সেপ্টেম্বর ০৪, ২০২২ ১৬:১৫ Asia/Dhaka
  • অবৈধ হাসপাতাল-ক্লিনিকসহ ৮৫০ প্রতিষ্ঠান বন্ধ

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৪ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • ‘প্রতিটি গুম খুনের বিচার হবে’-মানবজমিন
  • দুদকের অনুসন্ধান চট্টগ্রাম ওয়াসার ‘কোটিপতি’ গাড়িচালক-প্রথম আলো
  • সংখ্যালঘুরা হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় –যুগান্তর।
  • অবৈধ হাসপাতাল-ক্লিনিকসহ ৮৫০ প্রতিষ্ঠান বন্ধ -কালের কণ্ঠ
  • সারাদেশে ২০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে: মির্জা ফখরুল-নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন, অ্যাপ আনছে কলকাতা মেট্রো, কমবে হয়রানি –দৈনিক পূবের কলম
  • গরুপাচার কাণ্ডে বহরমপুরে সিআইডির হাতে গ্রেপ্তার খাটাল মালিক-আজকাল 
  • পাঁচ ঘণ্টা জ্যামে আটকে কর্মীরা, এক ধাক্কায় ২২৫ কোটি টাকা ক্ষতি তথ্যপ্রযুক্তি সংস্থার!-আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

১. সারা দেশে ২০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে: ফখরুল। দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনাম এটি। কী বলবেন আপনি?

২. ‘২০০৯ সাল থেকে এ পর্যন্ত ইসরাইল ৯০০০ ফিলিস্তিনি ঘরবাড়ি ভেঙে দিয়েছে’। ইহুদিবাদী ইসরাইলের এই তৎপরতাকে আপনি কীভাবে দেখেন?

বিস্তারিত সাক্ষাতকারটি শুুনুন এখানে

জি ধন্যবাদ জনাব শিরাজুল ইসলাম।

শ্রোতাবন্ধুরা এবারে কোলকাতার  দৈনিকগুলোর কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেয়া যাক।

টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন, অ্যাপ আনছে কলকাতা মেট্রো, কমবে হয়রানি শীর্ষক খবরে দৈনিক পূবের কলম পত্রিকা লিখেছে, ক্রমশই রুট বৃদ্ধি পাচ্ছে কলকাতা মেট্রোর। শিয়ালদহ মেট্রো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার চালু হতে চলেছে জোকা- তারাতলা মেট্রো। হয়ত পুজোর আগেই তার চাকা গড়াবে। তবে সমস্যা হচ্ছে যাত্রীর চাপ বাড়লেও সেভাবে নিয়োগ হয়নি কর্মীর। তাই স্টেশনগুলির টিকিট কাউন্টারের যাত্রীদের দীর্ঘ লাইন, উপচে পড়া ভিড় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সমস্যার সমাধানে এবার আ্যপ চালুর ভাবনাচিন্তা করছে মেট্রোকতৃপক্ষ। গুগল প্লে স্টোর থেকে এই আ্যপ ডাউনলোড করে অতি সহজেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। অযথা লাইনে দাঁড়ানো বা স্মার্টকাড রিচার্জের ঝক্কি কমবে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন আ্যপ ডাউনলোড করার পর যে ওটিপি আসবে সেটা দিয়ে কাটা যাবে টিকিট।

গরুপাচার কাণ্ডে বহরমপুরে সিআইডির হাতে গ্রেপ্তার খাটাল মালিক -শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, গরু পাচার মামলাতে শনিবার রাতে সিআইডি অফিসাররা জেনারুল শেখ নামে এক খাটাল মালিককে বহরমপুর থেকে গ্রেপ্তার করল।

তিন বছর আগে রঘুনাথগঞ্জ থানাতে দায়ের হওয়া একটি মামলাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। রবিবার জেনারুলকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়।

