নভেম্বর ২৩, ২০২২ ১৭:৫০ Asia/Dhaka
  • আগুন সন্ত্রাস হলে আগের মতোই জবাব দেওয়া হবে: আইজিপি

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৩ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • জঙ্গিদের গ্রেপ্তার না করা পর্যন্ত ঝুঁকি থেকেই যায়: পুলিশ-ইত্তেফাক
  • এফবিসিসিআই সভাপতি-৫০০ কোটি ডলারের গ্যাস দেন, দেড় হাজার কোটি ডলারের রপ্তানি বাড়াব-প্রথম আলো

  • ১০ তারিখ কোনো বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী - যুগান্তর 
  • নয়ন হত্যায় এসপি-ওসিসহ ১৮ পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ-কালের কণ্ঠ
  • আগুন সন্ত্রাস হলে আগের মতোই জবাব দেওয়া হবে: আইজিপি-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • কারও চাকরি যাবে না বলা কিছু দালাল আর মন্ত্রীর নাম জানাতে পারি: বিচারপতি গঙ্গোপাধ্যায়-আনন্দবাজার পত্রিকা
  • কেন্দ্র নির্দেশ দিলেই পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে তৈরি’, দাবি সেনা কর্তার -সংবাদ প্রতিদিন
  • মিরাটের নাম বদলে রখা হবে নাথুরাম গডসে নগর, ইস্তেহার প্রকাশ করে জানাল হিন্দু  মহাসভা -আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

এফবিসিসিআই সভাপতি-৫০০ কোটি ডলারের গ্যাস দেন, দেড় হাজার কোটি ডলারের রপ্তানি বাড়াব-প্রথম আলো

জ্বালানি সংকটে শিল্পকারখানা বেশ কয়েক মাস ধরেই ভুগছে। মাঝে বিদ্যুতের পরিস্থিতি খারাপ হলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। কয়েক সপ্তাহ ধরে লোডশেডিং কমেছে। তবে গ্যাসের সংকটের উন্নতির কোনো ইঙ্গিত এখনো মিলছে না।

এমন পরিস্থিতিতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানেও বর্তমান সংকট নিয়ে কথা বলেন ব্যবসায়ীরা।  দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, শিল্পকারখানায় গ্যাস-সংকট কাটাতে যদি উচ্চ দামে গ্যাস আনতে হয়, তাহলে সেই দাম সমন্বয় করতে ব্যবসায়ীরা রাজি আছেন।

মো. জসিম উদ্দিন বলেন, ‘কিছুটা মূল্যবৃদ্ধি করে হলেও আমাদের গ্যাসটা প্রয়োজন। আমাদের ৫০০ কোটি ডলারের গ্যাস এনে দেন, আমরা ১ হাজার ৫০০ কোটি ডলারের রপ্তানি বাড়াব।’  

রাজধানীর পূর্বাচলে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৮-১৯ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আরও ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

নয়ন হত্যায় এসপি-ওসিসহ ১৮ পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ-কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন নিহতের ঘটনায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান, ওসি নূরে আলমসহ ১৮ পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নয়নের বাবা এ অভিযোগ দায়ের করেন। তবে দুপুর নাগাদ এ বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

সূত্র জানায়, মামলায় এসপি, ওসিসহ আট পুলিশের নাম উল্লেখ করা হয়েছে। বাকি পুলিশ সদস্যরা অজ্ঞাতনামা আসামি। পুলিশ সদস্য বিশ্বজিৎকে এক নম্বর আসামি করা হয়েছে।  তিনি গুলি ছোড়েন বলে উল্লেখ করা হয়। ১৯ নভেম্বর (শনিবার) বাঞ্ছারামপুরে বিএনপির কর্মসূচি চলাকালে গুলিতে নয়ন নিহত হন। নয়ন সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি। তিনি একই ইউনিয়নের চরশিবপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে। ওই দিন বিকেল ৪টায় সংঘর্ষের পর মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ওই সংঘর্ষে বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলমসহ ছয় পুলিশ সদস্য আহত হন। তাঁরা বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।  

১০ তারিখ কোনো বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী - যুগান্তর 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ১০ তারিখ ঘিরে যে হুংকার দিচ্ছে, তাতে কোনো কাজ হবে না। কারণ আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তিতে চলে। আমরা সে জন্যই ইলেকশনকে বিশ্বাস করি। জনগণের মান্ডেটকে বিশ্বাস করি। আর যারা ষড়যন্ত্র বিশ্বাস করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসে তারা সবসময়ই এক ষড়যন্ত্রের পর আরেক ষড়যন্ত্র করে আসছে। তিনি বলেন, বিএনপি ঢাকায় গণজমায়েত হয়ে একদফা একদাবি দিয়ে ক্ষমতা দখল করবে, ঢাকা দখল করবে। এমনটিই তারা বলে আসছে। এই ১০ তারিখের গণজমায়েতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে। বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। 

জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এই কাজ করেছে। তাদের গ্রেফতারসহ জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার। 

জঙ্গিদের গ্রেপ্তার না করা পর্যন্ত ঝুঁকি থেকেই যায়: পুলিশ-ইত্তেফাক

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত ঝুঁকি থেকেই যায় বলে জানিয়েছেন ঢাকা মহানগর (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার। 

