ডিসেম্বর ০৯, ২০২২ ১৮:২৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৯ ডিসেম্বর র্শুক্রবারে কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • নারী জাগরণের মধ্যেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে : প্রধানমন্ত্রী- দৈনিক নয়া দিগন্ত

  • ফখরুল-আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ-দৈনিক প্রথমআলো

  • সমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মীদের জমায়েত শুরু-ইত্তেফাক
  • চূড়ান্ত লড়াইয়ের সময় এসে গেছে: মান্না- যুগান্তর 
  • বন্ধুত্ব নষ্ট করবেন না : বিদেশি কূটনীতিকদের সেতুমন্ত্রী -কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • উত্তরপত্র মূল্যায়নেই কারচুপি, এসএসসির তথ্যভান্ডার পরীক্ষা করে দাবি সিবিআইয়ের-আনন্দবাজার পত্রিকা
  • সংখ্যালঘু পড়ুয়াদের উপর কোপ, মৌলানা আজাদ স্কলারশিপ বন্ধ করল কেন্দ্রীয় সরকার-সংবাদ প্রতিদিন
  • দুর্ঘটনার কবলে কুণাল ঘোষ, শিয়ালদহে তাঁর গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের-আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

নারী জাগরণের মধ্যেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে : প্রধানমন্ত্রী- দৈনিক নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী জাগরণের মধ্যেই আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণে বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া দিবস-২০২২’ ও ‘বেগম রোকেয়া পদক-২০২২’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। নারী জাগরণের মধ্য দিয়েই ১৯৪১ সাল নাগাদ সেই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য ডেল্টা প্ল্যান ও করা হয়েছে যাকে ভিত্তি করে প্রজন্মের পর প্রজন্ম যেন এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, সরকার সারা দেশে ডিজিটাল সেন্টার ও ফ্রি ল্যান্সারদের স্বীকৃতি দিয়েছে এবং ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রজেক্টের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দিচ্ছে। যেখানে উদ্যোক্তা একজন নারী এবং একজন পুরুষ। সেখানে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে দেশের নারী সমাজ। আর এর মাধ্যমে স্বল্প শিক্ষিত একজন নারীও ঘরে বসে অর্থ উপার্জন করতে পারে।

ফখরুল-আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ-দৈনিক প্রথমআলো

পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আজ শুক্রবার এই আদেশ দেন।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

এর আগে আজ শুক্রবার বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে তাদের আদালতে আনা হয়। তাদের রাখা হয় আদালতের হাজতখানায়।  পুলিশের পক্ষ থেকে তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। মির্জা ফখরুল ও আব্বাসের আইনজীবীরা জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করেন। তবে রাষ্ট্র পক্ষ থেকে জামিন আবেদন নাকচ করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত বিকেল সোয়া পাঁচটার দিকে তাদের  জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের মুক্তির দাবিতে আদালতের সামনে স্লোগান দেন বিএনপিপন্থী আইনজীবীরা। আদালতে বিপুলসংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এর আগে বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে গতকাল পল্টন থানায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

বন্ধুত্ব নষ্ট করবেন না : বিদেশি কূটনীতিকদের সেতুমন্ত্রী -কালের কণ্ঠ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিদেশি কূটনীতিকদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানিয়ে বলেছেন, বন্ধুত্বটা আপনারা নষ্ট করবেন না। নির্বাচনী জালিয়াতি শুধু বাংলাদেশে নয়, আমেরিকাতেও বলা হয়। আমেরিকার সঙ্গে সবসময় বন্ধুত্ব চাই আমরা। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আপনারা এদেশের আদালত পাড়া নিয়ে কথা বলেন। কিন্তু নিজের দেশের অবস্থা কী? সেখানেও মানবাধিকারসহ নানা বিষয় লঙ্ঘিত হয়। তবে কারও ফরমায়েশ কিংবা কারও হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।

তিনি বলেন, বিশ্বে বিভিন্ন জায়গায় প্রতিদিনই ম্যাস শুটিং হচ্ছে, সপ্তাহে অন্তত দুটি। একেকটিতে পাঁচ-দশজন। ১৯টি শিশু ম্যাস শুটিংয়ে মারা গেছে। পুলিশ সেখানে সিকিউরিটি দেয়নি, দিলে এ ঘটনা ঘটত না। আমাদের আদালতপাড়া নিয়ে কথা বলেন, আপনাদের ওখানে কী হলো?

