আগস্ট ৩০, ২০২২ ২০:৪৮ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: বরাবরে মতো আজকের আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমেনীন ইমাম আলী (আ.) বলেছেন, "যে ব্যক্তি দুনিয়ায় তার যতটুকুতে চলে তা নিয়ে সন্তুষ্ট থাকে, তার জন্য ঐ জিনিসের সামান্যতম যা থাকে তা-ই যথেষ্ট হয়। আর যে ব্যক্তি তার যতটুকুতে চলে তাতে সন্তুষ্ট থাকে না তার জন্য দুনিয়ায় এমন কিছু নেই যে, তা যথেষ্ট হবে।"

আকতার জাহান: আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করব- এ আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের আজকের আসরের দিকে।

বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শাপলা শর্টওয়েভ রেডিও লিসেনার্স ক্লাব থেকে। আর পাঠিয়েছেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার।

শোকাবহ মহররম উপলক্ষে সবাইকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে চিঠিটি শুরু করেছেন তিনি। এরপর লিখেছেন, "রেডিও তেহরান থেকে প্রচারিত 'স্বাস্থ্যকথা' আমার কাছে অন্যান্য অনুষ্ঠানের মতোই একটি প্রিয় অনুষ্ঠান। এতে গত কয়েক পর্ব থেকে আমরা শুনছি বিশেষজ্ঞ ডাক্তার মোবাশ্বের হাসান মাসুম-এর সাক্ষাৎকারভিত্তিক আলোচনা। তিনি দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত রোগীর ব্যথার ধরণ, লক্ষণ ও কারণ নিরূপণ করে এর নিরাময় বা চিকিৎসা পদ্ধতি হিসেবে প্যালিয়েটিভ কেয়ারের কার্যকারিতা নিয়ে আলোচনা করেছেন। এমন জ্ঞানগর্ভ ও তথ্যপূর্ণ আলোচনা উপহার দেয়ার জন্য জনাব ডা. মাসুম সাহেবকে জানাই অসংখ্য ধন্যবাদ।"  

নাসির মাহমুদ: স্বাস্থ্যকথা অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক মোবাশ্বের হাসান মাসুম-এর আলোচনাটি ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। তো চিঠি লিখে নিজের অনুভূতি জানানোয় আব্দুল কুদ্দুস ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া শিমুলিয়া থেকে জাকির হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি।

আশরাফুর রহমান: জাকির ভাই মনে হয় কয়েক মাস পর মেইল পাঠালেন!

নাসির মাহমুদ: আপনি ঠিকই লক্ষ্য করেছেন। তবে চিঠি না লিখলেও জাকির ভাই অনুষ্ঠান শোনেন নিয়মিতই।

আকতার জাহান: তো আজকের মেইলে এ শ্রোতাবন্ধু কী লিখেছেন?                                                                                             

নাসির মাহমুদ: জাকির হোসেন ভাই লিখেছেন, "আমার বেতার জগতে আগমন আশির দশকে। রেডিও তেহরান ১৯৮২ সালে বাংলা অনুষ্ঠান সম্প্রচার শুরু করলেও আমি শুরু করি ৮০ দশকের শেষে। চলার পথে অনেক বাধা-বিপত্তি, সাংসারিক ব্যস্ততায় কারণে নিয়মিত রেডিও শুনলেও সবসময় চিঠি লিখা সম্ভব হয়ে ওঠে না।"

জাকির ভাই আরও লিখেছেন, 'ক্ষুধা নিবারণের জন্য দরকার অন্ন আর মনের খোরাক জোগানোর জন্য রেডিও তেহরান।'

আশরাফুর রহমান: রেডিও তেহরান সম্পর্কে জাকির ভাইয়ের চমৎকার মূল্যায়ন আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আশা করি আবারো লিখবেন।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা খোঁচাপাড়া থেকে। আর পাঠিয়েছেন আলী আহম্মেদ আরিফ পাঠিয়েছেন। তিনি লিখেছেন, "৩১ জুলাই তেহরান বেতার থেকে প্রচারিত বিশ্বসংবাদ, দৃষ্টিপাত এবং শোকাবহ মহররম উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠান ভালো লেগেছে। আর আসমাউল হুসনা অনুষ্ঠানে মহান আল্লাহর নাম 'সুবহান' সম্পর্কে আলোচনাটি থেকে অনেক অজানা তথ্য জানতে পেরেছি। এত সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ।"

আকতার জাহান: নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনে মতামত জানানোয় আলী আহম্মেদ আরিফ ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

