সেপ্টেম্বর ১৩, ২০২২ ১৫:৩১ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও আমি একটি বাণী শুনিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র- ইমাম মুসা কাযিম (আ.) বলেছেন, “আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম পন্থা হল নামাজ, মা-বাবার প্রতি সদাচরণ এবং হিংসা, স্বেচ্ছাচার, অহংকার ও দাম্ভিকতা পরিহার করা।”

আকতার জাহান: আমরা সবাই এই মূল্যবান বাণীটির আলোকে নিজেদের জীবন গড়ার চেষ্টা করব- এ আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্র ও ইমেইলের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের মাদারীপুর জেলার শ্রীনাথদীর ‘স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাব’ থেকে। আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি মোঃ রাসেল শিকদার।

তিনি আমাদের দু’টি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন। প্রথমটি হচ্ছে শিশু-কিশোরদের জন্য পরিবেশিত অনুষ্ঠান রংধনু আসর। অন্যটি হচ্ছে, ‘জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান’।

নাসির মাহমুদ: রাসেল ভাই লিখেছেন, ‘জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান’ অনুষ্ঠানটির একটি পর্বে মধ্যযুগের বিখ্যাত বিজ্ঞানী, আধুনিক বীজ গণিতের জনক আল খাওয়ারিজমি সম্পর্কে জানতে পেরে ভালো লেগেছে। অনুষ্ঠানটি ছিল বেশ তথ্যবহুল।” আর রংধনু আসরে প্রচারিত ‘তোতা পাখির পরিণতি’ গল্পটি ছিল বেশ উপভোগ্য ও শিক্ষণীয়। অনুষ্ঠানের শেষের দিকে শিশু শিল্পী সারা মনির কণ্ঠে বরিশালের ভাষার গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে।"

আশরাফুর রহমান: একই অনুষ্ঠান সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে বিধান চন্দ্র সান্যাল লিখেছেন, "আশরাফুর রহমানের গ্রন্থনায় রংধনু অনুষ্ঠানে 'তোতা পাখির পরিণতি' শীর্ষক সুন্দর শিক্ষণীয় গল্পে আমরা এই শিক্ষা পাই যে, কোনোভাবেই অন্যকে নকল বা অনুকরণ করা উচিত নয়। সুন্দর গল্প শেষে বরিশালের একটি আঞ্চলিক গান এবং সবশেষে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়ারর নওরোজ আরিনার সাক্ষাৎকার বেশ উপভোগ্য ছিল।"

আকতার জাহান: রংধনু আসর সম্পর্কে মতামত জানানোয় রাসেল শিকদার বিধান চন্দ্র সান্যাল আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের ময়মনসিংহ শহর থেকে এ. এস মাহমুদ শুকুর পাঠিয়েছেন এবারের মেইলটি।

মাহমুদ ভাই নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন এবং সোস্যাল মিডিয়ায় খুবই অ্যাকটিভ। তবে নতুন আঙ্গিকে শুরু হওয়া প্রিয়জনে ইমেইল পাঠালেন সম্ভবত এবারই প্রথম।

মাহমুদ ভাই লিখেছেন, “রেডিও তেহরান বর্তমানে একটি জনপ্রিয় গণমাধ‍্যম। চেষ্টা করি নিয়মিত শোনার। পশ্চিমা গণমাধ‍্যমগুলো যখন মিথ্যাচারের মাধ্যমে মুসলিমবিদ্বেষী সংবাদ প্রচার করছে তখন সম্পূর্ণ ভিন্নধর্মী অনুষ্ঠান ও সত‍্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষকে বিমোহিত করে যাচ্ছে রেডিও তেহরান। আমার মতে, রেডিও তেহরানের মাধ্যমে অনেক শেখার ও জানার আছে।”  

নাসির মাহমুদ: পশ্চিমা গণমাধ্যমের সাথে রেডিও তেহরানের পার্থক্য তুলে ধরায় এ. এস মাহমুদ শুকুর ভাইকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের পর এবার ভারত থেকে আসা দু’টি মেইলের দিকে নজর দিচ্ছি। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে এগুলো পাঠিয়েছেন মনীষা রায়। 