সভায় বাংলাদেশের রাজনীতি নিয়ে নাক না গলাতে বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও। তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত লড়াইয়ের সময় এসে গেছে: মান্না- যুগান্তর 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার ফ্যাসিবাদী আচরণের সব সীমা অতিক্রম করেছে। চূড়ান্ত লড়াইয়ের সময় এসে গেছে। এই লড়াইয়ে আমাদের বিজয় সুনিশ্চিত।  শুক্রবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি।  মান্না বলেন, বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনের জন্য সরকার সর্বশক্তি নিয়োগ করেছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে রাজনৈতিক শিষ্ঠাচারবহির্ভূত এবং অসাংবিধানিক বক্তব্য দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে, হামলা করে তারা দেশকে অস্থিতিশীল করে তুলেছে। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার শেষ চেষ্টা করছে। তারাও জানে সময় ফুরিয়ে এসেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করার প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, হামলা, মামলা, গ্রেফতার করে গণঅভ্যুত্থান ঠেকানো যাবে না। অবিলম্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি। 

সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে মান্না বলেন, বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হন। পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনগণ রাজপথে ফয়সালা করবে। গত ১৪ বছর ধরে যে জনগণের সব অধিকার হরণ করেছেন, সিদ্ধান্ত এখন সেই জনগণের হাতে৷ 

সমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মীদের জমায়েত শুরু-ইত্তেফাক

রাজধানীর সায়েদাবাদ এলাকায় গোলাপবাগ মাঠে আগামীকাল ১০ ডিসেম্বর গণসমাবেশ করার অনুমতি পাওয়ার পরপরই বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে শুরু করেছেন। এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।’

এর আগে আজ দুপুরে সমাবেশস্থলের বিষয়ে আলোচনা করতে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল। এরপরেই গোলাপবাগ মাঠে সমাবেশ করার কথা জানায় বিএনপি।

বিএনপি সমাবেশের জন্য কমলাপুর মাঠের কথা প্রস্তাব করলেও পুলিশ মিরপুর বাঙলা কলেজের মাঠ প্রস্তাব করেছিল। তবে শুরুতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সমাবেশ করতে চায় বিএনপি। কিন্ত সেখানে সমাবেশ করতে চাইলেও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ।

দুর্ঘটনার কবলে কুণাল ঘোষ, শিয়ালদহে তাঁর গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের-আজকাল

অল্পের জন্য রক্ষা পেলেন  প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

শুক্রবার রেষারেষি করতে গিয়ে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। কুণাল বা গাড়ির অন্য আরোহীদের আঘাত না লাগলেও তাঁদের গাড়ির যথেষ্ট ক্ষতি হয়েছে।  ঘটনা প্রসঙ্গে কুণাল জানিয়েছেন, 'এদিন সকালে হলদিয়া যাওয়ার পথে শিয়ালদহের কাছে নিয়ম ভেঙে অন্য লেনে ঢুকে একটি বেসরকারি বাস আমার গাড়িতে ধাক্কা দেয়। বাসের রেষারেষির জেরেই এই ঘটনা। ধাক্কায় আমার গাড়ির 'সাইড মিরর' বা একদিকের আয়না পুরো ভেঙে গিয়েছে। যদিও আমি বা গাড়ির অন্য কারোর কোনও চোট লাগেনি। বাসটিকে পুলিশ আটকালে আমি অনুরোধ করি মালিক বা চালকের নাম লিখে পরে তাঁদের ডেকে পাঠাতে। কারণ, ব্যস্ত সময়ে বাসটি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকলে যানবাহন চলাচলে সমস্যা হবে। এরপর ওই গাড়িতেই আমি পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য ফের হলদিয়ার পথে রওনা হই।'

সংখ্যালঘু পড়ুয়াদের উপর কোপ, মৌলানা আজাদ স্কলারশিপ বন্ধ করল কেন্দ্রীয় সরকার-সংবাদ প্রতিদিন

সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপে কোপ বসাল মোদি সরকার। চলতি শিক্ষাবর্ষ থেকেই মৌলানা আজাদ স্কলারশিপ (Maulana Azad National Scholarship) বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা এম ফিল ও ডক্টরেট করতে গেলে তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইউপিএ সরকারের সময়ে এই স্কলারশিপ চালু করা হয়েছিল। মোট পাঁচটি ধর্মীয় সম্প্রদায়ের পড়ুয়ারা এই স্কলারশিপ পেত। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সংখ্যালঘু পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্পের ব্যবস্থা রয়েছে। তাই মৌলানা আজাদ স্কলারশিপ চালিয়ে যাওয়ার কোনও দরকার নেই।

২০০৫ সালে ভারতে মুসলিম পড়ুয়াদের অবস্থা খতিয়ে দেখার জন্য সাচার কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির রিপোর্টে বলা হয়েছিল, শিক্ষাক্ষেত্রে মুসলিম পড়ুয়াদের অবস্থা তপশিলি জাতির থেকেও খারাপ। এই কমিটির রিপোর্টের সুপারিশ মেনেই তৎকালীন ইউপিএ সরকার মৌলানা আজাদ স্কলারশিপ চালু করে। মুসলিম ছাড়াও খ্রিষ্টান, বৌদ্ধ, পারসি, শিখ পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ দেওয়া হত। সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা এম ফিল বা পিএইচডি করতে গেলে এই স্কলারশিপ পেত।

পার্সটুডে/বাবুল আখতার/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