অক্টোবর ৩১, ২০২২ ১৬:০৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩১ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • রাজনীতিতে পারস্পরিক বিষোদাগার ও ব্যক্তিগত আক্রমণ কেন? -মানবজমিন
  • ৯৩ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ -ইত্তেফাক
  • অস্বাভাবিক বাণিজ্য ঘাটতির কারণে দেশের অর্থনীতি এখন বিপৎসীমায় -কালের কণ্ঠ
  • ১৫ নভেম্বর থেকে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪ টা -প্রথম আলোনির্বাচনকালীন সরকার প্রশ্নে অনড় দুদল, সমঝোতা না হলে সংঘাত- যুগান্তর 
  • তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয় : রিজভী -বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • পায়ে হাঁটার সেতু ভেঙে এত মানুষের মৃত্যু! মোদীর উপস্থিতিতেই কি ‘নজির’ গড়ল মোদীর গুজরাত? -আনন্দবাজার পত্রিকা
  • ফের ‘সিএএ’ খোঁচা শান্তনু ঠাকুরের, মতুয়া ভোটব্যাংক নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি -সংবাদ প্রতিদিন
  • গুজরাটে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা, কী বললেন প্রধানমন্ত্রী? -আজকাল

 

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

রাজনীতিতে পারস্পরিক বিষোদাগার ও ব্যক্তিগত আক্রমণ কেন?-প্রথম আলোর মত মতান্তরে লেখা হয়েছে, বিরূপ মন্তব্য, বিদ্বেষ ছড়ানো, ব্যক্তিগত আক্রমণ সুষ্ঠু গণতন্ত্রে কখনই কাম্য নয়। কিন্তু রাজনৈতিক আন্দোলন ও আসন্ন নির্বাচনকে ঘিরে যে ভাবে রাজনৈতিক দল বা নেতারা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছেন, তা দুঃখজনক। নানা কৌশলে রাজনীতির মাঠে খেলা হতেই পারে। কিন্তু রাজনীতিতে পারস্পরিক বিষোদাগার ও ব্যক্তিগত আক্রমণ কেন? আশ্চর্যজনক বিষয় হলো, এ নিয়ে দল বা দলের বাইরের সুধীমহলে কেউ সামান্যতম উদ্বেগ প্রকাশ করেছেন না। মনের আনন্দে সবাই রাজনীতির নামে অকথা-কুকথা উপভোগ করছেন! ব্যক্তিগত কুৎসা রটিয়ে  মানুষের মধ্যে বিদ্বেষে ছড়িয়ে দিলে সরকার ও বিরোধীদের রাজনীতিতে তার কুপ্রভাব পড়বে এবং সামনের নির্বাচনের লড়াইও অস্বাস্থ্যকর হয়ে যেতে পারে। যখন সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর গঠনমূলক ও উদ্যোগী ভূমিকা জরুরি, তখন নিন্দামন্দ ও বিষোদগারের চর্চা অনাকাঙ্ক্ষিত ও বিপদজনক। রাজনীতিতে বিদ্যমান অস্থির পরিস্থিতি এর ফলে আরো অসহনীয় হতে পারে এবং সঙ্কটমোচনের পথ আরো জটিল ও দুঃসহ হতে পারে। ব্যক্তিগত রেষারেষির কারণে দলগুলোর দূরত্ব ও বৈরিতার বিস্তার ঘটবে। এতে গণতান্ত্রিক রাজনীতির ক্ষতি ও ঝুঁকি বৃদ্ধি ছাড়া অন্যকোনও লাভ হবে না।

লঘুদণ্ডে ক্ষোভ স্ত্রীর-সহকর্মীর সঙ্গে পরকীয়া , সাবেক এসিল্যান্ডের শাস্তি শুধু ‘তিরস্কার’-ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, পরকীয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় নরসিংদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সারোয়ার সালামকে ‘তিরস্কার’সূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা তারই সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টিকে ‘অসদাচরণ’ উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাঞ্ছারামপুরে সহকারী কমিশনার (ভূমি) থাকালালে সারোয়ার সালাম সেখানকার সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়ান। এছাড়া তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। পুনরায় বিয়ে করার অনুমতি চেয়েও স্ত্রীর ওপর চাপ দেন। অন্যদিকে, লঘুদণ্ড হিসেবে তিরস্কার দেওয়ায় সারোয়ার সালামের ভুক্তভোগী স্ত্রী খাদিজা আক্তার শাস্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে চলতি অক্টোবর মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন করেছেন।