তিনি লিখেছেন, “২১ আগস্ট প্রচারিত ‘সুখের নীড়’ অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতার উদাহরণ ও উপমা সহকারে কুর্দি নারীদের অবদানের কথা জানতে পেরে ভালো লেগেছে। কুর্দি নারীরা সংসার ধর্ম পালনসহ যুদ্ধ অন্যান্য সকল কাজে সমান পারদর্শী। কুর্দি নারীদের সম্পর্কে বিস্তারিত তুলে ধরে অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই।” 

আরেকটি মেইলে এই শ্রোতা বোন কাজী নজরুল ইসলামের 'নারী' কবিতার আবৃত্তি শুনতে চেয়েছেন।

আশরাফুর রহমান: সুখের নীড় অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যে কবিতাটি শুনতে চেয়েছেন তা বাজিয়ে শোনাবো অনুষ্ঠানের শেষের দিকে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।

আকতার জাহান:  বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি।

প্রীতি ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, "রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি আমাদের খুব ভালো লাগে। রোগ ও চিকিৎসা বিষয়ক নানা পরামর্শ পেয়ে থাকি এ অনুষ্ঠান থেকে। গত ২৪ আগস্ট প্রচারিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে অংশ নেন অধ্যাপক ডা. তাজুল ইসলাম। আলোচ্য বিষয় ছিল সিজোফ্রেনিয়া। গত পর্বেও এ নিয়ে আলোচনা করা হয়েছিল। এসব আলোচনা থেকে আমরা সিজোফ্রেনিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি।"

নাসির মাহমুদ: স্বাস্থ্যকথা অনুষ্ঠান থেকে উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগল। আশা করি আগামীতে আবারো ভিন্ন কোনো বিষয়ে লিখবেন।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে। আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান তার সাধ্যের মধ্যে শ্রোতাবান্ধব অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে শ্রোতাদের আকৃষ্ট করার জন্য আইআরআইবি ফ্যান ক্লাবের মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করছে। উপহার সামগ্রী ও সনদপত্র পাঠিয়ে শ্রোতাদের মন জয় করে চলেছে। ফলে শ্রোতারা উপহারসামগ্রী পেয়ে অতি উৎসাহিত হয়ে অনুষ্ঠান শোনার প্রতি আকৃষ্ট হচ্ছে। আগামীতে রেডিও তেহরান সবার মনের মতো করে অনুষ্ঠান সাজিয়ে বিশ্ব দরবারে এক নম্বর বেতারের তালিকায় নাম লিখাবে বলে আমার প্রত্যাশা।"

আশরাফুর রহমান: চিঠির শেষাংশে এ শ্রোতাবন্ধু একটি প্রশ্ন করেছেন দেখতে পাচ্ছি। তিনি জানতে চেয়েছেন রেডিও তেহরান বর্তমানে কতটি ভাষায়, কত ঘণ্টার অনুষ্ঠান প্রচার করে?

আকতার জাহান: ভাই আব্দুল হাকিম মিঞা, আপনার অবগতির জন্য বলছি- আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিস বর্তমানে ২৫টি ভাষায় প্রতিদিন ৬০ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। এছাড়া, কয়েকটি ভাষায় কেবল ওয়েবসাইট পরিচালনা করে থাকে।

নাসির মাহমুদ: বাংলাদেশের পর আবারো ভারতের চিঠির দিকে নজর দিচ্ছি। ইরানের ঠিকানায় ডাকযোগে এই চিঠিটি পাঠিয়েছেন প্রদীপ রায়। এ শ্রোতাবন্ধুর ঠিকানা হচ্ছে গ্রাম: সারাসধার জেলা: পূর্ব বর্ধমান।

তিনি লিখেছেন, "রেডিও শোনা আমার একটা হবি। আপনাদের ঠিকানা আমার এক বন্ধুর নিকট পেলাম। আমি ইরানের বাংলা অনুষ্ঠানের শ্রোতা হতে ভীষণ ইচ্ছুক। Kindly আমার নাম ও ঠিকানা আপনাদের Mailing List-এ লিখে নেবেন এবং রেডিও তেহরান বাংলা'র অনুষ্ঠানসূচি ও ম্যাগাজিন পাঠাবেন।"

