কথাবার্তা
ইউক্রেনের বিরুদ্ধে ৯ মে থেকে ‘আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করবেন’ পুতিন
সুপ্রিয় পাঠক/শ্রোতা! সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আবদুর রশীদ শুরু করছি ৩ মে মঙ্গলবারের কথাবার্তার আসর। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- ইউক্রেনের বিরুদ্ধে ৯ মে ‘আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করবেন’ পুতিন-প্রথম আলো
- পশ্চিমা অস্ত্র বোঝাই লজিস্টিক সেন্টারে রাশিয়ার ড্রোন-মিসাইল হামলা-যুগান্তর
- ইউক্রেন সংকটের সুবিধা পাচ্ছেন মোদি-ইত্তেফাক
- গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ-মানবজমিন
- ঈদ উদযাপনে কক্সবাজারে ব্যাপক পর্যটক সমাগম-বাংলাদেশ প্রতিদিন
- মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই : ফখরুল-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- যোগীরাজ্যে ফের অনাচার, শত্রুকে ফাঁসাতে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাল খোদ স্বামী!–সংবাদ প্রতিদিন
- তামিলরা কেন হিন্দিতে কথা বলবেন? ভাষা-বিতর্কে সরব গায়ক সোনু নিগম-আজকাল
- মেধাবী ছাত্র থেকে হিংস্র খুনি! সুতপার পরিবারের দিকেই আঙুল তুলছে ঘাতক সুশান্তের বাড়ি-আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. গুদামে লুকানো সয়াবিন উদ্ধার করে বিক্রি করলেন ইউএনও। এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের ফুলপুরে। কী বলবেন আপনি?
২. বহু বিদেশি অফিসার ও ভাড়াটে লোকজন ইউক্রেনে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আসলে ইউক্রেন যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালন করেছে বিভিন্ন দেশের মানুষ।
দেশের মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই: ফখরুল-মানবজমিন
দেশের মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও পুস্পমাল্য অর্পনের পর দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ঈদে আমরা সবসময় এই প্রত্যাশা করি যে, দেশের সকল মানুষের মধ্যে আনন্দ আসবে এবং আনন্দের সঙ্গে তারা ঈদুল ফিতর পালন করবেন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যেভাবে দেশে অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং একই সঙ্গে সাধারণ মানুষ কর্মচ্যুত হচ্ছেন সেখানে আনন্দের সঙ্গে ঈদুল ফিতর পালন করা সম্ভব হচ্ছে না। মানুষের মধ্যে আনন্দ নেই। তারপরেও আমরা পরম করুনাময় আল্লাহ তা‘লার কাছে প্রার্থনা করি তিনি যেন এই অবস্থার অবসান ঘটান। আমরা যেন এই স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, আমরা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি- এই হচ্ছে আজকে আমাদের প্রার্থনা।
ইউক্রেনের বিরুদ্ধে ৯ মে ‘আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করবেন’ পুতিন-প্রথম আলো
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৯ মে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারেন বলে মনে করছেন মার্কিন ও পশ্চিমা কর্মকর্তারা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া হামলাকে এখন পর্যন্ত ‘বিশেষ সামরিক অভিযান’ বলে আসছে মস্কো। খবর সিএনএনের।
ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল জয়ের চেষ্টা করছে রাশিয়া। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা হলে এ প্রচেষ্টায় দেশটি নিজেদের রিজার্ভ বাহিনীকে পুরোপুরি মোতায়েনের সুযোগ পাবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে ৯ মে ‘বিজয় দিবস’ পালন করে থাকে রাশিয়া। পশ্চিমা কর্মকর্তারা মনে করছেন, পুতিন দিনটির প্রতীকী তাৎপর্য এবং প্রচারণার গুরুত্ব কাজে লাগাবেন। তারই অংশ হিসেবে এদিন তিনি হয়তো ইউক্রেনে সামরিক অর্জন অথবা বড় ধরনের সংঘাতের ঘোষণা দেবেন, কিংবা দুটিরই ঘোষণা দিতে পারেন।
