সেপ্টেম্বর ১৮, ২০২২ ১৬:৪২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৮ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • বাড়ছে করোনা, মাস্ক পরার সুপারিশ-ইত্তেফাক
  • পুতিনের ওপর ভরসা রাখেন ৮১ শতাংশ রুশ: জরিপ-প্রথম আলো
  • দৌঁড়ে পালালেন মিয়ানমারের রাষ্ট্রদূত-কালের কণ্ঠ
  • নয়াপল্টনে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল- মানবজমিন
  • সীমান্তে গোলাবর্ষণ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব- যুগান্তর
  • বিবিসিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-‘গুম নিয়ে কথা বলার আগে সঠিক তথ্য নিয়ে কথা বলা উচিত’-বাংলাদেশ প্রতিদিন
  • ভারতের শিরোনাম:
  • বীরভুমে মেলা দেখে ফেরার পথে একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চার যুবকের-আজকাল
  • পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনাঘাঁটি সরাচ্ছে চিন–আনন্দবাজার পত্রিকা
  • বিরোধী হাওয়া কেমন, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবে শীর্ষ নেতৃত্ব-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম,

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:১.  আগ্রাসী মিয়ানমার, সীমান্তে আতঙ্ক- এটি হলো দৈনিক মানবজমিনের শিরোনাম। এ ধরনের খবর প্রায় সব পত্র-পত্রিকা করেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতিকে আপনি কীভাবে দেখছেন?

২. সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য হতে চলেছে ইরান। আমরা দেখছি দিন দিন এই জোটের পরিসর বাড়ছে। ভবিষ্যতে এই জোটের ভূমিকা কী হতে যাচ্ছে তা নিয়ে নানা জল্পনা আছে। এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

সীমান্তে গোলাবর্ষণ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের একের পর এক গোলাবর্ষণ ও আক্রমণের ঘটনায় দেশটির  রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে  পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে চারবার তলব করা হলো। রোববার সকালে অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদার দপ্তরে তলব করা হয়। সীমান্তে গোলাবারুদ বর্ষণ ও হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।গত শুক্রবার রাতে মিয়ানমারের পাহাড় থেকে ছোড়া মর্টারের একাধিক গোলা রাখাইনের ওয়ালিডং পাহাড়ের পাদদেশের শূন্যরেখার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এসে পড়ে। এতে মো. ইকবাল নামে এক কিশোরের প্রাণ যায়। আহত হন আশ্রয়শিবিরের পাঁচজন।

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ছে-যুগান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ছে।রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আনিসুল হক জানান, বর্ধিত ৬ মাস মেয়াদে খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে তার চিকিৎসা নেবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না- আগের মতো এই দুটি শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মতামত দেওয়া হয়েছে।আইন মন্ত্রণালয়ের মতামতের পর এখন এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।এ নিয়ে ষষ্ঠবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আগামী ২৩ সেপ্টেম্বর শেষ হবে।কয়েক দিন আগে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন।

এদিকে মানবজমিনের খবরে লেখা হয়েছে, নয়াপল্টনে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল।

বিস্তারিত খবরে লেখা হয়েছে, রাজধানীর মিরপুরসহ সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে নয়াপল্টনে সমাবেশ শুরু করেছে বিএনপি। রোববার তিনটায় এ সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন। সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাইকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দক্ষিণ সাইডে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।এদিকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দৌঁড়ে পালালেন মিয়ানমারের রাষ্ট্রদূত-কালের কণ্ঠ

বাংলাদেশে মর্টার শেল পড়ার প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তলব শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হওয়া এড়াতে দৌড়ে গাড়িতে ওঠেন রাষ্ট্রদূত। রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাকে তলব করা হয়।

