অক্টোবর ১০, ২০২২ ২১:৫৫ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আয়োজন 'প্রিয়জন'। সপ্তাহ ঘুরে আজও চিঠিপত্রের ঝাঁপি নিয়ে উপস্থিত হয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজকের অনুষ্ঠানও শুরু করব একটি হাদিস শুনিয়ে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন: আল্লাহ তাকে ভালোবাসেন যে তাঁর পথে উদারভাবে দান করে।

আকতার জাহান: আমরা সবাই মহান আল্লাহর নির্দেশিত পথে উদারভাবে দান করার চেষ্টা করব- এ প্রত্যাশা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রাম থেকে মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তরতাজা সংবাদ শুনে মুসলিম বিশ্বসহ সমগ্র পৃথিবীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারি। তাই নিয়মিত ফেসবুক লাইভে রেডিও তেহরানে বাংলা অনুষ্ঠান শোনার মাধ্যমে মানসিক তৃপ্তি অনুভব করি। এ বেতারের সাপ্তাহিক পরিবেশনাগুলো মধ্যে প্রতি সোমবারের ‘প্রিয়জন’ আমার নিকট ভীষণ প্রিয় ও ভালোলাগার একটি অনুষ্ঠান। যেখান থেকে বিভিন্ন শ্রোতাদের গুরুত্বপূর্ণ চিঠির মতামত তুলে ধরা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে শ্রোতাদের চাহিদা পূরণ করা হয় যা আমাকে আকৃষ্ট ও অনুপ্রাণিত করে।  প্রত্যেক ‘প্রিয়জন’ আসরে সুপ্রিয় আশরাফুর রহমান ভাই বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মূল্যবান বাণী ও হাদিস পাঠ করে শোনান। যার শিক্ষা আমাদের জীবন পরিচালনায় অনেক বড় ভূমিকা রাখে।"  

নাসির মাহমুদ: রেডিও তেহরানের বিশ্বসংবাদ ও চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে চমৎকার মতামতের জন্য আব্দুল হাকিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে। আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা আনন্দ মোহন বাইন।

তিনি লিখেছেন, "গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে 'শাহ দিলেও খান দেয় নি'-শীর্ষক প্রবাদের গল্পটি শুনেছি।  সুন্দর একটি গল্প শোনানোর জন্য বোন আক্তার জাহান ও ভাই রেজওয়ান হোসেনকে আন্তরিক ধন্যবাদ।"

আশরাফুর রহমান: ভালোলাগার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া থেকে হারুন অর রশীদ পাঠিয়েছেন পরের মেইলটি।

তিনি লিখেছেন, "ভালোবাসা, মমতা আর সম্প্রীতির ছায়াবীথিসম এক বৃক্ষের নাম আইআরআইবি তথা রেডিও তেহরান। যার প্রতিটি প্রজ্ঞাময় অনুষ্ঠান অফুরান জ্ঞান ভাণ্ডারে আমাদেরকে শাণিত করে, আমাদের দর্শন ও বোধকে জাগ্রত করে। সস্তার বস্তাপচা নেট দুনিয়ার আয়োজনকে পাশ কাটিয়ে তাইতো এখনো শুনি বিশুদ্ধ বিনোদনসমৃদ্ধ রেডিও তেহরান-এর চমৎকার অনুষ্ঠান। শুনি রংধনু আসর। গত ১৫ সেপ্টেম্বর প্রচারিত রংধনু আসরে ভুলোমনা বিজ্ঞানী আইনস্টাইন, টমাস আলভা এডিসন ও জগদীশ চন্দ্র বসুসহ কয়েকজন বিজ্ঞানীর জীবনের নানা রসাত্মক গল্পগুলো ছিল সেরা ও বিশুদ্ধ বিনোদনের শিক্ষণীয় মজার গল্প। এই অনুষ্ঠানটিকে আমার কাছে শ্রেষ্ঠতম রংধনু আসর মনে হয়েছে। গল্পগুলো শুনে হেসে কুটিকুটি হয়েছি বারবার। একেই বলে বিশুদ্ধ ও জ্ঞানগর্ভময় বিনোদন।"

আকতার জাহান: একই অনুষ্ঠানের প্রশংসা করে ভারত থেকে দুজন শ্রোতার ইমেইল আমরা পেয়েছি। যারা চিঠিগুলো লিখেছেন তারা হলেন-

  • ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গোংড়া চাপড়া গ্রাম থেকে আলামিন শেখ হিরামন
  • মুর্শিদাবাদ জেলার নওপাড়া থেকে নিজামুদ্দিন সেখ। 

নাসির মাহমুদ: কয়েকজন বিখ্যাত বিজ্ঞানীর জীবন থেকে নেওয়া মজার ঘটনা দিয়ে সাজানো রংধনুর বিশেষ অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। আশা করি আবারও লিখবেন।

বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার গোবরিয়া গ্রাম থেকে ‘স্বপ্নের তরী বেতার শ্রোতা ক্লাব’-এর সভাপতি জাহাঙ্গীর আলম পাঠিয়েছেন এই মেইলটি।

তিনি লিখেছেন, “রেডিও তেহরান আমার ভালোলাগার সেরা এক মাধ্যম। উক্ত মাধ্যম থেকে প্রচারিত সকল পরিবেশনা আমার ভীষণ ভালো লাগে। গত ১৬ সেপ্টেম্বর প্রচারিত সকল পরিবেশনা ছিল চমকপ্রদ। আয়োজনের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত ও তর্জমা হৃদয়ে দোলা দিয়ে গেছে। বিশ্বসংবাদ ও দৃষ্টিপাতের পর হযরত ইমাম হুসাইন আলাইহি সালাম-এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানটি ছিল দারুণ উপভোগ্য। সবমিলিয়ে ওইদিনের আয়োজনমালা আমার মন ছুঁয়ে গেছে।”

আশরাফুর রহমান: আপনার চিঠিটিও আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। চমৎকার লেখাটির জন্য জাহাঙ্গীর আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটি পাঠিয়েছেন রাসেল সিকদার। তিনি মাদারীপুর জেলার কেন্দুয়ার ‘স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাব’-এর সভাপতি।

রাসেল ভাই লিখেছেন, “রেডিও তেহরানের বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানগুলো শ্রোতাদের বাড়তি জ্ঞান ও আনন্দ দিয়ে থাকে। বিশেষ অনুষ্ঠানগুলো থাকে তথ্য বহুল অজানা জ্ঞানের পরতে সাজানো। হযরত ইমাম হুসাইন (আ)'র শাহাদাতের চল্লিশা বা চেহলাম বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই মহামানব, তাঁর পবিত্র পূর্বপুরুষগণ, বংশধর ও কারবালায় শহীদ তাঁর ৭২ সঙ্গীর প্রতি রইল গভীর সমবেদনা।” 

আকতার জাহান: ইমেইল করার জন্য রাসেল সিকদার ভাইকে ধন্যবাদ জানিয়ে পরের মেইলের দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া থেকে নিজামুদ্দিন সেখ।

তিনি লিখেছেন, “৯ সেপ্টেম্বর তারিখে সুঅভ্যাস গড়ার কৌশল বিষয়ক অনুষ্ঠান ‘সুন্দর জীবন’ শুনলাম। এতে যোগাযোগ দক্ষতা নিয়ে আলোচনা ভালো লেগেছে। এর পরের দিন ‘জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান’ শীর্ষক অনুষ্ঠানে মধ্য যুগের বিখ্যাত গণিতজ্ঞ ও দার্শনিক ওমর খৈয়ামকে নিয়ে নাসির মাহমুদ ও রেজওয়ান হোসেনের উপস্থাপনা ভীষণ ভালো লেগেছে। এই অনুষ্ঠান থেকে অনেক অজানা মূল্যবান তথ্য জনতে পারলাম। একই সাথে ভালো লেগেছে ‘ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস’।” 

নাসির মাহমুদ: নিজামুদ্দিন ভাইকে ধন্যবাদ মতামত জানিয়ে মেইল করার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব ভারতের এক সিনিয়র শ্রোতাবন্ধুর সঙ্গে। 

