বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
বরিশালে বিএনপির সমাবেশ: ব্যাগে চিড়া-মুড়ি নিয়ে ওরা আসছেন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- বিশ্বে খাদ্য সঙ্কটে মস্কোর কিছু যায় আসে না : যুক্তরাষ্ট্র- দৈনিক নয়াদিগন্ত
- মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি করে বিএনপি: কাদের-যুগান্তর
- সাময়িক অনুমোদন নিয়ে নগদের কার্যক্রম পরিচালনা কেন বেআইনি নয়: হাইকোর্ট -প্রথম আলো
- যে পরিকল্পনায় দ্রুত ফল আসবে সেটিই নেওয়া হবে : প্রধানমন্ত্রী -কালের কণ্ঠ
- বরিশালে বিএনপির সমাবেশ: ব্যাগে চিড়া-মুড়ি নিয়ে ওরা আসছেন-মানবজমিন
- সিসি ক্যামেরা ব্যবহারে ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ ফিরেছে : সিইসি -বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার শিরোনাম:
- মৃত্যু নিয়ে রাজনীতি নয়, দোষীদের শাস্তি চাই’, মোরবি কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবি মমতার-সংবাদ প্রতিদিন
- ভাদু শেখ হত্যাকাণ্ডে ‘মূল অভিযুক্ত’ সিবিআইয়ের জালে –আজকাল
- শ্যামনগরে ব্যাটারি কারখানার গুদামে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন -আনন্দবাজার পত্রিকা
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
সাময়িক অনুমোদন নিয়ে নগদের কার্যক্রম পরিচালনা কেন বেআইনি নয়: হাইকোর্ট -প্রথম আলো
কেন্দ্রীয় ব্যাংক থেকে ২০১৯ সালে সাময়িক অনুমোদন নিয়ে নগদ লিমিটেডের মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) কার্যক্রম শুরু কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। ব্যবসা কার্যক্রম চালিয়ে যেতে দেওয়া ওই অনুমোদন বাতিল করতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও রুলে জানতে চাওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মহাপরিচালক, ডাক বিভাগের মহাপরিচালক, নগদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। নগদের মোবাইলে আর্থিক সেবা কার্যক্রম পরিচালনা সংশ্লিষ্ট বিধানসম্মত নয় উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু বক্কর সিদ্দিক ও মো. হাসান উজ জামান গত ২৭ অক্টোবর রিটটি করেন।
যে পরিকল্পনায় দ্রুত ফল আসবে সেটিই নেওয়া হবে : প্রধানমন্ত্রী -কালের কণ্ঠ
এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নে ২০৩০ সালের মধ্যে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে আমাদের নীতিমালা হচ্ছে, যে পরিকল্পনা বাস্তবায়ন করলে দ্রুত ফল আসবে, মানুষের কল্যাণে কাজে লাগবে সেটিই নেওয়া হবে। একটা বিরাট অঙ্কের টাকা পেলাম আর একটা পরিকল্পনা নিলাম, সেটা আমরা নেব না। আজ বুধবার সকালে ১২৪তম, ১২৫তম এবং ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সগুলোর সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে এ অনুষ্ঠান হয়।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ নির্বাচনকে সামনে রেখে আমরা বেশ কয়েকটি পরিকল্পনা ঘোষণা করেছিলাম। পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে আমরা কাজগুলো শুরু করি। যার মাধ্যমে আমরা এমডিজি (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) বাস্তবায়ন করেছি।
সরকারপ্রধান বলেন, মানুষের জীবনের প্রতিটি দিকেই আমাদের দৃষ্টি দিতে হবে। কাজেই আমি মনে করি, আমাদের প্রশাসনে যারাই থাকবে তাদেরকে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।
মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি করে বিএনপি: কাদের-যুগান্তর
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে- মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি। তিনি বুধবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন। রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামী লীগ বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রতিহিংসার রাজনীতির জনক হচ্ছে বিএনপি।তিনি বলেন, '৭৫-এর আগস্ট সাক্ষ্য দিচ্ছে-কারা প্রতিহিংসার রাজনীতি করে, ২১ আগস্ট গ্রেনেড হামলা প্রমাণ করে— কারা প্রতিহিংসার রাজনীতি করে।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির এসব প্রতিহিংসার রাজনীতির বিপরীতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রয়াসের নাম হচ্ছে আওয়ামী লীগ।
তিনি বলেন, আওয়ামী লীগ সব কষ্ট ভুলে উদার রাজনীতির ধারা সৃষ্টি করতে চায় বলেই পুত্র বিয়োগের শোকে সান্ত্বনা দিতে খালেদা জিয়ার বাড়িতে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেতাদের এমন উদারতা স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তখন কী অমানবিক আচরণ করেছিলেন আপনারা?
