জুলাই ২১, ২০২২ ১৭:৪৯ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আয়োজন 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি গাজী আব্দুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই।  মহানবী (সা.) বলেছেন, ‘হতভাগ্যের লক্ষণ চারটি। এগুলো হচ্ছে- চোখের শুষ্কতা অর্থাৎ পাপের পরও অনুশোচিত না হওয়া, অন্তরের পাষাণত্ব, দুনিয়া কামনায় অতিশয় লোভ আর পাপকর্ম অব্যাহত রাখা।’

আকতার জাহান: আমরা সবাই এই চারটি অসৎ কাজ থেকে নিজেদের বিরত রাখব- এ প্রত্যাশা রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আজকের আসরের প্রথম ইমেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে। আর পাঠিয়েছেন ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাবের পরিচালক এস এম নাজিম উদ্দিন।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান বাংলা বিভাগের অতি পরিচিত ও প্রিয় অনুষ্ঠান 'প্রিয়জন'। শ্রোতাদের নানা মতামত, হাদিসের বাণী, সাক্ষাৎকার, গান- এসবের সমাহারে এক অনবদ্য শ্রোতাপ্রিয় অনুষ্ঠান এটি। আমাদের সবার প্রিয় ভাই আশরাফুর রহমানের প্রযোজনায় অত্যন্ত যত্নের সঙ্গে অনুষ্ঠানটি প্রস্তুত করে থাকেন। বরাবরের মতোই গত ৪ জুলাই তারিখে একটি জমজমাট ও প্রাণবন্ত 'প্রিয়জন' উপহার পেলাম। রেডিও তেহরান-এর নতুন ও পুরোনো দিকপাল সব শ্রোতা বন্ধুদের সুন্দর সুন্দর মতামতপূর্ণ মেইল-এর সমাহার আমাকে মুগ্ধ করেছে। এই তালিকায় নিজের নামটি দেখে আপ্লুত হলাম। আমার মতামতকে গুরুত্ব দিয়ে আসরে পড়ে শোনানোর পাশাপাশি আমার অনুরোধের একটি সুন্দর ইসলামী গান বাজিয়ে শোনানো হয়।"

চিঠির শেষাংশে এ শ্রোতাবন্ধু আগের মতোই সপ্তাহে দুইদিন 'প্রিয়জন' প্রচার করার অনুরোধ জানিয়েছেন।

গাজী আব্দুর রশীদ: ভাই নাজিম উদ্দিন, ৪ জুলাইয়ের প্রিয়জন আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আর সপ্তাহে দুইদিন প্রিয়জন প্রচারের যে প্রস্তাব আপনি দিয়েছেন- তা এ মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব হবে না। ভবিষ্যতে অনুষ্ঠানের সার্বিক সময় বাড়লে অবশ্যই আমরা আপনার প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করব। তো, চমৎকার গঠনমূলক চিঠিটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আশরাফুর রহমান: একই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে পরের মেইলটি পাঠিয়েছেন নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা থেকে আলী আহম্মেদ আরিফ। তিনি লিখেছেন, "৪ জুলাই প্রচারিত প্রিয়জন অনুষ্ঠানটি বেশ মনোযোগ দিয়ে উপভোগ করেছি। আসরটি সত্যিই বেশ জমকালো ছিল। ওই দিন সাক্ষাৎকারপর্বে রেডিও তেহরানের ৪০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার খিলাগাঁওয়ের সিনিয়র শ্রোতা ডা. সালেহ মতিনের কথাগুলো খুব ভালো লেগেছে।"

