জুলাই ১১, ২০২২ ১৫:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১১ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • নভেম্বরে বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি: জাতিসংঘ–ইত্তেফাক
  • শ্রীলঙ্কায় ভারতীয় সেনা পাঠানোর খবর প্রত্যাখ্যান-মানবজমিন
  • বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু : কাদের- প্রথম আলো
  • ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া!-যুগান্তর
  • রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা-বাংলাদেশ প্রতিদিন‘সব কিছুর দাম বেড়েছে, শুধু
  • চামড়ার দাম কমেছে’-কালের কণ্ঠশিনজো আবের নিরাপত্তায় ত্রুটি ছিল: জাপান পুলিশ-ডেইলি
  • স্টার

ভারতের শিরোনাম:

  • শিক্ষার পর দমকল! নিয়োগ প্রক্রিয়ায় ‘অনিয়ম’ মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট-আনন্দবাজার
  • ২০২৩ সালেই জনসংখ্যায় চীনকে ছাপিয়ে যাবে ভারত! -আজকাল
  • ভাঙন এবং শক্তিক্ষয় রুখতে তৎপর কংগ্রেস, রাজ্যে রাজ্যে সংগঠনে রদবদল করছেন সোনিয়ারা-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ঈদের আগে ঘরমুখো মানুষের ঢল ছিল কিন্তু অনেকে যেতে পারে নি বাড়ি তাই -ঈদের পরদিনও বাড়ি ফিরছে মানুষ- যুগান্তরের  এ খবরে লেখা হয়েছে, ঈদের দ্বিতীয় দিনও প্রিয়জনের কাছে যেতে রাজধানী ঢাকা ছাড়ছেন মানুষ। এবং ঢাকার বাইরে থেকেও অনেক মানুষ ঈদের পর দিনই ফিরে আসছেন। সকাল থেকেই গাবতলীর দূর পাল্লার বাস কাউন্টারগুলোতে ভিড় দেখা গেছে। 

চাপ বাড়লে প্রেসিডেন্টের কাছে কিছু ক্ষমতা হস্তান্তর করতে পারেন প্রধানমন্ত্রী-মানবজমিন

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই হবে। একদিন আগেও নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সহকর্মীদের এটাই জানিয়েছেন। বলেছেন, যতই চাপ আসুক না কেন নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে নয় । আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্রে মানবজমিন এটা জানতে পেরেছে।  সূত্রগুলো বলছে, তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালীন সরকারের ব্যাপারে আওয়ামী লীগ কোনো ছাড় দেবে না। তবে খুব বেশি চাপ সৃষ্টি হলে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা প্রেসিডেন্টের কাছে দেয়ার ব্যাপারে শেখ হাসিনা রাজি হলেও হতে পারেন। যদিও ২০১৪ সালের নির্বাচনের আগে ভারতের তরফে এ ধরনের একটি পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনা এতে রাজি হননি। যুক্তি দেখানো হয়েছিল নির্বাচন প্রশ্নে সামান্যতম ছাড় দেয়া হলে সরকারের দুর্বলতা প্রকাশ পাবে।

মানবজমিনের খবরে লেখা হয়েছে,  ইভিএম নিয়ে মত বিনিময়ের পর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে দলগুলোকে চিঠি দেয়া শুরু হয়েছে। তবে এই সংলাপে অংশ না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মাঠের ‘প্রধান বিরোধী দল’ বিএনপি। দলটির নেতাদের ভাষ্য, বর্তমান কমিশন পক্ষপাতদুষ্ট। তাদের প্রায় সবাই বিভিন্ন সময়ে সরকারের সুবিধাভোগী এবং সরকার সমর্থক।

বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু : কাদের-প্রথম আলো

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুশাসনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে দায়িত্বশীল বিরোধী দল। যারা দিনরাত সরকারের বিরোধিতাকে রাজনীতির লক্ষ্য করে নিয়েছে তারা সুশাসন নিশ্চিত করতে এ পর্যন্ত কী করেছে,- বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উসকানিদাতা, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয়দাতা এবং ধর্মান্ধ গোষ্ঠীরও উসকানিদাতা।সোমবার তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে পবিত্র ঈদের দিনে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের মানুষ যখন আনন্দমুখর পরিবেশে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করছেন, তখন বিএনপির মিথ্যাচার আর বিদ্বেষ প্রসূত বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে।

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪-প্রথম আলো পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, যশোর শহরে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)। অসুস্থ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত শনিবার রাতের এ ঘটনায় গতকাল রোববার কিশোরীর মা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।ওই মামলায় যশোর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

দুটি  আন্তর্জাতিক খবর আজকের বাংলাদেশের সব পত্রিকায় ছাপা হয়েছে। শ্রীলঙ্কা পরিস্থিতি: এবার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট-বাংলাদেশ প্রতিদিনের খবর। আগেই শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার জানিয়েছিলেন আগামী ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আজ সোমবার সেই বিষয়টিই আবার নিশ্চিত করেছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়।প্রথম আলোর খবর- শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভাসছেন ‘পানিতে’, রাজপ্রাসাদে বিক্ষোভকারীরা।জনরোষের শিকার হয়ে সরকারি বাসভবন থেকে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে কোথায় আছেন, তা–ই এখন আলোচনায়। কোথায় আছেন, তা জানা না গেলেও এরই মধ্যে অজ্ঞাত স্থান থেকে বার্তা দিয়েছেন তিনি।

