ব্যাংক ঋণ কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
আতঙ্কে গ্রাহকরা ৫০ হাজার কোটি টাকা তুলে নেয়ার কথা জানালেন মুখ্যসচিব
শ্রোতা/পাঠকবন্ধুরা!কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আজ ৪ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
ঢাকার কয়েকটি খবরের শিরোনাম
- ইসলামী ব্যাংকসহ তিন ব্যাংক ঋণ নিয়ে কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ-প্রথম আলো
- চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসমুদ্র-বাংলাদেশ প্রতিদিন
- সরকার জঙ্গি ধরার নাটক করছে: ফখরুল-মানবজমিন
- রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেইড-যুগান্তর
- বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাসী: প্রধানমন্ত্রী–ইত্তেফাক
- বিএনপি নেতা ইশরাকের গাড়িতে ছাত্রলীগের হামলা -কালের কণ্ঠ
- কোলকাতার শিরোনাম:
- ভারতের জমি দখল করছে চিন, আর মোদি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন! তোপ কংগ্রেসের-সংবাদ প্রতিদিন
- ফারাক্কাতে যুবককে খুন করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ-আজকাল
- সৌন্দর্যের ফাঁদে ফেলে ৩০,০০০ কোটির কেলেঙ্কারি! ‘ক্রিপ্টোকুইনে’র পর্দাফাঁস-আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবারে বিশ্লেষণে যাচ্ছি।
বিশ্লেষণের বিষয়:
১. মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়। কয়েকদিন আগেও বাইডেন প্রশাসনের এক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। অনেকেই বলছেন বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে এসব সফর হচ্ছে। আসলে বিষয়টি কী?
২. তেলের মূল্যসীমা মানবে না রাশিয়া; পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মস্কো। প্রশ্ন হচ্ছে- মূল্যসীমা বেধে দিলে সমস্যা কোথায় এবং এর পরিণতি কী হতে পারে?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ।
বিশ্লেষণের বাইরের কয়েকটি খবর:
ইসলামী ব্যাংকসহ তিন ব্যাংক ঋণ নিয়ে কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ-প্রথম আলো
ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঋণ নিয়ে কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান করে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) , পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট ব্যাংককে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অনুসন্ধানে কিছু পেলে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে। আগামী বছরের ৫ এপ্রিল শুনানির পরবর্তী দিন রেখেছেন আদালত।
প্রথম আলোসহ তিনটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পর আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।
আতঙ্কে গ্রাহকরা ৫০ হাজার কোটি টাকা তুলে নেয়ার কথা জানালেন মুখ্যসচিব-মানবজমিন
আতঙ্কে গ্রাহকরা দেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেছেন, ব্যাংকে টাকা নেই, এটা বলার পর সত্যিকারের একটা ইমপ্যাক্ট হয়েছিল। প্রায় ৫০ হাজার কোটি টাকা মানুষ উইথড্র করেছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু তাতে বাধা দেয়নি। এখন সবাই টের পেয়েছে, আরে! এটা তো ভুল করেছি। এখন সবাই টাকা ফেরত দিতে শুরু করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন। এখন কিন্তু সবাই আবার ফেরত দিচ্ছে।
আলিশান বাড়ির মালিক যখন ‘ভূমিহীন’-প্রথম আলো
দুই উপজেলায় খাসজমি বিতরণে ব্যাপক অনিয়ম। অনেক ভূমিহীন বঞ্চিত, জমি পেয়েছেন বিত্তবান ব্যক্তিরা।
হোসেন মৃধা বাড়ির সামনে হাতল লাগানো চেয়ারে বসে ছিলেন। তাঁর বয়স প্রায় ৮০ বছর। পাশাপাশি তিনটি পাকা বাড়ি তাঁর তিন ছেলের। বড় ছেলে আবদুস সালাম মৃধা দুবাইয়ে, মেজ ছেলে আলাউদ্দিন মৃধা ও ছোট ছেলে মহিউদ্দন মৃধা সৌদি আরবপ্রবাসী। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের
চর দড়িকান্দা মৌজার এই গ্রামের নামও হোসেন মৃধার নামে, হোসেনপুর। গ্রামের পাকা সড়কের ওপরেই বাড়ি। সড়কের ওপারে বিস্তীর্ণ ফসলের মাঠ।
হোসেন মৃধা জানান, মাঠেও তাঁদের পৈতৃক জমি রয়েছে। তবে তাঁর তিন ছেলেই খাসজমি বরাদ্দ পেয়েছেন। অথচ খাসজমি ভূমিহীনদের মধ্যে বিতরণ করার সরকারি নির্দেশ রয়েছে।
সম্প্রতি এক বিকেলে হোসেনপুরে গিয়ে কথা হয় হোসেন মৃধার সঙ্গে। তিনি কিছুটা অসুস্থ। তাঁকে কথা বলতে সহায়তা করছিলেন তাঁর তিন পুত্রবধূ শারমিন, ফাতেমা ও উম্মে হানি। তাঁরা জানান, তাঁদের স্বামীদের নামে উপজেলা ভূমি অফিস থেকে খাসজমি বরাদ্দ হয়েছে। দলিলও সম্পন্ন হয়েছে। তবে জমির পরিমাণ বা কীভাবে তাঁরা খাসজমির বরাদ্দ পেলেন, তা তাঁরা জানেন না।