নাসির মাহমুদ: বিরতির পর আবারো নজর দিচ্ছি ইমেইলের ইনবক্সে। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ছোট জামবাড়িয়া থেকে মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা পাঠিয়েছেন দুটি মেইল। একটিতে তিনি লিখেছেন, "আমার কাছে রেডিও তেহরানের সকল অনুষ্ঠানই ভালো লাগে। তবে প্রতি সোমবারের 'প্রিয়জন' আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠান থেকে অনেক জানা অজানা বিষয়ে জানা যায় এবং দেশ-বিদেশের অনেক নতুন পুরাতন শ্রোতার সাথে পরিচিত হওয়া যায়। তাই 'প্রিয়জন' অনুষ্ঠান যেন কোন সপ্তাহেই বাদ না যায় সেদিকে নজর দিবেন।"

আশরাফুর রহমান: প্রিয়জন অনুষ্ঠান কোনো সপ্তাহে বাদ যাক- তা কিন্তু আমরাও চাই না। কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ অনুষ্ঠান থাকলে অনেকসময় বাধ্য হয়ে অনুষ্ঠান সূচি থেকে প্রিয়জন বাদ দিতে হয়। আশা করি বাস্তবতা উপলব্ধি করবেন।

নাসির মাহমুদ: আব্দুল হাকিম ভাইয়ের চিঠি কিন্তু এখনও শেষ হয়নি। তিনি একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন- ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়ন সব সময় বিরাজমান। এর মূল কারণ কি?

আকতার জাহান: খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আব্দুল হাকিম ভাই। প্রশ্নটির উত্তর দিচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ড. সোহেল আহম্মেদ। 

আশরাফুর রহমান: ইরান-মার্কিন সম্পর্ক নিয়ে আব্দুল হাকিম ভাইয়ের প্রশ্নের চমৎকার উত্তর দেওয়ার জন্য সোহেল আহম্মেদকে অসংখ্য ধন্যবাদ।

এবারের মেইলটি এসেছে ভারতের নয়াদিল্লি থেকে আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা জয়ন্ত চক্রবর্তী। 

তিনি শোকাবহ আশুরা দিবসের তাৎপর্য তুলে ধরতে গিয়ে লিখেছেন, "মহররমের দশম দিনটি আশুরা নামে পরিচিত, যেদিন কারবালার যুদ্ধে হুসাইন ইবনে আলী শহীদ হয়েছিলেন। ওইদিন ইয়াজিদের নির্দেশে ইমাম হোসেন, তাঁর পরিবারের সদস্য এবং অনুসারীদের নিষ্ঠুরভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এই ধরনের নিষ্ঠুরতা এবং সভ্য সমাজে ধর্মীয় নিপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।"

নাসির মাহমুদ: একটি ঐতিহাসিক বিষয়ে চমৎকার মতামতের জন্য জয়ন্ত চক্রবর্তী আপনাকে অসংখ্য ধন্যবাদ।   

বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, "ইমাম সাজ্জাদ (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রচারিত অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। এ অনুষ্ঠান থেকে আমরা ইমাম সাজ্জাদ অর্থাৎ জয়নাল আবেদীন (আ.)-এর সাহসিকতা ও মানবিকতা সম্পর্কে জানতে পেরেছি।  অনুষ্ঠানের পরতে পরতে ইয়াজিদের নৃশংসতা ও কপটতা ফুটে উঠেছে। বর্তমান যুগেও অনেক মুসলিম দেশে ইয়াজিদের মত কপট ও লোভী শাসক রয়েছে। তাদের কারণে মুসলিম উম্মাহ এক কাতারে আসতে পারছে না। আমরা এসব লোভী ও কপট শাসকদেরকে তাদের কপটতা পরিত্যাগ করে ইসলামের ন্যায়ের পথে, আহলে বাইতের দেখানো পথে ফিরে আসার আহ্বান জানাই।"

আকতার জাহান: সময়োপযোগী আহ্বানটির জন্য শাহাদত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথদী থেকে এম এম গোলাম সারওয়ার পাঠিয়েছেন পরের মেইলটি।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান মিডিয়ার জগতে আল্লাহর নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করার একমাত্র মাধ্যম হলো নিয়মিত রেডিও তেহরানের বিভিন্ন ধরনের বাংলা অনুষ্ঠান শোনা এবং নিয়মিত চিঠি লিখে, ইমেইল করে বা অন্য মাধ্যমে সুচিন্তিত মতামত, পরামর্শ ও গঠনমূলক সমালোচনা লিখে পাঠানো। বিশেষ দিবসে রেডিও তেহরানের বিশেষ বিশেষ অনুষ্ঠান আমাকে মুগ্ধ করে। আশুরা উপলক্ষে যে তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান শুনলাম তা সত্যিই প্রশংসার দাবি রাখে।"