কর্মকর্তারা একটি ঘটনার জন্য প্রস্তুত হতে শুরু করেছেন, সেটা হলো ৯ মে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করবেন পুতিন। এখন পর্যন্ত চলমান সংঘাতকে কেবল একটি ‘বিশেষ সামরিক অভিযান’ বলে জোর দিয়ে আসছেন রুশ কর্মকর্তারা, যার মূল উদ্দেশ্য ‘নাৎসিমুক্তকরণ’।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস গত সপ্তাহে এলবিসি রেডিওকে বলেন, ‘আমি মনে করি, তিনি (পুতিন) তাঁর বিশেষ অভিযান থেকে সামনে এগোবেন। তিনি ক্ষেত্র তৈরি করছেন, বলার জন্য যুক্তি দাঁড় করাচ্ছেন, “দেখো, এখন এটা নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধ। এ জন্য আমার আরও মানুষ দরকার। শত্রুদের গোলার সামনে দাঁড় করাতে আরও সেনা দরকার”।’
এমনটি হলে বিস্মিত হবেন না বলে জানান ওয়ালেস। তিনি বলেন, ‘এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই যে পুতিন মে মাসের ওই দিনটিতে ঘোষণা করতে যাচ্ছেন, আমরা এখন বিশ্বের নাৎসিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত। রুশ জনগণকে ব্যাপকভাবে সংগঠিত করতে হবে।’
যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা রুশ নাগরিকদের আরও উত্তেজিত করবে। আগ্রাসনের প্রতি জনমত ব্যাপকভাবে বাড়বে। এর কারণে রাশিয়ার আইনের অধীন পুতিন রিজার্ভ বাহিনী মোতায়েন এবং নাগরিকদের বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োগের সুযোগ পাবেন।
যুগান্তরের খবরে লেখা হয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ওডেসার কাছে একটি একটি সামরিক বিমানঘাঁটিতে অবস্থিত লজিস্টিক সেন্টারে রুশ সেনারা হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই লজিস্টিক সেন্টারে ইউক্রেনকে দেওয়া পশ্চিমা অস্ত্রশস্ত্র ছিল বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোনের পাশাপাশি মিসাইল হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো থেকে পাওয়া অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করে দেওয়া হয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ-মানবজমিন
গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত এক বছরে বাংলাদেশের অবস্থান আরও ১০ ধাপ পিছিয়েছে। প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) করা এই বার্ষিক সূচকে বাংলাদেশের অবস্থান এবার ১৮০ দেশের মধ্যে ১৬২তম। ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২ তম। ২০২২ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স বলছে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকারের প্রশ্নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান। ভুটানের অবস্থান ৩৩ তম। অন্যদিকে নেপালের অবস্থান ৭৬, শ্রিলংকার ১৪৬, ভারতের ১৫০, আফগানস্থানের অবস্থান ১৫৬ এবং পাকিস্তানের অবস্থান ১৫৭ তম। পাঁচটি মাপকাঠিতে বিচার করে একটি দেশের সংবাদমাধ্যম কতটা স্বাধীনতা ভোগ করছে তা বোঝার চেষ্টা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস।এই পাঁচটি মাপকাঠি হল- রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি কাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং নিরাপত্তা। সবগুলো মাপকাঠির স্কোরের গড় করে তৈরি করা হয় একটি দেশের গ্লোবাল স্কোর। ১০০ পয়েন্টের এই সূচকে যে দেশের স্কোর যত কম, সে দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা তত বেশি বলে ধরা হয়।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