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিপ্লব বিজয় তালুকদার বলেন, ঝুঁকি এড়াতে সারাদেশে পুলিশ ইউনিট ও বর্ডার নিয়ন্ত্রণে যারা রয়েছেন তাদের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। যে দুই জঙ্গি পালিয়েছে তাদের ছবি প্রতিটি থানায় পাঠানো হয়েছে। ডান্ডাবেড়ির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, দুর্ধর্ষ আসামিদের ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়গুলো এড়ানোর জন্য সবাইকে সমন্বিত করে একটা জায়গায় আনার চেষ্টা চলছে।

আগুন সন্ত্রাস হলে আগের মতোই জবাব দেওয়া হবে: আইজিপি-বাংলাদেশ প্রতিদিন 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগুন সন্ত্রাস রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। দেশে আবারও আগুন সন্ত্রাসের মতো নাকশকতা দেখা দিলে আগের মতোই কঠোর জবাব দেওয়া হবে। বুধবার রাজশাহী পুলিশ লাইন্স মাঠে মাদক ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, পূর্বে আগুন সন্ত্রাস যেভাবে মোকাবিলা করেছি, আগামী দিনেও সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আমরা সেভাবেই মোকাবিলা করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। আইজিপি বলেন, প্রধানমন্ত্রী সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি বলেছেন, মাদক ও সন্ত্রাস থাকলে বিদেশী বিনিয়োগ হবে না, দেশে কেউ আসবে না। আমরা সমাজ থেকে এগুলো দূর করার জন্য একসাথে কাজ করে যেতে চাই।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

কারও চাকরি যাবে না বলা কিছু দালাল আর মন্ত্রীর নাম জানাতে পারি: বিচারপতি গঙ্গোপাধ্যায়-আনন্দবাজার পত্রিকা

নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য চাকরিপ্রার্থীদের পুনর্বহালের আবেদন প্রত্যাহার করার অনুমতি চাইল স্কুল সার্ভিস কমিশন। এই সংক্রান্ত তিনটি আবেদন প্রত্যাহার করার অনুমতি চেয়ে বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কমিশন। কিন্তু সব দিক খতিয়ে না দেখে আবেদনপত্র প্রত্যাহার করার অনুমতি দিতে চাননি বিচারপতি। এই প্রসঙ্গেই কমিশনের তীব্র সমালোচনা করে তিনি দাবি করেন, কমিশনকে সামনে রেখে নেপথ্যে কেউ কেউ অযোগ্যদের চাকরি বাঁচাতে চাইছেন। রাজ্যের কিছু ‘দালাল’ মুখপাত্র এবং মন্ত্রীর প্রতিও ক্ষোভপ্রকাশ করেন তিনি। বলেন, “আমি কিছু দালাল, যারা মুখপাত্র বলে পরিচিত এবং কিছু মন্ত্রীর নাম বলতে পারি, যাঁরা প্রকাশ্যে বলেছেন কারও চাকরি যাবে না।”

কেন্দ্র নির্দেশ দিলেই পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে তৈরি’, দাবি সেনা কর্তার -সংবাদ প্রতিদিন

গত মাসেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে বার্তা দিতে দেখা গিয়েছিল গিলগিট ও বাল্টিস্তানও শিগগিরি পুনর্দখল করবে ভারত। এবার ভারতীয় সেনার (Indian Army) এক শীর্ষ কর্তা জানিয়ে দিলেন, কেন্দ্র নির্দেশ দিলেই পাক অধিকৃত কাশ্মীর (PoK) পুনর্দখল করতে প্রস্তুত তাঁরা।

নর্দান আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর (Lieutenant General Upendera Dwivedi) কথায়, ”ভারত সরকারের নির্দেশ পালন করতে সেনা প্রস্তুত। এই ধরনের নির্দেশ দিলেই আমরা তা পালন করব।” প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়াতেই এমন দাবি করেন তিনি। তবে সেই সঙ্গে তিনি আরও বলেন, ”যুদ্ধবিরতির সমঝোতা যেন ভঙ্গ না হয় সেদিকেও সেনাকে খেয়াল রাখতে হবে। কেননা দুই দেশের স্বার্থেই তা ভঙ্গ করা যায় না। কিন্তু ওরা যদি তা ভঙ্গ করে আমরা জবাব দিতে প্রস্তুত।” পাশাপাশি তাঁর প্রস্তাব, ”দেশের ৫০ শতাংশ নাগরিকের বয়স ২৫-এর নিচে। যদি তাঁদের আমরা অগ্নিবীর হিসেবে প্রশিক্ষণ দিতে পারি, তাহলে তাঁদের একাংশকে আধা সেনা ও পুলিশ বাহিনীতে নিয়োগ করা যাবে। বাকিরা স্বনির্ভর হিসেবে কাজ করতে পারবে।”

রাজ্যপাল পদে শপথ নিলেন সি ভি আনন্দ বোস, অনুষ্ঠানে গরহাজির বিরোধী দলনেতা -আজকাল

জগদীপ ধনকড়ের পর স্থায়ী রাজ্যপাল হিসেবে বুধবার পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সিভি আনন্দ বোস।

বুধবার সকালে রাজভবনে শপথ গ্রহণ করেন তিনি। তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, তাঁর স্ত্রী এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও। তবে দেখা যায়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজ্যের নয়া রাজ্যপালকে এক হাঁড়ি রসগোল্লা দিয়ে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিজেপি ত্যাগী দুই নেতা বিশ্বজিৎ সরকার এবং কৃষ্ণ কল্যাণীরা পাশে আসন হওয়ায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেননি তিনি। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। অসৌজন্যতার অভিযোগ জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।#

 

পার্সটুডে/বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