মে ১৪, ২০২২ ১৫:৪১ Asia/Dhaka
  • করোনার উপসর্গ নিয়ে উত্তর কোরিয়ায় আরও ২১ জনের মৃত্যু

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৪ মে শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার ও আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • গম রপ্তানি নিষিদ্ধ করল ভারত, বিশ্ববাজারে দাম বাড়ার আশঙ্কা-প্রথম আলো
  • দেশে এখন গণতন্ত্র ও কথা বলার অধিকার নেই: ফখরুল-মানবজমিন
  • শিরিনের লাশ বহনকারী ফিলিস্তিনিদের ইসরায়েলি পুলিশের লাঠিচার্জ–ইত্তেফাক
  • করোনার উপসর্গ নিয়ে উত্তর কোরিয়ায় আরও ২১ জনের মৃত্যু-যুগান্তর
  • আগে নিজ দলে ঐক্য ফিরিয়ে আনুন, ফখরুলকে ওবায়দুল কাদের-বাংলাদেশ প্রতিদিন
  • ১৪ বছর হত্যা-গুম-জেল-জুলুম চালিয়েও বিএনপিকে দমানো যায়নি: প্রিন্স-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • দিল্লি অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে কেজরিওয়াল, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা-সংবাদ প্রতিদিন
  • এক পরিবার, এক টিকিট’‌, চিন্তন শিবিরে এই সংস্কার নীতির পক্ষেই সওয়াল, যথারীতি ছাড় গান্ধীদের  - আজকাল
  • রাজ্যে, দেশে জনবিরোধী সরকারকে প্রতিহত করতে পারে বামপন্থীরাই, বার্তা বুদ্ধদেবের- আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

গম রপ্তানি নিষিদ্ধ করল ভারত, বিশ্ববাজারে দাম বাড়ার আশঙ্কা-প্রথম আলো

গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। আজ শনিবার থেকে তাৎক্ষণিক এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। কয়েক দিন আগেই রেকর্ড পরিমাণ গম রপ্তানির কথা বলেছিল দেশটি। নতুন সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারে গমের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের। তীব্র দাবদাহের কারণে ভারতে এবার গমের উৎপাদন কম হয়েছে। ব্যাপক রপ্তানি–চাহিদার মধ্যে স্থানীয় বাজারেও গমের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্ত এল। তবে সরকার জানিয়েছে, ইতিমধ্যে রপ্তানির জন্য ইস্যু হওয়া লেটার অব ক্রেডিটের (এলসি) বিপরীতে রপ্তানির সুযোগ থাকছে। এ ছাড়া ‘নিজেদের খাদ্য নিরাপত্তার চাহিদা পূরণের’ চেষ্টা করছে, এমন প্রতিবেশী দেশগুলোর অনুরোধ বিবেচনায় থাকবে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এতে কৃষ্ণসাগর অঞ্চল থেকে রপ্তানিতে ধস নামায় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গম উৎপাদনকারী ভারতের ওপর নির্ভর করে আসছিল বৈশ্বিক ক্রেতারা। নিষেধাজ্ঞার ঘোষণার আগে চলতি বছর এক কোটি মেট্রিক টন গম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল দেশটি।

১৪ বছর হত্যা-গুম-জেল-জুলুম চালিয়েও বিএনপিকে দমানো যায়নি: প্রিন্স-কালের কণ্ঠ

অনিবার্য পতন ঠেকাতে আওয়ামী লীগ সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করছে ও হামলা-মামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ শনিবার (১৪ মে) দুপুরে কিশোরগঞ্জের পৌর শহরের রথখোলা মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।  

এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার ১৪ বছর হত্যা, গুম, জেল, জুলুম চালিয়েও বিএনপিকে দমাতে পারেনি। পতনের আগ মুহূর্তেও পারবে না। এবার আঘাত এলে প্রত্যাঘাত করা হবে। তিনি দেশ, জাতি, গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে সরকারের একগুঁয়েমি ও দমন-নিপীড়ন বন্ধের আহ্বান জানান। 