সিআইডি সূত্রে জানা গেছে, গরুপাচার চক্রের মূল পান্ডা এনামুল হক গ্রেপ্তার হওয়ার পর জঙ্গিপুর মহকুমায় কর্মরত কাস্টমস এবং বিএসএফ অফিসরাদেরকে 'ম্যানেজ' করে বাংলাদেশে গরু পাচারের কারবার চালাত জেনারুল। ২০১৯ সালে বড়শিমুল গ্রাম পঞ্চায়েত এলাকাতে একটি খাটাল চালানোর দায়িত্ব পায় জেনারুল।

গত প্রায় এক মাস আগে একটি গরুপাচার মামলার তদন্তভার হাতে নেওয়ার পর কয়েক দফাতে সিআইডির অফিসাররা মুর্শিদাবাদে এসে কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং খাটাল মালিকদের সাথে কথা বলেন। এই তালিকাতে জেনারুলও ছিল।

শনিবার সিআইডির তরফ থেকে জেনারুলকে জিজ্ঞাসাবাদের জন্য ফের একবার বহরমপুরে ডেকে পাঠানো হয়। সেখানে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির এক অফিসার নাম না প্রকাশের শর্তে জানান, গরুপাচারে কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রধান সক্রিয়ভাবে একসময় জড়িয়ে ছিলেন। এই তালিকাতে সিআইডির সন্দেহের তালিকাতে রয়েছেন রাঘুনাথগঞ্জে কাস্টমস অফিস সংলগ্ন এক পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। সূত্রের খবর ওই প্রাক্তন প্রধানের স্ত্রী শরিফা বিবি বর্তমানে দফরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান।

যদিও শারিফার স্বামী মঞ্জুর আলি গরুপাচারে তাঁর যোগ অস্বীকার করে বলেন, 'আমি কোনওদিন গরুপাচারের সাথে জড়িত ছিলাম না বা কোনও কাস্টমস অফিসারকে গরুপাচারের জন্য প্রভাবিত করিনি। আমার বিরুদ্ধে একটি মহল থেকে কুৎসা রটানোর চেষ্টা চলছে।'

 সিআইডি সূত্রে জানা গেছে, এক সময়ে মঞ্জুর আলির ওমরপুরের একটি টায়ারের দোকান থেকে বোমা এবং অস্ত্র উদ্ধার হয়েছিল। এছাড়াও জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে জেল খাটতে হয় তাঁকে।

পাঁচ ঘণ্টা জ্যামে আটকে কর্মীরা, এক ধাক্কায় ২২৫ কোটি টাকা ক্ষতি তথ্যপ্রযুক্তি সংস্থার!-শীর্ষক খবরে আনন্দ বাজার লিখেছে, এক দিনে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার ক্ষতি হল ২২৫ কোটি টাকা! আর তার কারণ, বেঙ্গালুরুর ট্র্যাফিক জ্যাম। গত ৩০ অগস্ট জ্যামের জন্য পাঁচ ঘণ্টা রাস্তায় আটকে ছিলেন ওই সংস্থার কর্মীরা। তারই পরিণতি এই বিপুল আর্থিক ক্ষতি। এ নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে চিঠিও লিখেছে সংশ্লিষ্ট সংস্থা।

মুখ্যমন্ত্রীকে চিঠিতে ওই সংস্থা জানিয়েছে, শহরের আউটার রিং রোড চত্বরে পাঁচ লক্ষ মানুষ কাজ করেন। বেঙ্গালুরুর কৃষ্ণরাজাপুরম থেকে সেন্ট্রাল সিল্ক বোর্ড এলাকায় প্রচুর অফিস রয়েছে। পরোক্ষ ভাবে ১০ লক্ষ মানুষের রুজিরোজগার জড়িত এর সঙ্গে। আর সেখানেই যোগাযোগ পরিকাঠামো খারাপ। সব সময় ট্র্যাফিক জ্যামের জন্য সমস্যায় পড়েন কর্মীরা। সংশ্লিষ্ট এলাকার পরিকাঠামোর উন্নতিতে সরকার কোনও ব্যবস্থাই নিচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর কাছে অনুযোগ করেছে তারা।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