মে ০৫, ২০২২ ১৭:২০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আবদুর রশীদ শুরু করছি ৫ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসর। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • হাজি সেলিম দেশে ফিরলেন-প্রথম আলো
  • হাজি সেলিম আইন মেনেই দেশের বাইরে গিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী-যুগান্তর
  • ঘূর্ণিঝড় ‘আসানি’ ধেয়ে আসতে পারে বাংলাদেশের দিকে -ইত্তেফাক
  • ফরিদপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, নিহত ১-মানবজমিন
  • ইউক্রেন অভিযানের মধ্যেই পরমাণু ক্ষেপণাস্ত্রের মহড়া চালালো রাশিয়া-বাংলাদেশ প্রতিদিন
  • জুনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে : সেতুমন্ত্রী-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ইউক্রেন যুদ্ধের ধাক্কা! মুদ্রাস্ফীতির সঙ্গে লড়তে ২২ বছরে সুদের হার রেকর্ড বাড়াল আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক-সংবাদ প্রতিদিন
  • ‘বাংলায় গেলে খুন হবে, আমার গায়ে লাগে’, শাহকে আক্রমণ মমতার-আজকাল 
  • ৩৫ বছর পর যুদ্ধজয়! হাই কোর্টের নির্দেশে বকেয়া বেতন পাবেন ৭৬ বছরের শিক্ষিকা-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম দেশে ফিরেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে নানা আলোচনা-সমলোচনার মধ্যেই দেশে ফিরলেন তিনি। কী বলবেন এ খবর সম্পর্কে?

২. ইউক্রেন যুদ্ধের মধ্যেই পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলন করলো রাশিয়া। আপনার কী মনে হয় পরমাণু যুদ্ধের আশংকা ঘনীভূত হচ্ছে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

নাহিদকে রড দিয়ে পিটিয়েছিলেন গ্রেপ্তার মাহমুদুল: র‍্যাব-প্রথম আলো

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন কুরিয়ার সার্ভিসকর্মী নাহিদ হোসেন হত্যায় সরাসরি জড়িত বলে জানিয়েছে র‍্যাব।

তিনজনকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।র‍্যাব জানায়, গতকাল বুধবার তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মাহমুদুল হাসান ওরফে সিয়াম, মোয়াজ্জেম হোসেন ওরফে সজীব ও মেহেদী হাসান ওরফে বাপ্পি। সিয়ামকে শরীয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়। মোয়াজ্জেম ও মেহেদীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের ভাষ্যমতে, সংঘর্ষকালে নিহত নাহিদ হত্যায় সরাসরি জড়িত গ্রেপ্তার মাহমুদুল। তিনি ঢাকা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গ্রেপ্তার অন্য দুজন মোয়াজ্জেম ও মেহেদী দোকানকর্মী। তাঁদের বিতণ্ডা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল।

হাজি সেলিম আইন মেনেই দেশের বাইরে গিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী-যুগান্তর

দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ সংসদ সদস্য হাজি সেলিম আইন মেনেই দেশের বাইরে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, হাজি সেলিম জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন। আবার ফেরত চলে এসেছেন। আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে, তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনকে মাথায় রেখেই তিনি গিয়েছেন। তিনি আইন মেনেই গিয়েছেন, আইন মেনেই আবার চলে এসেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হাইকোর্টে ভারডিক্ট হলে তার অফিসিয়াল রায় চলে আসে। ভারডিক্ট হয়েছিল, অফিসিয়ালি কিন্তু ওটা ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি (হাজি সেলিম) গিয়েছেন আবার চলেও এসেছেন।

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের দেশ ছাড়া নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

রাতভর হামলায় ইউক্রেনের ৬০০ যোদ্ধা নিহত: রাশিয়া-ইত্তেফাক

ইউক্রেনের বিভিন্ন স্থাপনা এবং দূর্গে রাতভর আর্টিলারি হামলা চালানো হয়েছে। এতে ইউক্রেনের ৬ শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। বৃহস্পতিবার (৫ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 'রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ৬ শতাধিক ইউক্রেনীয় এবং ৬১ টি ইউনিট অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।' 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্রগুলি ইউক্রেনের মধ্য কিরোভোহরাদ অঞ্চলের কানাটোভো বিমানঘাঁটিতে বিমান চলাচলের সরঞ্জাম ধ্বংস করেছে। একইসঙ্গে দক্ষিণ মিকোলাইভ শহরে একটি বৃহত গোলাবারুদের গুদাম গুঁড়িয়ে দিয়েছে।  তবে রাশিয়ার এই দাবি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেন অভিযানের মধ্যেই পরমাণু ক্ষেপণাস্ত্রের মহড়া চালালো রাশিয়া-বাংলাদেশ প্রতিদিন

রাশিয়ার সামরিক বাহিনী দেশের পশ্চিমাঞ্চলে বাল্টিক সাগরের কাছে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালিয়েছে। এই মহড়ার মধ্যদিয়ে মস্কো পশ্চিমা দেশগুলোর প্রতি বিশেষ বার্তা পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো জোরালোভাবে কিয়েভ সরকারকে সমর্থন দিচ্ছে। পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্রের মহড়ার মধ্যদিয়ে রাশিয়া পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের সম্ভাব্য বিস্তৃতি সম্পর্কে সতর্কতা সঙ্কেত দিতে চেয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে রাশিয়া ইলেকট্রনিক লঞ্চারের সাহায্যে পরমাণু ক্ষমতাসম্পন্ন ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, কল্পিত শত্রুর বিরুদ্ধে রাশিয়ার সেনারা একক এবং বহুমুখী হামলা চালায়। এসব হামলা চালানো হয় শত্রুর ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমানঘাঁটি, সুরক্ষিত অবকাঠামো, সামরিক সরঞ্জাম এবং কমান্ড পোস্ট লক্ষ্য করে।

