আগস্ট ২৩, ২০২২ ১৭:০৪ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আয়োজন 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি রেজওয়ান হোসেন, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) বলেছেন, "যে ব্যক্তি জ্ঞানীদের সাথে চলাফেরা করে সে ব্যক্তিত্বসম্পন্ন হয়, যে ব্যক্তি নীচদের সাথে চলাফেরা করে সে অপমানিত হয়। আর যে ব্যক্তি মানুষের সাথে নির্বোধের মতো আচরণ করে সে বদনাম কুড়ায়।"

আকতার জাহান: খুবই মূল্যবান একটি বাণী শোনালেন আশরাফ ভাই। আমরা সবাই যেন জ্ঞানীদের সাথে চলাফেরার অভ্যাস গড়ে তুলতে পারি- এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর সদরের আলমবারী রেডিও ক্লাব থেকে কবির আল চপল পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি। ২৭ জুলাইয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, "রেডিও তেহরান বাংলা বিভাগের আজকের অনুষ্ঠান শুনলাম। পবিত্র কুরআন তিলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, স্বাস্থ্যকথা, কথাবার্তাকুরআনের আলো শুনে মুগ্ধ হলাম। আমি মনে করি- সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ প্রচারে রেডিও তেহরান সবার চাইতে এগিয়ে। বিশ্বের নানা ঘটনার সঠিক নিউজ জানার একমাত্র সঠিক মাধ্যম হলো রেডিও তেহরান। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।"

চিঠির শেষাংশে তিনি জানতে চেয়েছেন, ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র থেকে এখনো কিশোর নিউজ লেটার প্রকাশিত হয় কিনা?

আশরাফুর রহমান: ভাই কবির আল চপল, বিগত কয়েক বছর ধরে কিশোর নিউজলেটার আলাদাভাবে প্রকাশ করা হয় না। নিউজলেটারের ভেতরই কিশোর  নিউজলেটারের জন্য কয়েকটি পৃষ্ঠা বরাদ্দ রাখা হয়। ইমেইলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বন্ধন এন্ড লাকি শ্রোতা সংঘ থেকে। আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি নজরুল ইসলাম পাঠিয়েছেন।

তিনি লিখেছেন, গত ২১ জুলাই তারিখে প্রচারিত রংধনু অনুষ্ঠানটি সার্বিক বিচারে স্বার্থকতায় পরিপূর্ণ ছিল। হযরত আলী (আ.)-এর বীরত্ব ও মহানুভবতা নিয়ে বিস্তর আলোচনা ও তথ্যের সমাবেশ অনুষ্ঠানটিকে প্রথম শ্রেণীর কাতারে নিয়ে গেছে বলে আমার বিশ্বাস। এত সংক্ষিপ্ত সময়ে এত বেশি তথ্যের সমারোহ সব শ্রোতাই মনে হয় লুফে নিয়েছে। শিশু-কিশোরসহ আমরা সবাই হযরত আলী (আ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবন চলার পথকে সুগঠিত করব- এই হোক আমাদের প্রত্যাশা।"

রেজওয়ান হোসেন: হযরত আলী (আ.)-এর বীরত্ব ও মহানুভবতা নিয়ে প্রচারিত রংধনু আসরটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। সুন্দর মতামতের জন্য নজরুল ইসলাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিম উদ্দিন পাঠিয়েছেন ৫টি ইমেইল। একটিতে তিনি লিখেছেন, "গত ২৫ শে জুলাই সোমবারের সাপ্তাহিক পরিবেশনায় আরও একটি জমজমাট প্রিয়জনের আসর উপহার পেলাম। অনুষ্ঠানে খুলনার বয়োজ্যেষ্ঠ শ্রোতা মুনির সাহেবের সাক্ষাৎকার শুনে কী যে ভালো লাগল- তা লিখে বোঝাতে পারব না। সাক্ষাৎকারে এটা জেনে ভীষণ ভালো লাগল যে, তিনি আমার ও নজরুল ভাইয়ের উৎসাহে আবারও রেডিও তেহরান শোনা শুরু করেছেন। এটা আমার জন্যে একটা বিরাট বড় প্রাপ্তি।"   

চিঠির শেষাংশ নাজিম ভাই ইরানি ধ্রুপদী সংগীতের দিকপাল শিল্পী 'আলী রেজা ইফতেকারি'র একটি ফার্সি গান শোনানোর অনুরোধ জানিয়েছেন।