সেখানে তিনি উল্লেখ করেন, সারোয়ার সালামের অপরাধ ও অপকর্মের ফলে আমার জীবন প্রতিনিয়ত শ্মশানের চিতার মতো জ্বলছে এবং আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। একজন সরকারি কর্মকর্তার ঘরে সুস্থ স্ত্রী থাকা সত্ত্বেও নারী কেলেঙ্কারিতে জড়িত হওয়ার মতো ঘটনা জঘন্য অপরাধের শামিল।

সরকারি নির্দেশনা উপেক্ষিত-কৃচ্ছ্রসাধনের পরও ব্যয় বাড়ছে-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় কৃচ্ছ্রসাধনের উদ্যোগ কাজে আসছে না। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ক্যাটাগরি (শ্রেণি) ভাগ করে দেওয়া হলেও এর প্রভাব নেই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)। বরং উলটো চিত্র বিরাজ করছে। চলতি অর্থবছরের ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) এডিপি’র বাস্তবায়ন বেড়েছে। এ সময় মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে ২৪ হাজার ১৪৮ কোটি টাকা। বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ। ভাগ করে দেওয়া হয় এ, বি ও সি ক্যাটাগরিতে (শ্রেণি)। আগের অবস্থা সব ঠিক থাকলেও কৃচ্ছ সাধনের এই সময়ে এত বেশি ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, এক্ষেত্রে কৃচ্ছ সাধনের উদ্দেশ্য পূরণ হয়নি।

কালের কণ্ঠের অর্থনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে- অস্বাভাবিক বাণিজ্য ঘাটতির কারণে দেশের অর্থনীতি এখন বিপৎসীমায় আছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাঁরা বলছেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩.৫ শতাংশ বাণিজ্য ঘাটতি, যা বিপৎসীমায়। ক্রমবর্ধমান এই বাণিজ্য ঘাটতি যদি জিডিপির ৪ শতাংশ হয়, তাহলে শিগগিরই অর্থনৈতিক বিপর্যয় ঘটবে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

গুজরাটে সেতু ট্রাজেডির খবরটি গণশক্তি, আনন্দবাজারসহ প্রায় সব দৈনিকে পরিবেশিত হয়েছে। খবরে লেখা হয়েছে, গুজরাটের মাচ্ছু নদীতে সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪১। তবে আজকাল লিখেছে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ এ পৌঁছেছে। আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে রাজকোটের বিজেপি সাংসদ মোহনভাই কল্যানজি কুন্দরিয়ার পরিবারের ১২ জন সদস্য। গেরুয়া সাংসদ গতকালকের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা জানান। গতকাল সন্ধ্যায় ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে। গতকালের ঐ ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে মঙ্গলবার মোরবী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদি বলেছেন, মোরবিতে যে বিপর্যয় ঘটেছে, তাতে আমি মর্মাহত গভীরভাবে।

টেট-এ প্রশ্ন ভুল: বয়স পেরলেও চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নিতে হবে, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এ খবরটি সংবাদ প্রতিদিনের। খবরে লেখা হয়েছে, প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল। তার জন্য ২০১৪ সালে প্রাইমারি টেট পাশ করতে পারেননি চাকরিপ্রার্থী। টেট উত্তীর্ণ না হওয়ায় ডাক পাননি ইন্টারভিউতেও। প্রাথমিক পর্ষদ যতদিনে জানাল, প্রশ্ন ভুল থাকায় ৬ নম্বর অতিরিক্ত পাবেন চাকরিপ্রার্থী, ততদিনে চাকরির বয়স পেরিয়ে গিয়েছে। অগত্যা নিয়োগের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থী। সেই মামলায় ফের নজিরবিহীন রায় দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বয়স পেরলেও হাই কোর্টের নির্দেশে এবার ওই চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নিতে হবে পর্ষদকে। পাশ করলে দিতে হবে নিয়োগও।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১

 

ট্যাগ