কথাবার্তা
পাকিস্তান: পিপিতে বিভক্তি, বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১২ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা ব্যয় সাড়ে ৪ লাখ, সরকারিতে ৩৬ হাজার -প্রথম আলো
- বিদেশে বিলাসী জীবনের রসদ কোত্থেকে তাস হিসাব দিন: ফখরুলকে কাদের-যুগান্তর
- টিকার ব্যয়ে প্রায় ২৩ হাজার কোটি টাকা গরমিল: টিআইবি -মানবজমিন
- বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানে পিপলস পার্টিতে বিভক্তি -ইত্তেফাক
- পারিবারিক সহিংসতায় ৬৬ নারী, ৩১ শিশু খুন -কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনেও ‘ক্লিন সুইপ’ বিজেপির, কাঁটা শুধু বারাণসীর হার –সংবাদ প্রতিদিন
- রাজ্যের একাধিক ধর্ষণ মামলায় SIT গঠন হাই কোর্টের, তদন্তের নেতৃত্বে দময়ন্তী সেন -আজকাল
- মুখ্যমন্ত্রী হয়ে উনি এই কথা বললেন কী করে? ক্ষোভ হাঁসখালির নির্যাতিতার বাবার -আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. টিকার ব্যয়ে প্রায় ২৩ হাজার কোটি টাকা গরমিল। একথা বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। কী বলবেন আপনি?
২. রাশিয়া থেকে কোনও রকম জ্বালানি না কিনতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে আমরিকা। তবে ভারতের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পায় নি ওয়াশিংটন। প্রশ্ন হচ্ছে- ভারত নিজের অবস্থানে টিকে থাকতে পারবে বলে মনে হয় আপনার?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা ব্যয় সাড়ে ৪ লাখ, সরকারিতে ৩৬ হাজার-প্রথম আলো
বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে গড়ে সাড়ে চার লাখ টাকার বেশি ব্যয় করতে হয়েছে। অন্যদিকে সরকারি হাসপাতালে এই ব্যয়ের পরিমাণ গড়ে প্রায় ৩৬ হাজার টাকা। অর্থাৎ একজন করোনা রোগীকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে সরকারি হাসপাতালের তুলনায় সাড়ে ১২ গুণ বেশি টাকা খরচ করতে হয়েছে। বেসরকারি হাসপাতালে সেবা গ্রহণের এ ব্যয় রোগীর জন্য অর্থনৈতিক বোঝা তৈরি করেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘করোনাভাইরাস সংকট মোকাবিলায় সুশাসন: অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার খরচের মধ্যে শয্যা, ওষুধ, আইসিইউ, অক্সিজেন ও অন্যান্য খরচ রয়েছে।
বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানে পিপলস পার্টিতে বিভক্তি-ইত্তেফাক
নানা নাটকীয়তার পর অবশেষে ইমরান খানকে সরিয়ে দিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মুসলিম লিগ-এন এর নেতা শেহবাজ শরীফ। তার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। তবে এ নিয়ে পিপিপি-তে দেখা দিয়েছে বিভক্তি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।
বিরোধীদের দমন করে সরকারের গদি রক্ষা হবে না: রিজভী-মানবজমিন
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের সকল ব্যবস্থা করেছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এভাবে বিরোধী দল দমন করে বিশ্বের কোনো স্বৈরশাসক গদি রক্ষা করতে পারেনি। আপনারাও পারবেন না। সাহস থাকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দিন দেখবেন জনগণের প্রবল স্রোত আপনার সিংসহানের দিকে কিভাবে ধেয়ে যায়।
মঙ্গলবার দুপুরে এক প্রতীকী অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম। রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ ভয়ংকর দুঃসময়ের মধ্যে বসবাস করছে। তাদের কথা বলা ও লেখার স্বাধীনতা নেই। অথচ সংবিধান আমাদের কথা বলা ও লেখার স্বাধীনতা দিয়েছে। কিন্তু তা শেখ হাসিনার অদৃশ্য ইশারায় বন্ধ। দেশের গণতন্ত্রের স্বাভাবিক কর্মকাণ্ড নেই।
প্রাথমিক শিক্ষকরা নজরদারিতে-কালের কণ্ঠ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) আওতাধীন অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ‘সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ নামের একটি কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হামিদুল হকের স্বাক্ষর করা কমিটি গঠনসংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে কমিটির কার্যপ্রণালী সম্পর্কে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯’ অনুসরণ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিং করা হবে।
বিদেশে বিলাসী জীবনের রসদ কোত্থেকে তার হিসাব দিন: ফখরুলকে কাদের-যুগান্তর