আকতার জাহান: 'আলী রেজা ইফতেকারি'র একটি ফার্সি গান আজকের আসরের শেষ দিকে বাজিয়ে শোনানোর চেষ্টা করব। তো প্রিয়জন সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য নাজিমউদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথদী গ্রাম থেকে এম, এম, গোলাম সারওয়ার পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী চেতনার প্রচার মাধ্যম। আল্লাহর অশেষ রহমত আর রেডিও তেহরানের বলিষ্ঠ প্রচারণার কারণেই ইরানে ইসলামী বিপ্লবের বিজয় ত্বরান্বিত হয়েছে। ইসলামী বিপ্লবের মতো মহান ও দামি বিষয় বিশ্ববাসীকে জানানোর জন্যই রেডিও তেহরান আমাদের কাছে দামি ও প্রিয় থেকে প্রিয়তর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী চেতনাকে আমি মনেপ্রাণে লালন করি। আমি নিজেকে ইরানের ইসলামী বিপ্লবের মহানায়ক, মরহুম হযরত আয়াতুল্লাহ খোমেনি (রহ.)-এর একজন আধ্যাত্মিক সন্তান মনে করি।"

আশরাফুর রহমান: ইরানের ইসলামী বিপ্লব, বিপ্লবের নেতা ইমাম খোমেনী (রহ.) এবং রেডিও তেহরান সম্পর্কে গোলাম সারওয়ার ভাইয়ের লেখাটির কিছু অংশ তুলে ধরা হলো। তার পুরো লেখাটি আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আগ্রহীরা পড়ে নিতে পারেন। তো চমৎকার লেখাটির জন্য গোলাম সরোয়ার ভাই- আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, "২২ জুলাই সান্ধ্য অধিবেশনে 'সুন্দর জীবন' অনুষ্ঠানে সময় ব্যবস্থাপনা সম্পর্কে একটি অত্যন্ত সময়োপযোগী এবং অতুলনীয় পরিবেশনা উপহার পেলাম। তথ্যে ভরপুর এই অনুষ্ঠানটি শুনে অত্যন্ত আনন্দ এবং প্রশান্তিও অনুভব করেছি। জীবনকে সঠিকভাবে পরিচালিত করার জন্য এরকম অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। এরকম জীবনমুখী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগ কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।"

রেজওয়ান হোসেন: সুঅভ্যাগ গড়ার উপায় নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান 'সুন্দর জীবন' সম্পর্কে চমৎকার মতামতের জন্য মনীষা রায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য পরিবেশনা সম্পর্কেও লিখবেন।

বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব এক বাংলাদেশি শ্রোতার সঙ্গে। টেলিফোনের অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন প্রথমেই তার পরিচয় জানা যাক 

রেজওয়ান হোসেন: বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়ার জাগো রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি হারুন অর রশীদ পাঠিয়েছেন এবারের চিঠিটি।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের শ্রোতা হওয়ার কারণে আমি সব দিক থেকেই লাভবান। আমি সংবাদের মাধ্যমে সমগ্র বিশ্বের সত্য সংবাদ শুনে আপডেট থাকি। নীতি-নৈতিকতা ও ইসলামের নানা দিক সমন্ধে জেনে নিজের ঈমানকে শাণিত করি। নিজ দেশের পাশাপাশি ইরানের চমৎকার ও মনোমুগ্ধকর সংস্কৃতি, সাহিত্য ও কৃষ্টি সমন্ধে জেনে সমৃদ্ধ হই। দেশ-বিদেশের নানা পত্রলেখক বন্ধুদের সাথে সৌহার্দ্য ও সহমর্মিতায় পাশাপাশি থেকে আত্মিক আনন্দে তৃপ্ত হই। তাছাড়া রেডিও তেহরান থেকে প্রচারিত কিছু অনুষ্ঠান থেকে মহামূল্যবান তথ্য ও বিনোদনের মাধ্যমে জীবন গঠনের চমৎকার রসদ পাই যা আমাকে সুখের সোনালী সোপানে পৌঁছাতে সাহায্য করে। তেমনই একটি অনুষ্ঠান হলো রংধনু আসর।"   

আকতার জাহান: রেডিও তেহরান সম্পর্কে বরাবরের মতোই চমৎকার ভাষায় মন্তব্য করার জন্য হারুন অর রশীদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে মুহাম্মদ হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি।

