মে ৩১, ২০২২ ১৭:২০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আবদুর রশীদ শুরু করছি ৩১ মে মঙ্গলবারের কথাবার্তার আসর। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আমরা কি বসে বসে তামাক খাব: ওবায়দুল-প্রথম আলো
  • ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে মাঠে নামছে ৮ টিম-যুগান্তর
  • ‘বাংলাদেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র’-কালের কণ্ঠ
  • ‘স্বাধীন সাংবাদিকতায় বাধা হয় এমন কোনো আইন হবে না’-ইত্তেফাক
  • রাষ্ট্রদূতের সাফকথা-মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যুক্তরাষ্ট্র কোনো আপস করবে না-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • তেল আমদানিতে ইউরোপীয় নিষেধাজ্ঞা, ভারতের উপরে আরও নির্ভরশীল হতে চলেছে রাশিয়া!-সংবাদ প্রতিদিন
  • ‘হয় ১০০ দিনের টাকা দাও, নয়তো বিদায় নাও’, পুরুলিয়ায় কর্মিসভায় বিজেপিকে ভর্ৎসনা মমতার -আজকাল 
  • মুখ্যমন্ত্রীই আচার্য, বাদল অধিবেশনে বিধানসভায় বিল, সই করবেন রাজ্যপাল?-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. জেনারেলের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন ভেস্তে যায় যেভাবে- দৈনিক মানবজমিনের এই শিরোনামের মধ্যদিয়ে উঠে এসেছে ২০০৮ সালের নির্বাচন ও ক্ষমতার পালাবদলের নানা কাহিনী। কী বলবেন আপনি?

২. ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে দেশ ভালো অগ্রগতি অর্জন করেছে। যদি নিষেধাজ্ঞা না থাকত তাহলে এই উন্নয়ন ও অগ্রগতি অর্জিত হতো না। এর ব্যাখ্যা কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আমরা কি বসে বসে তামাক খাব: ওবায়দুল-প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কোনো কর্মসূচি দিলে কোনো আপত্তি নেই। কিন্তু শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আর আমরা কি বসে বসে তামাক খাব?’আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে সহযোগী সংগঠনের এক যৌথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাধার কোনো বিষয় নয়, আমার সামনে নেত্রীকে (শেখ হাসিনা) বলছেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই কথা শুনলে তরুণদের কি মাথা ঠিক থাকে। সন্ত্রাসীকে কি বাধা দেব না?’

ছাত্রদলের নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের মারধরের ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেবরা এসব স্লোগান শিখিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে ছাত্রলীগ কি চুপ করে বসে থাকবে? নেত্রীকে অপমান করা হচ্ছে। এই অপমান কি আমরা সইতে পারি? এসব কটূক্তির প্রতিবাদ ছাত্রলীগ করেছে।’

সাবেক ডাকসু নেতারা-সরকারের নির্দেশেই ছাত্রলীগের তাণ্ডব-যুগান্তর

সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখতে ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক নেতারা। তারা অভিযোগ করে বলেন, ছাত্রদলের ওপর হামলায় ছাত্রলীগের নেতাকর্মীদের নাম, ছবি প্রকাশিত হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালাচ্ছে। 

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘শিক্ষা বাঁচাও, শিক্ষাঙ্গন বাঁচাও’ শীর্ষক সংবাদ সম্মেলনে তরা এসব কথা বলেন। ‘ডাকসুর সাবেক নেতৃবৃন্দ’ এই ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

লিখিত বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৪ ও ২৬ মে ছাত্রদলের ওপর হামলা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো হামলার শিকার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারের শীষ পর্যায়ের নির্দেশেই ছাত্রলীগ এই তাণ্ডবলীলা চালিয়েছে।

রাষ্ট্রদূতের সাফকথা-মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যুক্তরাষ্ট্র কোনো আপস করবে না-মানবজমিন

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির মূল বিষয় হচ্ছে বৈশ্বিকভাবে মানবাধিকার সমুন্নত রাখা। গণমাধ্যমের স্বাধীনতাও মার্কিন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ পিলার। এসব ক্ষেত্রে কারও সঙ্গে কোনো আপস নেই বলে সাফ জানান তিনি। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এর ফ্লাগশিপ প্রোগ্রাম ডিকাব টকে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। নির্বাচন, মানবাধিকার, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা ও নতুন অর্থনৈতিক জোট নিয়েও সেখানে খোলামেলা কথা বলেন তিনি। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য এই বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতিটি অপারেশনে মানবাধিকার সমুন্নত রাখার তাগিদ দেন তিনি। 