পুতিনের ওপর ভরসা রাখেন ৮১ শতাংশ রুশ: জরিপ-প্রথম আলোরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর দেশটির জনগণের আস্থা এক সপ্তাহে ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। পুতিনের ওপর আস্থা রয়েছে রাশিয়ার ৮১ দশমিক ৫ শতাংশ জনগণের। খবর তাসের।অল রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টারে গতকাল শুক্রবার প্রকাশিত ফলাফলে জানা গেছে, ১৮ বছরের বেশি বয়সী ১ হাজার ৬০০ জনের ওপর জরিপ চালানো হয়েছে। ৫ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ওই জরিপ পরিচালনা করা হয়।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনাঘাঁটি সরাচ্ছে চিন, বলছে নতুন উপগ্রহ চিত্র-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, লাদাখের এই বিতর্কিত অঞ্চল থেকে দু’পক্ষেরই সৈন্য সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ১৫ বার বৈঠকে বসেছিলেন ভারত এবং চিনের সেনা আধিকারিকরা। কিন্তু রফাসূত্র অধরাই ছিল।পূর্ব লাদাখে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে গোগরা উষ্ণ প্রস্রবণ অঞ্চল থেকে সেনাঘাঁটি সরিয়ে নিচ্ছে চিন। প্রায় দু’বছর দখল করে থাকা এই অঞ্চল থেকে প্রায় তিন কিলোমিটার ভিতরে সরে যাচ্ছে চিনের সেনা। সম্প্রতি প্রকাশ্যে আসা উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, ২০২০ সালের পর এই অঞ্চলে চিন যে সব বৃহৎ নির্মাণকার্য চালাচ্ছিল, সেগুলোর অধিকাংশেরই আর কোনও অস্তিত্ব নেই।অবশ্য উপগ্রহ চিত্র থেকে এটা স্পষ্ট নয় যে, বাফার এলাকায় অর্থাৎ পারস্পরিক আস্থা বাড়াতে যেখানে দুই দেশের সেনারাই হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে, সেখানে চিন তাদের সৈন্যকে সরিয়েছে কি না।মোদিকে টক্কর দেওয়ার চেষ্টা!

অখিলেশের সাহায্যে উত্তরপ্রদেশ থেকে লোকসভায় লড়তে পারেন নীতীশ-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, শুধু কাগুজে জোট করে নয়। মোদির সঙ্গে লড়াইটা মাঠে নেমেই করতে চান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অন্তত তেমনই জল্পনা রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, দীর্ঘদিন বাদে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) লড়তে পারেন বিহারের মুখ্যমন্ত্রী। তাও আবার উত্তরপ্রদেশে। মোদির বারাণসীর কাছের এক কেন্দ্র থেকে।প্রাথমিকভাবে জানা গিয়েছে জেডিইউ কর্মীরা চাইছেন নীতীশ কুমার (Nitish Kumar), ফুলপুর, আম্বেদকর নগর এবং মির্জাপুরের মধ্যে কোনও একটি আসন থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করুন। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম বিরোধী হাওয়া কেমন, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবে শীর্ষ নেতৃত্ব।চলতি সপ্তাহে দিল্লিতে (Delhi) কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হবে।

বীরভুমে মেলা দেখে ফেরার পথে একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চার যুবকের-আজকালের এ খবরে লেখা হয়েছে, শনিবার সন্ধেবেলা স্কুটিতে করে মেলায় যান ওই ছাত্রী। বাড়ি ফেরার পথে তাঁর রাস্তা আটকায় চার যুবক। তাঁকে অজ্ঞান করে ধর্ষণ করে অভিযুক্তরা। অজ্ঞান অবস্থায় সারারাত রাস্তায় পড়ে ছিল ওই ছাত্রী। সকালে জ্ঞান ফিরলে ফাঁকা রাস্তায় নিজেকে খুঁজে পায় সে। পাশেই পড়েছিল তার মোবাইল এবং স্কুটি।বাড়ি ফিরে পরিবারের কাছে সব জানানোর পর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের জাবি বাড়ি ফিরে আত্মহত্যার চেষ্টাও করেছিল ওই ছাত্রী। জানা গিয়েছে, সারারাত বাড়ি না ফেরায় একের পর এক ফোন করতে থাকলেও পাওয়া যায়নি ওই ছাত্রীকে। হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশেও। তবে, অভিযুক্তরা এখনও অধরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮

ট্যাগ