শত্রুর বিরুদ্ধে হামলা চালানোর অনুশীলন শেষে দ্রুতই রাশিয়ার সেনারা তাদের অবস্থান পরিবর্তনের মহড়া চালায় যাত শত্রুর সম্ভাব্য পাল্টা হামলা এড়ানো সম্ভব হয়। এ সময় পরমাণু হামলার ক্ষেত্রে সম্ভাব্য তেজস্ক্রিয়তা এবং রাসায়নিক দূষণ থেকে নিজেদের সুরক্ষার বিষয়টিও অনুশীলন করা হয়। এই মহড়ায় একশ’র বেশি সেনা সদস্য যুক্ত ছিল।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

আমরা করি লক্ষ্মীর ভান্ডার, ওরা করে কুৎসার ভান্ডার, নেতাজি ইন্ডোর থেকে খোঁচা মমতার-আনন্দবাজার পত্রিকা

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে অর্থ বিতরণের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা করি লক্ষ্মীর ভান্ডার, ওরা করে কুৎসার ভান্ডার। তিনি বলেন বাংলাকে দুর্বল ভাবার কারণ নেই। বাংলা সবাইকে নিয়ে চলে। আর কেন্দ্রীয় সরকার সবার পকেট মারে। তবে তিনি বলেন সবাই খারাপ নয়। তবে বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভালো। 

সংবাদ প্রতিদিনের খবর,‘বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন’, মাস খানেক আগে রাজ্যসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ মন্তব্য করেছিলেন। তা ঘিরে ব্যাপক শোরগোল উঠেছিল জাতীয় রাজনীতিতে। ঠিক এক মাস পর যখন সেই অমিত শাহ যখন দু’দিনের বঙ্গ সফরে এলেন, তখনই তাঁকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, ”যদি কেউ বলেন বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবেন, আমার গায়ে লাগে।” এটা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়, বাংলা অন্যান্য রাজ্যের থেকে অনেক ভাল।” তাঁর আরও অভিযোগ, “উত্তরপ্রদেশে বিচার চাইতে গেলে পুলিশ নির্যাতিতার উপরই অত্যাচার চালায়।গায়ের রং দেখে বিচার হয়-এখানে তা হয় না।

৩৫ বছর পর যুদ্ধজয়! হাই কোর্টের নির্দেশে বকেয়া বেতন পাবেন ৭৬ বছরের শিক্ষিকা শ্যামলী ঘোষ-আনন্দবাজার পত্রিকা

টানা ২৫ বছরের বেতন বাকি ছিল। তবে তা হাতে পেতে গত ৩৫ বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন স্কুল শিক্ষিকা শ্যামলী ঘোষ। অবশেষে তাঁর মামলার সুরাহা হল। কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল, অবিলম্বে সুদে আসলে ওই অবসরপ্রাপ্ত শিক্ষিকার বেতন মিটিয়ে দিতে হবে। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের এই রায়ের পর আদালত প্রাঙ্গনেই কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষিকা। পরে জানান, দেরিতে হলেও শেষপর্যন্ত যে তিনি সুবিচার পেয়েছেন তাতেই তিনি খুশি।

শিক্ষিকার নাম শ্যামলী ঘোষ। এখন তাঁর বয়স ৭৬। হাওড়ার শ্যামপুরের একটি স্কুলে ১৯৭৬ চালে শিক্ষকতার চাকরি পান তিনি। তৎকালীন শিক্ষক নিয়োগের যাবতীয় নিয়ম মেনে ইন্টারভিউ দিয়েই চাকরি পাকা হয়েছিল তাঁর। কিন্তু ঠিক চার বছরের মাথায় পরিস্থিতি বদলে যায়। স্কুল তাঁকে জানিয়ে দেয়, তাঁর চাকরি চলে গিয়েছে। কেন, কী জন্য চাকরি গেল, তা অবশ্য জানানো হয়নি তাঁকে।

১৯৮০ সালের পর থেকে ওই শিক্ষিকাকে আর স্কুলে ঢোকার অনুমতি দেননি প্রধান শিক্ষক। কোনও কারণ না দেখিয়েই তাঁকে জানিয়ে দেওয়া স্কুলে আর আসতে হবে না। তার পর থেকে ২০০৫ সালে তাঁর অবসরের সময় পর্যন্ত টানা ২৫ বছর কোনও বেতনও পাননি তিনি। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট জানিয়ে দেয় বাকি থাকা ওই ২৫ বছরের বেতন ১০ শতাংশ সুদ-সহ অবিলম্বে মিটিয়ে দিতে হবে শিক্ষিকাকে। এ ব্যাপারে স্কুল পরিদর্শক এবং শিক্ষা দফতরকে একটি নির্দেশ দিয়ে বিচারপতি অভিজিৎ জানান, আট সপ্তাহের মধ্যেই যেন বকেয়া বেতন মেটানোর কাজ সম্পূর্ণ হয়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫

ট্যাগ