বাংলাদেশে নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে এমন মন্তব্য করে মার্কিন দূত বলেন, নির্বাচনটি অবশ্যই সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশের জনগণকেই এগিয়ে আসতে হবে। দেশের জনগণ, সরকার, মিডিয়া সকলে মিলেই নির্বাচনের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে হবে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভয়ভীতিহীন সাংবাদিকতা সম্পর্কে যুক্তরাষ্ট্র সবসময় উৎসাহ দিয়ে থাকে। বিগত ৫০ বছরে যুক্তরাষ্ট্রের চেয়ে ভাল কোনো বন্ধু বাংলাদেশের ছিল না, আগামী ৫০ বছরেও হবে না এমন মন্তব্য করে মার্কিন দূত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আগামী ৫০ বছরে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কাজ করে যাবে, যেভাবে গত ৫০ বছর কাজ করে গেছে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

তেল আমদানিতে ইউরোপীয় নিষেধাজ্ঞা, ভারতের উপরে আরও নির্ভরশীল হতে চলেছে রাশিয়া!-সংবাদ প্রতিদিন

ভারতের উপরে আরও বেশি নির্ভরশীল হয়ে পড়তে পারে রাশিয়া, এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞদের একাংশ। ইউক্রেনে হামলা চালানোর কারণে ইতিমধ্যেই প্রচুর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে রাশিয়ার উপর। যার মধ্যে অন্যতম হল ইউরোপের দেশগুলিতে অপরিশোধিত তেলের রপ্তানি। তাই তেল বিক্রি করার জন্য ভারত এবং চিনের দিকে তাকিয়ে থাকতে হবে ভ্লাদিমির পুতিনকে। প্রসঙ্গত, ইউরোপীয় দেশগুলিতে খুবই প্রচলিত রুশ তেল। কিন্তু নিষেধাজ্ঞার পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় নতুন বাজারের সন্ধান করতে হবে রাশিয়াকে।কিন্তু বিশেষজ্ঞদের মতে, খুব বেশি তেল কিনতে পারবে না ভারত এবং চিন। 

‘হয় ১০০ দিনের টাকা দাও, নয়তো বিদায় নাও’, পুরুলিয়ায় কর্মিসভায় বিজেপিকে ভর্ৎসনা মমতার-আজকাল

কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। পুরুলিয়ার কর্মিসভায় মমতা ব্যানার্জি বললেন, ‘হয় ১০০ দিনের টাকা দাও। নইলে বিদায় নাও।’ মমতার কথায়, ভোট এলেই মোদি সরকার প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়, ভোটের পর কাউকে খুঁজেও পাওয়া যায় না। হুঙ্কার ছেড়ে মমতা বলেছেন, ইডি–সিবিআই দেখিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না। পুরুলিয়ার কর্মিসভায় মমতা বলেন, ‘কখনও লালু প্রসাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি পাঠানো হচ্ছে। কখনও হেমন্ত সোরেনের বাড়িতে যাচ্ছে সিবিআই। কিন্তু বিজেপি নেতাদের বিরুদ্ধে কেউ কোনও কথা বলছে না। বিজেপি নেতাদের গেপ্তার করা উচিত। সবকটাকে জেলে পুরুক সিবিআই।’

আরিয়ান মাদক কাণ্ডে গাফিলতির অভিযোগ!‌ তদন্তকারী অফিসার সমীর চেন্নাইয়ে বদলি হলেন-আজকাল

শাহরুখ পুত্র আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলায় তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে বদলি করা হল চেন্নাইয়ে।মাদক মামলায় আরিয়ান ও অন্যদের গ্রেপ্তার করেছিলেন মুম্বইয়ের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)–র প্রধান সমীর। সোমবার তাঁকে বদলি করা হয়েছে চেন্নাইয়ে। সেখানে ট্যাক্সপেয়ার সার্ভিস ডিরেক্টরেটের ডিজি পদ সামলাবেন তিনি।

আরিয়ান খানকে মাদক মামলায় এনসিবির তরফ থেকে ক্লিনচিট দেওয়ার পরই বোঝা গিয়েছিল সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ তদন্তকারী দল (সিট) জানায় শাহরুখ পুত্রের বিরুদ্ধে অসত্য অভিযোগ এনেছিলেন ওয়াংখেড়ে। এরপরই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়। সোমবার অর্থ মন্ত্রকের অধীনে থাকা রাজস্ব বিভাগ এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই বদলির আদেশ জারি করেছে। 

মুখ্যমন্ত্রীই আচার্য, বাদল অধিবেশনে বিধানসভায় বিল, সই করবেন রাজ্যপাল?-আনন্দবাজার পত্রিকা

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।সব ঠিকঠাক চললে জুন মাসের শেষ সপ্তাহে বসতে পারে বিধানসভার বাদল অধিবেশন। আর সেই অধিবেশনেই আনা হতে পারে রাজ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্য বদলের বিল। রাজ্যপাল জগদীপ ধনখড়কে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চায় রাজ্য সরকার।কিন্তু তার আগে দুটি ক্ষেত্রেই রাজ্য বিধানসভায় বিল পাস করে সরকারি এই সিদ্ধান্তকে আইনে পরিণত করতে হবে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১

ট্যাগ