জুলাই ০৭, ২০২২ ১৬:৩২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৭ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ‘নিষেধাজ্ঞা দিয়ে কখনোই কোন জাতিকে নিয়ন্ত্রণ করা যায় না’-মানবজমিন
  • ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল প্রবাসীর-প্রথম আলো
  • নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল-যুগান্তর
  • ছাত্রলীগের পদ বিক্রির অভিযোগ খতিয়ে দেখা হবে : শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ
  • আমরা আরো জনশক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছি'-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ‘ঘৃণা ছড়ানোর যন্ত্রে পরিণত হয়েছে ভারত’, বিতর্কের মধ্যেই মন্তব্য ‘কালী’ তথ্যচিত্রের পরিচালকের- সংবাদ প্রতিদিন
  • ‘কোরানে বলা হয়েছে মানুষকে খুন করো’! ঘৃণা ভাষণের অভিযোগে হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে মামলা-আজকাল 
  • মমতা সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, দিলীপের শাস্তির দাবিতে রাজভবন যাচ্ছে তৃণমূল-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় যানজট। প্রায় প্রতি ঈদেই এই ধরনের শিরোনাম করতে বাধ্য হয় পত্রিকাগুলো। কী বলবেন?

২. ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। পার্সটুডে অনলাইন এ খবর দিয়েছে। কীভাবে দেখছেন বিষয়টিকে?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল প্রবাসীর-প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের লোকজনের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আবদুর রশিদ (৪৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি সৌদি আরবে কাজ করতেন। ঈদের ছুটিতে গত সপ্তাহে দেশে আসেন তিনি।

পুলিশ, গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি গঠনের জন্য ৫০ থেকে ৬০ জন মুসল্লি বৈঠকে বসেন। মসজিদের দ্বিতীয় তলায় বৈঠক চলার সময় গ্রামের একটি পক্ষ বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের প্রস্তাব করেন। বর্তমান কমিটির সভাপতি পদে আছেন ওমেদ আলী আর সাধারণ সম্পাদক পদে আছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া। এ কমিটি বাতিলের প্রস্তাব দেওয়া পক্ষের নেতৃত্বে ছিলেন রসুলপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান।

রাত ৯টার দিকে বৈঠক চলাকালে বাগ্‌বিতণ্ডার পর উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ পর তাঁরা লাঠিসোঁটা নিয়ে মসজিদের সামনে সরাইল-অরুয়াইল সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। মসজিদের ভেতরের ঘটনায় আবদুর রশিদ অসুস্থ হয়ে পড়েন। গ্রামবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুর রশিদ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার ভাতিজা ও মেয়ের জামাই। ফিরোজ মিয়া প্রথম আলোকে বলেন, ‘মসজিদের ভেতরে জিল্লুর রহমান ও তাঁর লোকজনের মারধরের শিকার হয়ে আবদুর রশিদের মৃত্যু হয়েছে। আমরা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

‘নিষেধাজ্ঞা দিয়ে কখনোই কোন জাতিকে নিয়ন্ত্রণ করা যায় না’-মানবজমিন

নিষেধাজ্ঞা দিয়ে কখনোই কোন জাতিকে নিয়ন্ত্রণ করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার দেয়া নিষেধাজ্ঞা (স্যাংশন) ‘মানবাধিকার লঙ্ঘনের শামিল’ বলেও মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত ৮ তলা অফিস ভবন উদ্বোধন এবং বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেগুনবাগিচার ওই অনুষ্ঠানে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা বলেন, আজকে আমাদের দুর্ভাগ্য যে- যখন সারাবিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অর্থনৈতিকভাবে বিরাট ঝুঁকির মধ্যে পড়েছে, ঠিক সেই সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিশ্বব্যাপী মানুষের অবস্থাটা আরও করুণ হয়ে যাচ্ছে। মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যে আমেরিকা যে স্যাংশন দিয়েছে- এটা দেয়ার ফলে আমাদের পণ্য প্রাপ্তিতে বা যেগুলো আমরা আমদানি করি সেখানে বিরাট বাধা আসছে। শুধু বাধাই না, পরিবহন খরচও বেড়ে গেছে। আমরা কোথায় আমাদের প্রয়োজনীয় পণ্যসামগ্রী পাবো, সে প্রাপ্তির ক্ষেত্রটাও সংকুচিত হয়ে গেছে। এই প্রভাবটা শুধু বাংলাদেশ না, আমি মনে করি আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে সারা বিশ্ব এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, মানুষ কিন্তু কষ্ট ভোগ করছে।

নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল-যুগান্তর

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২২৯তম সিন্ডিকেট সভায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যক্ষ লাঞ্ছনার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থী মো. রহমাতুল্লাহর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের সম্মান শ্রেণির ছাত্র। এছাড়া ওই ঘটনা সংঘটিত হওয়ার সময় নেতিবাচক ভূমিকা পালনের জন্য মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আখতার হোসেনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- সে মর্মে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 

এছাড়া ওই ঘটনায় নির্লিপ্ততার কারণে কলেজ গভর্নিং বডিকে শোকজ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরিচালনা পর্ষদকে শোকজের উত্তর দিতে বলা হয়েছে।

পদত্যাগ করছেন বরিস জনসন-মানবজমিন

অবশেষে বৃটেনের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন বরিস জনসন। ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডির সঙ্গে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজই তিনি পদত্যাগের ঘোষণা দেবেন বলে মনে করা হচ্ছে। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

তার কার্যালয়ের এক সূত্রের বরাত দিয়ে বৃটিশ গণমাধ্যমটি জানিয়েছে, ১৯২২ কমিটির চেয়ারম্যান গ্রাহাম বাডির সঙ্গে বৈঠকে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন। আগামি অক্টোবর মাসের পার্টি কনফারেন্সে নতুন টরি নেতাকে তার পদে নিয়োগ দেয়া হবে। আরেকটি সূত্র জানিয়েছে, আজ এ নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন জনসন।

এদিকে বিবিসি জানিয়েছে, কনজারভেটিভ দলের প্রধান হিসেবে পদত্যাগ করবেন জনসন। তবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন। আগামি অক্টোবর মাসে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে।

এদিকে তার পদত্যাগের খবর শুনে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টার্মার। তিনি একে সুসংবাদ বলে আখ্যায়িত করেন। বলেন, জনসন সবসময়ই বৃটেনের প্রধানমন্ত্রী হওয়ার অযোগ্য ছিলেন।তিনি মিথ্যা বলেছেন, স্ক্যান্ডাল ঘটিয়েছেন এবং প্রতারণা করেছেন। যারা তাকে সাহায্য করেছেন তাদের লজ্জিত হওয়া উচিৎ। স্টার্মার আরও বলেন, তারা ১২ বছর ধরে ক্ষমতায় থেকে যে ক্ষতি করেছেন তা অনেক গভীর। ১২ বছর ধরে অর্থনীতি থমকে আছে। ১২ বছর ধরে সরকারি সেবা কমছে। ১২ বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি চলছে। কিন্তু যথেষ্ট হয়েছে। কনজারভেটিভ দলের মধ্যে পরিবর্তন দিয়ে কিছু হবে না। আমাদের প্রয়োজন সরকার পরিবর্তন। বৃটেনকে আবার নতুন করে শুরু করতে হবে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

মমতা সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, দিলীপের শাস্তির দাবিতে রাজভবন যাচ্ছে তৃণমূল-আনন্দবাজার পত্রিকা

দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে এ বার রাজ্যপাল জগদীপ খনখড়ের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ তৃণমূলের আট সদস্যের প্রতিনিধিদল রাজভবনে যাচ্ছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি, এমনটাই অভিযোগ তৃণমূলের। তাঁর সেই মন্তব্যের প্রতিবাদেই তৃণমূল নেতৃত্ব রাজ্যপালের দ্বারস্থ হবেন। আট সদস্যের প্রতিনিধিদল পাঠানো হচ্ছে রাজ্যপালের কাছে। এই প্রতিনিধি দলের থাকবেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়,বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার,শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী শিশু সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, বিধানসভার উপমুখ্যসচেতক তাপস রায়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ,সাংসদ সাজদা আহমেদ, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।

সোমবার কলকাতার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এক বক্তব্য প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে দিলীপ এই অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন কাকলি। বুধবার এ প্রসঙ্গে টুইট করে প্রতিবাদ জানান অভিষেক। টুইটে তিনি লেখেন, ‘আপত্তিজনক! প্রধানমন্ত্রীর এ বার উচিত এমন আলগা মন্তব্য করা ব্যক্তিদের গ্রেফতার করা। বিজেপি নেতারা কীভাবে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এমন কথা বলতে পারেন?’ তিনি আরও লিখেছেন, ‘রাজনীতিতে দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা লাগাতার কদর্য মন্তব্য করেই চলেছেন।’