সিসি ক্যামেরা ব্যবহারে ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ ফিরেছে : সিইসি -বাংলাদেশ প্রতিদিন
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোট বাতিলের ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে।এসময় নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহারের ফলে ভোটকেন্দ্রে এখন সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে বলেও জানান তিনি। বুধবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান। এদিকে আজ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ শতাধিক স্থানীয় সরকার নির্বাচন চলছে।সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বরিশালে বিএনপির সমাবেশ: ব্যাগে চিড়া-মুড়ি নিয়ে ওরা আসছেন-মানবজমিন
কেউ গ্রুপে কেউ বা এককভাবে। কারো হাতে শুধু একটি ব্যাগ, কেউবা বাজারের ব্যাগে চিড়া-মুড়ি নিয়ে আসছেন। লক্ষ্য একটাই। ৫ই নভেম্বরের বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দেয়া। এখনও ৩দিন বাকি থাকলেও হাতে সময় নিয়েই দলে দলে বরিশালে মানুষ ঢুকছেন। বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা লঞ্চ, বাস কিংবা ট্রলারে চেপে বরিশালে আসতে শুরু করেছেন। পরিবহন ধর্মঘট বা হামলার আশংকায় যে যেভাবে পারছেন বরিশালে ঢুকতে শুরু করেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা বরিশাল চষে বেড়াচ্ছেন। তাদের মতে এরই মধ্যে ১০ হাজারের বেশি মানুষ বাইরের জেলা থেকে বরিশালে এসে গেছেন। এদিকে লঞ্চ ধর্মঘট ডাকা নিয়ে মালিকরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে। বরিশাল নগরীতে ১লা নভেম্বর মঙ্গলবার থেকেই নগরীর পথঘাটে মানুষের আধিক্য লক্ষ্য করা গেছে।
নগরীর প্রায় প্রতিটি সড়ক, অলিগলিতে ছিল যানজট যা সাধারণকেও বিস্মিত করেছে। সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি জনসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে উল্লেখযোগ্য মানুষ দেখা গেছে। এরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গল্পগুজব করছিল। বিএনপি অফিসের সামনেও বড় বড় জটলা। এদেরই একজন মেহেন্দিগঞ্জের রহমতউল্লাহ। তিনি জানান, মেহেন্দিগঞ্জ থেকে বরিশালে আসতে লঞ্চ ছাড়া বিকল্প কোন রুট নেই। আর লঞ্চ ধর্মঘট শুরু হলে সমাবেশেও আসা প্রায় দুরুহ হয়ে পড়বে। তিনি জানান, তিনি সহ ২২ জনের একটি গ্রুপ ১লা নভেম্বর বরিশালে চলে এসেছেন। সারাদিন ঘোরাফেরা, রাতে বঙ্গবন্ধু উদ্যান, মধ্যরাতে যেভাবে যার যার আত্মীয়স্বজনের কাছে ঘুমাতে যাচ্ছেন।
বিশ্বে খাদ্য সঙ্কটে মস্কোর কিছু যায় আসে না : যুক্তরাষ্ট্র- দৈনিক নয়াদিগন্ত
যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলেছে, রাশিয়া উন্নয়নশীল বিশ্বকে ‘ক্ষুধার্ত’ বানানোর সিদ্ধান্ত নিয়েছে।শস্য রফতানির জন্যে জাতিসঙ্ঘের মধ্যস্থতায় ইউক্রেনের সাথে চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে আসার ঘোষণার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে এ অভিযোগ করে।