আকতার জাহান: ভারতের আসামের বড়পেটা জেলার কান্দুলিয়ার শ্রোতা আব্দুস সালাম সিদ্দিকও ৪ জুলাইয়ের প্রিয়জন সম্পর্কে মতামত জানিয়ে একটি ইমেইল পাঠিয়েছেন। লিখেছেন, "জীবনঘনিষ্ঠ চাহিদা পূরণের মাধ্যমে রেডিও তেহরান হয়ে উঠে এক একজন শ্রোতার দৃষ্টিতে এক একটি জ্ঞানের উৎস। আর তা প্রকাশ পায় প্রিয়জন অনুষ্ঠানের মাধ্যমে। তাইতো প্রিয়জন আসর হয়ে উঠে জমজমাট, বৈচিত্র্যময়, রংধনুর সপ্তরথীর সাত রঙে রঙিন। প্রিয়জন আসরে রঙের এই বাহার দেখে আমি অভিভূত ও আহ্লাদিত হয়ে পড়ি। ৪ জুলাইয়ের প্রিয়জন অনুষ্ঠানটিও তাঁর কোনো ব্যতিক্রম ছিল না। এখানে ছিল অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের সুন্দর সাজানো গোছানো সাবলীল হৃদয় স্পর্শ করা অনুভবের এক একটি অসাধারণ অভিব্যক্তি। যা অনুষ্ঠানকে করছে আবেদনশীল, প্রাণবন্ত ও আকর্ষণীয়। অনুষ্ঠানে অনেক পুরাতন শ্রোতার চিঠি সামিল হওয়া দেখে মনে হলো- রেডিও তেহরান আবার হৃত গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।"

গাজী আব্দুর রশীদ: ৪ জুলাইয়ের প্রিয়জন সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য আলী আহম্মেদ আরিফ ও আব্দুস সালাম সিদ্দিক ভাই- আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ।

আশরাফুর রহমান: বাংলাদেশের গোপালগঞ্জ জেলার জলিরপাড় থেকে বিধান চন্দ্র টিকাদার পাঠিয়েছেন এবারের মেইলটি।

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, "আমি এখন ভারতে আছি এবং ভারতের বেতার শ্রোতাদের সাথে দেখা-সাক্ষাৎ করছি। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়েও কথা হচ্ছে। কিছু বেতার শ্রোতাদের রেডিও তেহরানের ওয়েব সাইট ও অনলাইনে শোনার কৌশল জানিয়েছি। মতামত পাঠানোর ইমেইল আইডিও দিয়েছি।"

আকতার জাহান: ভারত সফরে গিয়ে নিশ্চয়ই আপনি ব্যস্ত সময় পার করছেন। তারপরও রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির জন্য আপনি যে চেষ্টা চালাচ্ছেন- তা অবশ্যই প্রশংসনীয়। তো ইমেইলের জন্য বিধান চন্দ্র টিকাদার আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদীঘি থেকে। আর পাঠিয়েছেন মোবারক হোসেন ফনি।

তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরানের একজন পুরোনো শ্রোতা এবং পাসটুডে ডটকমের নিয়মিত পাঠক। বিভিন্ন ওয়েবসাইটে খবর পড়া আমার শখ। ওয়াই ফাই- এর বাইরে থাকলে আমি মোবাইল ডাটা ইউজ করে থাকি। আমার সিমটি থ্রিজি হওয়ার কারণে, অনেক সাইট ভিজিট করতে হিমশিম খেতে হয়। তবে আনন্দের বিষয় হচ্ছে, প্রিয় পার্সটুডে সব সময় খুবই দ্রুত গতিতে ওপেন হয়। এজন্য পার্সটুডে কর্তৃপক্ষকে প্রিয়জনের মাধ্যমে ধন্যবাদ জানাই।" 

গাজী আব্দুর রশীদ: পার্সটুডে দ্রুত ওপেন হয় জেনে ভালো লাগল। তো নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি পার্সটুডে ভিজিট করার জন্য মোবারক হোসেন ফনি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "৫ জুলাই রেডিও তেহরানের সান্ধ্যকালীন অধিবেশন শুনলাম। অনুষ্ঠানমালায় ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, দর্পন, কথাবার্তা, গল্প ও প্রবাদের গল্প এবং সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। সোহেল আহমেদ এবং রেজওয়ান হোসেনের উপস্থাপনায় সাপ্তাহিক দর্পণ অনুষ্ঠানে বিশ্বে ঘটে যাওয়া কিছু ঘটনার চমৎকার বিশ্লেষণ দারুণ উপভোগ্য ছিল। কথাবার্তা অনুষ্ঠানে সিরাজুল ইসলামের বিশ্লেষণ অনুষ্ঠানটিকে আলাদা মাত্রা দিয়েছে। এছাড়া, গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে পরিবেশিত একটি প্রাচীন গল্প বেশ উপভোগ্য ছিল।"