রেডিও তেহরানের ধারাবাহিক অনুষ্ঠান 'সুখের নীড়'র প্রশংসা করে তিনি লিখেছেন, "সুখের নীড় অনুষ্ঠানে ইরানের ছোট ও আধুনিক পরিবারগুলো কথাসহ সামাজিক প্রেক্ষাপটে সাজানো জ্ঞানবর্ধক ও উপকারী আলোচনা আমাকে ভীষণভাবে সমৃদ্ধ করে চলেছে প্রতিনিয়ত। বাস্তবসম্মত ও আকর্ষণীয় আলোচনাটি উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।"

আশরাফুর রহমান:  দীর্ঘ বিরতির পর আমাদের একটি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে ইমেইল পাঠানোয় হাফিজুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের পাবনা জেলার আতাইকুলার থানার নন্দনপুর গ্রাম থেকে। আর পাঠিয়েছেন আল জায়েদ ইসলাম জসিম

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের ফেসবুক পেজে যদি কেউ লাইক দিতে চায় তাহলে একটু সমস্যা দেখায়‌। এ অবস্থায় নতুন একটি পেইজ খুলে লাইভ অনুষ্ঠান প্রচারের প্রস্তাব করছি। সেইসাথে বর্তমান পেইজে যে সমস্যাটি রয়েছে তা দ্রুত সমাধান করার জন্য অনুরোধ করছি।"

রেজওয়ান হোসেন: ভাই জসিম, আপনি নিশ্চয়ই জানেন যে, ফেসবুক কর্তৃপক্ষ রেডিও তেহরানের অফিসিয়াল পেইজটি সম্প্রতি বন্ধ করে দিয়েছে এবং বর্তমান পেইজটিও কমিউনিটি স্ট্যান্ডার্ড লংঘনের কথিত অভিযোগে সীমাবদ্ধতা আরোপ করেছে। আমরা চেষ্টা করছি সমস্যাগুলোর সমাধান করতে। যদি সম্ভব না হয় তাহলে আমাদের নতুন পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। পেইজটির ঠিকানা হচ্ছে-

facebook.com/ParsTodayBangla

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের সিনিয়র শ্রোতা বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন শেষ মেইলটি। তিনি লিখেছেন, আজ ২৮ জুলাই রেডিও তেহরানের সান্ধ্যকালীন অধিবেশনে আশরাফুর রহমানের গ্রন্থনায় গাজী আব্দুর রশীদ এবং আক্তার জাহানের উপস্থাপনায় শিশু-কিশোরদের অনুষ্ঠান রংধনুতে এক জ্ঞানী শাসকের গল্প, ছড়া গান এবং বাংলাদেশের এক শিশুর আলাপচারিতা সব মিলিয়ে এক সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম। এছাড়া, বাবুল আখতারের উপস্থাপনায় কথাবার্তা অনুষ্ঠানে সিরাজুল ইসলামের বিশ্লেষণ অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা দিয়েছে দিয়েছে।

আকতার জাহান: নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানিয়ে ইমেইল পাঠানোয় বিধান চন্দ্র সান্যাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কয়েকজন ডিএক্সার বন্ধুর নাম-ঠিকানা জানিয়ে দেবো- যারা আমাদের কাছে শর্টওয়েভে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন
  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বারুইপাড়া থেকে মুহাম্মদ নাজিমউদ্দিন
  • বাংলাদেশের ঝিনাইদহ থেকে নজরুল ইসলাম
  • জামালপুরের মাদারগঞ্জ থেকে হারুন অর রশীদ
  • রাশিয়া থেকে ইভান জেলেনয়ি
  • এবং জাপান থেকে হিটোশি সুগিও

আশরাফুর রহমান: শর্টওয়েভে কষ্ট করে অনুষ্ঠান শোনার পাশাপাশি শ্রবণমান রিপোর্ট  পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে মুর্শিদাবাদের শ্রোতা নাজিমউদ্দিন ভাইয়ের একটি অনুরোধের গান

রেজওয়ান হোসেন: শ্রোতাবন্ধুরা, আপনারা ইরানি শিল্পী 'আলী রেজা ইফতেকারি'র কণ্ঠে  ফার্সি গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। 

 পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

ট্যাগ