করোনার উপসর্গ নিয়ে উত্তর কোরিয়ায় আরও ২১ জনের মৃত্যু-যুগান্তর

উত্তর কোরিয়ায় গত বুধবার আনুষ্ঠানিকভাবে করোনা সংক্রমনের কথা স্বীকার করে। এর একদিন পর বৃহস্পতিবার থেকে দেশটিতে লকডাউন জারি করা হয়। গত শুক্রবার করোনায় দেশটিকে ৬ জন মারা যান। খবর সিবিএস নিউজের। শুক্রবার করোনার উপসর্গ নিয়ে নতুন করে আরও ২১ জন মারা যান বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এদিন নতুন করে আরও এক লাখ ৭৪ হাজার ৪ হাজার ৪৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় মারা গেলেন ২৭ জন এবং করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৪৪০ জন। 

নিজেদের জনগণকে উত্তর কোরিয়া কোনো কোভিড-১৯ টিকা দেয়নি। চীনের তৈরি সিনোভ্যাক টিকা এবং অ্যাস্ট্রাজেনেকার ডোজ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও দেশটি উভয়ই প্রত্যাখ্যান করেছে।

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পরই নিজেদের সব সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। এ পদক্ষেপের মাধ্যমেই দেশে ভাইরাসটির প্রবেশ বন্ধ করতে চেয়েছেন তারা।

শিরিনের লাশ বহনকারী ফিলিস্তিনিদের ইসরায়েলি পুলিশের লাঠিচার্জ–ইত্তেফাক

আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহের কফিন বহনকারী ফিলিস্তিনি লোকেদের ওপর লাঠিচার্জ করেছে ইসরায়েলি পুলিশ বাহিনী। গতকাল শুক্রবার হাজার হাজার মানুষ জেরুজালেমের ওল্ড সিটির মধ্য দিয়ে তার কফিন নিয়ে যায়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আবু আকলেহের কফিনের চারপাশে কয়েক ডজন ফিলিস্তিনি ছিল। তাদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনি পতাকা উড়য়েছে। এ সময় তাদের মুখে স্লোগান ছিল, ‘আমাদের আত্মা এবং রক্ত ​​দিয়ে শিরিন তোমাকে উদ্ধার করবো।’ ঠিক তখনই ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা লোকেদের ওপর লাঠিচার্জ শুরু করে, লাঠি দিয়ে মারধর করে এবং লাথি দেয়। এক পর্যায়ে কফিন বহনকারী দলটি একটি দেয়ালের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। কফিনটি প্রায় নিচে পরে যাচ্ছিল। দশ মিনিট ধরে এ অবস্থা চলে।

আগে নিজ দলে ঐক্য ফিরিয়ে আনুন, ফখরুলকে ওবায়দুল কাদের-বাংলাদেশ প্রতিদিন

বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সঙ্গে নতুন তামাশা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘যারা নিজ দলের চেয়ারপারসনের মুক্তির জন্য দেখার মতো একটা মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না।’

আজ শনিবার সকালে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিবের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগে নিজ দলে ঐক্য ফিরিয়ে আনুন।’ 

তিনি বলেন, ‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে এখন শ্রীলংকা দ্বীপে পৌঁছেছেন।’ 

দেশে এখন গণতন্ত্র ও কথা বলার অধিকার নেই: ফখরুল-মানবজমিন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন গণতন্ত্র ও কথা বলার অধিকার নেই। দেশে সব জায়গায় দুর্নীতি চলছে, শুধু দুর্নীতি নয় মেগা দুর্নীতি চলছে। আমরা দেশে গণতন্ত্র চাই, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। আজ শনিবার দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা কথা বললে পুলিশি হয়রানির শিকার হই। দিনাজপুরেও অসংখ্য নেতা-কর্মী মাসের পর মাস জেল খাটছেন। আমি নিজেও বহুবার জেলে গিয়েছি। অসংখ্য মামলার আসামি হয়ে আছি। প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখবেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর। তাদের কিছু হয় না। যত দোষ বিএনপির

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

 দিল্লি অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে কেজরিওয়াল, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা-সংবাদ প্রতিদিন

রাজধানী দিল্লির বিধ্বংসী আগুনে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন। গুরুতর আহত হয়েছেন ১২ জন। ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের কারণ হদিশ করতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেই সঙ্গে তিনি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য়ের ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, শুক্রবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে চারতলা এক বিল্ডিংয়ে আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দমকল বাহিনী। ৩০টি ইঞ্জিনের চেষ্টায় ৭ ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে চলে গিয়েছে বহু প্রাণ।

জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে কাজের জন্য অন্তত ১২০ জন উপস্থিত ছিলেন। এর দোতলায় ছিল একটি সিসিটিভি ক্যামেরা এবং রাউটার সারাইয়ের কোম্পানি। তৃতীয় তলে মোটিভেশনাল স্পিচের একটি অনুষ্ঠান আয়োজিত হচ্ছিল। সেখানে অনেকেই অংশ নিয়েছিলেন। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় তিলতলাতে প্রাণহানির ঘটনা বেশি ঘটেছে।

এদিন সকালে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এরপরই তিনি আর্থিক সাহায্যের ঘোষণা করেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় ২৯ জন নিখোঁজ। কেন ঘটল ওই বিধ্বংসী অগ্নিকাণ্ড? দিল্লি দমকল দপ্তরের মুখ্য অফিসার অতুল গর্গ জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহের লাইনে বিস্ফোরণ ঘটার ফলেই ওই দুর্ঘটনা ঘটেছে। সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাজ্যে, দেশে জনবিরোধী সরকারকে প্রতিহত করতে পারে বামপন্থীরাই, বার্তা বুদ্ধদেবের- আনন্দবাজার পত্রিকা

সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ১১তম সর্বভারতীয় সম্মেলনে অভিনন্দন বার্তা পাঠালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। অডিয়ো মাধ্যমে রেকর্ড করা বার্তায় বুদ্ধদেব রাজ্যে ও দেশে যে জনবিরোধী ও দমনপীড়নের সরকার চলছে, তা প্রতিহত করতে পারে বামপন্থী আন্দোলনই বলে আশা প্রকাশ করেছেন। তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডিওয়াইএফআই কর্মীদের। শুক্রবার থেকে সল্টলেকে শুরু হয়েছে ডিওয়াইএফআইয়ের সম্মেলন। সেখানে অভিনন্দন বার্তা গেল পাম অ্যাভিনিউ থেকে। অসুস্থ বুদ্ধদেব অডিয়ো বার্তায় ডিওয়াইএফআই কর্মীদের রাজ্যের সর্বত্র আন্দোলন সংগঠিত করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে রাজ্য ও দেশে যে জনবিরোধী ও দমনপীড়নের সরকার চলছে তা প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থী আন্দোলনই।

এক পরিবার, এক টিকিট’‌, চিন্তন শিবিরে এই সংস্কার নীতির পক্ষেই সওয়াল, যথারীতি ছাড় গান্ধীদের  - আজকাল

কংগ্রেস থাকছে সেই কংগ্রেসেই।

সরল করে বললে গান্ধী পরিবারের ছাতাতেই। যতই তিন দিনের ‘‌চিন্তন শিবির’‌ হোক, খুব বেশি সংস্কার শতাব্দী প্রাচীন এই দলের থেকে আশা করে লাভ নেই। শিবিরে টুকটাক কসমেটিক সার্জারি হলেও অঙ্গ প্রতিস্থাপন হবে না। স্পষ্ট হয়ে গেল প্রথম দিনেই। শিবিরে ‘‌এক পরিবার, এক টিকিট’‌ নিয়ে ব্যাট ধরতে চলেছেন প্রায় সব নেতাই। কিন্তু এও বলে দিলেন, ওই নীতি থেকে দূরেই রাখা হবে গান্ধী পরিবারকে।পাঁচ রাজ্যের বিধানসভায় বিপর্যয়। ক্ষমতায় থেকেও হারাতে হয়েছে পাঞ্জাব। তার পরেই দলের অভ্যন্তরে বারবার পরিবর্তনের ডাক উঠেছে। যেমন উঠেছিল গত বছরের আগস্টে। সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন গুলাম নবি আজাদ সহ ২৩ ‘‌বিক্ষুব্ধ’‌। স্থায়ী সভাপতির দাবি তুলেছিলেন। তার পর থেকে বারবার নেতৃত্বে বদলের দাবি উঠেছে দলের অভ্যন্তরে। এক পক্ষ সেই দাবি তুলেছে, অন্য পক্ষ চরম বিরোধিতা করে গান্ধী পরিবারকেই মাথায় রেখেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।