আশরাফুর রহমান: প্রতিদিন অনুষ্ঠান শোনার পর বর্ণনামূলক মেইল পাঠানোয় বিধান চন্দ্র সান্যাল আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে চেষ্টা করবেন আমাদের অনুষ্ঠানগুলোর ওপর বিষয়ভিত্তিক মতামত দিতে।

অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, খুলনার বর্ষীয়ান বেতার শ্রোতা ও সংগঠক মুনির আহম্মদের সঙ্গে। রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে তাঁকেসহ ৬ ছয়জন সিনিয়র শ্রোতাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন। সম্মাননার বিষয়ে অনুভূতি এবং ৪০ বছর পূর্তিতে রেডিও তেহরান সম্পর্কে তার মূল্যায়ন জানতে সম্প্রতি আমরা তাঁর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন-

 ইরানের মান্যবর রাষ্ট্রদূত জনাব আলী পিরির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন মুনির আহমেদ। পাশে আইআরআইবি ফ্যান ক্লাবের সভাপতি যুবরাজ চৌধুরী

আকতার জাহান: মুনির ভাই, আপনার মতো বর্ষীয়ান শ্রোতা-সংগঠককে সম্মানিত করে আইআরআইবি ফ্যান ক্লাবও সম্মানিত হয়েছে। তো আগামী আসরে আমরা আবারো আপনার সাথে কথা বলার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। আজকের আসরে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

গাজী আব্দুর রশীদ:  এবারের মেইলটি এসেছে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া থেকে। আর পাঠিয়েছেন, হারুন অর রশীদ। তিনি লিখেছেন, "রেডিও তেহরানের একটি শ্রেষ্ঠ অনুষ্ঠানের নাম রংধনু আসর। ইরানি প্রখ্যাত কবি জালাল উদ্দিন মুহাম্মদ রুমির মসনবীর গল্প গ্রন্থ থেকে বৃদ্ধ ও ডাক্তারের বার্ধক্য বিষয়ক গল্পটিকে আমার কাছে মনে হয় হয়েছে রংধনু আসরের সর্বশ্রেষ্ঠ গল্প। মাওলানা জালাল উদ্দিন রুমির বার্ধক্য বিষয়ক চমৎকার গল্পটি রংধনুকে অলংকৃত করেছে বিশেষভাবে। আশরাফুর রহমানকে বিশেষ ধন্যবাদ চমৎকার ও শিক্ষণীয় মুল্যবান গল্পে রংধনু আসর তৈরি করার জন্য।"

আশরাফুর রহমান: রংধনু আসর সম্পর্কে আপনার মতামত ভালো লাগল। তো শ্রোতাবন্ধু হারুন অর রশীদ, আশা করি চিঠি লিখা অব্যাহত রাখবেন।

বাংলাদেশের রাজধানী ঢাকার খিলগাঁও থেকে 'ইকো ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাব;-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ড. সালেহ মতীন পাঠিয়েছেন এবারের মেইলটি।

মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত ধারাবাহিক আলোচনা 'আসমাউল হুসনা' র প্রশংসা করে তিনি লিখেছেন, ‘আসমাউল হুসনা’ অনুষ্ঠানটি বাস্তবিকই ভিন্নধর্মী একটি বেতার পরিবেশনা। ইসলামী মূল্যবোধের মৌলিক আবহ অনুষ্ঠানটির নামের মধ্যেই খুঁজে পাওয়া যায়। অনেক শ্রোতাই পরবেশনাটি আমার মতো পছন্দের তালিকায় রেখেছেন।

এরপর গত ২ জুলাই থেকে ‘জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান’ নামে  শুরু হওয়া নতুন ধারাবাহিকের প্রশংসা করেছেন এ শ্রোতাবন্ধু। তবে ‘ইরান ভ্রমণ’ অনুষ্ঠানটি আবারো ফিরিয়ে আনার অনুরোধ করেছেন তিনি।

আকতার জাহান: ভাই সালেহ মতীন, 'ইরান ভ্রমণ' অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ায় 'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান' শীর্ষক অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হয়েছে। 'ইরান ভ্রমণ' অনুষ্ঠানটি যে শ্রোতাদের ভ্রমণপিপাসা মেটাতো তা আমরা বিভিন্ন সময় জেনেছি। আমরা চেষ্টা করব ইরান ভ্রমণবিষয়ক নতুন কোনো নতুন চালু করতে। তো, রেডিও তেহরানের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথদী থেকে। আর পাঠিয়েছেন ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি এম, এম, গোলাম সারওয়ার।

তিনি লিখেছেন, রেডিও তেহরানের প্রতি আমার এতটা ভালোবাসা যে, রেডিও তেহরান ছাড়া আমি আমার জীবনকে ভাবতে পারি না। রেডিও তেহরান আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। রেডিও তেহরানকে জীবনের সাথে এভাবে জড়িয়ে নেবার অনেকগুলো যুক্তিসঙ্গত কারণ আছে।

গাজী আব্দুর রশীদ:  কী কী কারণ আছে তা কি গোলাম সরোয়ার ভাই জানিয়েছেন?

আকতার জাহান: হ্যাঁ, তিনি এক এক করে সাতটি কারণ উল্লেখ করেছেন। কারণগুলো হলো-

আশরাফুর রহমান: ১. পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমার মাধ্যমে অধিবেশন শুরু, ২. বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ বিশ্ব সংবাদ ‌‌‌ও সংবাদ ভাষ্য, ৩. দক্ষ, অভিজ্ঞ, ইসলামী মনোভাবাপন্ন এবং শ্রোতাদের প্রতি আন্তরিক কলাকুশলী, ৪. শ্রোতাবান্ধব অনুষ্ঠান প্রচার ৫. অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং মজলুমের পক্ষে ন্যায্য কথা বলা, ৬. অভিশপ্ত ইহুদিবাদী ইসরাইল ও সাম্রাজ্যবাদী আমেরিকার অযৌক্তিক কর্মতৎপরতার বিরুদ্ধে সাহসিকতার সাথে মোকাবেলা করা এবং ৭. ইসলামী প্রজাতন্ত্র ইরানের মুখপাত্র হিসেবে বিশেষ করে সারা দুনিয়ার ইসলাম ও মুসলমানদের অভিভাবকের ভূমিকা পালন করে।

গাজী আব্দুর রশীদ:  রেডিও তেহরানকে পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নেওয়ার পেছনে চমৎকার কিছু কারণ উল্লেখ করলেন গোলাম সরোয়ার ভাই। চমৎকার চিঠিটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কয়েকজন ডিএক্সার বন্ধুর নাম-ঠিকানা জানিয়ে দেবো- যারা আমাদের কাছে শর্টওয়েভে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন
  • পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে রতন কুমার পাল
  • মুর্শিদাবাদের বারুইপাড়া থেকে মুহাম্মদ নাজিমউদ্দিন
  • বাংলাদেশের ঝিনাইদহ থেকে নজরুল ইসলাম
  • এবং জামালপুরের মাদারগঞ্জ থেকে হারুন অর রশীদ

আকতার জাহান: রিসিপশন রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি নাতে রাসুল। গানটির কথা, সুর ও শিল্পী কামরুজ্জামান রাব্বি। 

আশরাফুর রহমান: আপনারা নাতটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। কথা হবে আবারো আগামী আসরে।#

 

 

ট্যাগ