নভেম্বর ২১, ২০২২ ১৬:২৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২১ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত-ইত্তেফাক
  • ফারদিন হত্যা তদন্ত কর্মকর্তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন-প্রথম আলো
  • আ.লীগের দাবি মানুষ সাড়া দেয়নি, বিএনপির সন্তোষ সিলেটে গণসমাবেশ - যুগান্তর 
  • বিদ্যুতের দাম বাড়লো ১৯.৯২ শতাংশ- মানবজমিন
  • নজরদারিতে থাকা জঙ্গিরা যে কোনো সময় গ্রেপ্তার : ডিএমপি -কালের কণ্ঠ
  • বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে রেডঅ্যালার্ট জারি ও নজরদারি বাড়ানো হয়েছে-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • পঞ্চায়েত ভোটের আগে শাসকদলে ধাক্কা! আনন্দবাজার পত্রিকা
  • নজরদারিতে থাকা জঙ্গিরা যে কোনো সময় গ্রেপ্তার : ডিএমপি -সংবাদ প্রতিদিনভয়াবহ পথ দুর্ঘটনায় বিহারে মৃত ১২, আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা নরেন্দ্র মোদি ও নীতীশ কুমারের -আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে গতকাল। এ সম্পর্কিত ফলোআপ খবর আজকের প্রায় সব দৈনিকে ছাপা হয়েছে। এ সম্পর্কে ইত্তেফাকে লেখা হয়েছে, গতকালের এরই প্রেক্ষিতে আদালতের পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রথম আলোর খবর-ছিনিয়ে নেওয়া দুই জঙ্গির আগের অপরাধের ধরন, চলাফেরা পর্যালোচনা করছে র‍্যাব। ডিবি জানিয়েছে, জঙ্গি নেতা জিয়ার পরিকল্পনায় ১৮ সহযোগী ছিনিয়ে নেয় দুই জঙ্গিকে। ঐ ঘটনায় কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকার আদালতেও বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে ডিএমপি জানিয়েছে, নজরদারিতে থাকা জঙ্গিরা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে।

এদিকে গতকালই দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে পালানোর সময় আটক করা দুই জঙ্গিসহ ১০ আসামিকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।তাছাড়া ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জঙ্গিদের ধরার জন্য ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এদিকে এ প্রসঙ্গে প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে,‘নিরাপত্তা ঘাটতি’ দেখিয়ে দিল জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার মাধ্যমে। প্রশ্ন উঠেছে আদালতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এটা কীভাবে সম্ভব হলো!মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।আর দীপেনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, এভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে অসম্ভব!

আ.লীগের দাবি মানুষ সাড়া দেয়নি, বিএনপির সন্তোষ-যুগান্তর

সিলেটে গণসমাবেশ-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সিলেটে সদ্যসমাপ্ত বিএনপির গণসমাবেশ নিয়ে নানা বিচার-বিশ্লেষণ চলছে। এ আয়োজনকে বিএনপি সফল বলে দাবি করলেও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন ভিন্নকথা। গণসমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে বিএনপি সন্তোষ প্রকাশ করেছে। অপরদিকে আওয়ামী লীগের দাবি বিএনপির গণসমাবেশে সিলেটের মানুষ সাড়া দেয়নি।

নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে দুই দল বসুন, জনগণকে বাঁচান- সাবেক আইজিপি শহীদুল-মানবজমিন পত্রিকার এ খবরে লেখা হযেছে, আগামী জাতীয় নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে দুই দল বসুন। জনগণকে বাঁচান। আপনারা নির্বাচনে আসবেন না, এটা কোনো ভালো চিন্তা নয়। সরকারের সঙ্গে বসতে হবে। আপনারা রূপরেখা দিন যে আমরা নির্বাচনকালীন সরকারে এমনটা চাই। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপিকে উদ্দেশ্য করে এমন আহ্বান জানিয়েছেন পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক।শহীদুল হক বলেন, আপনারা নির্বাচনে আসবেন না এটা শোভা পায় না। ২০১৪ সালের নির্বাচনে আসেননি। নির্বাচন কিন্তু বসে নেই।

নির্বাচন হয়েছে। বিশ্বজুড়ে সবাই সেই সরকারকে স্বীকৃতিও দিয়েছে। ২০১৪’র তুলনায় আওয়ামী লীগ এখন ২০২২ সালে আরও অনেক শক্তিশালী। এখন আপনারা যারা কেয়ারটেকার সরকার চান তারা আদালতে গিয়ে দাবি তুলুন। আদালত অনুমোদন না দিলে কি সেটা করা যাবে? এটা আদালত অবমাননা। 

আপনি রাজনীতি করবেন, দেশ চালাবেন আর আদালতের প্রতি শ্রদ্ধা থাকবে না, এটা হতে পারে না। তিনি বলেন, যেই তত্ত্বাবধায়ক চলে গেছে সেটা আসার আর সুযোগ নেই। এখন আপনারা কীভাবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়, কীভাবে ফেয়ার নির্বাচন করা যায়, সেই চিন্তা করেন।