আশরাফুর রহমান: বিশেষ দিবস উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানমালা আপনাকে মুগ্ধ করে জেনে আমাদেরও ভালো লাগছে। চিঠি ও মতামতের জন্য গোলাম সারওয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই জেনেছেন যে, রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় জুলাই মাসে ‘শ্রেষ্ঠ শ্রোতা’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বন্ধন অ্যান্ড লাকি শ্রোতা সংঘের সভাপতি নজরুল ইসলাম। শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ার পর তার কেমন অনুভূতি হয়েছিল তা জানব একটি অডিও বার্তায়। 

নাসির মাহমুদ: চমৎকার অনুভূতি ও শ্রোতাদের প্রতি সময়োপযোগী আহ্বানের জন্য নজরুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিমউদ্দিন পাঠিয়েছেন আসরের পরের ইমেইলটি।

তিনি লিখেছেন, "গত ১১ আগস্ট বৃহস্পতিবারের সাপ্তাহিক পরিবেশনা ‘রংধনু আসর’-এর আরও একটি অত্যন্ত সময় উপযোগী পর্ব শুনলাম। এই আসরে ইমাম হুসেইন (আ.) এবং তার ভাতিজা অর্থাৎ হযরত ইমাম হাসান (আ.)-এর পুত্র হযরত কাসেমের অনন্য ভালোবাসা ও আত্মত্যাগের কাহিনি চোখে পানি এনে দিল। পুরো অনুষ্ঠানজুড়ে শোকের আবহ, যন্ত্র সংগীতের করুণ সুরের মূর্ছনায় এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছিল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইরানের নাসিমে রাহমাত শিল্পীগোষ্ঠীর শিশু-কিশোরদের কণ্ঠে সুন্দর একটি গান শুনলাম যা উৎসর্গ করা হয়েছে শহীদদের নেতা ইমাম হুসাইন (আ.)-কে।”

আকতার জাহান: একই অনুষ্ঠান সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মন্তব্য করেছেন বাংলাদেশের নওগাঁ সদরে সান্তাহারের সিনিয়র শ্রোতা খোন্দকার রফিকুল ইসলাম।

তিনি লিখেছেন, “কারবালায় চাচা-ভাতিজার অনন্য ভালোবাসা শীর্ষক কাহিনিটি আমার ভীষণ ভালো লেগেছে। কারবালার এই লোমহর্ষক কাহিনিটি আমাদের বারবার শিহরিত করে তোলে, মেরুদণ্ডের শিরদাঁড়াও জাগিয়ে ওঠে ক্ষণে ক্ষণে। আমি এই সুন্দর, সাবলীল, বস্তুনিষ্ট ও তথ্যসমৃদ্ধ অনুষ্ঠানের প্রশংসা করতেই থাকব।”

আশরাফুর রহমান: শোকাবহ মহররম উপলক্ষে রংধনু আসরের বিশেষ অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। তো চমৎকার মতামতের জন্য নাজিমউদ্দিন ভাই ও খোন্দকার রফিকুল ইসলাম ভাই আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।

তো, শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তিস্বীকার করছি, সময়ের অভাবে যাদের চিঠির উত্তর দেওয়া আজকের আসরে সম্ভব হচ্ছে না।

  • ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দ মোহন বাইন
  • বিধান চন্দ্র সান্যাল, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে।
  • চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে শামীম উদ্দিন শ্যামল
  • হরিদাস রায়, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে
  • গোপালগঞ্জের জলিরপাড় থেকে বিধান চন্দ্র টিকাদার।
  • এবং এম. শামসুল ইসলাম, বগুড়ার শিবগঞ্জ থেকে।

নাসির মাহমুদ: চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি কবিতা। কবি জসিম উদ্দিনের লেখা প্রতিদান কবিতাটি আবৃত্তি করেছেন জনপ্রিয় বাচিকশিল্পী শিমুল মুস্তফা। 

আকতার জাহান: কবিতাটি শুনলেন। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সকল আয়োজন এক এক করে ফুরিয়ে এল। আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনায় গুটিয়ে নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর।#

 পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

ট্যাগ