জুলাইতে এ শস্য চুক্তির সময়ে তুরস্কও আলোচনায় জড়িত ছিল। জাতিসঙ্ঘ বলেছে, সপ্তাহান্তে এ চুক্তি থেকে রাশিয়ার সরে দাঁড়ানোর ঘোষণার কারণে বুধবার থেকে শস্য রফতানি বন্ধ হয়ে যাবে। এ প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নিড প্রাইস বলেন, শস্য রফতানির এই উদ্যোগকে ব্যাহত করার জন্য ক্রেমলিনের যেকোনো সিদ্ধান্ত মূলত এমন একটি বিষয় যা মস্কো পাত্তা দেয় না। তিনি বলেন, বিশ্বের খাদ্য সঙ্কটে মস্কোর কিছু যায় আসে না। মানুষ ক্ষুধার্ত থাকলেও মস্কোর কিছু যায় আসে না। বিশ্বের খাদ্য নিরাপত্তা সঙ্কটের জটিলতাকেও মস্কো পাত্তা দিচ্ছে না। নিড আরো বলেন, চুক্তিটি পুনরুজ্জীবিত করতে জাতিসঙ্ঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে এবং যা করতে তিনি আমাদের জন্যে দরকারি বলে মনে করবেন তা করা হবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শস্য করিডোর ব্যবহার করে ক্রিমিয়ায় রুশ জাহাজে হামলার জন্যে কিয়েভের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে ইউক্রেনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চান। পুতিনের এই দাবিকে রাশিয়ার ‘চাঁদাবাজি’ বলে উল্লেখ করেন প্রাইস। চুক্তির কোনো পরিবর্তনকে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে কি-না এমন প্রশ্নের জবাবে নিড বলেন, এ বিষয়ে কাজ চলছে। তিনি জাতিসঙ্ঘের তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রায় এক কোটি টন খাদ্য পাঠানো হয়েছে, যা দিয়ে বিশ্বের খাদ্য মূল্য কমানো যাবে। তিনি আরো বলেন, খাদ্যের প্রতিটি আউন্স বিশ্বের ক্ষুধার্তদের জন্য অত্যন্ত জরুরি।
শ্যামনগরে ব্যাটারি কারখানার গুদামে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন -আনন্দবাজার পত্রিকা
ভয়াবহ আগুন লাগল উত্তর ২৪ পরগনার শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানার গুদামে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছেন দমকল কর্মীরা। দমকল সূত্রে খবর, বুধবার বেলার দিকে এক্সাইড কারখানার গুদামে আগুন লাগে। ওই গুদামে ব্যাটারির খোল তৈরির জিনিসপত্র মজুত করা ছিল। সেই সব জিনিসপত্রে আগুন লেগে নিমিষেই আগুন ছড়িয়ে পরে সারা কারখানা জুড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। দমকল বাহিনীকে খবর দিলে তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয়। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে তার জন্য দমকল কর্মীরা তিনটি ইঞ্জিনের সাহায্যে বিভিন্ন দিক দিয়ে জল দিতে থাকে। আগুনের উৎস খুঁজে সেখানে জল দেওয়ার পরই নিয়ন্ত্রণে আসে আগুন। তবে সেই আগুন পুরোপুরি নিভতে আরও কিছু ক্ষণ সময় লাগবে বলে জানিয়েছেন দমকল কর্তৃপক্ষ। তবে ব্যাটারি কারখানার গুদামে আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দমকল সূত্রে খবর।
ভাদু শেখ হত্যাকাণ্ডে ‘মূল অভিযুক্ত’ সিবিআইয়ের জালে –আজকাল
বগটুই কাণ্ডে গ্রেপ্তার ‘মূল অভিযুক্ত’।