আরেক দিন পাশের উপজেলা দোহারের মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সদ্য সাবেক) তোফাজ্জল হোসেনের বাড়িতে গিয়ে দেখা গেল, সড়কসংলগ্ন প্রাচীরঘেরা বিশাল পাকা বাড়ি। সামনে ফুলের বাগান ও সবজিখেত। প্রায় ৭০ বিঘা জায়গা নিয়ে তাঁদের এই পারিবারিক বাড়ি। তবে ভূমিহীন হিসেবে তাঁর ছেলে, মেয়ে, জামাই, ভাইসহ মোট ২০ জন খাসজমির বরাদ্দ পেয়েছেন। বরাদ্দপ্রাপ্তির কথা তিনি নিজেও স্বীকার করেছেন।
সরেজমিনে অনুসন্ধান করে দেখা গেছে, নবাবগঞ্জ ও দোহারে কৃষি খাসজমি বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সম্প্রতি অধিকাংশ ক্ষেত্রেই খাসজমি বিতরণ করা হয়েছে বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে। যাঁরা খাসজমির বরাদ্দ বা ইতিমধ্যে দলিলের মাধ্যমে মালিকানা পেয়েছেন, তাঁদের বেশির ভাগই সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ইরাক, ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে চাকরি করছেন। কেউ অনেক বছর প্রবাসে চাকরি শেষে দেশে ফিরে ব্যবসা করছেন। তাঁদের প্রায় সবারই গ্রামে একতলা বা দোতলা বাড়ি। গাড়িবারান্দায় লাল টালির ছাউনি, দোতলার খোলা ঝুলবারান্দায় বাহারি ফুলের গাছ লাগানো।
এ ছাড়া ইউপি চেয়ারম্যান, সদস্য, রাজনীতিক, ব্যবসায়ীরা বরাদ্দ পেয়েছেন খাসজমি। বাদ পড়েননি সাংবাদিকেরাও। অথচ যাঁদের এসব জমি পাওয়ার অগ্রাধিকার, সেই নিঃস্ব মানুষেরাই বঞ্চিত হয়েছেন। প্রচণ্ড ক্ষোভের সঙ্গে নবাবগঞ্জের হায়াতকান্দা গ্রামের অটোচালক আবুল কালাম বলছিলেন, ‘যাদের টাকা আছে, তারাই জমি পায়। যাদের টাকা নাই, তাদের জমিও নাই।’ সড়কের মোড়ে টিনের ছাপরায় থাকেন তিনি। খাসজমির জন্য আবেদন করেছিলেন; তবে পাননি। তাঁর মতো নিঃস্ব অনেকেই অভিযোগ করেছেন, ভূমি অফিসের একশ্রেণির অসাধু লোকের সঙ্গে যোগসাজশ করে প্রভাবশালীরাই খাসজমি বরাদ্দ নিয়েছেন।
বিএনপি নেতা ইশরাকের গাড়িতে হামলা-মানবজমিন
বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ। আজ দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ১০ই ডিসেম্বরের সমাবেশের সমর্থনে লিফলেট বিতরণকালে তার গাড়িতে হামলা ও ভাঙচুর চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় ইশরাক হোসেনের সঙ্গে থাকা বেশ কয়েকজন বিএনপি কর্মীকে বেধড়ক পেটানো হয়। এ তথ্য জানিয়েছেন ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী সুজন মাহমুদ।
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসমুদ্র-বাংলাদেশ প্রতিদিন
জনসমুদ্রে পরিণত হয়েছে চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দান। উৎসবের আমেজ নিয়ে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে জড়ো হয়েছেন লাখো আওয়ামী লীগ নেতাকর্মী।
চট্টগ্রাম মহানগর এবং উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সরকার জঙ্গি ধরার নাটক করছে: ফখরুল-মানবজমিন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিজে দেউলিয়া হয়েছে, তেমনি ব্যাংককে দেউলিয়া করে দিয়েছে। হাজার হাজার কোটি পাচার করেছে। ব্যাংক ফাঁকা করে দিয়েছে। লুটের টাকা সব আওয়ামী লীগের পকেটে। আওয়ামী লীগ এখন জনগণ নির্ভর নয়, আমলা নির্ভর দল। সরকার জঙ্গি ধরার নাটক করছে, সরকারই বরং জঙ্গি।আজ দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেএসডির কাউন্সিলে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, জনগণের প্রয়োজনে সংবিধান তৈরি করতে হবে। কোনো সমাবেশে গোলযোগ হয়নি বরং সরকার নাশকতা করছে। জনগণ একজোট, সবাই রাস্তায় নেমে এসেছে, এটা ধরে রাখতে হবে।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
ভারতের জমি দখল করছে চিন, আর মোদি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন! তোপ কংগ্রেসের-সংবাদ প্রতিদিন
চিন ইস্যুতে ফের কেন্দ্রের মোদি (Narendra Modi) সরকারকে কাঠগড়ায় তুলল কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, চিনের প্রতি সরকারের নরম মনোভাবের জন্যই ধীরে ধীরে ভারতীয় জমি আত্মসাৎ করে চলেছে চিন। আকসাই চিন লাগোয়া দেপসাংয়ে চিনা নির্মাণের অস্তিত্বের প্রমাণ মিলেছে বিভিন্ন সংবাদমাধ্যমের সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজকেই হাতিয়ার করছে হাত শিবির।আসলে কিছুদিন আগে জি-২০ (G-20) বৈঠকে গিয়ে চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে হাত মেলাতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাতেই আপত্তি কংগ্রেসের (Congress)। হাত শিবির বলছে, চিন যখন ভারতীয় ভুখণ্ডে এসে ঘাঁটি গেঁড়ে বসে আছে, তখন প্রধানমন্ত্রী গিয়ে জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন!
