মে ০৬, ২০২২ ১৫:২২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ মে শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • কয়েকশো হাসপাতাল ধ্বংস করেছে রাশিয়া: জেলেনস্কি-ইত্তেফাক
  • গণমাধ্যমের স্বাধীনতা: বাংলাদেশকে আর কত নিচে নামাবেন-প্রথম আলো
  • শাস্তি পেলেন সারওয়ার আলম- মানবজমিন
  • সয়াবিনের দাম বাড়ল লিটারে ৪৪ টাকা- যুগান্তর
  • 'চিৎকার দিতেই ফোন কেটে যায়', সৌদিতে বাংলাদেশি যুবকের রক্তাক্ত মরদেহ -কালের কণ্ঠ
  • ‘স্বস্তির’ ঈদযাত্রাতেও ৪০ জনের প্রাণহানি -ডেইলি স্টার
  • জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারী ৫ জনকে আদালতে প্রেরণ -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • অর্জুনের দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র কাশীপুর, মুখোমুখি বিজেপি-তৃণমূল, মাঝে পুলিশ -আনন্দবাজার পত্রিকা
  • আফগানিস্তানে ফণা তুলছে ইসলামিক স্টেট, আমেরিকায় হামলার আশঙ্কা মার্কিন সেনাপ্রধানের -দৈনিক সংবাদ প্রতিদিন
  • পরিসংখ্যানের থেকে কোভিডে ১০ গুণ বেশি মৃত্যু ভারতে!‌ হু–র এই দাবি মানল না কেন্দ্র –আজকাল
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ কযেকটি খবর:

তেল-জ্বালানিসহ সবকিছুর দাম সারা বিশ্বেই ঊর্ধ্বমুখী: ওবায়দুল কাদের-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

হয়েছে, তেল, জ্বালানিসহ সবকিছুর দাম সারা বিশ্বে ঊর্ধ্বমুখী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশসহ অনেক দেশে ডাবলেরও বেশি বেড়েছে। এর কারণ হলো ইউক্রেন যুদ্ধ। ঈদযাত্রা নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসল কথা হলো, মানুষ যখন আনন্দ পায়, বিএনপির তখন কষ্ট হয়, তাদের গায়ে জ্বালা হয়, তারা কষ্ট পায়। মানুষ নির্বিঘ্নে এবারের ঈদযাত্রা সম্পন্ন করেছে এবং ফিরতি যাত্রায়ও কোনো ভোগান্তি হয়নি।’

কামাল আহমেদ সাংবাদিক তার মতামত কলামে লিখেছেন, ডিজিটাল অবরোধের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা। ঈদের দিন ছিল বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম দিবস। বাংলাদেশে বেশির ভাগ মানুষের মতো এবার একইভাবে ঈদের আনন্দে শামিল হতে পারেনি নিহত সাংবাদিক কোম্পানীগঞ্জের বুরহানউদ্দিন মুজাক্কির ও নারায়ণগঞ্জের সাংবাদিক ইলিয়াস হোসেনের পরিবার। মুজাক্কির ও ইলিয়াসের পরিবার দুটির জন্য এটি দ্বিতীয় বছরের মতো নিরানন্দের ঈদ। প্রায় এক দশক আগে নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করার জন্য দেশের সবচেয়ে চৌকস বলে কথিত বাহিনীও গত ২৬ এপ্রিল ৮৮তম বারের জন্য আদালতের কাছ থেকে সময় নিয়েছে। সময় নেওয়ার শতক পূর্ণ হলেও ওই তদন্ত শেষ হবে, এমন আশা কেউ করেন কি না, জানি না। ‘আর মাইরেন না, নিউজ করব না’—বলে প্রলাপ বকা অবস্থায় উদ্ধার হয়েছিলেন চট্টগ্রামের যে সাংবাদিক, সেই গোলাম সারোয়ারের কথা আমরা সবাই হয়তো বিস্মৃত হয়েছি। আর সোহরাব হোসেন তার মতামত কলামের শিরোনাম করেছেন- গণমাধ্যমের স্বাধীনতা: বাংলাদেশকে আর কত নিচে নামাবেন। প্রথম আলোতে পরিবেশিত হয়েছে এ দুটি মতামত কলাম।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পেলেন ম্যাজিস্ট্রেট সারওয়ার-মানবজমিন

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অপরাধে শাস্তি পেয়েছেন র‍্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তাকে তিরস্কার সূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত। ২০২১ সালের ৭ মার্চ প্রশাসনের ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপ-সচিব পদে পদোন্নতি দেয় সরকার। কিন্তু পদোন্নতিবঞ্চিত হন ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের আলোচিত এ কর্মকর্তা। 

পরদিন ৮ মার্চ বিসিএস ২৭তম ব্যাচের এই কর্মকর্তা ফেসবুকে লিখেছেন, ‘চাকুরী জীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকুরী জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়। স্ট্যাটাসটি দেওয়ার পর সারওয়ারকে বিচারের আওতায় আনে জনপ্রশাসন মন্ত্রণালয়।

