সেপ্টেম্বর ১৩, ২০২২ ১৬:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • 'প্রতিনিয়ত শত শত সেনা হারাচ্ছে রাশিয়া'-ইত্তেফাক
  • মতামত বিএনপির ফিনিশার কে- প্রথম আলো
  • বিএনপির যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত: ফখরুল-মানবজমিন
  • মিতু হত্যার অভিযোগে বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশীট-যুগান্তর
  • রাজধানীতে তীব্র যানজট, সীমাহীন দুর্ভোগ -বাংলাদেশ প্রতিদিন 
  • বেনাপোল সীমান্তে কাঁটাতারের কাছে বিবস্ত্র লাশ -কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • বিজেপি রাজ্য দফতরের সামনে ধুন্ধুমার -আনন্দবাজার
  • অনলাইন গেম খেলতে বারণ করায় আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্র -আজকাল
  • ‘কংগ্রেসের আর কোথাও কোনও অস্তিত্ব নেই’, গুজরাটে দাঁড়িয়ে দাবি কেজরিওয়ালের -সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

রাজনীতির খবরে প্রথম আলোর মতামত কলামে লেখা হয়েছে, হাটে, মাঠে, ঘাটে কিংবা বাসে, ট্রেনে, লঞ্চে পরিচিত কারও সঙ্গে দেখা হলেই অবধারিতভাবে প্রথম যে প্রশ্নটি শুনতে হয়—তারপরই দ্বিতীয় যে প্রশ্নের মুখোমুখি হতে হয়—

দেশের অবস্থা কী? দেশ নিয়ে সবাই মাথা ঘামান। এ রকম সর্বজনীন ভাবনা বা জিজ্ঞাসা পশ্চিমের দেশগুলোতে নেই। আমাদের এখানে আকছার এটা শুনতে হয়। কেন? কারণটা আমি সঠিক জানি না, তবে আন্দাজ করতে পারি। দেশভাবনা সবার মধ্যেই কমবেশি আছে। মানুষের আলাপচারিতার এক পর্যায়ে এমন কথা হয়-এমন অবস্থা হয়েছে যে নুন আনতে পান্তা ফুরোয়। বাজারে গেলে জিনিসপত্রের দাম শুনে রক্ত মাথায় উঠে যায়। বাজারের হিসাব মেলাতে হিমশিম খাই। দেশ নিয়ে ভাবার সময় কই। 

তারপরের কথা-এভাবে দেশ চলতে পারে না। তারপর আরও কথা হয় এমন-জনসমর্থন তো শেষ কথা নয়। মাঠে আপনি যতই ভালো খেলুন, ৯০ মিনিটের খেলায় ৮৫ মিনিট বল আপনাদের দখলে থাকলেও, শেষ মিনিটে প্রতিপক্ষের একজন স্ট্রাইকার এসে বল আপনার জালে ঢুকিয়ে দিল। রেফারির বাঁশি বাজল। খেল খতম। এখানে ভালো খেলার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে দলে একজন ভালো ফিনিশার থাকা। বিএনপির সেই ফিনিশার কে?

এদিকে, মানবজমিনের খবরে লেখা হয়েছে, বিএনপির যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত বলে জানিয়েছেন মির্জা  ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে যুগপৎ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চূড়ান্ত সিদ্ধান্ত অতি দ্রুত জাতির সামনে তুলে ধরা হবে।

মিয়ানমার সীমান্তে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও শক্তিশালী করা হয়েছে। আশা করা যাচ্ছে, অচিরেই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে।আসাদুজ্জামান খান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেনো তাদের আইনের আওতায় আনা হবে। সরকারি চাকরি করলেও তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে।

রাজধানীজুড়ে তীব্র যানজট- বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, সড়কে বৃষ্টির পানি জমায় রাজধানীজুড়ে ব্যাপক যানজট তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। যুগান্তরের এক খবরে লেখা হয়েছে, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে এখনো যে পরিমাণ খাদ্য মজুত আছে, তাতে হাহাকারের সুযোগ নেই। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, গমের সমস্যা হবে না, গম আসছে। তিনি বলেন, বর্তমানে চালের কোনো ঘাটতি নেই। তিনি আরও বলেন, দুর্যোগ ও বন্যার কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