সৌন্দর্যের ফাঁদে ফেলে ৩০,০০০ কোটির কেলেঙ্কারি! ‘ক্রিপ্টোকুইনে’র পর্দাফাঁস-আনন্দবাজার পত্রিকা
হালফিলের দুনিয়ায় ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের কথা কে না জানেন। সামান্য বিনিয়োগে বিপুল উপার্জনের লক্ষ্যে বহু মানুষ এতে কোটি কোটি টাকা বিনিয়োগ করে বসে আছেন। তাঁদের মধ্যে কেউ বিনিয়োগের টাকার উপর বাড়তি কড়ি গুনে বড়লোক হয়েছেন, আবার কেউ সর্বস্বান্ত হয়ে পথে বসেছেন।২০১৪ নাগাদ রুজা নিজস্ব ক্রিপ্টোকারেন্সি বাজারে আনেন। নাম ‘ওয়ানকয়েন’। তাতে রাতারাতি বড়লোক করে দেওয়ার টোপ দেওয়া হতে থাকে। সেই টোপে পড়েন অনেকেই। প্রাথমিক ভাবে প্রতিশ্রুত ফায়দা হতে থাকে। এতে আরও বেড়ে যায় বিনিয়োগকারীদের ভরসা।
মানুষের বিশ্বাস অর্জনের জন্য রুজা বিভিন্ন দেশ ঘুরে ঘুরে নানা সেমিনার করতেন। সেই সেমিনারে কেন ওয়ানকয়েন সকলকে ছাপিয়ে উঠবে, তার মনগড়া কাহিনি শোনানো হত। বিশ্বের বিভিন্ন নামীদামি পত্রিকায় প্রতিবেদনের মোড়কে বিজ্ঞাপন প্রকাশ করত ওয়ানকয়েন। মানুষ সেই বিজ্ঞাপনকেই আসল খবর ভেবে নিজের সমস্ত দিয়ে বিনিয়োগ শুরু করেন ওয়ানকয়েনে।রিপোর্ট অনুসারে, ওয়ানকয়েনের সবচেয়ে ছোট বিনিয়োগ মূল্য ছিল ১৪০ ইউরো। সর্বোচ্চ ১ লক্ষ ১৮ হাজার ইউরো। রুজার সংস্থা বিনিয়োগকারীদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, এক্সচেঞ্জ চালু করার। এর মাধ্যমে ক্রিপ্টোতে বিনিয়োগ করা অর্থ ডলার বা ইউরোতে বদলানো সম্ভব।এ ভাবে গড়গড় করে তেল দেওয়া মেশিনের মতো রুজার ওয়ানকয়েন এগোতে থাকলেও কয়েক জনের মনে সন্দেহ দেখা দেয়। তাঁরা রুজার কাছে জবাব চান। এ ভাবেই উত্তুঙ্গ লাভের মুখ দেখানো সত্ত্বেও কিছু বিনিয়োগকারী রুজাকে চেপে ধরেন। সবাইকে সব জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৭-য় বেমালুম উধাও হয়ে যান রুজা।পরে জানা যায়, ৩০ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন ক্রিপ্টোকুইন। মাথায় হাত বহু মানুষের। গোটা বিশ্বের পুলিশ এবং তদন্তকারী সংস্থা তাঁর সন্ধানে এখনও হন্যে হয়ে ঘুরছে। কিন্তু পাত্তা মেলেনি রুজার। এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় একেবারে শুরুর দিকেই নাম রয়েছে রুজার।
ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার আগে অশান্তিতে জড়িতদের ধরপাকড়, এ পর্যন্ত গ্রেফতার ৪৫-আনন্দবাজার পত্রিকা
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগে অশান্তিতে জড়িতদের ধরপাকড় শুরু করল পুলিশ। শনিবার রাতভর অভিযানের পর রবিবার দু’পক্ষের মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবারই ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