ডিসেম্বর ০৩, ২০২২ ১৭:৩৯ Asia/Dhaka
  • ‘ব্যাংকিং খাতের অসুখ গভীর, আস্থাহীনতা দূর করার তাগিদ

ক) সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • গাড়ির নিচে নারীকে টেনে নেওয়া-ছেলেটার আর কেউ রইল না-প্রথম আলো
  • বিএনপির সমাবেশে লোক নেই, মাঠ ফাঁকা: ওবায়দুল কাদের-যুগান্তর
  • ব্যাংকিং খাতের অসুখ গভীর, আস্থাহীনতা দূর করার তাগিদ’-মানবজমিন
  • পোশাক রপ্তানিতে রেকর্ড -ইত্তেফাক
  • দুই জঙ্গি ছিনতাই: জিজ্ঞাসাবাদে ২০ অর্থদাতার নাম -কালের কণ্ঠ
  • জনগণকে ব্লাফ দিতে চায় বিএনপি-তোফায়েল-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • চিন সীমান্তের কাছে ভারত-মার্কিন সেনা মহড়া, -সংবাদ প্রতিদিন
  • অভিষেকের সভার আগে কাঁথির ভূপতিনগরে বিস্ফোরণ, মৃত তৃণমূল নেতাসহ  তিন-আজকাল

খ)  এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাকসহ প্রায় সব জাতীয় দৈনিকে রুবিনার মৃত্যুর খবর বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। খবরে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কেমন মৃত্যু! শিরোনামটি প্রথম আলোর। রুবিনা আক্তার নামের এক মহিলাকে টেনে ছেঁচড়ে ১ কিলোমিটার নেওয়ার পর সাধারণ মানুষ গাড়ি চালককে আটকাতে সক্ষম হয়। এরপর রুবিনা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজে  নেয়া হয় তবে তাঁকে বাঁচানো যায়নি। আর গাড়ি চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআরের সাবেক শিক্ষক জাফর শাহ। তার গাড়ির নিচে রুবিনা আটকে গেলে পেছন লোকজন চিৎকার করে গাড়ি থামাতে বললেও সাবেক ঐ শিক্ষক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে টহল পুলিশ এবং পেছনে ছুটে আসা লোকজন তাকে ধরে ফেলে।

ক) খবরটিতে আরও লেখা হয়েছে, গণপিটুনিতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ঐ শিক্ষক। রুবিনার পরিবারে চলছে শোকের মাতম। দুইবছর আগে স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে নিয়ে জীবন চলছিল রুবিনার। এখন ছেলেটি এতিম হয়ে গেল। রুবিনাকে হত্যা করা হয়েছে দাবি করে তাঁর আরেক বোন সুলতানা লিপি বলেন, ‘এ হত্যার সুষ্ঠু বিচার চাই। রাস্তায় আমার বোনের মতো শত শত মানুষ এভাবে রাস্তায় মারা যাচ্ছেন, বিচার হচ্ছে না। সরকারের কাছে একটাই দাবি, সরকার যেন এসব হত্যার বিচার করে।’যুগান্তরের খবরে লেখা হয়েছে, রুবিনা আক্তার নামের নারীকে ছেঁচড়ে এক কিমি নিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জাফর শাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

খ) রাজনীতির খবর-যুগান্তর লিখেছে, আওয়ামী লীগ নেতা ফারুক খান বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছে গণসমাবেশের ভয় দেখাবেন না। আর বিএনপি নেতা মির্জা ফখরুল বলেছেন, ধৈর্য ধরে অপেক্ষা করুন গণসমাবেশ সফল হবেই। এদিকে ভিপি নূর বলেছেন, দুর্ভিক্ষের আগে সরকারকে বিদায় দিতে হবে। বিএনপির অপর নেতা রিজভী বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পুলিশ নানাভাবে চাপ দিচ্ছে। আর আমানুল্লাহ আমান বলেছেন, সরকারের সেই ফাঁদে আমরা পা দিচ্ছি না। এদিকে ওবায়দুল কাদের বলেছেন বিএনপির সমাবেশে লোক নেই, মাঠ ফাঁকা। তবে ডেইলি স্টারে লেখা হয়েছে ভিন্নকথা। সেখানে বলা হয়েছে, বিএনপির মাদ্রাসা ময়দানের জনসভা কানায় কানায় পূর্ণ। আর তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি জনগণকে ব্লাফ দিতে চায়।

ক) অর্থনীতির খবর, ‘ব্যাংকিং খাতের অসুখ গভীর, আস্থাহীনতা দূর করার তাগিদ-মানবজমিন সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকিং খাত নিয়ে গণমাধ্যমে অনিয়মের খবর প্রকাশিত হওয়ার পর আস্থাহীনতায় ভুগছে আমানতকারীরা। অনেকেই সংশ্লিষ্ট ব্যাংকের শেয়ারও বিক্রি করছেন। তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকিং খাতের অসুখ দিন দিন গভীর হচ্ছে। তাই চলমান অস্থিরতা দূর করতে পর্যবেক্ষণ ও নজরদারি জোরদার করার তাগিদ দিয়েছেন দেশের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। দেশের সবচেয়ে বড় ব্যাংক থেকে ঋণের নামে বিপুল অঙ্কের অর্থ বের করে নেয়া ও খেলাপি ঋণ বেড়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.সালেহউদ্দিন আহমেদ বলেন, যখন ঋণ নিয়ে ফেরত না দিলেও কোনো শাস্তি হয় না,উল্টো বিভিন্ন ছাড় পায়-তখন খেলাপি বাড়বেই। কারণ খেলাপিরা দেখছে ঋণ শোধ না করলে বেশি সুবিধা পাওয়া যায়। তাই খেলাপি ঋণ বাড়ছে। সুবিধা বন্ধ না হওয়াপর্যন্ত এ ক্ষত বাড়তেই থাকবে।

