কথাবার্তা
কথাবার্তা: শ্রীলঙ্কার পরাক্রমশালীর করুণ পরিণতি, পরিস্থিতি ঘোলাটে!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৫ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- এই সরকারের অধীনে কখনো কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ নেই-মান্না-মানবজমিন
- পি কে হালদারের মামলার পরবর্তী শুনানি ১০ আগস্ট- প্রথম আলো
- এবারও ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি-যুগান্তর
- বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছে: কাদের-বাংলাদেশ প্রতিদিন
- জোয়ারে ২ শতাধিক মৎস্য ঘের পানির নিচে –ইত্তেফাক
- পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরু এই মাসেই : রেলমন্ত্রী-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- প্রেসিডেন্ট ভোটের বিধি বদল, পলাতক গোতাবায়ার কুর্সি দখলের লড়াইয়ে তিন প্রতিদ্বন্দ্বী-আনন্দবাজার
- সংসদে দেওয়া যাবে না ধর্নাও! নয়া ফরমানে কংগ্রেসের কটাক্ষ, ‘ধর্না মানা হ্যায়’ -আজকাল
- সংসদে শব্দ প্রয়োগেও ‘ফতোয়া’ কেন্দ্রের, সরব বিরোধীরা-সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছে: কাদের-বাংলাদেশ প্রতিদিন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কখনই জনগণকে ক্ষমতার উৎস মনে করে না। বরং তারা তাদের রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থে জনগণকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে ষড়যন্ত্র বাস্তবায়নে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপি রাজনীতির পথ পরিহার করে সব সময় ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছে।
শুক্রবার ওবায়দুল কাদের এক বিবৃতিতে গণমাধ্যমে প্রচারিত বিএনপি মহাসচিবের বিভ্রান্তিকর এবং দুরভিসন্ধিমূলক বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিচারহীনতার অপসংস্কৃতির চৌহদ্দি ডিঙিয়ে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে। একই সঙ্গে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বহুমাত্রিক পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে।
মাত্র ৫৬ টাকায় ডিসি অফিসে চাকরি!-বাংলাদেশ প্রতিদিন
মাত্র ৫৬ টাকা খরচ করে কুমিল্লা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে চাকরি পেয়েছেন ৬০ জন। অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, সহকারী বাবুর্চি, বেয়ারার ও মালি পদে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অফিস সহায়ক পদে চাকরিতে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের বেশ ক’জন শিক্ষার্থীও। গত ৩ জুলাই তারা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। আগামী কয়েকদিনের মধ্যে তাদেরকে বিভিন্ন কার্যালয়ে পদায়ন করা হবে। এ তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, কোনও প্রকার লবিং তদবির ছাড়া সম্পূর্ণ স্বচ্ছভাবে বিধিমোতাবেক দক্ষ জনবল নিয়োগ করা হয়েছে।
মানবজমিন পত্রিকার-মত মতান্তর
শ্রীলংকার পরাক্রমশালীর করুণ পরিণতি-
জাতীয় স্বার্থকে উপেক্ষা করে রাষ্ট্রীয় ক্ষমতাকে অন্যায্য ভাবে বন্টনের মাধ্যমে নিজেকে অপরাজেয় পরাক্রমশালী হিসেবে গড়ে তুলেছিলেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। ভেবেছিলেন রাষ্ট্রযন্ত্রসহ সর্বসময় তার পক্ষে অবিচল থাকবে, সশস্ত্র বাহিনী কোনদিন তাকে পরিত্যাগ করবে না। ভেবেছিলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে যে কোন গোপন অভিসন্ধি বাস্তবায়ন করতে পারবেন। আরো ভেবেছিলেন, তার ক্ষমতা ও ঐশ্বর্যকে জনগণ আনন্দের সঙ্গে যোগান দিয়ে যাবে। আরো ছিল দিনে দিনে শক্তিশালী হবার বাসনা। কিন্তু পরিশেষে গণঅভ্যুত্থানের মুখে তাকে শ্রীলংকার রাষ্ট্র ক্ষমতা চিরতরে পরিত্যাগ করে নিজের মাতৃভূমি ছেড়ে পালাতে হয়েছে। ভাগ্যের কি পরিহাস এটাই কর্তৃত্ববাদী শাসকদের করুণ পরিণতি।
দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, সিঙ্গাপুর থেকে ইমেইলে পদত্যাগপত্র পাঠালেন গোটাবাইয়া, শ্রীলঙ্কায় ঘোলাটে পরিস্থিতি। খবরে বলা হয়েছে, অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের কাছে পাঠানো এক ইমেইলে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে বুধবার দেশ ছেড়ে পালান তিনি। প্রথমে মালদ্বীপ এবং পরে সেখান থেকে সিঙ্গাপুরে যান গোটাবাইয়া। এখনও জানা যায়নি, তিনি কোথায় স্থায়ীভাবে আশ্রয় নেবেন। হন্যে হয়ে নিজের আশ্রয় খুঁজছেন তিনি। ঠাঁই পাননি বন্ধু বলে জানেন এমন দেশগুলোতেও। সর্বশেষ শোনা যাচ্ছে সিঙ্গাপুর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