'চিৎকার দিতেই ফোন কেটে যায়', সৌদিতে বাংলাদেশি যুবকের রক্তাক্ত মরদেহ- কালের কণ্ঠ

সৌদি আরবে কর্মস্থল থেকে বাংলাদেশের যুবক আবদুর রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৬ মে) দুপুরে আবদুর রহমানের বাবা মো. হানিফ ও ভাই আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাকে হত্যা করা হয়েছে। এদিকে, পরিবারের একমাত্র উপার্জন করা ছেলেকে হারিয়ে চোখে-মুখে অন্ধকার দেখেছেন বাবা-মা। ছেলের মরদেহটি দেশে আনতে আহাজারি করছে অসহায় পরিবার।নিহতের মা লাকী বেগম জানান, সৌদিতে ঈদের আগের দিন বিকেলে ছেলের সাথে তিনি মোবাইলফোনে কথা বলছিলেন। এর মধ্যেই হঠাৎ করে আবদুর রহমান চিৎকার দিয়ে বলে ওঠেন, মা 'আজরাইল' আসে।

ইউক্রেনে অধিকৃত জাপোরিঝিয়ায় কর আরোপ করল রাশিয়া এখবর দিয়েছে যুগান্তর পত্রিকা। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের অধিকৃত জাপোরিঝিয়ায় কর আরোপ করেছে রুশ ‘প্রশাসন’। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, রাশিয়া এবার ডেনমার্কের সাত কূটনীতিককে বহিষ্কার করেছে। গত মাসে ডেনমার্ক রাশিয়ার ১৫ কূটনীতিক বহিষ্কারের যে পদক্ষেপ নিয়েছিল, তার পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো এ বহিষ্কারাদেশ দিয়েছে।

 এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

গণধর্ষণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে ধর্ষিত ১৩ বছরের বালিকা

গণ ধর্ষণের বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে ধর্ষণ

ধর্ষণের বিচার চাইতে যাওয়া ভারতীয় এক বালিকাকে (১৩) ধর্ষণ করেছে পুলিশের এক কর্মকর্তা। উত্তর প্রদেশের এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগ আছে, চারজন পুরুষ মিলে প্রথমে ওই বালিকাকে ধর্ষণ করে। ধর্ষিতা এ অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন অভিযোগ জমা দিতে। কিন্তু সেখানেই পুলিশের এক কর্মকর্তা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ আছে। এ খবর দিয়েছে  টাইমস অব ইন্ডিয়া ও ব্রিটেনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। বলা হয়েছে, এ ঘটনা ঘটেছে ললিতপুর পুলিশ স্টেশনে। 

সেখানকার স্টেশন হাউজ অফিসার তাকে ধর্ষণ করে। মঙ্গলবার একটি এনজিও প্রতিষ্ঠান ওই বালিকাকে কাউন্সেলিং দিচ্ছিল। এ সময় খবর ফাঁস হয়ে যায়। তারপর থেকে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ স্টেশন হাউজ অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে চার্জশিট জমা দিয়েছে। তবে ধর্ষণের অভিযোগ উঠেছে যে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে পলাতক রয়েছে সে।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ক্ষোভ ঝারেন। কারণ, উত্তর প্রদেশের ক্ষমতায় এই দলটি। প্রিয়াঙ্কা টুইটে লিখেছেন, ললিতপুরে ১৩ বছর বয়সী একটি বালিকাকে গণধর্ষণ করা হয়েছে। তারপর তাকে ধর্ষণ করেছে পুলিশ ইনচার্জ। এতে ফুটে উঠেছে আইনশৃংখলা কিভাবে বুলডোজার দিয়ে মিশিয়ে ফেলা হয়েছে। যদি পুলিশ স্টেশন নারীদের জন্য নিরাপদ না হয়, তাহলে তারা অভিযোগ জানাতে কোথায় যাবে?

অর্জুনের দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র কাশীপুর, মুখোমুখি বিজেপি-তৃণমূল, মাঝে পুলিশ-আনন্দবাজার

মৃতদেহ চিহ্নিত হওয়ার ৫ ঘণ্টা পর, ব্যাপক বিক্ষোভ সামাল দিয়ে বিজেপি যুব মোর্চার কর্মী অর্জুন চৌরাসিয়ার দেহ উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। অর্জুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বিজেপি ও তৃণমূল— দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত ভাবে হাতাহাতি শুরু হয়ে যায়। লাঠি চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

পরিসংখ্যানের থেকে কোভিডে ১০ গুণ বেশি মৃত্যু ভারতে!‌ হু–র এই দাবি মানল না কেন্দ্র-আজকাল

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান পেশ করেছে, তার থেকে ১০ গুণ বেশি মৃত্যু হয়েছে ভারতে। দুনিয়ায় কোভিডে মৃত প্রতি তিন জনের মধ্যে এক জনই ভারতীয়। এই দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। কেন্দ্র এই দাবি মানল না। স্পষ্ট জানাল, যে পদ্ধতিতে হু পরিসংখ্যান সংগ্রহ করেছে, তা একেবারেই ঠিক নয়। এই নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। ‘ওই পরিসংখ্যান বাস্তব থেকে অনেকটাই দূরে।’ কেন্দ্র এও জানাল, এই দেশে যেভাবে জন্ম ও মৃত্যুর পরিসংখ্যান গ্রহণ করা হয়, তা অত্যন্ত ভরসাযোগ্য।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬

ট্যাগ