আকতার জাহান: বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, "একথা অনস্বীকার্য যে, রেডিও তেহরানের বিশ্বসংবাদ ও সংবাদ বিশ্লেষণগুলো বিশ্বমানের। ইরান, বাংলাদেশ, ভারত ও এশিয়া ছাড়াও সারা বিশ্বের খবরাখবর পাওয়া যায় রেডিও তেহরান থেকে, পাওয়া যায় খবরের পেছনের খবর, ঘটনার চূলচেরা বিশ্লেষণ। ফলে সংবাদকেন্দ্রীক এক বিশাল শ্রোতা-গোষ্ঠী তৈরি হয়েছে। যারা দেশ-বিদেশের খবরাখবরের জন্য রেডিও তেহরানের উপর নির্ভরশীল। অধিকন্তু রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত খবর ও সংবাদ বিশ্লেষণগুলো তরতাজা ও সহজবোধ্য।"

নাসির মাহমুদ: রেডিও তেহরানের বিশ্বসংবাদ ও সংবাদ বিশ্লেষণ সম্পর্কে বস্তুনিষ্ঠ মতামতের জন্য শাহাদত হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের গোপালগঞ্জের জলিরপাড় থেকে আর পাঠিয়েছেন বিধান চন্দ্র টিকাদার। 

তিনি লিখেছেন, "১২ সেপ্টেম্বরের প্রিয়জন অনুষ্ঠানে বেশ কয়েকজন সিনিয়র শ্রোতার লেখা চিঠি ও মেইল পড়ে শোনানো হলো যা শুনে খুব ভালো লেগেছে। অনুষ্ঠান শেষে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মনিষা রায়ের অনুরোধে কাজী নজরুল ইসলামের নারী কবিতার আবৃত্তি শুনেও অসম্ভব ভালো লেগেছে। আগামীতে কোনও একটি অনুষ্ঠানে বাউল সম্রাট শা আব্দুল করিমের একটি গান শোনানোর অনুরোধ করছি।

আশরাফুর রহমান: শা আব্দুল করিমের একটি গান কিন্তু আজকেই শোনাতে পারি!

আকতার জাহান: তা পারি। তবে আমার হাতের শেষ চিঠিটির জবাব দিয়ে নিই?

নাসির মাহমুদ: ঠিক আছে। চিঠিটি কে, কোথা থেকে পাঠিয়েছেন আর কী লিখেছেন ঝটপট পড়ে শোনান। তারপর আমরা গানটি শুনব।

আকতার জাহান: এটি এসেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে। আর পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের নির্দেশিত পথ ও মতে চললে জীবনের বিচিত্র কর্মক্ষেত্রে আমরা বিপুল সাহস ও উদ্দীপনা, দুঃখ জয়ের অসীম সাহস অর্জন করি । এ বেতারের অনুষ্ঠানমালা কিংবা তার ওয়েবসাইট পার্সটুডে পাঠ করলে আমরা কেবল জীবনের আনন্দ কিংবা জ্ঞানের পরিধি বিস্তার করি না, তার প্রচারিত মত এবং পথে আর আদর্শে প্রকাশিত মানবিক আদর্শের শিক্ষা গ্রহণ করবার সুযোগ পাই। আমরা জীবন সমুদ্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে যখন দিশাহারা হয়ে পড়ি তখন রেডিও তেহরানের অনুষ্ঠানমালা আমাদের পথ দেখাতে পারে। হিংসায় উন্মত্ত পৃথিবীর মানুষকে অহিংসা, প্রেম- মৈত্রীর সঞ্জীবনী মন্ত্রে দীক্ষিত করতে পারে রেডিও তেহরান অনুষ্ঠানমালা।"

আশরাফুর রহমান: রেডিও তেহরান সম্পর্কে সুন্দর মন্তব্যের জন্য বিধান চন্দ্র স্যানাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন ডি-এক্সার বন্ধুর নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি যারা আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এস নাজিম উদ্দিন
  • জয়ন্ত চক্রবর্তী নয়া দিল্লি থেকে
  • বাংলাদেশের মাদারীপুর জেলার কেন্দুয়া থেকে রাসেল সিকদার
  • ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম
  • শাওন হোসাইন রাজবাড়ি জেলার খোশবাড়ি থেকে
  • এবং কিশোরগঞ্জ থেকে শাহাদত হোসেন।

নাসির মাহমুদ: রিসিপশন রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে শ্রোতাবন্ধু বিধান চন্দ্র টিকাদারের অনুরোধের একটি গান। গানের কথা, সুর ও শিল্পী শাহ আবদুল করিম।

আকতার জাহান: তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