বিদ্যুতের দাম বাড়লো ১৯.৯২ শতাংশ-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, বিদ্যুতের পাইকারি দাম ১৯.৯২ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। বিদ্যুতের প্রতি ইউনিট ৫.১৭ টাকা থেকে বাড়িয়ে ৬.২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ইউনিটপ্রতি দাম বেড়েছে এক টাকা ৩ পয়সা। আগামী ১লা ডিসেম্বর থেকে নতুন এই দাম কার্যকর হবে।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

দিল্লি হত্যাকাণ্ডের ছায়া উত্তরপ্রদেশে, প্রাক্তন প্রেমিকাকে খুনের পর দেহ ৬ টুকরো করল যুবক-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দিল্লি হত্যাকাণ্ডের রেশ এখনও টাটকা। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তারই মাঝে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার নিজের প্রাক্তন প্রেমিকাকে খুনের পর দেহ ৬টি টুকরো করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের আজমগড়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত প্রিন্স যাদব উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা। এলাকারই বাসিন্দা আরাধনা নামে এক তরুণীর সঙ্গে বছরখানেক সম্পর্ক ছিল তার। তবে সম্প্রতি সম্পর্কের অবনতি হয়। অন্যত্র বিয়েও ঠিক হয়েছে তরুণীর। তা মেনে নিতে পারছিল না যুবক। বারবার আগের সম্পর্কে ফিরে আসার জন্য তরুণীকে চাপও দিচ্ছিল সে। তবে কোনও কথাতেই চিঁড়ে ভেজেনি। অভিযোগ, এরপর গত ৯ নভেম্বর প্রাক্তন প্রেমিকা আরাধনার সঙ্গে দেখা করতে চায় সে। আরাধনাও রাজি হয়ে যান। প্রিন্সের সঙ্গে দেখা করার পর তার বাইকে চড়ে বসেন। দু’জনে বাইকে চড়ে স্থানীয় একটি মন্দির সংলগ্ন আখখেতে যায়। তারপর থেকে নিখোঁজ তরুণী। আর বাড়ি ফেরেননি তিনি

এরপর গত ১৫ নভেম্বর পশ্চিমী গ্রামের পরিত্যক্ত কুয়ো থেকে প্লাস্টিকবন্দি দেহাংশ উদ্ধার করা হয়। তদন্ত করে দেখা যায়, এই দেহটি আরাধনার। কে এমন নৃশংসভাবে খুন করতে পারে তরুণীকে, সে প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। আরাধনার পরিবারের লোকজনের দাবি, একাজ করেছে প্রিন্স। তড়িঘড়ি তাকে আটক করে পুলিশ। প্রিন্স পুলিশি ধরপাকড়ে বাধা দেয়। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় সে। প্রথমে জেরায় কিছুই বলতে চায়নি সে। যদিও লাগাতার জেরার মাঝে নিজেকে আর সামলে রাখতে পারেনি প্রিন্স। খুনের কথা কার্যত স্বীকার করে নেয় সে। 

পঞ্চায়েত ভোটের আগে শাসকদলে ধাক্কা!-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে ধাক্কা খেল শাসকদল। পুরুলিয়ার ঝালদা পুরসভার আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা হারাল তৃণমূল। অন্য দিকে, দুই নির্দল কাউন্সিলরের সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করল কংগ্রেস। ঘটনাচক্রে, সোমবার পুরসভার আস্থাভোটে হাজির ছিলেন না শাসকদলের কোনও কাউন্সিলর।

দলিত মহিলা জলপান করেছেন বলে গোমূত্র দিয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করলেন গ্রামবাসীরা-আনন্দবাজার পত্রিকা/সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, গ্রামের চারদিকে যত জলের ট্যাঙ্ক রয়েছে, প্রতিটি ট্যাঙ্কে বড় বড় করে লেখা, ‘এখান থেকে সকলে জল খেতে পারেন।’ কিন্তু বাস্তবের ছবি একেবারেই উল্টো। শুক্রবার কর্নাটকের ছমরাজনগর জেলার হেগ্গোতারা গ্রামে এক মহিলা জলের ট্যাঙ্ক থেকে জল পান করেছিলেন বলে গ্রামবাসীরা অবিলম্বে সেই ট্যাঙ্ক থেকে জল খালি করে ফেলেন এবং গোমূত্র ঢেলে পুরো ট্যাঙ্ক পরিষ্কার করান।

জাতপাত নিয়ে ছুতমার্গ, তথাকথিত ‘নিচু’ সম্প্রদায়ের লোকজনের প্রতি বৈষম্যমূলক আচরণ রীতিমতো চালু রয়েছে হেগ্গোতারা গ্রামের লোকেদের মধ্যে। তাঁদের ধারণা, তফসিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত মানুষ কোনও জিনিস ছুঁলে তা নাকি অপবিত্র হয়ে যায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১

ট্যাগ