তামিলরা কেন হিন্দিতে কথা বলবেন? ভাষা-বিতর্কে সরব গায়ক সোনু নিগম-আজকাল
হিন্দি ভাষা নিয়ে অভিনেতা অজয় দেবগন ও দক্ষিণী তারকা কিচ্ছা সুদীপের মধ্যে টুইট-যুদ্ধ ঘিরে তোলপাড় নেট দুনিয়া। সেই ভাষা-বিতর্কের আগুনে আগেই ঘি ঢেলে কঙ্গনা রানাওয়াত মন্তব্য করেছেন, 'ভারতের রাষ্ট্রীয় ভাষা হওয়া উচিত সংস্কৃত!' সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন গায়ক সোনু নিগম।
সোনুর বক্তব্য, এটা অত্যন্ত তুচ্ছ একটি বিষয়। যা নিয়ে অযথা তর্ক না করাই উচিত। গায়কের কথায়, 'দেশে এমনিতেই বহু সমস্যা রয়েছে। এটা অন্তত আলোচনার কোনও বিষয়বস্তু হতে পারে না। ভিন দেশের সঙ্গে কি আমাদের শত্রুতা কম, যে নিজেদের দেশের অভ্যন্তরেই শত্রুতা বাড়ানোর চেষ্টা করছেন? ভারতীয় সংবিধানে লেখা আছে হিন্দি আমাদের জাতীয় ভাষা। হিন্দি ভারতের সবচেয়ে বেশি মানুষের মুখের ভাষা। অন্যদিকে তামিল সবচেয়ে পুরনো ভাষা। কিন্তু তামিল না সংস্কৃত, এর মধ্যে একটা ধন্দ রয়েছে। কিন্তু অনেকেই বলেন, তামিল বিশ্বের সবথেকে প্রাচীন ভাষা।'
এখানেই তিনি থামেননি। সোনু আরও বলেন, 'কে কোন ভাষায় কথা বলবেন, এটা কখনওই চাপিয়ে দেওয়া উচিত নয়। পাঞ্জাবিরা পাঞ্জাবি ভাষায় কথা বলুক। তামিলরা নিজেদের ভাষায় কথা বলতে পারেন। আবার কেউ চাইলে ইংরেজি ভাষাতেও কথা বলতে পারেন। ভেবে দেখুন, আমাদের সমস্ত আইনি বিচার তো ইংরেজিতেই হয়। এমনটা নিয়ম নেই যে আমাকে হিন্দি ভাষাতেই কথা বলতে হবে। আমার অনুরোধ, দয়া করে দেশটাকে আর টুকরো টুকরো করার চেষ্টা করবেন না। এমনিতেই কত সমস্যা!'
যোগীরাজ্যে ফের অনাচার, শত্রুকে ফাঁসাতে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাল খোদ স্বামী!-সংবাদ প্রতিদিন
গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) একের পর এক ধর্ষণের ঘটনা উঠে আসছে শিরোনামে। এবারও এক নারকীয় প্রেক্ষাপটে স্বামীর বন্ধুদের যৌন লালসার শিকার হলেন এক মহিলা। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনা যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যের বুদাউনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বিরোধী পক্ষকে ফাঁসানোর ফন্দি আঁটে ওই ব্যক্তি। ঠিক করে, ‘হাতিয়ার’ হিসেবে কাজে লাগাবে নিজের স্ত্রীকেই! অন্যকে ফাঁসাতে স্ত্রীকে চরম বিপদের মুখে ঠেলে দিতেও পিছপা হল না সে। ফলে নিজের বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করালো শক্র পক্ষকে ফাঁসাতে। অবশেষ স্ত্রী সব সত্য ফাঁস করে দিল। তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে তবে সেই দুই বন্ধুকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ্
সারা বিশ্বেই আক্রান্ত হচ্ছেন মুসলিমরা’, হোয়াইট হাউসে ইদ উদযাপনের সময় মন্তব্য বাইডেনের-সংবাদ প্রতিদিন
সারা বিশ্ব জুড়েই আক্রান্ত হতে হচ্ছে মুসলিমদের (Muslim)। হোয়াইট হাউসে (White House) ইদ উদযাপনের সময়ে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সেই সঙ্গে তিনি জানালেন, আমেরিকাকে প্রতিদিন মজবুত করে তুলছেন মুসলিমরাই। যদিও সেই সঙ্গে তিনি জানাচ্ছেন, আমেরিকায় প্রত্যহ সত্যিকারের সামাজিক চ্যালেঞ্জ ও হুমকির সঙ্গে লড়াই করতে হয় মুসলিমদের। প্রসঙ্গত, এই প্রথম আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে কোনও মুসলিমকে। সেই প্রসঙ্গেই বাইডেনকে বলতে শোনা গিয়েছে, ”এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের বিশ্বে মুসলিমদের আমরা অনেক সময়ই নিগৃহীত হতে দেখছি। কখনওই কাউকে তাঁর ধর্মীয় বিশ্বাসের জন্য নিগ্রহ করা উচিত নয়।”#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