নভেম্বর ১৯, ২০২২ ১৬:০৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৯ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • আগামী মাস থেকে এত কষ্ট থাকবে না : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
  • সিলেটে বিএনপির গণসমাবেশ -ইত্তেফাক
  • বিএনপির সমাবেশ পণ্ড করতে মানুষকে জিম্মি করছে সরকার: সিলেটে মির্জা ফখরুল-যুগান্তর
  • ‘বিএনপি ক্ষমতার পেছনে ছুটছে, জনগণের দুঃখের ধার ধারে না’-ইনু-ডেইলি স্টার
  • গণতন্ত্রের জন্য সবাইকে রাস্তায় নামার পরামর্শ ড. কামালের-মানবজমিন
  • মতামত-ক্ষুধার সময় ওএমএসের চালের ট্রাক দূরে কেন-প্রথম আলো
  • ৩০০ আসনের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো অসম্ভব: ইসি আহসান হাবিব-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • দুর্বল সংগঠন, পঞ্চায়েত ভোটে অর্ধেক আসনে প্রার্থী দেওয়া নিয়েই চিন্তায় বঙ্গ বিজেপি-সংবাদ প্রতিদিন
  • - আনন্দবাজার পত্রিকা
  • দিল্লিতে মোদির আমন্ত্রণে বৈঠকে মমতা,-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’ তিনি শিক্ষকসহ যেকোনো নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার জোর তাগিদ দেন।রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য পড়াশোনা ও গবেষণার উপযুক্ত পরিবেশ গড়ে তুলুন....যাতে তাদের এ জন্য বিদেশে পাড়ি দিতে না হয়।’বিশ্ববিদ্যালয় আচার্য উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে সমাজে শিক্ষকদের সম্মানের জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে।’ তিনি বলেন, ‘কিছু সংখ্যক অসাধু লোকের কর্মকান্ডের জন্য গোটা শিক্ষক সমাজের মর্যাদা যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’রাষ্ট্রপতি বলেন, ‘কতিপয় শিক্ষক বিশ্ববিদ্যালয়ের চাকরিকে ঐচ্ছিক দায়িত্ব মনে করেন। বৈকালিক কোর্স বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়াকেই তারা অগ্রাধিকার দিয়ে থাকেন।’

আগামী মাস থেকে এত কষ্ট থাকবে না : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠের এ খবরে লেখা হয়েছে, বিদ্যুৎ এবং জ্বালানি সংকট আগামী মাস থেকে কেটে যাবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী মাস থেকে হয়তো এত কষ্ট থাকবে না। তারপরও বলব তেল-পানি ব্যবহার করার ব্যাপারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। কারণ সারাবিশ্বে এখন অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে। তার প্রভাব থেকে কিন্তু আমরা মুক্ত না।প্রধানমন্ত্রী বলেন, আমরা কথা দিয়েছিলাম ঘরে ঘরে আলো জ্বালব। আমরা প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা বলেন, বেশি দাম দিয়ে সব জিনিস কিনে নিয়ে এসে কম দামে দিচ্ছি, যাতে কোনো মানুষ খাদ্যে কষ্ট না পায়।

মতামত-ক্ষুধার সময় ওএমএসের চালের ট্রাক দূরে কেন প্রথম আলোর সহকারী সম্পাদক সারফুদ্দিন আহমেদ তার এ শিরোনামের প্রতিবেদনে লিখেছেন, ‘ওএমএসের ট্রাক, চালের জন্য ভোর থেকে অপেক্ষা’ শিরোনামের খবর ও অন্য অনেকগুলো নিউজ পোর্টালে ওএমএসের চাল কিনতে লাইনে দাঁড়িয়ে ভিড়ের চাপে এক নারীর মৃত্যুর খবর পড়ে সেই কুড়ি বছর আগের কথা মনে গেল যখন ‘বাড়ি পলাতক বালকের মতো’ হুট করে ঢাকায় এসেছি। বেকার পকেটে টাকা নেই, খাবার নেই! প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, ‘৩০ টাকা কেজির চাল কিনতে টিসিবির ট্রাকের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন মানুষ। কিছু জায়গায় ট্রাক যাচ্ছে না। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ফিরতে হচ্ছে খালি হাতে।’

আবদুর রব নামের একজন ৭০ বছরের বৃদ্ধ বলেছেন, ফজরের নামাজ পড়ে তিনি রাজধানীর পরীবাগে চালের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। চার-পাঁচ ঘণ্টা অপেক্ষা করার পর তিনি দেখলেন ট্রাক আর এল না। তিনি ফিরে গেলেন।বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) গত মাসে জানিয়েছে, ৬৮ শতাংশ খাদ্য কিনতে লোকজন হিমশিম খাচ্ছে। আবার তারাই বলছে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো আশঙ্কা নেই। দৈনিকটির অপর একটি শিরোনাম- দুর্ভিক্ষ আসছে না, নীরব দুর্ভিক্ষেই আছি। মানুষের আয় তলানিতে নেমে আসছে। নীরবে বহু লোক বেকার হচ্ছে। আশার কথা, ভিক্ষুকেরা ভিক্ষা পাচ্ছেন।মানুষ একদিকে নেতাদের মুখে শুনছে, ভয়ের কিছু নেই; অন্যদিকে খবরে দেখছে, রিজার্ভের ডলার শেষ হয়ে আসছে, আমার ২০ বছর আগেকার পকেটের মতো তার পকেট এবং রান্নাঘরের চালের ড্রামের চাল শেষ হয়ে আসছে। বাচ্চার দুধের কৌটা শেষ হয়ে আসছে।সাধারণ মানুষ তো হুমায়ূন আহমেদের বহুব্রীহি নাটকের সোবহান সাহেব না। তাদের ক্ষুধার স্বরূপ দেখার হাউশ হতে যাবে কেন?

