্রতিদিন
  • ৫ হাসপাতাল ঘুরে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়েও হল না চিকিৎসা, রাস্তাতেই দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু -আজকাল 
  • শেষ মুহূর্তে ইমরানের ইনস্যুইং! তাঁর পরামর্শেই অ্যাসেম্বলি ভেঙে দিলেন পাক প্রেসিডেন্ট-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ঢাবিতে ছাত্রলীগের হল সভাপতির বিরুদ্ধেই শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ। মানবজমিনের এই খবরকে কীভাবে দেখবেন আপনি?

২. ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করেছে পাকিস্তানের সংসদ। পাশাপাশি প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্টকে জাতীয় সংসদ ভেঙে দিতে বলেছেন। পার্লামেন্ট ভেঙে দিয়েছে প্রেসিডেন্ট। পাকিস্তানের এই রাজনীতির শেষ কোথায়?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

মৌখিকভাবে কিয়েভের প্রস্তাবে সম্মত রাশিয়া: ইউক্রেন-ইত্তেফাক

পুতিন ও জেলেনস্কি

ইউক্রেনের মূল প্রস্তাবে রাশিয়া মৌখিকভাবে সম্মত হয়েছে। রাশিয়ার সাথে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া ইউক্রেনের শীর্ষ আলোচক এ কথা জানান। এতে করে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি হবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

আলোচক ডেভিড আরাখামিয়া ইউক্রেনের টেলিভিশন চ্যানেলকে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে খুব সম্ভব তুরস্কে বৈঠক অনুষ্ঠিত হবে।

জনগণ যেন কখনও সেবাবঞ্চিত না হয়: প্রধানমন্ত্রী-যুগান্তর

সরকারি সেবা থেকে জনগণ যেন বঞ্চিত না হয়, সরকারি কর্মকর্তাদের তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ৭ অনুচ্ছেদে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। কাজেই সেই জনগণকে ঘিরেই আমাদের সমস্ত কাজ। জনগণের সার্বিক উন্নয়নটাই আমাদের লক্ষ্য। আরেকটি কথা মনে রাখতে হবে... তারা যেন কখনও সেবা থেকে বঞ্চিত না হয়। কারণ তাদের ভাগ্যের পরিবর্তনের জন্যই তো আমাদের এই স্বাধীনতা। কাজেই যখনই যে যেখানে দায়িত্ব পালন করবেন, অবশ্যই মানুষের কথা চিন্তা করবেন।

টিপু-প্রীতিকে হত্যা : শ্যুটার সালেহসহ ৫ জন রিমান্ডে-কালের কণ্ঠ

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে হত্যার ঘটনায় সালেহ শিকদার ওরফে শ্যুটার সালেহসহ পাঁচজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

টিপু ও প্রীতি হত্যা

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন মোহাম্মদ ওমর ফারুক, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির ও মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ ও আরফান উল্লাহ দামাল। এদিন পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

শেষ মুহূর্তে ইমরানের ইনস্যুইং! তাঁর পরামর্শেই অ্যাসেম্বলি ভেঙে দিলেন পাক প্রেসিডেন্ট-আনন্দবাজার পত্রিকা

অনাস্থা ভোট চলাকালীন প্রেসিডেন্টের কাছে গিয়ে অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার আর্জি জানান। সেই পরামর্শ মতো ঘোষণা করেছেন পাক প্রেসিডেন্ট।টানটান উত্তেজনা। প্রতি মুহূর্তে নাটকীয় মোড় নিচ্ছে পাক ন্যাশানাল অ্যাসেম্বলিতে ইমরান সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে ঘটনাবলী। অনাস্থা প্রস্তাব নিয়ে অ্যাসেম্বলিতে যখন আলোচনা চলছে সেই সময় পাক প্রধানমন্ত্রী চলে গিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে। তাঁর কাছে দাবি করেন সাধারণ নির্বাচন ঘোষণা করার। পাক মিডিয়া সূত্রে খবর, সেই মতো অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার ঘোষণা করেছেন আরিফ।

পাকিস্তানের রাজনীতি

বেরিয়ে এসে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ইমরান দেশবাসীর কাছে ভোটের জন্য তৈরি হওয়ার আবেদন রাখেন। তিনি বলেন, ‘‘ঘবড়ানা নেহি হ্যায়। ঈশ্বর উপর থেকে পাকিস্তানের উপর নজর রেখে চলেছেন।’’ তিনি আরও বলেন ঈশ্বর দেখছেন, কী ভাবে তাঁর সরকার ফেলতে বিরোধীরা পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

সংবাদ প্রতিদিনের খবর রোববার  নাটকীয় টানটান উত্তেজনায় ভরে উঠল পাকিস্তানের (Pakistan) রাজনৈতিক মহল। পাকিস্তানের নির্বাচিত সরকারের পতন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই শেষ মুহূর্তে ম্যাচ বাঁচিয়ে নিলেন ১৯৯২ সালের বিশ্বজয়ী পাকিস্তান দলের ক্যাপ্টেন।পাকিস্তানের সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবই খারিজ করে দিলেন ডেপুটি স্পিকার।

এখানেই শেষ নয়। পাক সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই ইমরান খানের (Imran Khan) পরামর্শে সংসদের ভেঙে দেওয়ার ঘোষণা করেছেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি। এই পরিস্থিতিতে পাক সরকারের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধীরা। এক পাক সংবাদমাধ্যমের দাবি, এই বিষয়ে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত নোটিস জারি করেছে সেদেশের শীর্ষ আদালত।

কেউ বছর চারেক তো কেউ ১৩ দিন, পাঁচ বছরের মেয়াদ শেষ করেননি পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীই-আনন্দবাজার পত্রিকা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ফাইল ফটো)

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থাভোটের দাবি তুলেছিলেন। কিন্তু সেই অনাস্থা-প্রস্তাব বাতিল করেন ডেপুটি স্পিকার। এর পরেই প্রেসিডেন্টের কাছে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে ভোট করানোর আহ্বান জানা ইমরান। তাঁর প্রস্তাবমতো অ্যাসেম্বলি ভেঙে দিলেন প্রেসিডেন্ট। ফলে মেয়াদ শেষ করতে পারছেন না তিনি।

পাকিস্তানের জন্মলগ্ন থেকে কোনও প্রধানমন্ত্রীই নিজেদের পাঁচ বছরের পূর্ণ মেয়াদ সমাপ্ত করেননি। কখনও খুন হয়ে, আবার কখনও বিরোধী দলের অনাস্থার মুখে পড়ে গদি ছাড়তে হয়েছে পাক প্রধানমন্ত্রীদের।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