নভেম্বর ১৩, ২০২২ ১৯:৪২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৩ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • সৌদির কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • ভয় পেয়ে গ্রেফতার শুরু করেছে সরকার: রিজভী -যুগান্তর
  • ফখরুলকে কাদের 'তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান, ওটা এখন মিউজিয়াম-প্রথম আলো
  • ফারদিন কেন আরো দুইবার চনপাড়া গিয়েছিলেন? পরের লাশ দুটি কার? -কালের কণ্ঠ
  • স্বল্প সুদে বিশ্বব্যাংক থেকে সহায়তা চাইলেন অর্থমন্ত্রী -মানবজমিন
  • ডেঙ্গিতে মৃত্যু ২শ ছাড়াল -বাংলাদেশ প্রতিদিন/যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • নন্দীগ্রামে সন্ত্রাস: শুভেন্দুর গ্রেপ্তারের দাবি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির, FIR ২১ নেতার বিরুদ্ধে -সংবাদ প্রতিদিন
  • রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্য, অনুতপ্ত অখিল! দলীয় মতামত জানাল তৃণমূল -আজকাল
  • রাষ্ট্রপতিকে নিয়ে কুকথা, বিজেপি এ বার হ্যাশট্যাগ আন্দোলনে নামল সমাজমাধ্যমে -আনন্দবাজার পত্রিকা

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ফরিদপুরে সমাবেশ শেষ হতেই ঘুরলো বাসের চাকা- এটা দৈনিক মানবজমিনের শিরোনাম। কী বলবেন আপনি?

২. গতকাল শনিবার ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট ফোনালাপ করেছেন। প্রশ্ন হচ্ছে-ইরান ও রাশিয়ার মধ্যে দিন দিন বেড়েচলা সম্পর্ককে আপনি কীভাবে দেখেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

বুয়েটের মেধাবী শিক্ষার্থী  ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আজও প্রথম আলোতে বেশ কয়েকটি খবর পরিবেশিত হয়েছে। একটি খবরে লেখা হয়েছে, বুয়েটের প্রাক্তন ছাত্র ও নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত বুয়েটের এক অনুষ্ঠানে বলেছেন, ফারদিনকে কেন হত্যা করা হলো কিছুই জানি না। এর আগে শেরে বাংলা হলের ছাত্র আবরার ফাহাদকে কী নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। এর পেছনে কার প্ররোচনা ছিল, কারা এর হোতা—সেগুলো আমরা আজও জানতে পারলাম না। কিন্তু একটা বিচার হয়ে গেল। জানি না, সেই বিচারের শেষ কোথায় আছে। কয়েক দিন আগে বুয়েটের ছাত্র ফারদিন নূর নৃশংসভাবে নিহত হয়েছেন। তাঁকে কেন হত্যা করা হলো, আমরা কিছুই জানি না।’

আর যুগান্তরের খবরে এ সম্পর্কে লেখা হয়েছে, হত্যার কারণ অজানা ফারদিনের ঘনঘন স্থান পরিবর্তন নিয়ে রহস্য তৈরি হয়েছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলেছে, মামলার আসামি ফারদিনের বন্ধুকে আমরা গ্রেফতার করেছি, তিনিই খুন করেছেন, সেটিও কিন্তু আমরা বলছি না।ডিবি প্রধান বলেন, ফারদিন ঢাকার কোনো এক জায়গায় খুন হতে পারেন বলে মনে হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনার কোনো সুনির্দিষ্ট ক্লু পাইনি। এদিকে,ফারদিন নূর পরশের মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে দ্রুত এর বিচার চেয়েছে তার সহপাঠী বন্ধুরা।

সৌদির কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিলম্বে অর্থ প্রদানের শর্তে সৌদি আরবের কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর এ কথা বলেন। অপর এক খবরে লেখা হয়েছে,  আজ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দুই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি নিরাপত্তা সহযোগিতা এবং অপরটি মক্কা রোড ইনিশিয়েটিভ সংক্রান্ত।

বাংলোদেশ প্রতিদিনের শিরোনাম-ডেঙ্গিতে মৃত্যু ২শ ছাড়াল।

বিস্তারিত খবরে লেখা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আরও ৩ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গিতে ২০২ জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে নতুন করে ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

যুগান্তরের খবরে লেখা হয়েছে, বিএনপির জনসমর্থনে সরকার ভয় পেয়ে দেশজুড়ে আবারো গ্রেফতার শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কোনোকিছুই আমাদের ঠেকাতে পারবে না। রিজভী বলেন, গণসমাবেশে মানুষের ঢল দেখে প্রধানমন্ত্রী পাগলের প্রলাপ বকছেন। তিনি বলেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বাস-মিনিবাস ধর্মঘট ডাকে না, কিন্তু বিএনপির গণসমাবেশের ৩০/৩২ ঘন্টা আগে থেকেই ধর্মঘট ডাকা হয়, এটা কার নির্দেশে ডাকা হয়-সেটাও জানে দেশবাসী।