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেছেন, নিজ দলের অপরাধী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কী? সাহস থাকলে তাদের তালিকা দিন। বিদেশে বিলাসী জীবনের রসদ কোত্থেকে আসছে তার হিসাব জমা দিন। মঙ্গলবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শর্ষের মধ্যে ভুত রেখে ভুত তাড়ানোর এসব লোকদেখানো অপপ্রয়াস অপরাজনীতিরই ধারাবাহিকতা মাত্র।
তিনি বলেন, যে দলের চেয়ারপারসন দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং দলীয় গঠনতন্ত্র থেকে যে দল দুর্নীতিবিরোধী ৭ ধারা অপসারণ করে, যারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদের পরিচিত করেছে, যাদের শাসনামলে দেশকে পর পর ৫ বার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক তিলক পরতে হয়েছিল, সেই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিএনপি যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের হাসি পায়। তিনি বলেন, আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলের এমন মুখরোচক কথার নৈতিক মানদণ্ড নিয়েও মানুষ পরিহাস করে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনেও ‘ক্লিন সুইপ’ বিজেপির, কাঁটা শুধু বারাণসীর হার-সংবাদ প্রতিদিন
মাসখানেক আগেই বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য এসেছিল। সেই পথ ধরেই উত্তরপ্রদেশের বিধান পরিষদের নির্বাচনে বড়সড় সাফল্য পেল বিজেপি। উত্তরপ্রদেশ আইনসভার উচ্চকক্ষে এই প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি (BJP)। উত্তরপ্রদেশের ৩৬টি বিধান পরিষদের (Uttar Pradesh legislative council) আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যে ৯টি আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। তবে ৩৬টির মধ্যে ৩৩টি আসনে জিতলেও বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে থাকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে হার। বারানসী কেন্দ্রে বিজেপি প্রার্থী তৃতীয় হয়েছেন।
রাজ্যের একাধিক ধর্ষণ মামলায় SIT গঠন হাই কোর্টের, তদন্তের নেতৃত্বে দময়ন্তী সেন-সংবাদ প্রতিদিন/আজকাল
ফের ধর্ষণ মামলার কিনারা করতে দুঁদে IPS অফিসার দময়ন্তী সেনের উপর ভরসা রাখল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। মঙ্গলবার ধর্ষণের চারটি ঘটনায় জনস্বার্থ মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। তাতে বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করে দিয়েছে উচ্চ আদালত। সিটের দায়িত্ব দেওয়া হল কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা আধিকারিক দময়ন্তী সেনকে (Damayanti Sen)। এই মুহূর্তে তিনি ডিআইজি, ট্রেনিং পদে রয়েছেন। তবে হাই কোর্টে নির্দেশের পর মোট চারটি ধর্ষণ মামলার কিনারা করতে হবে তাঁকে। আদালতের নজরদারিতেই চলবে তদন্ত। মঙ্গলবার এমনই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এই সংক্রান্ত পরবর্তী শুনানি ২০ তারিখ।
মুখ্যমন্ত্রী হয়ে উনি এই কথা বললেন কী করে? ক্ষোভ হাঁসখালির নির্যাতিতার বাবার-আনন্দবাজার পত্রিকা
নদিয়ার হাঁসখালির ধর্ষণ-কাণ্ডকে ‘ছোট ঘটনা’ বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর ওই মন্তব্যে অত্যন্ত ক্ষুদ্ধ হয়েছেন নির্যাতিতার বাবা। এক জন মুখ্যমন্ত্রী কী ভাবে এমন কথা বলতে পারেন, তিনি সে প্রশ্নও তুলেছেন। মঙ্গলবার নির্যাতিতার বাবা বলেন, ‘‘ উনি এক জন মুখ্যমন্ত্রী হয়ে এই কথা কী করে বললেন?’’ তিনি অভিযুক্তদের ফাঁসির দাবিও জানিয়েছেন।
ধর্ষণ নিয়ে এমন মন্তব্য করলে মমতার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই! বিস্ফোরক নির্ভয়ার মা-আজকাল
নদীয়ার হাঁসখালির ধর্ষণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য গোটা দেশেই বিতর্কের আগুন জ্বেলেছে।
ঘটনাটা আদৌ ধর্ষণের কি না তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি। বিভিন্ন মহলে এ নিয়ে প্রতিবাদ, নিন্দার ঝড় উঠেছে। এবার এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ২০১২ সালে দিল্লিতে গণধর্ষণের শিকার নির্ভয়ার মা আশা দেবী। তিনি বললেন, ধর্ষণ নিয়ে যদি মমতা এমন অসংবেদনশীল মন্তব্য করেন, তাহলে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। আশাদেবী আরও বলেন, ‘একজন নারী হয়েও যদি তিনি এই মন্তব্য করেন, তাহলে তাঁর পদের সঙ্গে মানানসই হয় না।’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২