খ) এ ছাড়া অনিয়ম দুর্নীতির কারণে অনেক আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা খারাপ।

কিছু প্রতিষ্ঠানের পরিচালক নিজেরাই অনিয়ম করে অর্থ লুটেপুটে খাচ্ছে। আমানতকারীদের জমানো টাকা ফেরত দিতে পারছে না। ফলে গ্রাহকদের আস্থার সংকট সৃষ্টি হয়েছে। ব্যাংকিং খাতের খারাপ অবস্থা দিন দিন প্রকট আকার ধারণ করছে। এ খাতের অসুখ দিন দিন গভীর হচ্ছে। এখানে সুশাসন ও ব্যবস্থাপনা এমন জায়গায় পৌঁছেছে যে, কোনো সতর্কতা দিয়েও কাজ হচ্ছে না। তিনি বলেন, এখন বাংলাদেশ ব্যাংকের উচিত, যেসব প্রতিষ্ঠান অনিয়ম করছে বা হয়েছে, এর সঙ্গে যারা জড়িত তাদের এখনই আইন অনুযায়ী দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করা। একইসঙ্গে এ খাতে পর্যবেক্ষণ ও নজরদারি জোরদার করা জরুরি।

ক) পোশাক রপ্তানিতে রেকর্ড- এ শিরোনামটি ইত্তেফাকে। এ খবরে লেখা হয়েছে,

গত ৫ মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৮৩৪ কোটি ডলার। যা বাংলাদেশের পোশাক রপ্তানি আয়ে আরেকটি রেকর্ড। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রপ্তানির এ তথ্য প্রকাশ করেছে রপ্তানি

উন্নয়ন ব্যুরো। এদিকে, তৈরি পোশাকের ওপর ভর করে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত নভেম্বর মাসে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি আয় ৫শ’ কোটি ডলার ছাড়িয়েছে। যা স্বাধীনতার পর এই প্রথম বলে জানিয়েছে ইপিবির সংশ্লিষ্ট সূত্র।

খ) অর্ধশত রোহিঙ্গাকে নিতে চায় যুক্তরাষ্ট্র-মানবজমিন

বিভিন্ন কাজে দক্ষ প্রায় অর্ধ শতাধিক রোহিঙ্গাকে স্থায়ীভাবে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। বাস্তুচ্যুত মিয়ানমারের ওই নাগরিকরা বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বাংলাদেশের মানবিক আশ্রয়ে রয়েছেন। সুনির্দিষ্টভাবে নাম-পরিচয়ের বিস্তারিত জানিয়ে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনে সম্মত অর্ধশতাধিক রোহিঙ্গার একটি তালিকা সম্প্রতি ঢাকাকে শেয়ার করেছে ওয়াশিংটন। কূটনৈতিক সূত্র বলছে, বাস্তুচ্যুতির ৫ বছরেও রাখাইনে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়া কিছু রোহিঙ্গাকে স্থায়ীভাবে তাদের দেশে পুনর্বাসনের চিন্তা করছে। এ নিয়ে আমেরিকা, কানাডা এবং ইউরোপের অনেক দেশের সুনির্দিষ্ট প্রস্তাব এবং তালিকা রয়েছে। তবে বাংলাদেশ সরকারের এখনো তৃতীয় দেশে রোহিঙ্গাদের পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

ক) এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন, আগামী সপ্তাহে জরুরি বৈঠকে মোদি-শাহরা-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, গুজরাট ও হিমাচলের ভোট মিটতেই সর্বভারতীয় স্তরে সাংগঠনিক রদবদল করতে চলেছে গেরুয়া শিবির। সেই সঙ্গে ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দেড় বছর আগে থেকেই প্রচারে নামার প্রস্তুতি সারতে জরুরি বৈঠকে বসছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী সোম ও মঙ্গলবার দিল্লির সদরে দপ্তরে হবে বৈঠক। এই বৈঠকে অমিত শাহ ,জে পি নাড্ডা, রাজনাথ সিং ছাড়াও ভারচুয়ালি হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

খ) সংবাদ প্রতিদিনের অপর এক খবরে লেখা হয়েছে, উত্তরাখণ্ডের আউলিতে ভারত ও মার্কিন সেনার যৌথ মহড়া শেষ হয়েছে শুক্রবার। প্রকৃত নিয়ন্ত্রণরেখার একেবারে কাছের ভূখণ্ডে ‘যুদ্ধ অভ্যাস ২০২২’ নামের এই মহড়া নিয়ে আপত্তি চিনের। বৃহস্পতিবারই নয়াদিল্লির তরফে সেই আপত্তি উড়িয়ে দেওয়া হয়েছিল। এবার একই মনোভাব ব্যক্ত করল আমেরিকা। জানিয়ে দিল, এই মহড়া নিয়ে চিনের নাক গলানোর কিছু নেই।

 

পার্সটুডে/বাবুল আখতার/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