এদিকে, প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার, ওটা ভুলে যান। ওটা এখন মিউজিয়ামে থাকবে। সরকার পতন নিয়ে যেভাবে লাফালাফি করছেন। আগুন নিয়ে খেলছেন। সন্ত্রাস করছেন। বেশি বাড়াবাড়ি করলে বিএনপি নেতাদের আগের মতোই পরিণতি হবে। ওবায়দুল বিএনপির নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘বিজয়ের মাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবেন, সন্ত্রাসী কাজ করবেন, বাঁশের লাঠিতে জাতীয় পতাকা নিয়ে ঝামেলা করবেন, এটা আমরা হতে দেব না। আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না।’ আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করেন, ‘মির্জা ফখরুল টাকার বস্তার ওপর বসে আছেন। কারে এমপি বানাবেন, কারে মন্ত্রী করবেন, তার জন্যও টাকা। জাতীয় সরকার কারে করবেন, সেখানেও টাকা। শুরু হয়ে গেছে মনোনয়ন–বাণিজ্য।’

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

নন্দীগ্রামে সন্ত্রাস: শুভেন্দুর গ্রেপ্তারের দাবি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির, FIR ২১ নেতার বিরুদ্ধে-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, নন্দীগ্রামের শহিদ সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনা ও চক্রান্তের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরকে গ্রেপ্তারের দাবি জানাল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। শুধু তাই নয়, শুভেন্দুর এই পরিকল্পনায় যারা জড়িত বিজেপির সেই ২‌১ নেতার বিরুদ্ধেও পুলিশে এফআইআর করেছে কমিটি। পুলিশবাহিনী ইতিমধ্যেই শহিদ স্মরণ মঞ্চ পোড়ানোয় অভিযুক্ত মেঘনাদ পাল, অশোক করণ, শ‌্যামাপদ মাইতিদের বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে। শহিদ সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার পিছনে যে রাজ্যের বিরোধী দলনেতাই রয়েছেন, তা বুঝিয়ে দিয়ে এদিন পুলিশে এফআইআর করেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সীতারাম করণ। ঘটনায় ২১ জনের নামে এফআইআর হয়েছে।

রাষ্ট্রপতিকে নিয়ে কুকথা, বিজেপি এ বার হ্যাশট্যাগ আন্দোলনে নামল সমাজমাধ্যমে-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, মন্ত্রিসভা থেকে অখিল গিরির অপসারণের দাবি তুলে সমাজমাধ্যমে সরব হল বিজেপি। শুক্রবার নন্দীগ্রামে এক দলীয় সভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুকথা বলেছেন কারামন্ত্রী। যা নিয়ে উত্তাল দেশের রাজনীতি। নিজের মন্তব্য নিয়ে ‘অনুতপ্ত’ বলে সাফাই দিলেও, অখিলের বিরুদ্ধে ক্ষোভ কমেনি। রামনগরের বিধায়কের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছে বিজেপি। শনিবার দিনভর বিভিন্ন থানায় এফআইআর দায়ের ও কুশপুত্তলিকা দাহ করার পর রবিবার আক্রমণের মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন বিজেপি নেতৃত্ব। রবিবার সকাল থেকে বিজেপির সাংসদ বিধায়করা সমাজমাধ্যমে মন্ত্রিসভা থেকে অখিলের অপসারণের দাবিতে সরব হয়েছেন।

এদিকে আজকাল পত্রিকায় লেখা হয়েছে, অন্যদিকে ইতিমধ্যে নিজের মন্তব্যের জন্য অনুতপ্ত তিনি, একথা জানিয়েছেন খোদ অখিল। সূত্রের খবর, তিনি বলেছেন, লাগাতার তাঁর বিরুদ্ধে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। সেই ক্রোধ থেকেই তিনি মন্তব্য করে বসেছেন। দেশের রাষ্ট্রপতিকে অবমাননা করা তাঁর অভিপ্রায় ছিল না। রাষ্ট্রপতির প্রতি তাঁর শ্রদ্ধার কথাও জানিয়েছেন। 

অন্যদিকে মতামত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অখিল গিরির মন্তব্যের প্রেক্ষিতে দলের মনোভাব স্পষ্ট করার জন্য, তৃণমূলের পক্ষ থেকে একটি টুইট করা হয়। সেখানে স্পষ্ট লেখা হয়েছে, দেশের রাষ্ট্রপতির প্রতি পরম শ্রদ্ধা রয়েছে দলের। একই সঙ্গে জানানো হয়েছে, অখিল গিরির মন্তব্যের তীব্র বিরোধিতা করছে দল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩

ট্যাগ