কথাবার্তা
কথাবার্তা: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা একেবারেই ক্ষীণ-গুতেরেস
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৫ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- গণতন্ত্র রক্ষার প্রতিষ্ঠানগুলো ক্রমাগত দুর্বল হয়েছে: টিআইবি-প্রথম আলো
- নয় দিনে ৫১৬ টন ইলিশ গেল ভারতে-কালের কণ্ঠ
- অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ইইউ, সহিংসতা নিয়ে উদ্বেগ- মানবজমিন
- রাশিয়ার মোকাবিলায় যে অঙ্গীকার করলেন জেলেনস্কি- যুগান্তর
- আইনের দৃষ্টিতে খালেদা-তারেক নির্বাচনের অযোগ্য : কাদের-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- বিজেপির নবান্ন অভিযানের রেশ, তৃণমূল-বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা-আজকাল
- তৃণমূল নেতার নামে ২০০ কোটির হেরোইন কলকাতা বন্দরে!-তৃণমূল বললো- মিথ্যে কথা–আনন্দবাজার পত্রিকা
- নবান্ন অভিযানের নামে গুন্ডামি হয়েছে।’ বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন মমতা-সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ইইউ, সহিংসতা নিয়ে উদ্বেগ। ইইউ’র এই চাওয়াকে কীভাবে দেখছেন?
২. ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। একথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তাহলে কী হতে যাচ্ছে সেখানে?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
গণতন্ত্র রক্ষার প্রতিষ্ঠানগুলো ক্রমাগত দুর্বল হয়েছে: টিআইবি-প্রথম আলো
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দেশের গণতন্ত্র রক্ষার প্রতিষ্ঠানগুলো ক্রমাগত দুর্বল হয়েছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, গত ৫০ বছরেও বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রত্যাশিত জায়গায় যেতে পারেনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক করাই এখন বড় চ্যালেঞ্জ। আজ বৃহস্পতিবার ‘অন্তর্ভুক্তিমূলক নির্বাচন: গণতান্ত্রিক সুশাসনের চ্যালেঞ্জ উত্তরণে করণীয়’ শীর্ষক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে টিআইবি এসব বক্তব্য তুলে ধরে। আজ ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। দিবসটি উপলক্ষে টিআইবি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
পুতিনের সঙ্গে আলোচনার পর ইউক্রেন নিয়ে যা বললেন গুতেরেসে-যুগান্তর
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধের বর্তমান যে পরিস্থিতি তাতে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাপের পর এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব তার এই হতাশার কথা প্রকাশ করেন। গুতেরেস সতর্ক করে বলেন, এটি বিশ্বাস করা মোটেই ঠিক হবে না যে, দ্রুত ইউক্রেন যুদ্ধ অবসানের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তিনি বলেন, চলমান সংঘাত শুধু ইউক্রেনকে বিপর্যস্ত করে তুলছে না বরং তা বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। জাতিসংঘ মহাসচিব পুতীনের সঙ্গে আলাপের ফলাফল সম্পর্কে বলেন, আমার মনে হচ্ছে আমরা শান্তি থেকে এখনো অনেক দূরে রয়েছি। যদি আমি বলি দ্রুতই যুদ্ধের অবসান হবে তাহলে সেটি মিথ্যা বলা হবে। অ্যান্তোনিও গুতেরেস আরও বলেন, বর্তমান মুহূর্ত নিয়ে আমার কোনো মোহ নেই, শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এমনকি যুদ্ধবিরতির সম্ভাবনাও দেখছি না।
দৈনিকটির অপর একটি খবরে লেখা হয়েছে, রাশিয়ার মোকাবিলায় যে অঙ্গীকার করলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঙ্গীকার করেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে জয়ের পথে নেতৃত্ব দেবেন তিনি। বুধবার রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিউম সফরে তিনি এই অঙ্গীকারের কথা জানান। ইউক্রেনের সেনাবাহিনীর পাল্টা আক্রমণে এই মাসে রাশিয়ার সেনাবাহিনী বেশ বিপর্যস্ত হয়েছে। খারকিভের গুরুত্বপূর্ণ ইজিউম শহর থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া।
বুধবার অঘোষিত সফরে ইজিউম সফর করেন জেলেনস্কি। বর্তমান রণক্ষেত্র থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে এই শহরের অবস্থান। শহর মুক্ত করায় সেনাদের তিনি ধন্যবাদ জানান। জেলেনস্কি বলেন, আমাদের নীল-হলুদ পতাকা পুনরুদ্ধার করা ইজিউমে ইতোমধ্যে উড়ছে। সব ইউক্রেনীয় শহর ও গ্রামে এমনটি উড়বে। তিনি বলেন, আমরা এক দিকেই এগিয়ে যাচ্ছি– আর তা হলো সামনে এগোনো এবং জয়। রণক্ষেত্রে ইউক্রেনের সাফল্যের দাবি স্বতন্ত্রভাবে রয়টার্সের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।
নয় দিনে ৫১৬ টন ইলিশ গেল ভারতে-কালের কণ্ঠ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে গত ৯ দিনে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে ৫১৬ মেট্রিক টন। এদিকে নতুন করে দুই দফায় আরও ১০টি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে ভারতে ইলিশ রপ্তানি হবে মোট দুই হাজার ৯৫০ মেট্রিক টন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে।এদিকে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ছুটি, শনিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্বকর্মা পূজায় ভারতীয় ছুটি ও রবিবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় কর্তৃপক্ষ শুধুমাত্র মাছ গ্রহণ না করায় টানা তিন দিন বন্ধ থাকবে ইলিশ রপ্তানির কার্যক্রম।
আইনের দৃষ্টিতে খালেদা-তারেক নির্বাচনের অযোগ্য : কাদের-বাংলাদেশ প্রতিদিন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আইনের দৃষ্টিতে খালেদা জিয়া ও তারেক রহমান দু’জনেই নির্বাচন দাঁড়ানোর অযোগ্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আজ বৃহস্পতিবার এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, আর যার নেতৃত্বে বিএনপি সুসংগঠিত বলে মির্জা ফখরুল দাবি করেন, সেই তারেক রহমান তো দুর্নীতির বরপুত্র, দণ্ডিত পলাতক আসামি। তিনি প্রশ্ন রেখে বলেন, রাজনীতি না করার শর্তে যিনি মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছেন, বিপদ দেখে এমন পলায়ন প্রিয় আর পলাতক আসামি কিভাবে বিএনপির নেতা হয়?
অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ইইউ, সহিংসতা নিয়ে উদ্বেগ-মানবজমিন
আজ (১৫ সেপ্টেম্বর) জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ২০০৮ সাল থেকেই এই দিবসটি সারা বিশ্বে পালন করা হচ্ছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশের উদ্দেশ্যে বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং সদস্য দেশগুলো। এ নিয়ে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের একটি টুইট সদস্য দেশগুলোর ঢাকায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূতরাও টুইট করছেন। ইংরেজীতে পোস্ট করা ওই টুইটের বাংলা অর্থ দাঁড়ায়: কূটনৈতিক শিষ্টাচারের সাথে সামঞ্জস্য রেখে ইইউ এবং সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত। বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে এবং আগামী সংসদ নির্বাচনের সময় অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়ে ইইউ উদ্বেগ প্রকাশ করেছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
এবার জঙ্গিদের হুমকির মুখে গুলাম নবি আজাদ, কেন নিশানায় বর্ষীয়ান নেতা-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক ছিন্ন করে কংগ্রেস থেকে বেরিয়ে এসেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ । তারপর থেকেই শোনা গিয়েছে শিগগিরি নিজস্ব রাজনৈতিক দল আনবেন তিনি। জম্মু ও কাশ্মীরের মাটিতে শুরু করবেন রাজনীতির নয়া ইনিংস। এর মধ্যেই লস্করের ছত্রছায়ায় থাকা এক জঙ্গি গোষ্ঠীর হুমকির মুখে পড়তে হল তাঁকে। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায়।লস্করের শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ তথা টিআরএফ সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করেছে। ওই জঙ্গি গোষ্ঠীর দাবি, গুলাম নবি আজাদের কাশ্মীরের রাজনীতিতে প্রবেশ কোনও আকস্মিক ঘটনা নয়।
সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে এই ইস্যুতে কড়া আক্রমণ শানালেন তিনি। আন্দোলনের নামে গুন্ডামি হয়েছে বলে অভিযোগ তাঁর। বিজেপি কর্মীরা ব্যাগে করে বোমা এনেছিলেন বলেও দাবি মমতার। এমনকি অভিযানে বহিরাগতদের আনা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। মুখ্যমন্ত্রী সাফ জানান, যারা গাড়ি পুড়িয়েছে, পুলিশকে মারধর করেছে, তাদের জন্য আইন আইনের পথে চলবে।
তৃণমূল নেতার নামে ২০০ কোটির হেরোইন কলকাতা বন্দরে! তথ্য দিয়ে দাবি বিজেপির, ‘মিথ্যে’ বলল তৃণমূল-এ শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, দক্ষিণ ২৪ পরগনার এক তৃণমূল নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলল বিজেপি। দাবি, করল কয়েক দিন আগে কলকাতা বন্দরে আটক হওয়া ২০০ কোটি টাকার হেরোইন আসলে এসেছিল তৃণমূলের এক কর্মীকে সরবরাহ করার জন্য।তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল। দলের বিধায়ক ইদ্রিস আলির দাবি, ‘‘যে যে অভিযোগ তোলা হয়েছে, সব মিথ্যা। বিজেপির মতো মিথ্যাচারী দল আর দু’টি নেই। ওদের কথা কেউ বিশ্বাস করবে না।’’
আজকালের খবরে লেখা হয়েছে, বিজেপির নবান্ন অভিযানের রেশ, বৃহস্পতিতে বিক্ষভে উত্তাল বিধানসভা। তৃণমূল-বিজেপি আজ দু’পক্ষই বিক্ষোভ দেখায় বিধানসভা চত্বরে। বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল।আজকের বিধানসভায় তৃণমূল ডোণ্ট টাচ মাই বডি কর্মসূচি নিয়েছিল।বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু। সব মিলিয়ে জোড়া বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিধানসভা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