যুগান্তর পত্রিকার খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের রাজনৈতিক কাঠামো বিনষ্ট হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে। মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছে। মূলত দেশে একটা দুঃসময় চলছে। তিনি বলেন, সরকার বিএনপির সমাবেশ পণ্ড করতে মানুষকে জিম্মি করছে। পুলিশ ও গুণ্ডা বাহিনী দিয়ে হামলা করছে। কিন্তু কোনো বাধাই আর কাজে আসবে না। সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে শুক্রবার রাতে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহ: মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, অর্থনীতি প্রায় ধ্বংসের পথে। আপনারা দেখেছেন যে রিজার্ভ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ব্যাংকিং সেক্টরে সমস্যা হচ্ছে। সামগ্রিক অর্থে বাংলাদেশে একটি দু:সময় চলছে। এ সবকিছুর জন্য দায়ী বর্তমান সরকার।

ডেইলি স্টার পত্রিকা লিখেছে, বিএনপি ক্ষমতার পেছনে ছুটছে, জনগণের দুঃখ-দুর্দশার ধার ধারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের শরিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।ইনু বলেন, বাংলাদেশে এই মুহূর্তে বৈশ্বিক সংকটের কারণে একটি অর্থনৈতিক সংকট চলছে। যাতে জনগণের কষ্ট হচ্ছে।সে ব্যাপারে কোনো আলোচনা না করে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি অত্যন্ত দুঃখজনক।

গণতন্ত্রের জন্য সবাইকে রাস্তায় নামার পরামর্শ ড. কামালের-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ড. কামাল হোসেন বলেন, রাষ্ট্রের নাগরিকদের বঞ্চিত করলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। দেশে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র না থাকলে দেশে অসাধারণ ক্ষতি হবে। গণতন্ত্রের জন্য সবাইকে রাস্তায় নেমে যাওয়া উচিত। মানুষকে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সেনার গুলিতে নিহত পাক জঙ্গি-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রতি বছরই শীতের বরফ পড়ার আগে পাক অধিকৃত কাশ্মীর থেকে নাশকতা চালানোর উদ্দেশে নিয়ন্ত্রণরেখা টপকে ভারতে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা। এ বারেও তেমনই প্রয়াস ছিল। তবে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা আবার ব্যর্থ করে দিল সেনা। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু এক জঙ্গির। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কাশ্মীর উপত্যকার রজৌরি জেলায়।

দুর্বল সংগঠন, পঞ্চায়েত ভোটে অর্ধেক আসনে প্রার্থী দেওয়া নিয়েই চিন্তায় বঙ্গ বিজেপি-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দুর্বল সংগঠন। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election)রাজ্যের সব বুথে প্রার্থী খুঁজে পাওয়াই কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে ১২ দফা সংকল্পপত্র প্রকাশের সিদ্ধান্ত নিল বিজেপি। ‘স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত’ পঞ্চায়েতের পাশাপাশি দিল্লির কেজরিওয়াল সরকারের অনুকরণে প্রতি পঞ্চায়েতে চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হবে বলে গেরুয়া শিবির সূত্রে খবর।দুর্বল সংগঠন। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election)রাজ্যের সব বুথে প্রার্থী খুঁজে পাওয়াই কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে ১২ দফা সংকল্পপত্র প্রকাশের সিদ্ধান্ত নিল বিজেপি। ‘স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত’ পঞ্চায়েতের পাশাপাশি দিল্লির কেজরিওয়াল সরকারের অনুকরণে প্রতি পঞ্চায়েতে চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হবে বলে গেরুয়া শিবির সূত্রে খবর।

দিল্লিতে মোদির আমন্ত্রণে বৈঠকে মমতা, রাজ্যের দাবিদাওয়া নিয়ে আলোচনার সম্ভাবনা-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বছরের শেষে ফের প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ডাকা বৈঠকে যোগ দিতে ডিসেম্বরের গোড়াতেই দিল্লি যাচ্ছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় (CM Mamata Banerjee)। এবার জি-২০’র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। তার জন্য নানা কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী সে বিষয়ে সবিস্তারে আলোচনার জন‌্য সমস্ত রাজ্যের মুখ‌্যমন্ত্রীদের আগামী ৫ ডিসেম্বর বৈঠকে ডেকেছেন। বাংলার মুখ্যমন্ত্রীর কাছেও আমন্ত্রণ এসে পৌঁছেছে। নবান্ন সূত্রে খবর, মুখ‌্যমন্ত্রী এই বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন।

রাজ্যের পাওনা (Dues) মেটানোর দাবিতে কেন্দ্রের সঙ্গে প্রবল সংঘাত চলছে রাজ্যের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আগেই ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়ে ফেলার আরজি জানিয়েছিলেন মুখ‌্যমন্ত্রী। কিন্তু, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের একবছর কেটে গেলেও একটি টাকাও দিল্লি ছাড়েনি ওই প্রকল্প বাবদ। ক’দিন আগেও এসব নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এর মধ্যে গ্রাম সড়ক যোজনার টাকা মঞ্জুর হয়েছে বৃহস্পতিবার। ওই প্রকল্পের ৫৮৪ কোটি টাকা পাবে রাজ্য।এই পরিস্থিতিতে এবার দিল্লি (Delhi) থেকে মুখ্যমন্ত্রীকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