বেনাপোল সীমান্তে কাঁটাতারের কাছে বিবস্ত্র লাশ-কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তের ভারত সংলগ্ন কাঁটাতারের কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার দুপুরের সময় রঘুনাথপুর সীমান্তের এমপি ২০/১৩টি পিলার হতে আনুমানিক ভারত সীমান্ত থেকে ১৫ গজ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তর খালপাড় থেকে বিবস্ত্র অবস্থায় মৃতদেহটি উদ্ধার হয়।  তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং দুই পা বাঁধা ছিল। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা জায়নি।

যুগান্তরের খবরে লেখা হয়েছে, স্ত্রী মিতু হত্যার মামলায় সাবেক এসপি বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনারের (প্রসিকিউশন) কার্যালয়ে পৌঁছান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।

 এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

‘কংগ্রেসের আর কোথাও কোনও অস্তিত্ব নেই’, গুজরাটে দাঁড়িয়ে দাবি কেজরিওয়ালের-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা, আর রাখঢাক নয়। এবার সরাসরি কংগ্রেসকে আক্রমণ করা শুরু করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আম আদমি পার্টির ন্যাশনাল কনভেনরের দাবি, এ দেশে কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। কোথাও কংগ্রেসের অস্তিত্ব নেই। আসলে এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল গুজরাটের ভোটপ্রচারে। সেরাজ্যে এখনও খাতায় কলমে কংগ্রেস প্রধান বিরোধী দলনেতা। কেজরির লক্ষ্য কংগ্রেসকে (Congress) সরিয়ে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজের দল আম আদমি পার্টিকে তুলে আনা। বিজেপি বিরোধী ভোট আম আদমি পার্টির (Aam Admi Party) তরফে একত্রিত করা। সম্ভবত সেকারণেই বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করছেন তিনি। এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়ালের বক্তব্য,”কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। কংগ্রেস নিয়ে আমাকে আর কোনও প্রশ্ন করবেন না। মানুষ সব জানে। কংগ্রেস কী বলছে, কী বলছে না, তা নিয়ে কারও কোনও মাথাব্যাথা নেই।”

আসলে পাঞ্জাবের পর গুজরাটকে (Gujarat) পাখির চোখ করেছেন কেজরিওয়াল। মোদির রাজ্যে এখন তাঁর নিত্য যাতায়াত। যা ভাল ভাবে নিচ্ছে না কংগ্রেসও। হাত শিবিরের তরফেও নিশানা করা হচ্ছে কেজরিওয়ালকে। দিন দুই আগেই কংগ্রেস অভিযোগ করেছে, কেজরিওয়ালের আম আদমি পার্টি পাঞ্জাব সরকারের টাকা গুজরাটের ভোটপ্রচারে ব্যবহার করছে। যার ফলে পাঞ্জাব সরকার দেউলিয়া হওয়ার জোগাড়। কংগ্রেসের সেই অভিযোগের জবাব দিতে গিয়েই কেজরিওয়াল  বলেন, “বিজেপির (BJP) প্রধান প্রতিদ্বন্দ্বী আপ। কংগ্রেসকে মানুষ চায় না। গুজরাটে অনেক মানুষ আছেন যারা বিজেপিকে চান না, আবার কংগ্রেসকেও ভোট দিতে চান না। আম আদমি পার্টিই গুজরাটে একমাত্র বিকল্প।”

বিজেপি রাজ্য দফতরের সামনে ধুন্ধুমার-আনন্দবাজার ও আজকালের এ খবরে লেখা হয়েছে, বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। দ্বিতীয় হুগলি সেতুর কাছে আটক করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা রাহুল সিন্‌হাকে। হাওড়ায় আটক করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিজেপি কর্মীদের। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ব্যবহার করা হয় জলকামান। বেশ কয়েক জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি।

 তিন বাহিনীর যৌথতার দিকে দ্রুত এগোচ্ছে দেশ’, মন্তব্য রাজনাথের-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দেশের তিনটি বাহিনীর ‘যৌথতা’র দিকে দ্রুত এগচ্ছে ভারত। চেষ্টা চলছে যাতে একটি বাহিনীর হাতে থাকা সরঞ্জাম ও রসদ প্রয়োজনে অন্য বাহিনীও নির্বিঘ্নে ব্যবহার করতে পারে। সে জন্য যেন কোনও বাধার সম্মুখীন হতে না হয়। সোমবার এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এই ব্যবস্থা চালু হলে যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে এক বাহিনীর সম্পদ এবং লোকবল অন্য বাহিনীর ব্যবহার করতে পারবে এবং এতে পরিস্থিতির মোকাবিলা করা অনেকটাই সহজ হবে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩

ট্যাগ