মানবজমিনের খবর-বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে, শ্রীলঙ্কায় উদ্ভূত পরিস্থিতিতে সেখানে সেনা পাঠাচ্ছে ভারত। এমন রিপোর্ট সরাসরি প্রত্যাখ্যান করেছে কলম্বোতে অবস্থিত ভারতীয় হাই কমিশন। হাই কমিশনের টুইটে বলা হয়েছে, এমন রিপোর্ট এবং এ রকম দৃষ্টিভঙ্গি ভারত সরকারের অবস্থান নয়। ওদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরিষ্কার করে বলেছেন, শ্রীলঙ্কার জনগণের পাশে আছে ভারত। ড. সুব্রামনিয়াম স্বামী বলেছেন, রাজাপাকসে চাইলে অবশ্যই শ্রীলঙ্কাকে সামরিক সহায়তা দেবে ভারত। 

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া! খবরটি যুগান্তরে ছাপা হয়েছে। এতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের কারণে নর্ড স্ট্রিম-১ এর মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। সোমবার সকাল থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম এজি দিয়ে গ্যাসের প্রবাহ আর যাচ্ছে না।

 এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

শিক্ষার পর দমকল! নিয়োগ প্রক্রিয়ায় ‘অনিয়ম’ মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্ট-আনন্দবাজার পত্রিকা

স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাই কোর্টে। তার মধ্যেই এসেছে নতুন অভিযোগ। দমকল বিভাগে অপারেটর নিয়োগ নিয়ে সেই মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ল আরও ১৫ দিন।সোমবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি শম্পা দত্তপালের ডিভিশন বেঞ্চ জানায়, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) নির্দিষ্ট সময়ে হলফনামা না জমা দিতে পারার কারণেই সংশ্লিষ্ট মামলায় স্থগিতাদেশ আরও বাড়ানো হল। আগামী সোমবার মামলাটির পরের শুনানি রয়েছে উচ্চ আদালতে।দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, চাকরি পেল ১০ মাসের শিশুকন্যা, ভারতীয় রেলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটল ছত্রিসগড়ে।

২০২৩ সালেই জনসংখ্যায় চীনকে ছাপিয়ে যাবে ভারত! বিশ্বের ৮০০ কোটি এ বছরেই-আজকাল

আর এক বছরের মধ্যেই চীনকে টপকে পৃথিবীর সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ হতে চলেছে ভারত, এক রিপোর্টে এ কথা জানাল রাষ্ট্রসংঘ।এ বছরের নভেম্বরের মধ্যেই গোটা পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি পেরিয়ে যাবে বলেও জানানো হয়েছে রিপোর্টে। রাষ্ট্রসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের জনসংখ্যা বিষয়ক দপ্তরের রিপোর্ট ‘দ্য ওয়র্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২২’-তে বলা হয়েছে ২০২২ সালের ১৫ নভেম্বর ৮০০ কোটির ছাড়াবে বিশ্বের জনসংখ্যা।

বিধায়কদের বিরুদ্ধে এখনই সিদ্ধান্ত নয়, উদ্ধব-শিন্ডে লড়াইয়ে বিরতি সুপ্রিম কোর্টের-আজকাল/সংবাদ প্রতিদিন

বিধায়কদের পদ খারিজের সিদ্ধান্ত এখনই গৃহীত হচ্ছে না। উদ্ধব শিবির বনাম শিন্ডে শিবিরের লড়াই প্রসঙ্গে আজ জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। জানানো হয়েছে এই পর্যালোচনা সময় সাপেক্ষ, এবং তার জন্য প্রয়োজন সাংবিধানিক বেঞ্চ গঠন।গত কয়েকদিন ধরে টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে মহারাষ্ট্র। বিক্ষুব্ধ নেতাদের ক্ষোভের মুখে হস্তান্তরিত হয়েছে সে রাজ্যের ক্ষমতাভার। শিন্ডে সহ একগুচ্ছ শিবসেনা বিধায়ক বিদ্রোহ ঘোষণা করলে মহারাষ্ট্রে আস্থা ভোটের পরিস্থিতি তৈরি হয়। তখনই ইস্তফা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

ভাঙন এবং শক্তিক্ষয় রুখতে তৎপর কংগ্রেস, রাজ্যে রাজ্যে সংগঠনে রদবদল করছেন সোনিয়ারা-সংবাদ প্রতিদিন

আঞ্চলিক দলের সঙ্গে জোট করেও শেষ রক্ষা হয়নি। হাতছাড়া হয়েছে একের পর রাজ্য। দখল নিয়েছে পদ্মশিবির। অভিজ্ঞতা তিক্ত। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগে প্রদেশ নেতাদের গোষ্ঠীকোন্দল মেটানোর পাশাপাশি ইতিবাচক রাজ্যে সংগঠনে ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকম্যান্ড। সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিনই কোনও না কোনও রাজ্যে নেতৃত্ব বদলের সিদ্ধান্ত নিচ্ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। এর মধ্যে অন্যতম কর্ণাটক। রদবদলের মধ্যে রয়েছে গুজরাট ও ত্রিপুরাও। যদিও উদয়পুরের চিন্তন শিবিরের সিদ্ধান্ত মেনেই নেতৃত্বে রদবদল বলে এআইসিসির (AICC) তরফে জানান হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১

ট্যাগ