পার্লামেন্ট দখলে মরিয়া বিক্ষোভকারীরা, যেকোনো উপায়ে রক্ষার নির্দেশ বিক্রমাসিংহের: একের পর এক সরকারি কার্যালয় দখল করে নিচ্ছে বিক্ষোভকারীরা। এমন অবস্থায় যেকোনো উপায়ে পার্লামেন্টকে রক্ষার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে। নিরাপত্তা বাহিনীগুলোর উদ্দেশ্যে এক নতুন অর্ডার ইস্যু করেছেন তিনি। শ্রীলঙ্কান গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, বিক্ষোভকারীদের পার্লামেন্ট এলাকা থেকে সরিয়ে দিতে কঠিন অবস্থান নিয়েছে আইন প্রয়োগকারী বাহিনীগুলো। এতে সেখানে সংঘাতময় পরিবেশের সৃষ্টি হয়।
পি কে হালদারের মামলার পরবর্তী শুনানি ১০ আগস্ট-প্রথম আলো
বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালানো পি কে হালদার এবং তাঁর পাঁচ সহযোগীদের মামলার পরবর্তী শুনানি আগামী ১০ আগস্ট হবে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তিন নম্বর আদালতে বিচারপতি জীবনকুমার সাধুর এজলাসে অন্যদিনের মতোই আজ শুক্রবার পি কে হালদার ও তাঁর সহযোগীদের তোলা হয় দুপুর ১২টার দিকে। এরপর আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
পি কে হালদার এবং তাঁর পাঁচ সহযোগীদের গ্রেপ্তারের পরে দুই মাস আজ শুক্রবার পূর্ণ হচ্ছে। তাই তাঁদের আজ আদালতে তোলা হয়।১১ জুলাই ২০০২ সালের আইনবহির্ভূতভাবে অর্থ আনার (প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট, ২০০২)–এর দুই এবং তিন ধারায় তাঁদের হালদার এবং তাঁর সহযোগীদের নামে অভিযোগ গঠন করা হয়। তবে সেই অভিযোগপত্রে কী আছে, তা এখনো পর্যন্ত খুব স্পষ্ট নয়। এ মামলা এখন দীর্ঘদিন চলবে বলেই ধরে নেওয়া যেতে পারে এবং আনুষ্ঠানিকভাবে হালদার বা তাঁর সহযোগীদের কবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে, তা অস্পষ্ট।
পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরু এই মাসেই : রেলমন্ত্রী-কালের কণ্ঠ
আগামীকাল শনিবার পদ্মা সেতু কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন রেলমন্ত্রীসহ সংশ্লিষ্টরা। সেখানে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের বিষয়টি আলোচনা হবে। তবে এই মাসেই সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করার আশা ব্যক্ত করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।এদিকে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু হলে ছয়মাস সময় লাগবে বলে প্রেস বিফ্রিংয়ে জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু ও রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ। সেতুতে রেল প্রকল্পের কাজ চলাকালে যদি ভাইব্রেশন বেশি হয় তাহলে সেতুর ওপর গাড়ির গতিসীমা স্লো করা হতে পারে বলে জানান তিনি। তবে গাড়ি চলাচল বন্ধ করা হবে না।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
প্রেসিডেন্ট ভোটের বিধি বদল, পলাতক গোতাবায়ার কুর্সি দখলের লড়াইয়ে তিন প্রতিদ্বন্দ্বী-আনন্দবাজার পত্রিকা
প্রেসিডেন্ট ভোটের নিয়ম বদল হল শ্রীলঙ্কায়। আম নাগরিকদের সমর্থনে (পপুলার ভোট) নয়, সে দেশের পার্লামেন্টের সদস্যদের ভোটেই আগামী ২০ জুলাই নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট।শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার ওয়াই অবেবর্ধনে শুক্রবার জানিয়েছেন, ২২৫ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। রাজনৈতিক সূত্রের খবর, পলাতক গোতাবায়া রাজপক্ষের ছেড়ে যাওয়া প্রেসিডেন্টের কুর্সি দখলের লড়াইয়ে রয়েছেন মূলত তিন জন— প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, পার্লামেন্টের বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা এবং প্রবীণ সাংবাদিক তথা পার্লামেন্ট সদস্য ডলাস অলহাপেরুমনা।
সংসদে দেওয়া যাবে না ধর্নাও! নয়া ফরমানে কংগ্রেসের কটাক্ষ, ‘ধর্না মানা হ্যায়’-আজকাল
‘অসংসদীয়’ শব্দে লাগাম পরানোর পর এবার ধর্না নিয়েও আপত্তি প্রকাশ করল রাষ্ট্র।
- রাজ্যসভার সেক্রেটারি জেনারেল জানিয়ে দিয়েছে, সংসদের সীমানার মধ্যে ধর্না, প্রতিবাদ, অনশনে বসা যাবে না। এ নিয়ে তুমুল কটাক্ষ করেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সেক্রেটারি জয়রাম রমেশ। সংসদের নতুন বুলেটিন তুলে ধরে টুইটারে তিনি লিখেছেন, ‘বিষগুরুর নতুন শর্ত, ধর্না মানা হ্যায়।’ ধর্নায় বসা বারণ কথাটিকেই বলিউড ছবি ডরনা মানা হ্যায়-এর কায়দায় বললেন তিনি।এদিকে গতকালই একটি পুস্তিকা প্রকাশ করে রাজ্যসভার সচিবালয়। তাতে ‘জুমলাজীবী’, ‘বাল বুদ্ধি’, ‘কোভিড স্প্রেডার’, ‘স্নুপগেট’ সহ আরও একাধিক শব্দকে অসংসদীয় বলে তকমা দেওয়া হয়েছে। এমন বহু শব্দে নিষেধাজ্ঞা আনা হয়েছে যা বহুল ব্যবহৃত। এই নয়া ফরমান নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন