আগস্ট ২১, ২০২২ ১৫:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২১ আগস্ট রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • ছাত্রলীগ নেতার নির্যাতনের অভিযোগ তদন্তে কমিটির কাজ শুরু –দৈনিক প্রথম আলো
  • ২০০৪ সালে আমাকে শেষ করার পরিকল্পনা ছিল তাদের : প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • পররাষ্ট্রমন্ত্রী এমপি হয়েছেন কোন দলের টিকিটে, প্রশ্ন রিজভীর-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • আগামী নির্বাচনে জনপ্রিয়তার প্রমাণ হবে : কাদের- দৈনিক নয়াদিগন্ত
  • রমনার ওসির বিরুদ্ধে অনুসন্ধান তিন মাসে শেষ করতে নির্দেশ-দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:

  • সিবিআই-তৃণমূল ‘সেটিং’! কেন্দ্রীয় সরকারি সভায় হাজির হয়ে কলকাতায় বিস্ফোরক দাবি দিলীপের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • জেলে হঠাৎ অসুস্থ পার্থ, নিয়ে যাওয়া হল এসএসকেএমে -দৈনিক আজকাল
  • তালিবানের হাতে আটক মার্কিন পরিচালক, চোখ বেঁধে নিয়ে যাওয়া হল গোপন স্থানে-দৈনিক সংবাদ প্রতিদিন

 এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ছাত্রলীগ নেতার নির্যাতনের অভিযোগ তদন্তে কমিটির কাজ শুরু –দৈনিক প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কক্ষে আটকে রেখে ছাত্রলীগ নেতার মারধর ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তিন সদস্যের ওই কমিটির কাজ শুরুর বিষয়টি আজ রোববার প্রথম আলোকে জানিয়েছেন কমিটির আহ্বায়ক সহকারী প্রক্টর এবং তড়িৎ ও বৈদ্যুতিক প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান।

আরিফুর রহমান বলেন, তাঁদের তদন্ত মূলত শুক্রবার থেকে শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আজ থেকে পুরোদমে কাজ শুরু করেন তাঁরা। ইতিমধ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে বাদী ও বিবাদীকে চিঠি পাঠানো হয়েছে। চিঠি আজকের মধ্যে তাঁদের কাছে পৌঁছাবে।

তদন্ত কমিটিতে সদস্য হিসেবে আরও আছেন সহকারী প্রক্টর ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আল মামুন এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জহুরুল আনিস।

২০০৪ সালে আমাকে শেষ করার পরিকল্পনা ছিল তাদের : প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৪ সালে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল তারা। ২১ আগস্ট হামলার সময় মেজর ডালিম ও রশিদ বাংলাদেশে ছিল। তারা যখন দেখল আমি মরিনি তারা দেশ ছেড়ে চলে গেল।  

আজ রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা শেষে আলোচনা সভা এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর ১৫ আগস্ট শুধু রাষ্ট্রপতিকেই হত্যা করা হয়নি, হত্যা করেছে পুরো পরিবারকে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের জন্য তিনি কাজ করেছেন। তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছিল এবং হত্যা করেছে।  

আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে সারাদেশে নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন শুরু হলো। পাকিস্তানি সেনারা যেভাবে নির্যাতন করেছিল ঠিক সেভাবেই অত্যাচার-নির্যাতন শুরু হয়েছিল আমাদের নেতাকর্মীদের ওপর। একজন বিদেশি রাষ্ট্রদূতের ওপর ট্রেনে হামলা হলো। এটা কতটা ন্যক্করজনক একটি রাষ্ট্রের জন্য। আমরা এগুলো নিয়ে সমাবেশ করলাম।

রমনার ওসির বিরুদ্ধে অনুসন্ধান তিন মাসে শেষ করতে নির্দেশ-দৈনিক যুগান্তর

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ওসি মনিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান তিন মাসের মধ্যে শেষ করতে হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। মনিরুল ইসলামের বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে করা রিটটি নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়। ওসি মনিরুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

৫ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘ঢাকায় ওসির আটতলা বাড়িসহ বিপুল সম্পদ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে ওসি মনিরুল ইসলামের বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধান নির্দেশনা চেয়ে ১০ আগস্ট রিটটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক। 

পররাষ্ট্রমন্ত্রী এমপি হয়েছেন কোন দলের টিকিটে, প্রশ্ন রিজভীর-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যদি আওয়ামী লীগের কেউ না হয়ে থাকেন। তাহলে তিনি সিলেট মহানগর থেকে কোন দলের টিকিটে এমপি হয়েছেন-এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে এ প্রশ্ন করেন রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সেপ্টেম্বর ভারত যাচ্ছে ক্ষমতায় থাকার ধর্না দিতে। আব্দুল মোমেন তার পটভূমি রচনা করে এসেছেন। এখন আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা বলছেন সে আওয়ামী লীগের কেউ না। কিন্তু তিনি সিলেট মহানগর থেকে এমপি হয়েছেন কোন দলের টিকিটে? ওবায়দুল কাদের অনুমোদিত সিলেট মহানগর আওয়ামী লীগের ১ নম্বর সদস্য কে? কিন্তু দেশবাসী সহ আমরা সকলেই জানি তিনি এ কে আব্দুল মোমেন। তার উক্ত বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে দেননি। তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদটি ব্যবহার করেই বক্তব্য দিয়েছেন।

আগামী নির্বাচনে জনপ্রিয়তার প্রমাণ হবে : কাদের- দৈনিক নয়াদিগন্ত

আগামী নির্বাচনে কার জনপ্রিয়তা বেশি, তা প্রমাণ হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সামনে নির্বাচন, অপেক্ষা করুন। কে কত জনপ্রিয় প্রমাণ হবে। অপেক্ষা করুন, বাংলাদেশের মানুষ কী চায় প্রমাণ হয়ে যাবে।’ তিনি বলেন, ‘৭৫-এর পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতা।’

আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা সমাবেশ করেন, মানুষ সাড়া দেয় না কেন? এর কারণ শেখ হাসিনার জনপ্রিয়তা।’ ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার কথা স্মরণ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সেদিন পাঁচ শ’ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছিলেন। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের অনেকেই এসেছেন এখানে। বঙ্গবন্ধুকন্যা তাদের খোঁজখবর রেখেছেন। তিনি তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।’

সিবিআই-তৃণমূল ‘সেটিং’! কেন্দ্রীয় সরকারি সভায় হাজির হয়ে কলকাতায় বিস্ফোরক দাবি দিলীপের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

ফের দলকে অস্বস্তিতে ফেললেন দিলীপ ঘোষ। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে তৃণমূলের হাতেই অস্ত্র তুলে দিলেন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ রবিবার বলেন, ‘‘সিবিআইয়ের একটি অংশের সঙ্গে ‘সেটিং’ হয়ে গিয়েছিল তৃণমূল নেতাদের। সেটা বুঝতে পেরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।’’ এই খবর কেন্দ্রীয় সরকার সূত্রে জানতে পেরেছেন বলেও দাবি করেছেন দিলীপ। এমন মন্তব্য আবার করেছেন কেন্দ্রীয় সরকারেরই একটি অনুষ্ঠানে হাজির হয়ে।

সোমবার কলকাতায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একটি অনুষ্ঠান ছিল ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স’ (আইসিসিআর)-এর সভাকক্ষে। ‘দেশভাগের আতঙ্ক’ সংক্রান্ত একটি প্রদর্শনী ও আলোচনাসভায় বক্তৃতা করতে গিয়ে নিজের থেকেই সিবিআই প্রসঙ্গ টেনে আনেন দিলীপ। বলেন, ‘‘সিবিআইয়ের কোনও কোনও আধিকারিক বিক্রি হয়ে যায়। কেউ লাখে, কেউ কোটি কোটিতে।’’ সিবিআই-এর মধ্যে এমনটা যে ঘটেছে সেই ‘ইঙ্গিত পেয়ে’ই রাজ্যে বিভিন্ন মামলার তদন্তে কেন্দ্র ইডিকে তৎপর হতে নির্দেশ দিয়েছে বলে দাবি করেন দিলীপ। একই সঙ্গে দাবি করেন, সিবিআইয়ের মতো ইডির আধিকারিকদের ‘সেটিং’ করা যাচ্ছে না বলেই তৃণমূলের অনেক নেতা আতঙ্কিত।