দিলীপের মন্তব্যের ভিডিয়ো রাজ্যপালের হাতে তুলে দেওয়া হতে পারে বলেই সূত্রের খবর। গত ২৮ জুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবি নিয়েও রাজ্যপালের কাছে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধিদল।

শিন্ডেসেনায় যোগ দিলেন ৬৬ কাউন্সিলর, ঠাণে পুরসভা হাতছাড়া উদ্ধবের-আনন্দবাজার পত্রিকা

মহারাষ্ট্র সরকারের পর এ বার ঠাণে পুরসভার দখল হাতছাড়া হল উদ্ধব ঠাকরের শিবসেনার। বৃহস্পতিবার ওই পুরসভার ৬৭ জন শিবসেনা কাউন্সিলরের (মহারাষ্ট্রে যাঁদের কর্পোরেটর বলা হয়) ৬৬ জনই যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গোষ্ঠীতে। শিন্ডে শিবিরের দাবি, শীঘ্রই মুম্বই-সহ বিভিন্ন পুরসভার আরও কিছু শিবসেনা কর্পোরেটর তাঁদের সঙ্গী হতে চলেছেন।

‘কোরানে বলা হয়েছে মানুষকে খুন করো’! এমন ঘৃণা ভরা ভাষণের অভিযোগে হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে মামলা-আজকাল

পয়গম্বর ইস্যুতে নূপুর শর্মার মন্তব্য নিয়ে বিতর্ক এখনও চলছে।এরই মধ্যে ঘৃণা ভাষণের দায়ে কর্নাটকে হিন্দুত্ববাদী সংগঠনের এক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। উদয়পুরের দরজি কানহাইয়া লাল হত্যাকাণ্ডের প্রতিবাদ সভায় কোরান ও মুসলিম সম্প্রদায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন হিন্দু জাগরণ বৈদিকের আহ্বায়ক কেশব মূর্তি। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন আঞ্জুমান–ই–ইসলামিয়ার প্রেসিডেন্ট জামির আহমেদ। প্রসঙ্গত গত ১ জুলাই কানহাইয়া লালের হত্যার প্রতিবাদে হিন্দুত্ববাদীরা একটি প্রতিবাদ সভা করে। অভিযোগ, ওই সভায় ঘৃণা ভাষণ দেন কেশব মূর্তি। তিনি বলেন, ‘কোরানে বলা হয়েছে মানুষকে খুন করো। আপনারা কী মনে করেন, অন্য কিছু করবে ওই সম্প্রদায়? যারা কোরান পড়ে তারা জঙ্গি।’ হিন্দুত্ববাদী সংগঠনের ওই নেতার এমন বক্তব্যের পরেই তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন আঞ্জুমান–ই–ইসলামিয়ার প্রেসিডেন্ট। কেশব মূর্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে কর্নাটক পুলিশ।

গত মাসে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের সমর্থন করে ফেসবুক পোস্ট করেছিলেন উদয়পুরের দরজি কানহাইয়া লাল। এরপর দোকানে ঢুকে দুষ্কৃতীরা তাঁকে খুন করে। এমনকি হত্যার ভিডিও করা হয়। ওই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

লাদাখ নিয়ে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শংকরের, এবার কি সীমান্তে ফিরবে শান্তি?-সংবাদ প্রতিদিন

অবিলম্বে সীমান্ত সমস্যার সমাধান চেয়ে বৈঠকে বসলেন ভারত এবং চিনের বিদেশমন্ত্রীরা। জি-২০ দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনে  (G-20 Summit) যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সেখানেই চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইর (Wang Yi) সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেছেন তিনি। নিজেই টুইট করে এই বৈঠকের কথা জানিয়েছেন জয়শংকর।টুইটে জয়শংকর বলেছেন, “চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করে আজকের সকাল শুরু হল। এক ঘণ্টা ধরে আমাদের কথা বার্তা হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সীমান্ত পরিস্থিতির প্রভাব নিয়ে আলোচনা হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭

ট্যাগ