গ্রামে ফিরতেই মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত ফয়জল শেখ ওরফে পলাশকে। সিবিআই আধিকারিকরা জেরা করছেন ফয়জলকে। ভাদু শেখ খুনের ৭ মাসেরও বেশি অতিক্রান্ত। গত ২১ মার্চ রাতে রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদুকে। ভাদু খুনে মূল অভিযুক্ত ছিল ফয়জল ওরফে পলাশ। তাকে দীর্ঘ দিন ধরেই খুঁজছিল সিবিআই। কিন্তু ভাদু খুনের পর থেকেই এলাকাছাড়া ছিল পলাশ। পালিয়ে বেড়াচ্ছিল বিভিন্ন এলাকায়। সিবিআই গোপন সূত্রে খবর পায়, ফয়জল বাড়ি ফিরেছে সম্প্রতি। এরপরই অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে সিবিআই। সিসি ক্যামেরায় ভাদু খুনের দৃশ্য ধরা পড়েছিল। ভিডিওয় এক যুবককে বোমা ছুঁড়তে দেখা গিয়েছিল। সেই যুবক ফয়জল বলে সিবিআই সূত্রে খবর। এদিকে, ভাদু হত্যার কিছুক্ষণের মধ্যে ওই গ্রামের কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে কয়েকজন মারা যান। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। অবশেষে ৭ মাসেরও বেশি সময় পর সিবিআই গ্রেপ্তার করল মূল অভিযুক্তকে। আজই ফয়জলকে রামপুরহাট আদালতে তোলা হবে।
মৃত্যু নিয়ে রাজনীতি নয়, দোষীদের শাস্তি চাই’, মোরবি কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবি মমতার-সংবাদ প্রতিদিন
মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি নয়। মোদির (Narendra Modi) উলটো পথে হেঁটে মানবিকতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দাবি করলেন, গুজরাটের সেতু কাণ্ডের জন্য যারা দায়ী, তাঁদের কঠোর শাস্তি চাই। পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করলেন মমতা (Mamata Banerjee)।
রবিবার সন্ধেয় গুজরাটের (Gujarat) মোরবি সাক্ষী থাকে ভয়াবহ বিপর্যয়ের। মচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতু ভেঙে প্রাণ গিয়েছে বহু মানুষের। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪১ জন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। গুজরাট ভোটের ঠিক আগে মোরবির এই সেতু দুর্ঘটনা বিজেপির জন্য রীতিমতো অস্বস্তির কারণ। এই পরিস্থিতিতে বিরোধীরা চাইলে বিজেপিকে আক্রমণ করে আরও কোণঠাসা করতেই পারত। ঠিক যেমনটা ২০১৬ বিধানসভা ভোটে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬ সালে পোস্তায় উড়ালপুল বিপর্যয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, ”দিদি এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। এটা রাজ্যবাসীর উদ্দেশে ঈশ্বরের বার্তা।” কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিম্নমানের রাজনীতির পক্ষে নন। গুজরাট প্রসঙ্গে সাফ বলে দিলেন,”মোরবির দুর্ঘটনায় অনেকগুলি মানুষের প্রাণ গিয়েছে। এটা নিয়ে রাজনীতি করব না। এটা মানবিকতা দিয়ে দেখা উচিত।” এরপরই অবশ্য পুরো ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্ত চেয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, “এই ধরনের দুর্ঘটনা সব রাজ্যেই ঘটে। এতে সরকারের কিছু করার থাকে না। তবে সব সেতুর আরও বেশি বেশি অডিট হওয়া উচিত। যারা এত মানুষের জীবন নিয়ে খেলছে তাদের শাস্তি হওয়া উচিত।”
পার্সটুডে/বাবুল আখতার/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।