জেলে হঠাৎ অসুস্থ পার্থ, নিয়ে যাওয়া হল এসএসকেএমে -দৈনিক আজকাল

জেলে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএমে। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবেন। সূত্রের খবর, পার্থর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে, শ্বাসকষ্ট রয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছে পার্থকে। শনিবার দুপুরে তিনি সেলের ভিতরে অসুস্থ হয়ে পড়েন। প্রেসিডেন্সি জেলের ‘পহেলা বাইশ’ ওয়ার্ডের ২ নম্বর সেলে রাখা হয়েছে পার্থকে। সংশোধানাগারে যাওয়ার পর পার্থর পা ফুলে গিয়েছিল। হাঁটাচলা কমে যাওয়ার জন্যই এই সমস্যা বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিছুদিন আগে প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থকে দেখতে গিয়েছিল এসএসকেএমের চিকিৎসকদের একটি দল।জেল সূত্রে জানা গেছে, ইদানিং নিজের সেলেই থাকছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটাচ্ছিলেন। নিয়মিত চলছিল শারীরিক পরীক্ষা। শনিবার দুপুরে আচমকাই অসুস্থ বোধ করেন পার্থ। শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই পার্থকে বিশেষ নিরাপত্তায়, ৩ টি কনভয়–সহ নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে পার্থর একাধিক পরীক্ষা হবে। পরিস্থিতি বুঝে হাসপাতালেও ভর্তি করা হতে পারে পার্থকে। 

তালিবানের হাতে আটক মার্কিন পরিচালক, চোখ বেঁধে নিয়ে যাওয়া হল গোপন স্থানে-দৈনিক সংবাদ প্রতিদিন

মার্কিন (US) সাংবাদিক ও চিত্র পরিচালক আইভর শিয়ারার এবং আফগান (Afghanistan) প্রযোজক ফৈজুল্লা ফয়েজবক্সকে আটক করল তালিবান। নিউইয়র্কের এক সংবাদমাধ্যমের তরফে তালিবদের (Taliban) কাছে আবেদন জানানো হয়েছে, জেহাদিরা যেন দ্রুত ওই দু’জনকে মুক্তি দেয়।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত ১৭ আগস্ট কাবুলের শেরপুরে শুটিং করছিলেন দুই ব্যক্তি। উল্লেখ্য, এখানেই মার্কিন ড্রোন হামলায় মারা যায় আল কায়দার শীর্ষনেতা জওয়াহিরি। ওই এলাকায় অনেক নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল। তারা তাঁদের ওয়ার্ক পারমিট, আইডি কার্ড, পাসপোর্ট ও অন্যান্য নথি যাচাই করে দেখে। তারপর তাঁদের ঘণ্টা দুয়েক আটকে রাখে তারা। সেই সময় তাঁদের ‘মার্কিন চর’ বলে উল্লেখ করছিল ওই রক্ষীরা। এর মধ্যেই খবর যায় তালিবান গোয়েন্দাদের কাছে। সঙ্গে সঙ্গে ৫০ জন সশস্ত্র তালিবান সেখানে হাজির হয়। তারা মার্কিন পরিচালক ও আফগান প্রযোজকের চোখ বেঁধে গোপন স্থানে নিয়ে যায় বলে দাবি করেছেন সেখানে উপস্থিত অন্য সাংবাদিকরা।

পার্সটুডে/বাবুল আখতার/২১

ট্যাগ