আশরাফুর রহমান: ভাই প্রদীপ রায়, আপনার ডাক যোগাযোগের ঠিকানাটি আমরা সংরক্ষণ করে রাখলাম। আশা করি আমাদের অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানাবেন।

শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, গত ২৭ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় ‘আহ্বান রেডিও শ্রোতা সমাবেশ’অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন রেডিও তেহরানের ভারত মনিটর এস এম নাজিম উদ্দিন। কোলকাতায় শ্রোতা সম্মেলন কেমন হয়েছে এবং রেডিও তেহরান সম্পর্কে শ্রোতারা কী বলেছেন- তা জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নাজিম ভাই। তিনি বলেন:

আকতার জাহান:  শ্রোতা সম্মেলনের আয়োজন, শ্রবণমান উন্নত করাসহ শ্রোতাবন্ধুরা যেসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন তা নিয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো- ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে যোগ দেওয়ায় নাজিমউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথদী থেকে ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি এম, এম, গোলাম সারওয়ার পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানকে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি। আর এজন্য নিয়মিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুনি এবং মাঝে মধ্যে দুই/একটি চিঠি লিখে প্রিয়জনে পাঠাতে বাধ্য হই। প্রিয়জন অনুষ্ঠান শ্রোতাদের মনের জমানো কথাগুলো চুপি চুপি লিখে পাঠাবার এক খোলা জানালা। প্রিয়জন রেডিও তেহরানকে জনপ্রিয়তার উচ্চ মাত্রা এনে দিয়েছে। অসম্ভব জনপ্রিয় এই অনুষ্ঠান শুনতে আমি কার্পন্য করি না।"

নাসির মাহমুদ: প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জেনে ভালো লাগল। আশা করি এভাবেই প্রেরণা জুগিয়ে যাবেন।

আজকের আসরের শেষ মেইলটি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গের নদীয় জেলার গোংড়া গ্রামের শ্রোতা আলামিন সেখ হিরামন।

তিনি লিখেছেন, "আমি একজন রেডিও তেহরান বাংলা'র নিয়মিত শ্রোতা। গত ২১ আগস্ট প্রচারিত সবগুলো অনুষ্ঠান শুনেছি। পবিত্র কুরআন তেলাওয়াত, বিশ্বসংবাদ,  দৃষ্টিপাত, আসমাউল হুসনা, কথাবার্তা ও সুখের নীড় থেকে অনেক কিছু জানতে পেরেছি। অনুষ্ঠানগুলো শুনে সত্যিই মুগ্ধ হয়েছি। চমৎকার অনুষ্ঠানগুলোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।"

আশরাফুর রহমান: ভাই আলামিন সেখ হিরামন, আপনাকেও ধন্যবাদ মতামতসমৃদ্ধ ইমেইলের জন্য।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কয়েকজন ডিএক্সার বন্ধুর নাম-ঠিকানা জানিয়ে দেবো- যারা আমাদের কাছে শর্টওয়েভে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন
  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বারুইপাড়া থেকে মুহাম্মদ নাজিমউদ্দিন
  • বাংলাদেশের ঝিনাইদহ থেকে নজরুল ইসলাম
  • মাদারীপুরের শ্রীনাথদি থেকে মোঃ রাসেল শিকদার
  • এবং মরক্কো থেকে জাওয়াদ সাবের।

আকতার জাহান:  শর্টওয়েভে কষ্ট করে অনুষ্ঠান শোনার পাশাপাশি শ্রবণমান রিপোর্ট  পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে কোচবিচারের শ্রোতা মনীষা রায়ের অনুরোধের কবিতা। কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত নারী কবিতাটি আবৃত্তি করেছেন বাংলাদেশি বাচিক শিল্পী সীমা ইসলাম।  

 

নাসির মাহমুদ: কবিতাটি শুনলেন। আশা করি ভালো লেগেছে। তো আপনার ভালো ও সুস্থ থাকুন আবারো এ কামনা করে বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে। #

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

 

ট্যাগ